ইউনিক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

  • Home
  • Bangladesh
  • Feni
  • ইউনিক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

ইউনিক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ঠিকানাঃ বড় মসজিদের পুর্ব পার্শ্বে, (লাইফ কেয়ার ডায়গনস্টিক সংলগ্ন) ট্রাংক রোড, ফেনী।

PLID কি  এবং চিকিৎসা কি?PLID( Prolapse Lumbar Intervertebral Disc) অর্থ হলো মেরুদণ্ডী ডিস্কের প্রলাপস, যেখানে মেরুদণ্ডের...
28/06/2025

PLID কি এবং চিকিৎসা কি?
PLID( Prolapse Lumbar Intervertebral Disc) অর্থ হলো মেরুদণ্ডী ডিস্কের প্রলাপস, যেখানে মেরুদণ্ডের দুটি কশেরুকার মাঝে অবস্থিত নরম ডিস্ক বাইরের দিকে সরে আসে.
এটি একটি সাধারণ মেরুদণ্ডী সমস্যা যা কোমর এবং পায়ে ব্যথা, অসাড়তা বা দুর্বলতা সৃষ্টি করতে পারে।
PLID কি?
Pr*****ed Lumbar Intervertebral Disc। মেরুদণ্ডী ডিস্কগুলো হলো দুটি কশেরুকার মাঝে অবস্থিত নরম, জেলি-এর মতো অংশ। পিএলআইডিতে এই ডিস্কের ভেতরের নরম নিউক্লিয়াস (nucleus) কোনো এক দিকে বের হয়ে আসার চেষ্টা করে বা বের হয়ে নার্ভে মধ্যে চাপ দেয়।
PLID এর কারণ?

১. আঘাত:
হঠাৎ আঘাত বা ভারী জিনিস তোলার অথবা পড়ে গিয়ে ডিস্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. ক্ষয়:
বয়স বাড়ার সাথে সাথে কিংবা প্যাথলজিকাল কারনে ডিস্কের বাইরের আবরণ (anulus fibrosus) ক্ষয় হতে পারে.

৩. জন্মগত ত্রুটি:
কিছু ক্ষেত্রে, জন্মগত ত্রুটিও পিএলআইডি-এর কারণ হতে পারে.

এর লক্ষণ?

#কোমর এবং পায়ে ব্যথা।
পায়ের অসাড়তা, দুর্বলতা বলা প্যারালাইসিস হয়ে যাওয়া
# প্রস্রাব ও পায়খানার নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যাওয়া অথবা বন্ধ হয়ে যাওয়া।

PLIDএর চিকিৎসা?

১. বিশ্রাম: ১/২ সপ্তাহ পরিপূর্ণ বিশ্রামে থাকা।
২. ব্যথানাশক ঔষধ খাওয়া।
৩. ফিজিওথেরাপি: ফিজিওথেরাপিই একমাত্র কার্যকারী চিকিৎসা। যার মাধ্যম ৭০_৮০% রোগীকে ভাল করেতোলা সম্ভব।
তাছাড়া অপারেশনে আগে ও পরে রিহ্যাব করার জন্যও ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।
৪. অপারেশন :
PLID রোগীর ৩ টি লক্ষ্মণ দেখা দিলে অবশ্যই অপারেশন করা লাগবে।
ক. নিচের অংশ অবশ বা প্যারালাইসিস হয়ে যাওয়া।
খ. পায়খানা বন্ধ হয়ে যাওয়া কিংবা পায়খানা না বুঝা।
গ. প্রোসাব বন্ধ হয়ে যাওয়া কিংবা কন্ট্রোল না থাকা।

বি:দ্র: অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা বাধ্যতামূল।
অপারেশন পরবর্তী কিছু ব্যথানাশক ঔষধ দেওয়া হয়,তবে ঔষধ ব্যথাকাটাতেই সাহায্য করে মূল সমস্যা সমাধান করে না। অপারেশনের পর মাংসপেশির শক্তি বৃদ্ধি ও রিহ্যাব এর জন্য ফিজিওথেরাপি চিকিৎসার আবশ্যক।.

