Dr. Zanzibul Tareq - CardioVascular Surgeon

Dr. Zanzibul Tareq - CardioVascular Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Zanzibul Tareq - CardioVascular Surgeon, Doctor, Fulbaria.

ওপেন হার্ট সার্জারী (বাইপাস, হার্ট ভালব ইত্যাদি) তে উচ্চতর দীক্ষা নিতে বর্তমান বিশ্বের অন্যতম সেরা হাসপাতাল NUHS এ এসেছি...
06/09/2024

ওপেন হার্ট সার্জারী (বাইপাস, হার্ট ভালব ইত্যাদি) তে উচ্চতর দীক্ষা নিতে বর্তমান বিশ্বের অন্যতম সেরা হাসপাতাল NUHS এ এসেছি ১ বছরের জন্য।
যথারীতি চেম্বারে অনুপস্থিত থাকতে হচ্ছে। সাময়িক অসুবিধার দু:খিত।
তবে ধরাছোয়ার বাইরে আছি এমন নয়, হোয়াটস এপ নাম্বার আগের টাই আছে, ব্যাস্ততার কারনে হয় সবসময় মেসেজ দেখা হয়ে ওঠেনা।
তাই আমাকে যারা মেসেজ দিবেন যেকোন প্রয়োজনে তাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ,,,,
একটা মেসেজ এ নিজের পরিচয় দিয়ে, অল্প কথায় কেন প্রয়োজন/ কি প্রয়োজন সেটা একবারে লিখে দিলে আমার জন্য বুঝতে এবং উত্তর দিতে সুবিধা হয়, সময় সাশ্র‍য় হয়,,,
সেটা না করে যদি সকালে Hi লেখেন,, আমি পরদিন বিকালে লিখলাম Hello, তারপর আপনি লিখলেন "আমি ওমুক" আমি পরদিন উত্তর দিলাম "আচ্ছা বলেন কি উপকারে আসতে পারি?"
এভাবে কথোপকথন চালাতে গেলে উভয়েরই সময় নষ্ট এবং মনে কষ্ট ,,,,,

পরিশেষে, শুভাকাঙ্খী সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো।

কয়েকদিন এর জন্য দেশের বাইরে অবস্থান করছি।আপাতত কিছুদিনের জন্য ঢাকা, বগুড়া এবং ময়মনসিংহের চেম্বার বন্ধ। সাময়িক অনুপস্থিতি...
21/08/2024

কয়েকদিন এর জন্য দেশের বাইরে অবস্থান করছি।
আপাতত কিছুদিনের জন্য ঢাকা, বগুড়া এবং ময়মনসিংহের চেম্বার বন্ধ।
সাময়িক অনুপস্থিতির জন্য দু:খিত।
আমাকে হোয়াটসএ্যাপ এ পাওয়া যাবে আগের নাম্বারেই।
01723-057319

Another beating heart bypass surgery (CABG) done by myself. Alhamdulillah,,,Thank you Dr. Samir Azam Sunny sir for your ...
27/06/2024

Another beating heart bypass surgery (CABG) done by myself. Alhamdulillah,,,

Thank you Dr. Samir Azam Sunny sir for your support.

কত হবে বয়স? ৩০ এর আশেপাশে!!  একেবারে খেটে খাওয়া সুস্থ্য দেহী একজন যুবক বাম পা টা একটু খুড়িয়ে হেটে আসলো,,,চোখমুখে একরাশ উ...
06/06/2024

কত হবে বয়স? ৩০ এর আশেপাশে!!
একেবারে খেটে খাওয়া সুস্থ্য দেহী একজন যুবক বাম পা টা একটু খুড়িয়ে হেটে আসলো,,,

চোখমুখে একরাশ উৎকন্ঠা, উদ্বেগ নিয়ে আমার চেম্বারে তাদের প্রবেশ,,,

চেহারায় উদ্বেগ এর কারন, পায়ে গ্যাংগ্রীন, বৃদ্ধাঙ্গুলির আগায়,,,ডাক্তার বলেছে পা কেটে ফেলতে হবে,,, একেবারে বিনা মেঘে বজ্রপাতের মত লেগেছে তাদের কানে,,

আমি অভ্যাসবশত বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করার আগেই খানিকটা সাহস দিলাম এই বলে যে " পা বাচানোর জন্য আমাদের (কার্ডিওভাস্কুলার সার্জনদের) হাতে অনেক উপায় আছে,, আগেই এত দু:চিন্তা না করতে। কারন গত ৩/৪ বছরের প্র‍্যাকটিসে আমি দেখেছি যত রুগীর পায়ের রক্তনালী ব্লক জনিত কারনে পা কাটতে হয় তার মধ্যে ৫০% কমপক্ষে বাচানো সম্ভব অথবা পা কাটার লেভেল টা নীচে নামানো সম্ভব আধুনিক ভাস্কুলার সার্জারী চিকিৎসা পদ্ধতি কাজে লাগালে।

তারপর নিয়ম অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা হল,, দেখা গেল হাটু বরাবর পায়ের প্রধান রক্তনালী ১০০% বন্ধ,,,

এটাকে সমাধান করা সম্ভব,,, পা বাচানো সম্ভব,
বাইপাস অপারেশন করতে হবে।
বড় অপারেশন,, অনেক আয়োজন, অনেক খরচের৷ ব্যাপার,, ঢাকায় থাকতে করেছি অনেক,,, ২০১৬ সালে Dr. Saklayen Russel ভাই এর সহকারী হিসেবে প্রথম করেছিলাম,,,

ময়মনসিংহে কি করতে পারব? পুরা সেট আপ এ্যারেঞ্জ করতে হবে?
তার উপর রুগীর আর্থিক অবস্থা জোরালো নয়,, ঢাকায় এসে করতে পারবে না,,,

শেষে, কি আর করা,,, রুগীর জন্য আমি আক্ষরিক অর্থে ঢাকা শহরকে নিয়ে আসলাম ময়মনসিংহে,

যন্ত্রপাতি, সুতা, ঔষধপত্র এবং দুজন সার্জন বন্ধু Dr. TAreq MOrshed, Dr. Noor E Elahi Raju (কোর্সমেট, টিমমেট) সব একদিনের জন্য নিয়ে আসলাম ময়মনসিংহে,,,

অনেক টেনশন, রুগীর লোকের এবং আমার।
ময়মনসিংহে আমার প্রথম Arterial Case,,,
আমি যেমন জানি, রুগীও জানে, রুগীর লোকও জানে,,,

নতুন সেট আপ এ সময় বেশী লাগলো,,, বাইপাস করার পর গোড়ালীতে ক্ষীন পালস পেলাম,,, আশায় বুক বেধে রইলাম, পরদিন পা গরম হয়ে গেল, ক্ষীন পালস দপদপ করতে লাগল,পায়ে অক্সিজেন লেভেল ৯০ এ উঠে গেল,, আহ কি শান্তি,,,

আলহামদুলিল্লাহ,,,,,
এখন শুধু নিয়ম কানুন মেনে এবং ওষুধ পত্র খেয়ে এই বাইপাস করা নতুন রাস্তাটাকে সচল রাখতে হবে।

এরপর স্বপ্ন বড় হতে শুরু করবে,,, ডালপালা ছড়াবে,,,
ময়মনসিংহে হার্ট এর রক্তনালী বাইপাস (CABG) করার স্বপ্ন দেখলে সেটা কি খুব দোষ এর কিছু হবে????

কৃতজ্ঞতা
Dr. Bilash vy (anaesthesiologist)
Nur Punam
Hasanul Islam
Latiful Alam Khan Saimon
Fahad Chowdhury Hridoy
Fuad Hasan
Iqbal Ibu
Aninda Sen Rudra
Mahadi Hasan Spartan
Rakibul Hassan Uzzal
রুগী এবং রুগী লোকজন ( আমার উপর আস্থা রাখার জন্য)।
সায়েম হাসপাতাল।

মাঝের এই মানুষটাকে মেডিকেল কম্যুনিটির সবাই চিনেন,,, চেহারায় না চিনলেও নাম শুনলে চিনবেন কোন সন্দেহ নাইDr. Jahir Uddin Moh...
07/02/2024

মাঝের এই মানুষটাকে মেডিকেল কম্যুনিটির সবাই চিনেন,,, চেহারায় না চিনলেও নাম শুনলে চিনবেন কোন সন্দেহ নাই

Dr. Jahir Uddin Mohammed Sharif

এবার চিনছেন, সন্দেহ নাই,,,
উনি আছেন কার্ডিওলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে এবং বাইরে করে চলেছেন প্রচুর এঞ্জিওগ্রাম, পিসিআই,,,
অসাধারন মানুষ, কাজপাগল মানুষ,,,,

উনি আসছিলেন সায়েম হসপিটালের অপারেশন থিয়েটারে আমাদের কাজ দেখতে,,,,,

তারপর কি হল???
সে গল্প আসছে,,,,
নতুন কোন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে এখানকার স্বাস্থ্যসেবার ইতহাসে,,,,,

03/01/2024

Planning of a Brachio Cephalic fistula by duplex venous mapping, a 3 times failed case, at Sayem Hospital, Mymensingh.

Saklayen Russel স্যারের আমন্ত্রনে একটু পড়াশোনা পাশাপাশি অনেকদিন পর দেখা হওয়ায় একটু কুশল বিনিময়ের সুযোগে আয়রন ম্যানের কাল...
09/12/2023

Saklayen Russel স্যারের আমন্ত্রনে একটু পড়াশোনা পাশাপাশি অনেকদিন পর দেখা হওয়ায় একটু কুশল বিনিময়ের সুযোগে আয়রন ম্যানের কালেকশন থেকে একখানা মেডেল দখল করে নিলাম,,,,

Dialysis Access AV fistula, performing at Anatomical s***f box.Dept Of Nephrology, MMCH
23/11/2023

Dialysis Access AV fistula, performing at Anatomical s***f box.

Dept Of Nephrology, MMCH

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে, প্রসিডিউর রুমে, স্বল্প সুযোগ সুবিধা ও ব্যাবস্থাপনার মধ্যে একটা বেশ বড়...
18/11/2023

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে, প্রসিডিউর রুমে, স্বল্প সুযোগ সুবিধা ও ব্যাবস্থাপনার মধ্যে একটা বেশ বড় কাজ করে ফেললাম,
Brachio Basilic Transposition AV fistula for haemodialysis.

মমেকহা তে সম্ভবত এটাই প্রথম।
: (আসল ছবির অভাবে প্রতিকি ছবি দিলাম, পরবর্তিতে আসল ছবি দিতে পারব আশা করি)

Head of the Dept. Of Nephrology, MMCH,  Sir auscults  murmur of just created R C Fistula of A CKD patient.
27/09/2023

Head of the Dept. Of Nephrology, MMCH, Sir auscults murmur of just created R C Fistula of A CKD patient.

First ever at Dept. of Nephrology in MMCH Performing AVF (hemodialysis access fistula) operation,  Thank you Dept Of Nep...
19/09/2023

First ever at Dept. of Nephrology in MMCH
Performing AVF (hemodialysis access fistula) operation,

Thank you Dept Of Nephrology, specially Dr. Syed Hasanul Islam, Registrar, Nephrology, MMCH for enormous support.

Address

Fulbaria

Telephone

+8801723057319

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zanzibul Tareq - CardioVascular Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Zanzibul Tareq - CardioVascular Surgeon:

Share

Category