ডাক্তার তথ্য ফেনী

ডাক্তার তথ্য ফেনী ধৈর্য, পরিশ্রম এবং চেষ্টা সাফল্যের জন্য একটি অপরাজেয় সংমিশ্রণ তৈরি করে

03/06/2025

খোলা চিঠি: মুছাপুর ও চর এলাহী এলাকার নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপের আহ্বান

তারিখ: ৩জুন ২০২৫
প্রাপক:
ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ও চর এলাহী এলাকায় নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ।

মাননীয় প্রধান উপদেষ্টা,

আমি শেখ মাসুদ, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একজন সচেতন নাগরিক। আমাদের এলাকা বর্তমানে ভয়াবহ নদীভাঙনের মুখোমুখি, বিশেষ করে মুছাপুর ও চর এলাহী ইউনিয়নে। গত ২৬ আগস্ট মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকে প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে, ফসলি জমি ও মাছের ঘের ধ্বংস হয়ে গেছে

এই ভাঙনের ফলে শুধু কোম্পানীগঞ্জ নয়, পাশের ফেনী জেলার সোনাগাজী উপজেলাও হুমকির মুখে পড়েছে । প্রতিদিন জোয়ারের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এবং মানুষের জীবন-জীবিকা চরম সংকটে পড়েছে।

আমরা লক্ষ্য করেছি, পূর্ববর্তী সরকারের আমলে মুছাপুর রেগুলেটর নির্মাণে দুর্নীতি ও অবহেলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে, এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

আমাদের দাবিসমূহ:
১. মুছাপুর ও চর এলাহী এলাকায় নদীভাঙন রোধে দ্রুত কার্যকর বাঁধ নির্মাণ।
২. সেনাবাহিনীর তত্ত্বাবধানে রেগুলেটর পুনর্নির্মাণ ও তীর সংরক্ষণ কাজ সম্পন্ন করা।
৩. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
৪. ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় একটি স্থায়ী সমাধান পরিকল্পনা গ্রহণ।

মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার নেতৃত্বে আমরা আশা করি, এই সংকটের দ্রুত সমাধান হবে এবং আমাদের প্রিয় জন্মভূমি কোম্পানীগঞ্জ রক্ষা পাবে।

বিনীত,

কোম্পানিগঞ্জ উপজেলার সকলের পক্ষ থেকে
কোম্পানিগঞ্জ,নোয়াখালী

04/05/2025

তথ্য প্রযুক্তি সেক্টরে সাফল্যময় ক্যারিয়ার গড়তে হয়ে উঠুন দক্ষ আইটি/কম্পিউটার এক্সপার্ট! #50% ছাড়ে কম্পিউটার অফিস কোর্সে ভর্তি চলছে.....
ব্যক্তি জীবন থেকে কর্ম জীবন মাইক্রোসফট অফিস প্রোগ্রামের প্রয়োজন কোথায় নেই? মাইক্রোসফট অফিস এমন একটি সফটওয়্যার যেটা আপনি যে কোন পেশায় থাকেন না কেনো আপনাকে করে তুলবে আরো বেশী প্রফেশনাল প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য নিজেকে তৈরী করতে আজি ভর্তি হোন আমাদের এডভান্স মাইক্রোসফ্ট অফিস কোর্সে।
🔰 অফিস কোর্স যা যা থাকছে
✅Basic Computer
✅Basic Hardware & Connect
✅Software Development
✅Ms Word
✅Ms Excel
✅Ms Access
✅Ms Power Point
✅English Type
✅Bijoy Bangla Type
✅Internet Browse
💥কোর্স ডিউরেশন: ২.৫ - ৩ মাস
✅ক্লাস ডিউরেশন : প্রায় ২ ঘন্টা
✅সপ্তাহে ৩ দিন ক্লাস ।
💥 আমাদের কাছে কোর্স করার সুবিধা গুলো হলো:
✅Life Time সাপোর্ট পাবেন, ইনশাআল্লাহ ।
✅কোর্স শেষে সরকারি সার্টিফিকেট।
✅সকল প্রকার Software সাপোর্ট।
✅দুর্বল ছাত্র-ছাত্রীদের এক্সটা কেয়ার।
✅শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড়!।
📱01707 99 55 11/+8801326344401

"চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল"৩ টার মধ্যে একটা চট্টগ্রাম বিভাগে হবে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজা...
18/04/2025

"চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল"
৩ টার মধ্যে একটা চট্টগ্রাম বিভাগে হবে।
চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই ৫ টা জেলা হচ্ছে গুরুত্বপূর্ণ জেলা।
এই ৫ টা জেলার মধ্যে ৪ টা তেই সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে।কিন্তু ফেনীতে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নাই
তাই ফেনীবাসীর উচিত চট্টগ্রাম বিভাগে "চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল" যেটা হওয়ার কথা সেটা যেন ফেনীতে করা হয় জোর দাবী জানানো।

Address

FENI MAX DIAGONSTIC CENTRE
Feni
3901

Telephone

+8801326344401

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাক্তার তথ্য ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাক্তার তথ্য ফেনী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram