Sheba Homoeo Clinic সেবা হোমিও ক্লিনিক

  • Home
  • Bangladesh
  • Feni
  • Sheba Homoeo Clinic সেবা হোমিও ক্লিনিক

Sheba Homoeo Clinic সেবা হোমিও ক্লিনিক Dr. Sarwar Alam, BHMS (Dhaka University),
Homoeopathic Medicine Consultant.

24/05/2025

উত্তর ধলিয়া ফকির হাটে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান

ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া ফকিরহাট সংলগ্ন আব্দুল লতিফ হাজী বাড়ি প্রকাশ নতুন বাড়ির কাছারিতে হোমিওপ্যাথিক ফ্রি ফ্রাইডে ক্লিনিকে ২৩ মে ২০২৫ শুক্রবার আবার রোগী দেখা হলে সেখানে এলাকার বিপুলসংখ্যক রোগীদের চিকিৎসা নিতে গেছে। গ্রামীন পর্যায়ে এলাকার সর্বস্তরের জনসাধারণ বিনামূল্যে ডিগ্রীধারী হোমিওপ্যাথিক চিকিৎসকদের চিকিৎসা সেবা এবং পরামর্শ পেয়ে সবাই আনন্দিত। ঐদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলমান উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিকে এলাকার সর্বস্তরের রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ছরওয়ার আলম এবং অতিথি চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি ডা. কামদেব নাথ, পরিষদের সদস্য ডা. ফজলুল ইসলাম, ডা. নাছিমা আক্তার, ডা. কৌশিক দেবনাথ, ডা. জাহাঙ্গীর আলম।

হাজী আব্দুল লতিফ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিক প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত চলমান থাকবে। উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালনা কমিটির আহবায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মো. কামরুল হোসেন মজুমদার এক যুক্ত বিবৃতিতে উক্ত ফ্রী ফ্রাইডে ক্লিনিক থেকে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং পরামর্শ গ্রহণ করার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন।

সকল প্রকার যোগাযোগ: 01911213072, 01868789804

রোগীর ডায়েরি থেকে -ব্রেস্ট টিউমারের হোমিপ্যাথিক চিকিৎসা কথাডাঃ ছরওয়ার আলম।ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের সুলতানা র...
19/05/2025

রোগীর ডায়েরি থেকে -
ব্রেস্ট টিউমারের হোমিপ্যাথিক চিকিৎসা কথা
ডাঃ ছরওয়ার আলম।

ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের সুলতানা রাজিয়া। বয়স ২৫। ১লা জুলাই ২০০৬ সালে আমাদের নিকট ব্রেস্ট টিউমারের চিকিৎসার জন্য আসেন।

রোগীনি জানালেন তার ডান ব্রেস্টে দীর্ঘ দিন ধরে টিউমার। এর জন্য একাদিক গাইনি চিকিৎসক দেখানো হয়েছে। সবাই অপারেশনের কথা বলেছে। তিঁনি জানালেন তাঁর একমাত্র অভিভাবক স্বামী বিদেশে থাকেন। এছাড়া স্বামীও অপারেশনের পক্ষে নহে। তাই সিদ্ধান্ত নিয়েছেন হোমিপ্যাথিক চিকিৎসা করাবেন।

আমরা জানতে চাইলাম এই টিউমার কোন পার্শ্বে, তিঁনি জানালেন ডান পার্শ্বে এবং নিপলের উপরে, শক্ত চাকার মত, টিপলে চাপ পড়লে ব্যাথা করে, টিউমারে ব্যাথা জ্বালাকর ও সুই ফোটানোর মত । এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আর কি কষ্ট জানতে চাইলাম। রোগীনি জানালেন গত ১ বছর ধরে মাথাব্যথা ও মাথাঘোরা আছে। মাথাব্যথার সাথে বমিভাব হয়। নড়াচড়ায়, দুপুরে খাওয়ার পর মাথাব্যথা বাড়ে। বিশ্রামে, শুয়ে থাকলে, চুল টানলে ভাল লাগে।

আর কি কষ্ট জানতে চাইলাম। রোগীনি জানালেন কিছুদিন ধরে ডান কানে পুঁজ। গন্ধ করে, সাথে কান চুলকায়। সর্দি ও ঠান্ডার সমস্যা নাই।

আর কি কষ্ট জানতে চাইলাম। রোগীনি জানালেন শরীর খুবই দুর্বল। স্বাভাবিক সামান্য কাজ কর্মে ক্লান্ত হয়ে যাই। বল পাইনা। হাত পা কাঁপে। দিন দিন শুকিয়ে যাচ্ছি।

আর কি অসুবিধা জানতে চাইলাম। রোগীনি জানালেন আর বড় কোন অসুবিধা নাই।
আমরা জানতে চাইলাম ছোট থেকে আপনার বড় কি কি রোগ হয়েছে। রোগীর জানালেন ছোটকালে শ্বাসকষ্ট ছিল।

রোগীনি আরো জানালেন তাঁর ঠান্ডা আবহাওয়া অসহ্য। ঘুমের মধ্যে ঘাম বেশী হয়। জাগ্রত থাকলে সাধারনত শরীর ঘামায়না। খাবার সম্পর্কে জানালেন বিশেষ কোন খাবারের প্রতি পছন্দ নেই। তবে টক, লবন, রুটি, চা অপছন্দ। ক্ষুধা রুচি কম তাই তুলনামূলক কম খান।

মন মেজাজ সম্পর্কে জিজ্ঞেস করলে রোগী জানান বিয়ের পূর্বে মন মেজাজ বেশ ভালই ছিল। বিয়ের পরে স্বামী সংসারে এসে স্বামীর অতুষ্ট ব্যবহারে বর্তমানে নিষ্প্রভ এবং নিরুৎসাহ ও উদাসিন প্রকৃতির হয়ে গেছি। কোন কিছু মনে থাকেনা। মনে কোন প্রকার আনন্দ আসেনা। নিজের এবং সন্তানের প্রতি যত্ন নিতে মনে চাহেনা। অনেক সময় বিনা প্রয়োজনীয় খরচ করে ফেলি। এই জন্য স্বামী শ্বাশুড়ির বকা শুনতে হয়। বুদ্ধি করে কোন কাজ করতে পারিনা। নিজেকে অনেক অসুখী মনে হয়। মনে মৃত্যু ভাবনা বেশী আসে।

রোগীনি আরো জানালেন পায়খানা স্বাভাবিক তবে প্রস্রাব ক্লিয়ার হয়না। কিছু প্রস্রাব থেকে যায় বলে মনে হয়। তাঁর সব কষ্ট পরিশ্রমে, খাবারের পর, রোদ্রে বাড়ে। কম খেলে ভাল লাগে।

আমরা রোগীর সব লক্ষনাবলী মূল্যায়ন করে ঔষধ নির্বাচন করলাম "কোনিয়াম"। উক্ত ঔষধ কয়েকমাস সেবন করে রোগীর ব্রেস্ট টিউমার এবং কানের পুঁজ সম্পুর্ন রুপে ভাল হয়। এখনো ঐ রোগী মাঝে মাঝে তাঁর শারীরিক অন্যান্য অসুস্থতার জন্য আমাদের থেকে পরামর্শ নিয়ে থাকেন।

লেখক:
ডা. ছরওয়ার আলম
বি. এইচ. এম. এস. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
হোমিওপ্যাথিক মেডিসিন কনসালটেন্ট

চেম্বারঃ
সেবা হোমিও ক্লিনিক
সমবায় সুপার মার্কেট
শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক
ফেনী সদর, ফেনী।
মোবাইলঃ 01911213072, 01868789804

17/05/2025
11/05/2025
10/05/2025

উত্তর ধলিয়া ফকির হাটে হোমিওপ্যাথিক ফ্রি ফ্রাইডে ক্লিনিকে দ্বিতীয় সপ্তাহেও রোগীর ভীড়

ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া ফকিরহাট সংলগ্ন আব্দুল লতিফ হাজী বাড়ি প্রকাশ নতুন বাড়ির কাছারিতে হোমিওপ্যাথিক ফ্রি ফ্রাইডে ক্লিনিক দ্বিতীয় সপ্তাহে ৯ মে ২০২৫ শুক্রবার আবার রোগী দেখা হলে সেখানে এলাকার রোগীদের অনেক ভীড় লক্ষ্য করা গেছে। ঐদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলমান উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিকে এলাকার সর্বস্তরের রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ছরওয়ার আলম এবং ডা. উম্মে নাছরিন রিনা অতিথি চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি ডা. কামদেব নাথ এবং ডা. নাসিমা আক্তার।

