11/12/2021
অতিরিক্ত হাত পা এঁর তালু ঘামা ( #হাইপারহাইড্রোসিস ) আমাদের অনেকের ই বড় সমস্যা। এর কারনে ঠিক মতো লেখা যায়না। কোন কিছু ধরলে অস্বস্তি লাগে। এটা তো গেল হাতের অবস্থা, পায়ের অবস্থা আরও জটিল ! পায়ে সামান্য ঘামলেই জুতা পড়লে ঘেমে পিছলা হয়ে যায় , প্রচুর ধুলাবালি জমা হয়ে পা খুব ই নোংরা হয়ে যায় যেটা খুব ই বিরক্তিকর আর অসহ্যকর অবস্থা। আর যারা যেকোনো প্রকার শু ইউজ করি তাদের সমস্যা সবচে বেশি , তালু ঘেমে গিয়ে ঘাম না শুকিয়ে সেটা জমে থেকে ব্যাকটেরিয়া তৈরি করে যেটা প্রচন্ড দুর্গন্ধ তৈরি করে। এটা যে কত বড় বিরক্তিকর আর অসহনীয় সমস্যা যারা ফেস করছেন তারা ছাড়া কেউ বুঝবেনা , অনেকে বলেন এটা একটা অভিশাপ !!!
আমরা দিচ্ছি খুব ই কার্যকরী এবং সফল #আয়ন্টোফোরেসিস ( ) থেরাপি ডিভাইস। যেটা এই সমস্যার সফল একটি চিকিৎসা।