হোমিও ঔষধ ও চিকিৎসা

হোমিও ঔষধ ও চিকিৎসা অনলাইনে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হোমিও চিকিৎসা, অরিজিনাল ঔষধ বিক্রয় ও পরামর্শ-এর জন্য একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম।

 : তরুণীদের এক নীরব যুদ্ধ 🩺বর্তমানে ১৬ থেকে ২৪ বছর বয়সী অনেক মেয়েই এমন এক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, যা বাইরে থেকে বোঝা যা...
10/07/2025

: তরুণীদের এক নীরব যুদ্ধ 🩺

বর্তমানে ১৬ থেকে ২৪ বছর বয়সী অনেক মেয়েই এমন এক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ধীরে ধীরে তাদের জীবনকে প্রভাবিত করে-এই সমস্যার নাম PCOS (Polycystic O***y Syndrome)।

🤔 এই রোগটি কেমন?

PCOS (Polycystic O***y Syndrome) বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলো এক ধরনের হরমোনজনিত সমস্যা, যা মূলত প্রজনন বয়সী নারীদের মধ্যে দেখা যায়। এটি একটি জটিল সমস্যা যা মেয়েদের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এবং এর ফলে ওভারিতে ছোট ছোট সিস্ট (follicles) তৈরি হতে পারে।

✅✅ PCOS এর প্রধান লক্ষণগুলো:

1. অনিয়মিত মাসিক বা মাসিক বন্ধ হয়ে যাওয়া।

2. মুখে, বুকে, পেটে অতিরিক্ত লোম গজানো (hirsutism)।

3. ব্রণ বা ত্বকে তৈলাক্ত ভাব।

4. ওজন বৃদ্ধি, বিশেষ করে পেটে চর্বি জমা।

5. মাথার চুল পাতলা হওয়া বা পড়ে যাওয়া।

6. গর্ভধারণে সমস্যা বা বন্ধ্যত্ব।

7. অতিরিক্ত insulin এর কারণে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি। শরিরের এর্লাজি রেশ দেখা যায়

🤔 এই বয়সে কেন হয়?

👉 আমাদের অনিয়মিত জীবনযাপন
👉 অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া
👉 মানসিক চাপ
👉 ঘুমের অভাব
👉 হরমোনের গণ্ডগোল

🤔 হোমিওপ্যাথিতে PCOS এর চিকিৎসা হয়?

হ্যাঁ, হয়! তবে একদিনে না—ধৈর্য ধরতে হয়।
সঠিক হোমিও ওষুধ হরমোনকে ভারসাম্যপূর্ণ করে মাসিক নিয়মিত করে, চুল, ত্বক এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

✅✅ হোমিও চিকিৎসার উপকারিতা:

👉 হরমোন ভারসাম্য ফিরিয়ে আনে।

👉 মাসিক নিয়মিত হতে থাকে।

👉 চুল পড়া ও ত্বকের ব্রন দুর করে উপসর্গগুলো কমে যায়।

👉 ওভারির সিস্ট ছোট হতে থাকে ।

👉 গর্ভধারণের সম্ভাবনা বাড়ে।

😨😨 সতর্কতা:

হোমিওপ্যাথি চিকিৎসা নিজে নিজে নয়, অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের তত্ত্বাবধানে নিতে হবে।
PCOS একটি জটিল কিন্তু নিয়ন্ত্রণযোগ্য রোগ। হোমিওপ্যাথি সঠিকভাবে এবং ধৈর্য সহকারে নিলে এটি দীর্ঘমেয়াদে উপসর্গ কমাতে এবং শরীরের স্বাভাবিক হরমোন কার্যক্রম ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে উপসর্গ দেখে নিজে কোনো ওষুধ শুরু না করে অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

❤️ যোগাযোগ :- ইনবক্সে: https://m.me/101999912184965
(আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে চিকিৎসা দেয়া হয়)

🔔🔔 হোমিও ঔষধ এর সাথে লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনলে আরও ভালো ফল পাবেন:

👉নিয়মিত ঘুম (কমপক্ষে ৭ ঘণ্টা)
👉ব্যায়াম (প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা হালকা এক্সারসাইজ)
👉চিনি ও জাঙ্ক ফুড কমানো
👉পর্যাপ্ত পানি পান করা
👉মানসিক চাপ কমানো

🤗🤗 মনে রাখবেন:

PCOS মানেই জীবন থেমে যাওয়া নয়। সময়মতো সচেতনতা, চিকিৎসা ও যত্ন নিলে এটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

😌😌 এই পোস্টটি অন্য মেয়েদের জানাতে শেয়ার করুন।
🩺 "সুস্থতা মানেই সৌন্দর্য, নিজের যত্ন নিন আজ থেকেই।" 🌸🌸

হোমিও ঔষধ ও চিকিৎসা
চেম্বার: মাস্টার হোমিও হল



"রোগ আরোগ্য দানকারী মহান আল্লাহ তায়ালা"

রোগের নামঃ– চর্মরোগ (দাদ,চুলকানি,একজিমা)আমাদের ত্বক বা চামড়া হল আমাদের শরীরের সবচেয়ে বড় ইন্দ্রিয়। ত্বক আমাদের বিভিন্ন রক...
07/07/2025

রোগের নামঃ– চর্মরোগ (দাদ,চুলকানি,একজিমা)

আমাদের ত্বক বা চামড়া হল আমাদের শরীরের সবচেয়ে বড় ইন্দ্রিয়। ত্বক আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল, ক্ষতিকারক তরঙ্গ, রোগ জীবাণু থেকে আমাদের রক্ষা করে। আমাদের শরীরের আভ্যন্তরীণ তাপের সমতা বজায় রাখে। আবার ত্বক আমাদের শরীরের সবথেকে সংবেদনশীল অংশ।তাই আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন কারনে বিভিন্ন চর্মরোগ- চুলকানি,একজিমা,দাদ দেখা দেয়। সমীক্ষায় জানা গেছে যে , জনসংখ্যার প্রায় ২০% থেকে ৩০% লোক কোন না কোন চর্মরোগে আক্রান্ত। একমাত্র হোমিওপ্যাথি ওষুধই এই চর্মরোগের স্থায়ী প্রতিকার করতে পারে। এখানে বিভিন্ন প্রকার উপসর্গ অনুযায়ী চুলকানি,একজিমা,দাদের হোমিও চিকিৎসা-এর (Homeopathic medicine for skin disease) বিবরণ দেওয়া হল।

চর্মরোগ – চুলকানি,একজিমা,দাদের হোমিও চিকিৎসা – চুলকানি,একজিমা,দাদের হোমিও চিকিৎসা

চর্ম রোগের উদাহরণ (চুলকানি,একজিমা) :-

খোস, প্যাঁচড়ায় অত্যন্ত চুলকানি, ঠোঁট ও অন্য স্থানে ফাটা ক্ষত, পুরাতন দাদ

চামড়ায় টোপতলা ফোস্কার মতো উদ্ভেদ। পায়ে কড়া, ক্ষত, পায়ের তলা ফাটা

চামড়ায় আঁচিলের মতো বা ফোস্কার মতো উদ্ভেদ। ঘারে,মুখে,পিঠে, হাতে, বুকে উদ্ভেদ বেরোয় ও চুলকায়

খোস, প্যাঁচড়া প্রতি বছর শীতকালে দেখা যায়

হাতের চেটোয়, হাতে ও আঙ্গুলে চুলকানি

দাদের উদাহরণ :-

দাদ, তাতে খুব চুলকানি ও জ্বালা,একজিমায় পুরু হলদে-সাদা মামড়ি, তার ভেতরে ঘন হলদে পুঁজ। কোনও চর্মরোগে খুব চুলকানি, রাতে ও বিছানায় শুলে চুলকানি বাড়ে , চুলকানির পর খুব জ্বালা।

দাদ, মুখে দাদ, শরীরের নিম্নাঙ্গে দাদ, এছাড়া শরীরের সমস্ত স্থানে দাদ হতে পারে

শীতকালে গায়ে দাদের মতো উদ্ভেদ, চর্মরোগ সহ কোষ্টকাঠিন্য, চামড়া শুকনো,খসখসে,অত্যন্ত চুলকানি,রক্ত না বেরানো পর্যন্ত চুলকায়।

হোমিওপ্যাথিক প্রতিবিধান: চুলকানি, একজিমা দাদ নিরাময়ে হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। লক্ষণ সাদৃশ্যে নির্দিষ্ট মাত্রায় ওষুধ সেবনে চর্মরোগ সম্পূর্ণ ভাল করা সম্ভব। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। অন্যথায় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে।

ধন্যবাদান্তে – হোমিও ঔষধ ও চিকিৎসা
Inbox: https://m.me/101999912184965
চেম্বারঃ মাস্টার হোমিও হল
"রোগ আরোগ্য দানকারী মহান আল্লাহ তায়ালা"

রোগের নামঃ– হাঁপানি (শ্বাসকষ্ট)অ্যাজমা Asthma শ্বাসকষ্ট সমস্যার কারণ, লক্ষণ এবং হাঁপানি থেকে মুক্তির উপায় সম্পর্কে বিস্...
03/07/2025

রোগের নামঃ– হাঁপানি (শ্বাসকষ্ট)

অ্যাজমা Asthma শ্বাসকষ্ট সমস্যার কারণ, লক্ষণ এবং হাঁপানি থেকে মুক্তির উপায় সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের পর্বে। হাঁপানি বলতে আমরা বুঝি শ্বাসপথে বায়ু চলাচলে বাধা সৃষ্টির জন্য শ্বাসকষ্ট (Dyspnoea).সারা বিশ্বের প্রায় ১৫ কোটিরও বেশি মানুষ অ্যাজমা বা হাঁপানীতে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর ৫০ হাজার লোক এই রোগে আক্রান্ত হয়ে থাকে। শ্বাসনালির প্রদাহজনিত জটিল একটি সমস্যা হল এই অ্যাজমা। শ্বাসনালিতে বিভিন্ন কোষ প্রধানত ইওসিনোফিল ও অন্যান্য উপাদান জমা হয়ে শ্বাসনালির ছিদ্র পথ সরু হয়ে যায়। রোগী শ্বাসকষ্টসহ শুকনো কাশি, বুকে কফ জমে যাওয়া, শ্বাস নেওয়ার সময় বুকে শোঁ শোঁ আওয়াজ হওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে থাকে। শীতকালে শুষ্ক ঠান্ডা আবহাওয়া বাতাসে উড়ে বেড়ানোয় ধূলিকণার আধিক্যে অ্যাজমা রোগীদের কষ্ট বেড়ে যেতে দেখা যায়।

কারণ: এলার্জিক অ্যাজমা সাধারণত কোনো এলার্জেন বা এন্টিজেন নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকলে আমাদের ইমিউন সিস্টেম-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।

যেমন- ফুলের রেণু, বিভিন্ন প্রাণীর লোম, মাইট ও ধুলাবালি ইত্যাদি। ফলশ্রুতিতে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয় ও হাপানী দেখা দেয়। একে এটোপিক অ্যাজমা বা এলার্জিক অ্যাজমাও বলা হয়।

নন এলার্জিক অ্যাজমা এ ধরনের অ্যাজমা এলার্জি ঘটিত নয় বরং ধূমপান, রাসায়নিক দ্রব্য, জীবাণুর সংক্রমণ, মানসিক চাপ, অট্টহাসি, অধিক ব্যায়াম, এস্পিরিন জাতীয় ওষুধ সেবন, খাদ্য সংরক্ষণকারী উপাদান, পারফিউম, অত্যাধিক ঠান্ডা,গরম, আর্দ্র ও শুষ্ক বাতাসের কারণে দেখা দেয়।

অ্যাজমা রোগীর প্রাথমিক লক্ষণ

> বুকে সাঁই সাঁই বা বাঁশির মত শব্দ হওয়া,

> শ্বাস কষ্ট হওয়া,

> বুকে চাপ অনুভব করা।

> দীর্ঘ মেয়াদী কাশিতে ভুগতে থাকা,

> ব্যায়াম করলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া,

★ সাধারন লক্ষণসমূহ

> শীতকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া।

> ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেয়া,

> কাশির সঙ্গে কফ নির্গত হওয়া,

> গলায় খুসখুস করা ও শুষ্কতা অনুভব করা,

> রাতে কাশি বেড়ে যাওয়া।

> নাড়ীর গতি দ্রুত হওয়া,

> কথা বলতে সমস্যা হওয়া,

> সর্বদা দুর্বলতা অনুভব করা,

> দেহ নীল বর্ণ ধারণ করা।

অ্যাজমা রোগী যেই সব জামা কাপড় পরিধান ও ব্যবহার করবে

(১) কটন জাতীয় নরম ঢিলে-ঢালা পোশাক পরিধান করতে হবে।

(২) সিল্ক, সিনথেটিক, পশমি কাপড় পরিধান না করাই উত্তম।

(৩) পাতলা বালিশ ও নরম বিছানায় শোয়া উচিত।

(৪) বাসস্থান শুষ্ক ও পর্যাপ্ত সূর্যের আলো-বাতাস সম্পন্ন হওয়া উচিত।

অ্যাজমা চিকিৎসা হোমিওপ্যাথিতে সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। সামগ্রিক উপসর্গের ভিত্তিতে ওষুধ নির্বাচনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। এটিই একমাত্র চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে রোগীর কষ্টের সমস্ত চিহ্ন এবং উপসর্গগুলো দূর করে সম্পূর্ণ স্বাস্থ্যের অবস্থা পুনরুদ্ধার করা যায়।
হোমিওপ্যাথিতে যদি ধৈর্য্য সহকারে চিকিৎসা নেয়া যায় তবে একটা সময় অবশ্যই এই হাঁপানি নামক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ।

ধন্যবাদান্তে – হোমিও ঔষধ ও চিকিৎসা
Inbox: https://m.me/101999912184965
চেম্বারঃ মাস্টার হোমিও হল
"রোগ আরোগ্য দানকারী মহান আল্লাহ তায়ালা"

রোগের নামঃ–ছুলি,ছলম বা ছইদ।ইহা এক প্রকার চর্ম রোগ। শরীরের বিভিন্ন স্থানে যথাঃ- ঘাড়, গলা, বুক, কাঁধ, পিট, বাহু ও মুখে ছি...
25/06/2025

রোগের নামঃ–ছুলি,ছলম বা ছইদ।

ইহা এক প্রকার চর্ম রোগ। শরীরের বিভিন্ন স্থানে যথাঃ- ঘাড়, গলা, বুক, কাঁধ, পিট, বাহু ও মুখে ছিট্ ছিট সাদা সাদা দাগ পড়ে।অনেক সময় দীর্ঘদিন হয়ে গেলে কালো কালো ছিট ছিট দাগও পড়ে।রৌদ্রে বা গরমে ইহার চুলকানি বাড়ে। মাঝে মাঝে ছুলি থেকে মরা মাস উঠতে দেখা যায়, ইহাকে ছুলি, ছইদ বা ছলম বলে ।

হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে জনপ্রিয় রোগ নিরাময়ের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যক্তি স্বাতন্ত্র ও সদৃশ উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। এটি উপসর্গ ও জটিলতা মুছে ফেলে সম্পূর্ণ স্বাস্থ্য অবস্থায় রোগীর ফিরে যাবার একমাত্র উপায়।স্বতন্ত্র ঔষধ নির্বাচন এবং চিকিৎসার জন্য, রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন ও রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিৎ।

যোগাযোগ– হোমিও ঔষধ ও চিকিৎসা
Inbox: https://m.me/101999912184965
চেম্বার: মাস্টার হোমিও হল
"রোগ আরোগ্য দানকারী মহান আল্লাহ তায়ালা"

রোগের নামঃ– আই.বি.এস (ইরেটেবল বাওয়েল সিন্ড্রোম)হোমিও ঔষধ ও চিকিৎসা ইরেটেবল বাওয়েল সিন্ড্রোম (আই.বি.এস) রোগ নির্ণয়ের জ...
24/06/2025

রোগের নামঃ– আই.বি.এস (ইরেটেবল বাওয়েল সিন্ড্রোম)
হোমিও ঔষধ ও চিকিৎসা

ইরেটেবল বাওয়েল সিন্ড্রোম (আই.বি.এস) রোগ নির্ণয়ের জন্য সাধারণত কোনো পরিক্ষার প্রয়োজন হয় না। রোগী যে সমস্যা বা রোগের বর্ণনা দেয়। বেশির ভাগ ক্ষেত্রে তাতেই রোগ নির্ণয় হয়ে যায়। রোগীর মুখের কথায় যাবতীয় লক্ষণ পাওয়া যায়। হোমিও চিকিৎসা পদ্ধতি লক্ষণ ভিত্তিক সদৃস বিধান।

আইবিএসের উপসর্গ :-

বদ হজম, পেটের মধ্যে ভুটভাট শব্দ করে, পেটের মধ্যে কোক কোক করে ডাকা বা আহারের পর পেটের অশান্তি বৃদ্ধি, পায়খানার সাথে বিজল যায়, পেটে কামড় দিয়ে ব্যাথা করে, টয়লেট সারার পরও মনে হয় যেন এখনো ভিতরে কি যেন আটকে আছে। টয়লেট করার পর কিছু সময়ের জন্য আরাম অনুভব হবে। মাঝে মধ্যে বাথ রুম নরম হবে, আবার কিছু দিন কোষ্ঠকাঠিন্য হবে। বিষণ্নতা ও উদ্বিগ্নতাকে এই রোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আই.বিএসের রোগীরা অনেকে নিজেদের সমস্যা নিজেরা চিহ্নত করতে পারে। কোন খাবার খেলে সমস্যা বাড়ে এবং পেটের সমস্যা কমে তা রোগীরা অনুভাব করতে পারে।

হোমিওপ্যাথিক চিকিৎসা ও সমাধান :-

আই.বি.এস এমনিতেই একটি জটিল প্রকৃতির রোগ তার উপর অনেকেই দেখা যায় ২/৪ দিন কিছু ঔষধ খেয়েই ভালো হয়ে - যেতে চান। যারা এই ভুলটি করেন তারাই এই রোগে বেশি কষ্ট ভোগ করেন এবং দীর্ঘদিন কষ্ট করতে থাকেন। আপনাকে বুঝতে হবে যেকোন ক্রনিক রোগের ক্ষেত্রে আপনি যদি প্রপার ট্রিটমেন্ট না নিয়ে একবার এই ঔষধ, আরেকবার ঐ ঔষধ খেতে থাকেন তাহলে এর থেকে মুক্তি পাওয়া তো দূরের কথা বরং রোগ জটিলতা দিন দিন বেড়ে যাওয়ার কারণে একজন চিকিৎসককে পর্যন্ত শেষকালে সুচিকিৎসা দিয়ে রোগীকে ভালো করতে যথেষ্ট বেগ পেতে হয়। তাই আই.বি.এস, পুরাতন আমাশয় বা পেটের পীড়াসহ যেকোন ক্রনিক রোগে অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিন। যদি ট্রিটমেন্ট ঠিক ঠাক ভাবে করা হয় আপনার রোগ যত পুরাতন বা তীব্রই হোক না কেন এটি নির্মূল হওয়া সময়ের ব্যাপার মাত্র।

যোগাযোগ –
Inbox: https://m.me/101999912184965
চেম্বারঃ মাস্টার হোমিও হল

রোগের নামঃ– নখকুনিহোমিও ঔষধ ও চিকিৎসা  নখের ফাঙ্গাস হল অতি সাধারণভাবে দেখতে পাওয়া একটি ছত্রাকের সংক্রমণ যা হাতের নখে বা...
23/06/2025

রোগের নামঃ– নখকুনি
হোমিও ঔষধ ও চিকিৎসা

নখের ফাঙ্গাস হল অতি সাধারণভাবে দেখতে পাওয়া একটি ছত্রাকের সংক্রমণ যা হাতের নখে বা পায়ের নখে হয় ৷ এটি নখের ডগা বা প্রান্তভাগ থেকে শুরু করে নখের মধ্যবর্তী স্থানে ছড়িয়ে পড়ে এবং নখের রঙকে ফ্যাকাশে অথবা পরিবর্তিত করে৷ যদিও নখে ছত্রাক সংক্রমণ কোন গুরুতর বা জটিল পরিস্থিতি নয়, তবে এটি নিরাময় হতে দীর্ঘদিন সময় লাগতে পারে ৷

আবার কারো কারো নখ কুনির সমস্যাও দেখা দেয় ৷ এর সাধারণ অবস্থা হল পায়ের বড় আঙুলর নখ পাশ নরম মাংসের মধ্যে বৃদ্ধি পাওয়া ৷ ফলে কখনও কখনও ব্যথা, লালচেভাব, ফোলা, সংক্রমণ হয়।

নখে ছত্রাকের সংক্রমণ নীচে দেওয়া উপসর্গগুলির মধ্যে যেকোনো একটির কারণে হতে পারে:

◑ নখের চারপাশে ব্যথা।
◑ নখের চারপাশের অংশ ফোলা।
◑নখের আকারের পরিবর্তন।
◑ নখ শক্ত হয়ে যাওয়া।
◑ নখের রঙের ফ্যাকাশেভাব বা পরিবর্তন হয়ে যাও
◑ভাঙ্গা নখ।
◑ নখের ভিতর ময়লা জমে থাকা।
◑ নখের প্রান্ত ভাগ ভেঙ্গে ভেঙ্গে যাওয়া।
◑ নখের চকচকে ও উজ্জ্বলভাব কমে যাওয়া।

নখের ফাঙ্গাস ঔষধ, হাতের নখের ফাঙ্গাস দূর করার উপায়, নখের ইনফেকশন, নখ মরে যাওয়া, ফাঙ্গাস এর চিকিৎসা, পায়ের নখের সমস্যা সমাধান, পায়ের নখ মরে যাচ্ছে এই সকল সমস্যার উন্নত চিকিৎসা মূলত হোমিওপ্যাথি।

যোগাযোগ –
Inbox : https://m.me/101999912184965
চেম্বারঃ মাস্টার হোমিও হল

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’স্ক্যাবিস (Scabies) হলো একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ, যা Sarcop...
14/06/2025

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’
স্ক্যাবিস (Scabies) হলো একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ, যা Sarcoptes scabiei নামের এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইট (mites) দ্বারা হয়ে থাকে। এটি মানব ত্বকের নিচে বাসা বাঁধে ও ডিম পাড়ে, ফলে ত্বকে তীব্র চুলকানি ও ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দেয়।


‎স্ক্যাবিস খুব সহজেই ছড়ায়, বিশেষ করে:

‎আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এলে
‎আক্রান্তের পোশাক, বিছানার চাদর, তোয়ালে ব্যবহারে

‎স্কুল, মাদ্রাসা,এতিমখানা,হোস্টেল, জেলখানা, হাসপাতালে - যেখানে অনেক মানুষ একসাথে থাকে, সেখানে দ্রুত ছড়ায়

‎লক্ষণ:

‎1. তীব্র চুলকানি, বিশেষ করে রাতে

‎2. হাতের আঙুলের ফাঁকে, কনুই, কবজি, কোমর, নাভির চারপাশে ও যৌনাঙ্গে ফুসকুড়ি বা গুটির মতো উদ্ভব

‎3. শিশুর ক্ষেত্রে মুখ, মাথা ও হাত-পায়ের তালু ও পাতায়ও হতে পারে

প্রতিরোধ:

‎ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা

‎অন্যের পোশাক বা তোয়ালে ব্যবহার না করা

হ্যাঁ হোমিওপ্যাথিতে স্ক্যাবিস সম্পূর্ন রুপে ভালো হয় যদি সঠিক চিকিৎসা হয় এবং রোগটি যদি আরোগ্যের পর্যায়ে থাকে।

14/06/2025

Contact: https://m.me/101999912184965?source=qr_link_share

অনলাইনে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হোমিও চিকিৎসা, অরিজিনাল ঔষধ বিক্রয় ও পরামর্শ-এর জন্য একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম।

14/04/2025

PCOS ও অনিয়মিত পিরিয়ডের সমস্যায় হোমিওপ্যাথিক সমাধান!

আপনি কি অনিয়মিত মাসিক, অতিরিক্ত সাদাস্রাব, বা মাসিকের সময় তীব্র ব্যথায় ভুগছেন? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) আজকাল অনেক মহিলার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে চিন্তার কিছু নেই!
হোমিও ঔষধ ও চিকিৎসা নিয়ে এসেছে সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ হোমিওপ্যাথিক মেডিসিন, যা আপনার শরীরকে স্বাভাবিক হরমোন ব্যালান্স বজায় রাখতে সহায়তা করে। রিপোর্ট থাকলে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।

বিশেষ উপকারিতা:

✅ অনিয়মিত মাসিক নিয়মিত করতে সাহায্য করে
✅ PCOS-জনিত সমস্যার জন্য কার্যকরী
✅ পিরিয়ডের সময় ব্যথা কমায়
✅ হরমোনের ভারসাম্য রক্ষা করে
✅ অতিরিক্ত সাদা স্রাব দূর করতে সহায়ক

আমাদের নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিন
(দুই মাসের ফুল কোর্স) ১৫০০ টাকা লাগবে+কুরিয়ার চার্জ

🟪যোগাযোগ: Inbox

🟪 আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার! এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং একটি সুস্থ ও সুন্দর জীবনযাপন করুন।

স্বাস্থ্যই সম্পদ, নিজেকে ভালোবাসুন!

👉দাদ, হাজা, চুলকানি মাত্র ৭ দিনে হবে ভ্যানিশ! Fungal Infectionযারা দীর্ঘদিন যাবৎ দাউদে ভুগতেছেন। হোমিওপ্যাথি দ্বারা ছত্র...
08/07/2024

👉দাদ, হাজা, চুলকানি মাত্র ৭ দিনে হবে ভ্যানিশ! Fungal Infection

যারা দীর্ঘদিন যাবৎ দাউদে ভুগতেছেন। হোমিওপ্যাথি দ্বারা ছত্রাক সংক্রমণের চিকিৎসা করলে সম্পূর্ণরুপে আরোগ্য হয়।

👉গ্যরান্টি সহকারে রোগের চিকিৎসা করা হয়। এ রোগের জন্য মোট (৩টি) ঔষধ লাগবে। ২টি খেতে হয় একটি লাগাতে হয়। মোট (৫০০) টাকা।

👉আপনার সমস্যা গুলো জানিয়ে, সরাসরি ডাক্তারের সাথে আপনার সমস্যার কথা বলে চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ।

👉কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানো হয়।

অনিদ্রার জটিলতাসমূহ | Insomnia Complicationsনিদ্রা আমাদের শরীর ও মনের অতি গুরুত্বপূর্ণ বিষয়, ঘুমের মাধ্যমে আমাদের ব্রেইন...
22/12/2023

অনিদ্রার জটিলতাসমূহ | Insomnia Complications

নিদ্রা আমাদের শরীর ও মনের অতি গুরুত্বপূর্ণ বিষয়, ঘুমের মাধ্যমে আমাদের ব্রেইনসহ প্রতিটি অঙ্গ নিজেদের মেরামত করে সতেজ করে তোলে। কোনোকিছু বুঝতে পারা ও মনে রাখতে পারার জন্য নিদ্রা গুরুত্বপূর্ণ। অনিদ্রার কারণে নিম্নে উল্লেখিত সমস্যাসমূহ হতে পারে:
উচ্চ রক্তচাপ, স্থূলতা ও বিষণ্নতার মতো স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকি,
বয়স্ক মহিলাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার ঝুঁকি বেশি,
কোনো বিষয়ে ফোকাস করতে সমস্যা হবে,
দুশ্চিন্তা ঝেঁকে ধরবে,
সহজেই বিরক্ত হওয়া,
ধীর প্রতিক্রিয়া দেখানো।

👉হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা খুব সহজেই আপনি আপনার নিদ্রাহীনতা দূর করতে পারেন।

অনলাইনে আমাদের থেকে "অনিদ্রার হোমিওপ্যাথিক চিকিৎসা"-নিতে অথবা, ঔষুধটি নিতে চাইলে নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে ইনবক্স করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিও ঔষধ ও চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share