Dr.Rashid Anjum Anik

31/12/2025
মাত্র দুই দিনের ব্যবধানে বয়স বেড়ে গেল প্রায় দুই যুগ... 💔
30/12/2025

মাত্র দুই দিনের ব্যবধানে বয়স বেড়ে গেল প্রায় দুই যুগ... 💔

24/12/2025
ওসমান হাদীর বর্তমান অবস্থা...GCS 3/15!!!!!!!Pupil Bilaterally DialatedHead shot!মেডিকেলের ভাষায় খুবই খারাপ অবস্থা এইটা
12/12/2025

ওসমান হাদীর বর্তমান অবস্থা...

GCS 3/15!!!!!!!
Pupil Bilaterally Dialated
Head shot!

মেডিকেলের ভাষায় খুবই খারাপ অবস্থা এইটা

01/12/2025

হয়ত দেশবাসীর জন্য খারাপ নিউজ আসতে চলেছে

বেগম খালেদা জিয়াকে আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হচ্ছে।সবার কাছে দোয়া প্রার্থী👏
01/12/2025

বেগম খালেদা জিয়াকে আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হচ্ছে।

সবার কাছে দোয়া প্রার্থী👏

ছবির বাম পাশে দেখছেন মানুষের উরুর আসল হাড় (Femur), যা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। আর ঠিক ডান পাশেই আছে টাইটানিয়াম দিয়ে তৈর...
30/11/2025

ছবির বাম পাশে দেখছেন মানুষের উরুর আসল হাড় (Femur), যা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। আর ঠিক ডান পাশেই আছে টাইটানিয়াম দিয়ে তৈরি হুবহু একই মাপের একটি কৃত্রিম হাড়।

এটা সাধারণ কোনো হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নয়। এটা অর্থোপেডিক্সের অন্যতম জটিল এক অপারেশন, যার নাম ‘টোটাল ফিমোরাল রিপ্লেসমেন্ট’ (Total Femoral Replacement)।

যখন উরুর হাড়ের শুধু ওপরের বা নিচের অংশ নয়, বরং পুরো হাড়টাই নষ্ট হয়ে যায়, তখন এই মেটাল হাড়টি বসানো হয়। সাধারণত তিনটি পরিস্থিতিতে ডাক্তাররা এই সিদ্ধান্ত নেন:

১. হাড়ে ক্যান্সার বা টিউমার হলে (যেমন: Osteosarcoma)।
২. হাড় এমন বাজেভাবে ভেঙে গেলে যা আর জোড়া লাগানো সম্ভব নয়।
৩. আগের কোনো অপারেশনের ইনফেকশন বা অন্য কারণে হাড়ের ব্যাপক ক্ষয় হলে।

এই কৃত্রিম হাড়টি রেডিমেড নয়। রোগীর সিটি স্ক্যান বা ৩ডি ইমেজিং (3D Imaging) করে একদম নিখুঁত মাপে এটি বানানো হয়। উপাদান হিসেবে ব্যবহার করা হয় টাইটানিয়াম, যা শরীরের সাথে মানিয়ে নিতে পারে এবং প্রচণ্ড মজবুত।

কয়েক বছর আগেও এমন পরিস্থিতিতে রো/গীর পা কে/টে ফে/লা (Amputation) ছাড়া উপায় ছিল না। কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এই অসামান্য উন্নতির ফলে এখন পা না হারিয়েও মানুষ আবার নিজের পায়ে দাঁড়াতে পারছে। ❤️

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। লাইফ সাপোর্টে আছেন। উনার বর্তমান ডায়াগনোসিস...
28/11/2025

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। লাইফ সাপোর্টে আছেন।

উনার বর্তমান ডায়াগনোসিস হচ্ছে Septic shock, DIC, AKI.
উনার জ্ঞানের মাত্রা তথা GCS 8/15.

এই ডায়াগনোসিস, এই জিসিএস এমন লাইফ সাপোর্ট একটা রোগীর সর্বোচ্চ খারাপ অবস্থা বলা চলে। আল্লাহ আমাদের প্রত্যেকের সকল কিছু নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ চায়লে আমরা এই অবস্থা থেকেও বেগম জিয়া কে ফিরে পেতে পারি। সবাই বেগম জিয়ার জন্য দু'আ করি।

উনার এই দেশের গণতন্ত্রের জন্য, রাজনৈতিক আপোষহীনতার জন্য তার যে কন্ঠস্বর ছিল, তা ছিল আমাদের জন্য খুবই প্রয়োজনীয়।

রাজনৈতিক মতাদর্শের উপরে উঠে সবার কাছে বেগম জিয়ার জন্য দু'আ চাই।

ফার্মেসী থেকে কিনে বেশি বেশি এ্যান্টিবায়োটিক খাও
24/11/2025

ফার্মেসী থেকে কিনে বেশি বেশি এ্যান্টিবায়োটিক খাও

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Rashid Anjum Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category