
24/05/2025
উত্তর ধলিয়া ফকির হাটে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান
ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া ফকিরহাট সংলগ্ন আব্দুল লতিফ হাজী বাড়ি প্রকাশ নতুন বাড়ির কাছারিতে হোমিওপ্যাথিক ফ্রি ফ্রাইডে ক্লিনিকে ২৩ মে ২০২৫ শুক্রবার আবার রোগী দেখা হলে সেখানে এলাকার বিপুলসংখ্যক রোগীদের চিকিৎসা নিতে গেছে। গ্রামীন পর্যায়ে এলাকার সর্বস্তরের জনসাধারণ বিনামূল্যে ডিগ্রীধারী হোমিওপ্যাথিক চিকিৎসকদের চিকিৎসা সেবা এবং পরামর্শ পেয়ে সবাই আনন্দিত। ঐদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলমান উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিকে এলাকার সর্বস্তরের রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ছরওয়ার আলম এবং অতিথি চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি ডা. কামদেব নাথ, পরিষদের সদস্য ডা. ফজলুল ইসলাম, ডা. নাছিমা আক্তার, ডা. কৌশিক দেবনাথ, ডা. জাহাঙ্গীর আলম।
হাজী আব্দুল লতিফ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিক প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত চলমান থাকবে। উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালনা কমিটির আহবায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মো. কামরুল হোসেন মজুমদার এক যুক্ত বিবৃতিতে উক্ত ফ্রী ফ্রাইডে ক্লিনিক থেকে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং পরামর্শ গ্রহণ করার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন।
সকল প্রকার যোগাযোগ: 01911213072, 01868789804