৫. পরামর্শ:

ক. অতিরিক্ত ওজন থাকলে তা কমাতে হবে।
খ. নিয়মিত ব্যয়াম করতে হবে।
গ. Posture সঠিক করতে হবে।
ঘ. অতিরিক্ত ওজন বহন করা যাবে না।
ঙ. অধিক নরম বিছানায় ঘুমানো যাবেনা।
চ. দূরের যাতায়াতের সময় সামনে কিংবা মাঝে সিটে বসতে হবে।
ছ. বাকা হয়ে ভারী কোন জিনিস তুলা যাবে না
ঝ. নিচে বসে মাছ কাটা কাপড় কাছা যাবে না।
সর্বোপরি নিয়মিত ব্যায়াম, ও পরিমিত সুষম খাবার গ্রহনের মাধ্যমেই সুস্থ থাকা সম্ভব।

ইউনিক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
মোবাইল :01704591410






26/06/2025
21/06/2025

Stroke recovery centre in Feni

রেজিস্ট্রার ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি হোম সার্ভিস দিয়ে যাচ্ছে ইউনিক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার মোবা...
04/06/2025

রেজিস্ট্রার ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি হোম সার্ভিস দিয়ে যাচ্ছে
ইউনিক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
মোবাইল : 01704-591410

🔹 স্ট্রোক রোগীর পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব 🔹স্ট্রোকের ফলে রোগীর শরীরের এক পাশ আংশিক বা সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যেতে...
31/05/2025

🔹 স্ট্রোক রোগীর পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব 🔹

স্ট্রোকের ফলে রোগীর শরীরের এক পাশ আংশিক বা সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যেতে পারে, যা স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলে। এই অবস্থায় ফিজিওথেরাপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি।

✅ ফিজিওথেরাপির ভূমিকা:

পক্ষাঘাতগ্রস্ত অঙ্গের কার্যক্ষমতা পুনরুদ্ধার

চলাফেরার ভারসাম্য ও সমন্বয় উন্নত করা

পেশির জড়তা ও ব্যথা কমানো

রোগীর আত্মনির্ভরতা বৃদ্ধি

মানসিক সুস্থতায় সহায়ক ভূমিকা

🕒 স্ট্রোকের পর যত দ্রুত ফিজিওথেরাপি শুরু করা যায়, রোগীর উন্নতির সম্ভাবনা তত বেশি।

👨‍⚕️ আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট টিম প্রতিটি রোগীর জন্য প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক রিহ্যাবিলিটেশন প্ল্যান তৈরি করে থাকেন।

📌 সঠিক থেরাপি, নিয়মিত অনুশীলন ও পেশাদার নির্দেশনা — এই তিনটি উপাদানই একটি স্ট্রোক-উত্তর জীবনের মান উন্নয়নের মূল চাবিকাঠি।

📞 আরও তথ্য ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: [01638553605,01874164972]

#ফিজিওথেরাপি #স্ট্রোকচিকিৎসা

28/05/2025
সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা।
01/05/2025

সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা।

সেবা নিন সুস্থ থাকুন
26/04/2025

সেবা নিন সুস্থ থাকুন

প্রতিদিন ফিজিওথেরাপি সেবা দিয়ে যাচ্ছেন
17/04/2025

প্রতিদিন ফিজিওথেরাপি সেবা দিয়ে যাচ্ছেন

09/02/2025

আমরা ইউনিক ফিজিওথেরাপি সেন্টার, ফেনী- সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত।

বিশেষজ্ঞ ডাক্তারগণের পরামর্শে আধুনিক যন্ত্রপাতি ও বি.এস.সি এবং ডিপ্লোমা ফিজিওথেরাপিষ্ট দ্বারা পুরুষ ও মহিলাদের পৃথকভাবে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকি।

আজই চলে আসুন আপনার থেরাপি জনীত যেকোনো সেবা নিতে আমাদের ঠিকানায় । (দূরবর্তী রোগীদের জন্য ভর্তির ও হোম সার্ভিসের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা)।

📍 ঠিকানা : বড় মসজিদের পূর্ব পাশে রাস্তার অপোজিট, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সংলগ্ন, ট্রাংকরোড, ফেনী।

☎️যেকোনো প্রয়োজনে আমাদের যোগাযোগ'র নাম্বারঃ 01638-553605, 01874164972, 01855202526

Address

Trunk Road
Feni

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801638553605

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইউনিক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram