মনোয়ারা মেডিকেল হল.

মনোয়ারা মেডিকেল হল. Running a pharmacy business is more likely potential. Society always needs medicine from time to time.

15/07/2025

মনোয়ারা মেডিকেল হল থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা।

💊🩺 আপনি কি খুঁজছেন বিশ্বস্ত ও মানসম্পন্ন মেডিসিন, সার্জিক্যাল আইটেম বা মেডিকেল ইকুইপমেন্ট?
তাহলে আর দেরি না করে চলে আসুন মনোয়ারা মেডিকেল হলে !
এখানে খুচরা ও পাইকারি উভয় দামে ✅ সুলভ মূল্যে ✅ সেবা নিশ্চিত করা হয়।

📍 ঠিকানা:
মনোয়ারা মেডিকেল হল, মিজান রোড় ফেনী

🔹 হাসপাতাল ✅
🔹 ফার্মেসি ✅
🔹 ক্লিনিক ✅
🔹 ব্যক্তি গ্রাহক ✅
সকলের জন্যই রয়েছে বিশেষ মূল্যছাড় ও নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা।

েনী #সার্জিকাল #মেডিসিন #সাশ্রয়ীদাম #বিশ্বস্ততা_আমাদের_অঙ্গীকার

29/04/2025
30/09/2024

#দোকানের_বাকি_পরিশোধ_করুন।
আলহামদুল্লিলাহ, মাশাআল্লাহ অসাধারণ সময়োপযোগী বাস্তব আলোচনা করেছেন প্রিয় আলেম মহোদয় জাযাকাল্লাহ খায়েরান।

কথা গুলো আসলেই বাস্তব।
13/07/2024

কথা গুলো আসলেই বাস্তব।

28/06/2024
26/09/2023

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা

🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)

🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।

🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।

🔴S. Uric Acid: কিডনির কার্যক্ষমতা নির্ণয় করারা জন্য এ পরিক্ষা দেওয়া হয়।

🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।

🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।

🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।

🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।

🔴chestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য।

27/06/2022

❝তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষন পর্যন্ত তোমার মৃত্যু না হয়❞
_সুরা হিজরঃ ৯৯
"লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)।
যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে হিদায়াত ও রহমত।
সূরা আল-আরাফ: ১৫৪

Address

Feni College Road
Feni

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনোয়ারা মেডিকেল হল. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram