06/06/2024
কত হবে বয়স? ৩০ এর আশেপাশে!!
একেবারে খেটে খাওয়া সুস্থ্য দেহী একজন যুবক বাম পা টা একটু খুড়িয়ে হেটে আসলো,,,
চোখমুখে একরাশ উৎকন্ঠা, উদ্বেগ নিয়ে আমার চেম্বারে তাদের প্রবেশ,,,
চেহারায় উদ্বেগ এর কারন, পায়ে গ্যাংগ্রীন, বৃদ্ধাঙ্গুলির আগায়,,,ডাক্তার বলেছে পা কেটে ফেলতে হবে,,, একেবারে বিনা মেঘে বজ্রপাতের মত লেগেছে তাদের কানে,,
আমি অভ্যাসবশত বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করার আগেই খানিকটা সাহস দিলাম এই বলে যে " পা বাচানোর জন্য আমাদের (কার্ডিওভাস্কুলার সার্জনদের) হাতে অনেক উপায় আছে,, আগেই এত দু:চিন্তা না করতে। কারন গত ৩/৪ বছরের প্র্যাকটিসে আমি দেখেছি যত রুগীর পায়ের রক্তনালী ব্লক জনিত কারনে পা কাটতে হয় তার মধ্যে ৫০% কমপক্ষে বাচানো সম্ভব অথবা পা কাটার লেভেল টা নীচে নামানো সম্ভব আধুনিক ভাস্কুলার সার্জারী চিকিৎসা পদ্ধতি কাজে লাগালে।
তারপর নিয়ম অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা হল,, দেখা গেল হাটু বরাবর পায়ের প্রধান রক্তনালী ১০০% বন্ধ,,,
এটাকে সমাধান করা সম্ভব,,, পা বাচানো সম্ভব,
বাইপাস অপারেশন করতে হবে।
বড় অপারেশন,, অনেক আয়োজন, অনেক খরচের৷ ব্যাপার,, ঢাকায় থাকতে করেছি অনেক,,, ২০১৬ সালে Dr. Saklayen Russel ভাই এর সহকারী হিসেবে প্রথম করেছিলাম,,,
ময়মনসিংহে কি করতে পারব? পুরা সেট আপ এ্যারেঞ্জ করতে হবে?
তার উপর রুগীর আর্থিক অবস্থা জোরালো নয়,, ঢাকায় এসে করতে পারবে না,,,
শেষে, কি আর করা,,, রুগীর জন্য আমি আক্ষরিক অর্থে ঢাকা শহরকে নিয়ে আসলাম ময়মনসিংহে,
যন্ত্রপাতি, সুতা, ঔষধপত্র এবং দুজন সার্জন বন্ধু Dr. TAreq MOrshed, Dr. Noor E Elahi Raju (কোর্সমেট, টিমমেট) সব একদিনের জন্য নিয়ে আসলাম ময়মনসিংহে,,,
অনেক টেনশন, রুগীর লোকের এবং আমার।
ময়মনসিংহে আমার প্রথম Arterial Case,,,
আমি যেমন জানি, রুগীও জানে, রুগীর লোকও জানে,,,
নতুন সেট আপ এ সময় বেশী লাগলো,,, বাইপাস করার পর গোড়ালীতে ক্ষীন পালস পেলাম,,, আশায় বুক বেধে রইলাম, পরদিন পা গরম হয়ে গেল, ক্ষীন পালস দপদপ করতে লাগল,পায়ে অক্সিজেন লেভেল ৯০ এ উঠে গেল,, আহ কি শান্তি,,,
আলহামদুলিল্লাহ,,,,,
এখন শুধু নিয়ম কানুন মেনে এবং ওষুধ পত্র খেয়ে এই বাইপাস করা নতুন রাস্তাটাকে সচল রাখতে হবে।
এরপর স্বপ্ন বড় হতে শুরু করবে,,, ডালপালা ছড়াবে,,,
ময়মনসিংহে হার্ট এর রক্তনালী বাইপাস (CABG) করার স্বপ্ন দেখলে সেটা কি খুব দোষ এর কিছু হবে????
কৃতজ্ঞতা
Dr. Bilash vy (anaesthesiologist)
Nur Punam
Hasanul Islam
Latiful Alam Khan Saimon
Fahad Chowdhury Hridoy
Fuad Hasan
Iqbal Ibu
Aninda Sen Rudra
Mahadi Hasan Spartan
Rakibul Hassan Uzzal
রুগী এবং রুগী লোকজন ( আমার উপর আস্থা রাখার জন্য)।
সায়েম হাসপাতাল।