01/10/2023
গতকাল পোস্টে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে Kirkland Minoxidil কোনটা ভালো। Made in Israel নাকি Made in USA?
অনেকে উত্তর দিয়েছেন Israel, অনেকে বলেছেন USA, অনেকে আবার বলেছেন দুটোই সেইম।
সো, প্রথমত আমি কাউকে ভুল বলব না। আপনারা মতামত দিয়েছেন আপনাদের ব্যবহারের ভিত্তিতে। যে যেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন এবং ভালো মনে করেছেন, সে সেটাই বলেছেন।
কিন্তু, সবচেয়ে বড় সত্য এই যে দুটোই একই কোম্পানির ওষুধ, এবং একই ব্রান্ডের প্রোডাক্ট। বোতলের সাইজ, প্যাকেজিং, ডিজাইন, মেডিসিন কোনোকিছুতে দুটোর মধ্যে পার্থক্য নেই। শুধু বোতলে লেখা থাকে Made in Israel অথবা Distributed by USA. শুধু এটাই পরিবর্তন। দুটোর মধ্যে কার্যকারীতারও কোনো পরিবর্তন নেই। বোতলের বাইরের তলানিতে দুটোর সিল গুলো একটু ভিন্ন থাকে। তবে, দুই বোতলেই USA শব্দটা দেখবেন।
একটা কোম্পানির যেমন অনেকগুলো ফ্যাক্টরি থাকে। যেমন স্কয়ার কোম্পানির গাজীপুর এবং নারায়নগঞ্জে ফ্যাক্টরি আছে। ঠিক তেমনই Kirkland এর একটা ফ্যাক্টরি Israel এ আছে। এইজন্য ওটা made in Israel হয়।
দুটোই সেইম জিনিস দিয়ে তৈরি। সেইম কাজই করে। সেইম রেজাল্ট দেয়। দুটোই সমান....!
এখন কথা হচ্ছে একেকজন একেকটা ভালো বলছে কেন....?
দেখেন জ্বর হলে সবার একই ওষুধ দিয়ে সারে না। কোম্পানি সেইম হলেও ওষুধ ভিন্নতার কারণে একেকজনের ক্ষেত্রে একেকরকম কাজ করতে পারে। এটার কোনো লজিক বা পরীক্ষিত এক্সপ্লেনেশন নেই। যার শরীরে যেটা স্যুট করে, ওটাই তার কাছে ভালো মনে হয়।
তাই কেউ যদি বলে থাকে USA ভালো Israel খারাপ অথবা, Israel ভালো USA খারাপ এগুলো ভুলবাল কথাবার্তা। দুটোই ভালো এবং দুটোই সেইম রেজাল্টই দেয়। আপনার যেটা মন চাই ব্যবহার করতে পারেন। অনেকে আবার মনে করেন শুরুতে USA ব্যবহার করছি, এখন আবার Israel ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই...! আপনি ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা হবেনা।
সো, আজকে থেকে জেনে রাখুন Made in USA = Made in Israel.
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ধন্যবাদ...! ❤️
অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আমাদের মতো ট্রাস্টেড পেইজ থেকে পাবেন। সো কমদামে প্রোডাক্ট নিতে গিয়ে টাকা নষ্ট করবেন না এবং ঠকিয়েন না। এটাই অনুরোধ।
--------------------------------------------
--------------------------------------------
যেকোনো প্রয়োজনে বা অর্ডার করতে এখনই কল করুনঃ- ✆ 01730630087(whatsapp)