হাজী আব্দুল লতিফ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিক প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত নিয়মিত চলমান থাকবে। উক্ত ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালনা কমিটির আহবায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মো. কামরুল হোসেন মজুমদার এক যুক্ত বিবৃতিতে উক্ত ফ্রী ফ্রাইডে ক্লিনিক থেকে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং পরামর্শ গ্রহণ করার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন।

সকল প্রকার যোগাযোগ: 01911213072, 01868789804

09/05/2025

আজ শুক্রবার বিকালে আবার ফ্রি ফ্রাইডে ক্লিনিকে রোগী দেখা হবে

আজ শুক্রবার সহ প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া ফকিরহাট সংলগ্ন আব্দুল লতিফ হাজী বাড়ি প্রকাশ নতুন বাড়ির কাছারিতে হোমিওপ্যাথিক ফ্রি ফ্রাইডে ক্লিনিকে রোগী দেখা হবে।

হাজী আব্দুল লতিফ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত প্রি ফ্রাইডে ক্লিনিকে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিংসা সেবা এবং পরামর্শ প্রদান করবেন -

ডা. ছরওয়ার আলম
বি.এইচ.এম.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
হোমিওপ্যাথিক মেডিসিন কনসালটেন্ট

এবং

ডা. উম্মে নাছরিন রিনা
ডি.এইচ.এম.এস (ঢাকা)
শিশু ও মহিলা রোগের পরামর্শক

এলাকার সর্বস্তরের জনসাধারণকে বিভিন্ন রোগের স্থায়ী এবং নিরাপদ চিকিৎসা হিসেবে পরিচিত হোমিওপ্যাথিক চিকিৎসা এবং পরামর্শ বিনামূল্যে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে।

সকল প্রকার যোগাযোগঃ 01911213072, 018789804

24/04/2025

জরায়ু টিউমারে হোমিওপ্যাথিক চিকিৎসা
ডাঃ ছরওয়ার আলম।

ইয়াসমিন আক্তার।বয়স ৫০। সোনাগাজী, ফেনী থেকে আগস্ট ২০০৮ সালে আমাদের নিকট চিকিৎসার জন্য আসেন। সাথে তাঁর স্বামী স্কুল শিক্ষক মোঃ জিয়াউল হক, হাতে অনেক গুলো প্রেসক্রিপশন ও পরীক্ষানিরীক্ষার রিপোর্ট। কি রোগ জানতে চাইলাম।

রোগীনি জানালেন, গত ৮ বছর ধরে জরায়ুর টিউমারে কষ্ট পাচ্ছি। পুর্বে ব্যাথা ছিল। এখন ব্যাথা নাই। তবে বেশী হাঁটাচলা বা ভারী কাজ করলে তলপেটে ব্যাথা করে।

জানতে চাইলাম জরায়ুর টিউমার (Fibroid) হওয়ার কারন কি? রোগীনি জানালেন, এর সুস্পষ্ট কারন আমার জানা নাই তবে ২০ বছর পূর্বে আমার ছোট মেয়ে ডেলিভারীর সময় জরায়ুতে আঘাত পাই। এর পর থেকে প্রায়ই বিভিন্ন সময় জরায়ুতে ব্যাথা অনুভব হয়। সর্বশেষ ৮ বছর পূর্বে পরীক্ষানিরীক্ষায় জরায়ুতে টিউমার ধরা পড়ে।

জানতে চাইলাম এর জন্য এত বছর কি কি চিকিৎসা নিয়েছেন। রোগীনি জানালেন, প্রথমত গাইনি চিকিৎসকে দেখিয়েছি। তাঁরা সবাই অপারেশনের কথা বলেছেন। অপারেশনে আমার প্রচন্ড ভয়। তাই স্থানীয় একজন হোমিওপ্যাথিক চিকিৎসকে দেখাই। এত বছর তার নিকট থেকে ঔষধ সেবন করে আসছি। ঐ চিকিৎসক খুব আন্তরিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। উপকারও পেয়েছি। তাঁর ঔষধ সেবনে তলপেটের ব্যাথা বন্ধ হয়েছে। কিন্তু টিউমার এখনো ভাল হয়নি। তাই স্থানীয় আমাদের এক আত্মীয়ের পরামর্শে আপনাদের নিকট এসেছি।

রোগীনির আকুল আবেদন, যে কোন ভাবেই হোক ঔষধের মাধ্যমে আমার রোগ ভাল করতে চাই। কোন ভাবেই আমি অপারেশনে যাবনা। প্রয়োজনে কয়েব বছর ঔষধ খাব। আপনি যে ভাবেই হোক আমার টিউমার ভাল করার চেষ্টা করুন। আশা করি আল্লাহ আপনার সহায় হবেন।

সার্জিক্যাল রোগ ফাইব্রয়েড বা জরায়ু টিউমারে ক্ষেত্রে আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। এছাড়া জরায়ুর সব টিউমার যে ঔষধে ভাল হবে এমন নিশ্চয়তা নাই। তার পরও রোগীনির সার্বিক অবস্থা বিচার করে আমরা চিকিৎসা দিতে রাজী হলাম।

আমরা নিয়মতান্ত্রিকভাবে যথেষ্ট সময় নিয়ে উক্ত রোগীর বর্তমান অন্যান্য রোগ, অতীত রোগ সমূহ, বংশগত রোগ সমূহ ভালভাবে জানলাম। এছাড়া তাঁর সার্বদৈহিক অন্যান্য উপসর্গ সমূহ, খাদ্যাভ্যাস, মানসিক লক্ষনাবলী, পায়খানা প্রস্রাবের অসুবিধা সহ সকল রোগের হ্রাস বৃদ্ধি জেনে নিলাম।

রোগীনির জরায়ুর টিউমারে আমরা সকল লক্ষনাবলী মূল্যায়ন করে ঔষধ নির্বাচন করলাম "বেলিস-পেরেনিস"। এই ঔষধটি আমাদের সবার পরিচিত ডেইজি ফুলের নির্যাস থেকে প্রস্তুত হয়েছে। ঔষধটি পরীক্ষা করেছেন চিকিৎসা বিজ্ঞানী ডাঃ বার্নেট। ডেইজি ফুলের অনেক বৈশিষ্টের মধ্যে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হল বার রার মাড়ানোর পরও আবার হাসি মুখে মাথা তুলে দাঁড়াতে পারে। "আঘাত প্রাপ্ত হওয়ায় পরও খুব সহজে উঠে দাঁড়ানোর প্রবৃত্তিই" একে পরীক্ষা করার চিন্তা জন্মেছে চিকিৎসা বিজ্ঞানী বার্নেট এর মধ্যে। বিভিন্ন আঘাত জনিত রোগে এই ঔষধের বহুমুখী চমৎকার ব্যবহার আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গভীর মাংসপেশির আঘাত জনিত যে কোন রোগে লক্ষনসাদৃশ ব্যবহার।

উপরোক্ত রোগীনির ২০ বছর পূর্বে সন্তান ডেলিভারীর সময় জরায়ুর মাংসপেশিতে আঘাত পাওয়ার অতীত ইতিহাস মূল্যায়ন করে এবং পরবর্তীতে "বেলিস পেরেনিসের" লক্ষনাবলী রোগীর মধ্যে বর্তমান থাকায় আমরা তাঁর ক্ষেত্রে উক্ত ঔষধটি নির্বাচন করলাম।

উক্ত ঔষধ সেবনের পর রোগীনির বেশ উন্নতি দেখা দেয়। সর্বশেষ ৭ মাস চিকিৎসা নেওয়ার পর মিসেস ইয়াসমিন আক্তারের ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার সম্পুর্নরুপে ভাল হয়ে যায়। রোগীনির দীর্ঘ বছরের পুরাতন জরায়ুর টিউমার বিনা অপারেশনে সুস্থ্য হওয়াতে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। মিসেস ইয়াসমিন আক্তার এখনো তার শারীরিক আনুসঙ্গীক অন্যান্য অসুস্থতার জন্য আমাদের নিকট থেকে হোমিপ্যাথিক চিকিৎসা নিয়ে থাকেন।

লেখক-
ডাঃ ছরওয়ার আলম
বি.এইচ.এম.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
হোমিওপ্যাথিক মেডিসিন কনসালটেন্ট

চেম্বারঃ
সেবা হোমিও ক্লিনিক,
সমবায় সুপার মার্কেট কমপ্লেক্স -৩,
শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক,
ফেনী সদর, ফেনী।
মোবাইলঃ 01911213072

Address

Shahid Shahidullah Kaisar Road
Feni
3900

Telephone

01911213072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheba Homoeo Clinic সেবা হোমিও ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sheba Homoeo Clinic সেবা হোমিও ক্লিনিক:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category