Natural Herbs BD

Natural Herbs BD This is a online based health shop . Here you will find solutions of any kind of health solution .

ধন্যবাদ অন্তবর্তী সরকারকে, এ দাজ্জালী গাছ নিষিদ্ধ করায়।
15/05/2025

ধন্যবাদ অন্তবর্তী সরকারকে, এ দাজ্জালী গাছ নিষিদ্ধ করায়।

কোটি টাকার উপকার পাবেন এই গাছের মাধ্যমে। গাছের নামঃ পাথরকুচিকার্যকরীতাঃ * ব্রেইনের রক্ত সঞ্চলন বৃদ্ধি করে। * রক্তের দুষি...
08/05/2025

কোটি টাকার উপকার পাবেন এই গাছের মাধ্যমে।

গাছের নামঃ
পাথরকুচি

কার্যকরীতাঃ
* ব্রেইনের রক্ত সঞ্চলন বৃদ্ধি করে।
* রক্তের দুষিত কোলেস্টেরল দুর করে।
* পায়ের হাটু ব্যাথা ও মাজার ব্যাথা দুর করে।
* প্রস্রাবে ইনফেকশন দুর করে।
* এমনকি কিডনির পাথর গলিয়ে দেয়।

ব্যবহার বিধিঃ
সকালে খালিপেটে ২টি পাতা চিবিয়ে খাবেন। অথবা রস করে খাবেন। সাথে মধু বা লবন ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ।

এধরণের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভেষজ ওষধ সম্পর্কে আইডি ফলো করে সঙ্গেই থাকুন।

ভালো লাগলে শেয়ার করে টাইমলাইন রেখে দিন।


#পাথরকুচি

শিশুদের খাবার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য নিচের পরামর্শ গুলো অনুসরণ করুন।শিশুদের খাবার প্রতি আগ্রহ বাড়াতে দুইটি বিষয়কে ন...
18/04/2025

শিশুদের খাবার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য নিচের পরামর্শ গুলো অনুসরণ করুন।

শিশুদের খাবার প্রতি আগ্রহ বাড়াতে দুইটি বিষয়কে না বলতে হবে।

(১)খাবার সময় মোবাইল দেখিয়ে খাওয়ানো যাবে না।

(২)জোর করে শিশুকে খাওয়ানো যাবে না. এতে করে খাবারের প্রতি ভয় তৈরি হয়। যেটাকে আমরা Fear response বলি।

পাঁচটি বিষয়কে হা বলতে হবে।

(১)একই ধরনের খাবার বারবার দেওয়া যাবে না।
যেমন আপনি যদি ডিম দিয়ে থাকেন প্রতিদিন ডিম সিদ্ধ না দিয়ে আজকে ডিম সিদ্ধ দিলে কালকে ডিম ভাজি করে দিলেন এর পরদিন ডিমের পুডিং করে দিলেন।

√আপনি যদি দুধ দিয়ে থাকেন তাহলে প্রতিদিন তরল দুধ না দিয়ে আজকে তরল দুধ দিলেন কালকের সেমাই করে দিলেন এর পরের দিন পায়েস করে দিলেন।

এভাবে খাবারের মধ্যে বৈচিত্র্যতা নিয়ে আসতে হবে এতে করে একটা শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ।

√পরিবেশের বৈচিত্র তার মধ্যে আছে শিশুর খাবারের টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শিশুর খাবারের জন্য ব্যবহৃত থালা, চামচ এবং বাটি বিভিন্ন রং এর হতে হবে অর্থাৎ আকর্ষণীয় হতে হবে। এতে করে শিশুর খাবারের প্রতি আগ্রহ থাকবে।

(২)শিশুকে পরিবারের সবার সাথে বসিয়ে খাওয়াতে হবে। মা শিশুর সামনে বসবেন চোখের সাথে চোখ রাখতে হবে।

(৩)আপনি যখন খাবার রান্না করবেন তখন আপনার শিশুকে পাশে বসিয়ে রাখবেন এবং দেখিয়ে দেখিয়ে রান্না করবেন এতে করে খাবারের প্রতি তার আগ্রহ তৈরি হবে।

(৪)শিশুকে খাবার বেছে নেওয়ার সুযোগ তৈরি করতে হবে অর্থাৎ আপনি মাঝে মাঝেই তাকে জিজ্ঞেস করবেন তুমি কোন ধরনের খাবার খেতে চাও? তোমার কোন ধরনের খাবার পছন্দ এবং আপনি ওই ধরনের খাবার তাকে দিবেন।

(৫)শিশুকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলো দিতে হবে। আর এই ধরনের খাবার বাড়ির আশেপাশেই পাওয়া যায়। যে সমস্ত খাবারে ভিটামিন বি১,বি৬,বি১২,ফলিক এসিড, জিংক,আয়োডিন থাকে এ সমস্ত খাবার বেশি করে দিতে হবে।

যেমন মাছ, মাংস, দুধ,ডিম,সবুজ শাকসবজি,বাদাম,মটরশুটি ইত্যাদি। মাছের মধ্যে যে সমস্ত মাছের মধ্যে ওমেগা ৩ ফ্যাটি এসিড থাকে সেগুলো শিশুকে দিবেন। শিশুদের জন্য সামুদ্রিক মাছ গুলো সবচেয়ে ভালো।

এগুলো আমি মেনে চলি,তোমরাও মেনে চলতে পারো।❤️❤️

©Dr Sahinul Islam

মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও !ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যা*ন্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ ...
29/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও !

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যা*ন্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যা*ন্সার কোনো মর*ণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মা*রা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।
তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যা*ন্সার। উপায়গুলো হচ্ছে:-
১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যা*ন্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।
২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যা*ন্সার।
মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমো*থেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।
৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যা*ন্সার সেরে যাবে।
চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যা*ন্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।
উল্লেখ্য, ক্যা*ন্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।
সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।
তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যা*ন্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

20/10/2024

আচ্ছা একবার ভাবুন তো,আপনার টাকা-কড়ি অর্থ-বিত্ত সবই আছে,কিন্তুু বিশেষ মূহুর্তে আপনি স্ত্রীর কাছে লজ্জিত !
তবে আমাদের ইনবক্স করুন।

一═⌊✪⌋ইদানিং অত্যাধিক পরিমাণে পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী ? ⌊✪⌋═一পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার ...
13/10/2024

一═⌊✪⌋ইদানিং অত্যাধিক পরিমাণে পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী ? ⌊✪⌋═一

পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার অন্যতম কারণ হলো টেস্টোস্টেরনের ঘাটতি বা টেস্টোস্টেরন কমে যাওয়া ।
হার্ভার্ড হেলথ পাবলিশিং এর এক প্রতিবেদন অনুযায়ী, টেস্টোস্টেরনের এর ফলে হাড় এবং মাংস পেশীর গঠন প্রভাবিত হয়। ছেলেদের হাড় ও মাংসপেশীর ঘনত্ব বাড়ে, রক্তে লোহিত কণিকার উৎপাদন বাড়ে, কণ্ঠস্বরে পরিবর্তন হয়ে তা ভারী হয়, মুখে দাড়ি হয়, শরীরের অন্যান্য অংশ লোম বাড়ে, যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। একই সাথে যৌন ক্রিয়া এবং প্রজনন সক্ষমতা জাগ্রত হয়। টেস্টোস্টেরন হচ্ছে এক ধরনের হরমোন যা পুরুষের মধ্যে পুরুষালি বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এ কারণে একে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন বা লিঙ্গ নির্ধারণী হরমোনও বলা হয়।
এই হরমোন অণ্ডকোষে তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে এই হরমোন
কমে যাওয়াই যৌন দূবলতার অন্যতম কারণ ।

তাই এই সমম্যা সমাধানে আপনার জন্য বেষ্ট সলিউশন হলো,আমাদের সাইডইফেক্ট মুক্ত ১০০% অর্গানিক ন্যাচারাল হারবস্ ।

কেন বেছে নেবেন আমাদের অর্গানিক ভেষজ ?

* আমাদের ১০০% অর্গানিক ভেষজ পণ্যগুলি যৌন শক্তি বৃদ্ধি করতে
এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখতে সাহায্য করে।

* আমাদের সকল পণ্য প্রাকৃতিক ও অর্গানিক উপাদান দিয়ে তৈরি, যা
শরীরের জন্য ক্ষতিকর নয়।

* পার্শ্বপ্রতিক্রিয়া নেই: অর্গানিক পণ্য ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কম
থাকে, যা স্বাস্থ্যের জন্য নিরাপদ।

* শক্তি বৃদ্ধি: নির্ভরযোগ্য গবেষণা অনুযায়ী, ভেষজ উপাদান যৌ*ন
শক্তি এবং যৌ*ন চাহিদা বাড়াতে সাহায্য করে।

* হরমোনের ভারসাম্য: প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় শরীরের
হরমোনের স্তরকে সুস্থ রাখতে সহায়তা করে এবং একজন সুপুরুষ
হিসাবে তৈরিতে সহায়তা করে।

Call: 01776424660
বিস্তারিত জানতে আমাদের হটলাইনে কল করুন অথবা ইনবক্স করুন। ধন্যবাদ ।




কলা খাওয়ার উপকারিতা: কলা একটি প্রাকৃতিক ঔষধ।অনেকেই আছেন যারা কলা খেতে পছন্দ করেন না তাদের জানিয়ে রাখছি কলা অত্যন্ত উপকা...
04/10/2024

কলা খাওয়ার উপকারিতা:

কলা একটি প্রাকৃতিক ঔষধ।
অনেকেই আছেন যারা কলা
খেতে পছন্দ করেন না তাদের
জানিয়ে রাখছি কলা
অত্যন্ত উপকারী একটি ফল।
কলাতে আমাদের শরীরের শক্তি বর্ধনকারী সুকরোজ, ফ্রুক্টোজ,
গ্লুকোজ এবং ফাইবার রয়েছে। গবেষণায় জানা যায় মাত্র দুইটি
কলা প্রায় ৯০ মিনিট পূর্নোদ্যমে
কাজ করার মত শক্তি যোগায়
এবং বিশ্বে ক্রীড়াবিদদের
ডায়েটের অন্যতম ফল হল কলা।
কলা যে কেবল শরীরে শক্তি যোগায় তা নয় বরং মানসিক,শারীরিক
অনেক অসুস্থতা থেকে কলা
আমাদের প্রতিরোধ করে।
তাই দেরী না করে জেনে নিন
কলার প্রাকৃতিক গুন বৈশিষ্ট্য।
১. কলা পুষ্টিগুণে ভরপুর একটি ফল।
২. এতে শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ লবণের সমন্বয় রয়েছে।
৩. কলায় শর্করা, সামান্য আমিষ, কিঞ্চিত ফ্যাট, পর্যাপ্ত খনিজ লবণ ও যথেষ্ট আঁশ আছে।
খনিজ লবনের মধ্য আছে
পটাশিয়াম, ক্যালসিয়াম,
ফসফরাস ও লৌহ।
৪. কলায় ভিটামিন এ, বি ও কিছু ভিটামিন-সি আছে।
৫. একটি কলা প্রায় ১০০ক্যালরি শক্তির জোগান দেয়।
৬. কলায় আছে সহজে হজমযোগ্য শর্করা, যা শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে ক্লান্তি দুর করতে সহায়ক।
৭. কলা হজমে সাহায্য করে।
৮.অ্যাসিডিটি বা গ্রাস্টিক আলসারের রোগীরা কলা খেতে পারেন উপকারী ভেবে।
৯. পাকা নরম কলা অ্যাসিডিটি নিরাময়ে সক্ষম।
১০. পাকস্থলীর আবরনীতে নরম কলার প্রলেপ আলসারের অস্বস্তি ওকমায়।
১১. অ্যাসিডিটির জন্য বুক জ্বালা কমাতেও কলা সহায়ক।
১২. কলা যেমন কোষ্টকাঠিন্য দুর করে,তেমনি পাতলা পায়খানাও পকারী।
১৩. বাতের ব্যথার জন্য কলা উপকারী।
১৪. কলা লৌহ রক্তের হিমোগ্লোবিন তৈরীতে কাজে লাগে। কলা তাই রক্তশূন্যতায় ও উপকারী।
১৫. সবশেষে কলা রক্তচাপ কমাতে সহায়ক এবং স্ট্রোক প্রতিরোধে ও কার্যকরী
১৬. কলার থোড় বা মোচা এবং শিকড় ডায়াবেটিস, আমাশয়, আলসার, পেটের পীড়া নিরাময়ে ব্যবহৃত হয়।
১৭. আনাজী কলা পেটের পীড়ায় আক্রান্ত রোগীর পথ্য হিসাবে ব্যবহৃত হয়। পাকা বীচিকলার বীজ কৃমিনাশক।
কলার এতো গুনাগুণ জানার পর দিনে অত্যন্ত দুটি করে কলা খাবেন তাহলে ঔষধ খাওয়া ছাড়াই অনেক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন।
আরো ভালো ভালো টিপস পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন।


এনাল ফিশার এবং পাইলস সমস্যা ও সমাধানঃ-অনেকেই মলদ্বারের নানান ধরনের ব্যথায় ভুগে থাকেন। এই ব্যথা সূত্রপাত সাধারনত হয়ে থাকে...
18/09/2024

এনাল ফিশার এবং পাইলস সমস্যা ও সমাধানঃ-

অনেকেই মলদ্বারের নানান ধরনের ব্যথায় ভুগে থাকেন। এই ব্যথা সূত্রপাত সাধারনত হয়ে থাকে মলদ্বারে ঘা অথবা ফেটে যাওয়া থেকে। মলদ্ধার এরূপ ঘা অথবা ফেটে যাওয়াকে এনাল ফিশার বলে। এনাল ফিশার দুই ধরনের হয়।

১. একিউট (তীব্র) ফিশারঃ একিউট এনাল ফিশার হলে রোগীর মলদ্বারে অসম্ভব ব্যথা হয়। একিউট এনাল ফিশার রুগীদের মলদ্বার পরীক্ষা করলে দেখা যায় তাদের মলদ্বার খুবই সংকুচিত অবস্থায় আছে। মলদ্বারের ভেতরের ঘা থাকার কারণে এটি দেখা কষ্টকর হয়ে দাড়ায়। তীব্র ব্যথার কারণে মলদ্বারের কোনো যন্ত্রও প্রবেশ করানো যায় না। শুধুমাত্র সরু একটি যন্ত্র দিয়ে পরীক্ষা করা যায়।

২. ক্রনিক (দীর্ঘস্থায়ী) ফিশারঃ ক্রনিক এনাল ফিশারে ব্যথার ক্ষেত্রে একিউট ফিশারের থেকে তারতম্য হয়। ক্রনিক ফিশার যে কোনো বয়সে হতে পারে। দীর্ঘস্থায়ী এনাল ফিশারের ক্ষেত্রে একটি মাংসপিণ্ড বা গেজ দেখা দিতে পারে। এটি মলদ্বারের বাহিরে বা ভেতরে একটি মাংসপিণ্ড দেখা যেতে পারে। এ মাংশপিণ্ডকে অনেকে টিউমার ভেবে ভুল করে থাকে। এ ক্ষেত্রে টিউমার বা প্রদাহজনিত কারণ চিহ্নিত করার জন্য পায়ুপথের ভেতর যন্ত্র দিয়ে পরীক্ষা করা উচিত। দীর্ঘস্থায়ী ফিশার সংক্রমিত ফলে কখনও ফোঁড়া হয়ে ফিস্টুলা (ভগন্দর) হয়ে পুঁজ পড়তে পারে।

যেসব কারনে পাইলসের সমস্যা হয়ঃ

পাইলসের সমস্যার জন্য দায়ী সাধারণত কোষ্ঠকাঠিন্য অথবা মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেয়া। এছাড়াও শক্ত মল বের হওয়ার সময় অতিরিক্ত চাপের ফলে মলদ্বার ফেটে যায় বলে মনে করা হয়। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবারের স্বল্পতারও একটি অন্যতম কারন। আঁশযুক্ত খাদ্য তালিকার মধ্যে রয়েছে আলু, শাকসবজি, কাঁচা ফলমূল, ইসবগুলের ভূসি, ছোলা ইত্যাদি। চা-কফিতে অসক্ত থাকার সাথে পাইলসে সমস্যার কোনো সম্পর্ক নেই।

ঘনঘন মলত্যাগ ও ডায়রিয়া হলে ফিশার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

এনাল ফিশার এবং পাইলসের উপসর্গ ➤

সাধারণত মলত্যাগের পরে থেকে শুরু হয়ে কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টা পর্যন্তও এ ব্যথা চলতে থাকে। ফিশারের প্রদান লক্ষন রক্তক্ষরণ আবার ক্ষেত্র বিশেষে রক্তক্ষরণ নাও হতে পারে। ধারনা করা হয়, প্রকটালজিয়া ফুগাক্স নামক এক ধরনের রোগেও ফিশারের ব্যথার মত মলদ্বারে ব্যথা হয় কিন্তু সে ব্যথা মলত্যাগের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় না।

অনেক ক্ষেত্রে রুগী অভিযোগ করে থাকেন মলদ্বারে চাকা আছে বলে। রক্তজমাট বাঁধার কারনেও এরকমটি মনে হতে পারে। ক্রনিক এনাল ফিশার রুগীদের ক্ষেত্রে উপসর্গ টা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। তাদের ক্ষেত্রে মনে হতে পারে অতিরিক্ত মাংশপিন্ড আছে মলদ্বারে, চুলকানি, পুঁজপড়া এ সব উপসর্গও দেখা দিতে পারে।

কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ হতেও পারে নাও হতে পারে। আবার অনেক সময় ব্যথা তীব্রতা কম-বেশিও হতে পারে। ফিশারের রুগীরা অনেক সময় প্রস্রাব করার সময় তিব্র ব্যথা অনুভব করেন। কখনও কখনও মহিলারা শারীরিক মিলনের সময় বেদনা অনুভব করে থাকেন। রুগী বুজতে পারেন যে তার কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগে ব্যথা অনুভত হচ্ছে, অনেক সময় রুগী ব্যথার ভয়ে টয়লেটেও যেতে চান না এবং বেগ আসলেও ভয়ে সাড়া দেন না।

এনাল ফিশার প্রতিরোধ ও তার
চিকিৎসাঃ

প্রতিদিন আমাদের খাদ্যতালিকাই আঁশযুক্ত খাবার রাখতে হবে। আঁশযুক্ত খাদ্য তালিকার মধ্যে রয়েছে আলু, শাকসবজি, কাঁচা ফলমূল, ইসবগুলের ভূসি, ছোলা ইত্যাদি। বেশি শক্তি প্রয়োগ করে মলত্যাগ না করা এবং কোষ্ঠকাঠিন্যে যাতে না হই সে দিকে সব সময় খেয়াল রাখা, এজন্য খাদ্যাভ্যাসের প্রতি নজর দেওয়া জরুরী। ডাইরিয়া হলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং ঘন ঘন মলত্যাগের অভ্যাস পরিহার করতে হবে।

চিকিৎসা:

বিনা অপারেশনে ভালো হওয়ার জন্য ফিশার সমস্যার শুরুর অল্প কিছুদিনের মধ্যেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ডাক্তারের পরামর্শ নিলে আপনি একিউট ফিশার অবস্থাতেই ভালো হওয়া সম্ভাব। কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল চিকিৎসা এবং মলদ্বারের স্ফিংটারে অপারেশনের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনি একজন Colorectal Surgery(Piles) - এনাল ফিশার এবং পাইলস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ধন্যবাদ।





©Sebaghor

সুপার ফুড সজনে পাতার উপকারীতা। সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজনে পাত...
23/08/2023

সুপার ফুড সজনে পাতার উপকারীতা।

সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন, নিউট্রিশন্স সুপার ফুড এবং সজনে গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি।

এটি শরীরের জন্য বিশেষ উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে করে পূর্বের থেকেও বেশি স্বাস্থ্যকর।

এই পাতার নানা গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে। লেবু থেকে সাত গুন বেশি ভিটামিন-সি রয়েছে এতে। যা আমাদের দেহের ভিটামিন-সির চাহিদা পূরণে সক্ষম।

✅ সজনে পাতায় ডিম থেকে প্রায় দুই গুন বেশি প্রোটিন রয়েছে এবং দুধের চেয়ে চার গুন বেশি ক্যালসিয়াম আছে। যা মানবদেহের জন্য খুব উপকারী। অন্ধত্ব দূর করতেও সজনে ডাটা ব্যাপক কার্যকারী, কারণ এতে আছে গাজর থেকেও চার গুন বেশি ভিটামিন-এ। তাই যারা অন্ধত্ব সমস্যায় ভুগে তারা সজনে পাতা খেলে উপকার পাবেন।

❇️ সজনে পাতা এনিমিয়াকে দূর করে। শাকের তুলনায় পঁচিশ গুন বেশি আয়রন রয়েছে এতে। কলা থেকে তিন গুন বেশি পটাশিয়াম রয়েছে। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজনে পাতা দারুণ উপযোগী।

💠 এছাড়া আমাদের শরীরে এন্টি জিংক হিসেবে কাজ করে এ পাতা। পাশাপাশি হার্ট ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

✅ এটি রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। কোলেস্টেরলের লেভেল কমিয়ে, হজম শক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

✅ ডায়ারিয়া, কলেরা, আমাশয়, কোলাইটিস এবং জন্ডিসের সময় ব্যাপক কার্যকরী সজনে পাতা। কাঁচা পাতার রস আরও বেশি উপকারী শরীরের জন্য। এছাড়াও শত বছর ধরে প্রায় তিনশরও বেশি রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

🌼 এছাড়াও সজনে বীজের মধ্যে রয়েছে এন্টি ব্যাক্টেরিয়াল প্রপার্টিস। এটা পানি বিশুদ্ধকরনে অত্যন্ত কার্যকারী। সজনে ক্যান্সার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে। গর্ভধারণের পরবর্তীতে সব মায়েদের জন্য সজনে পাতা খুব উপকারী।

✅ সজনে পাতা বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে, যেমন ভাজা, রান্না, বড়া, ভর্তা ও শুকিয়ে গুড়ো করে। নিয়মিত সজনে পাতা বা মরিঙ্গা খাওয়ার ফলে আমরা আমাদের দেহকে করতে পারি সুস্থ, সবল ও সতেজ। কারণ এটি মানবদেহের জন্য দারুণ উপকারী।

✅ শজনেপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা থাকায় এটি লিভার ও কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।

✅ শজনেপাতায় আইসো থায়োসায়ানেট থাকে। ফলে নিয়মিত শজনেপাতা খাওয়া হলে তা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য শজনেপাতার চা বেশ উপকারী।

✅ গর্ভবতী ও প্রসূতিদের জন্য শজনেপাতা খুবই উপকারী। এটি গর্ভকালীন অসুস্থতা, যেমন মাথা ঘোরানো ,বমি বমি ভাব ,খাবারে অরুচি প্রভৃতি সমস্যা কমাতে সাহায্য করে। এ ছাড়া নিয়মিত শজনে–চা খাওয়া হলে তা মায়ের দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে।

✅ ♀️শজনেপাতা অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর। তাই এটি পুরুষের যৌনক্ষমতা বাড়াতে সাহায্য করে।

✅ শজনেপাতায় প্রচুর ফাইবার থাকে এবং এতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, যা স্বাভাবিকভাবে ওজন কমাতে ও শরীরে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে। তাই ওজন কমানোর জন্য শজনে-চা খুব উপকারী ভূমিকা পালন করে।

✅ শজনেপাতায় ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন ই ইত্যাদি থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে হৃদ্‌রোগ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এ ছাড়া এতে ভিটামিন সি থাকে, যা নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে। এই নাইট্রিক অক্সাইড রক্তনালির কার্যক্ষমতা সঠিক রাখে। ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে।

✅ শজনেপাতায় বায়োটিন, ভিটামিন বি সিক্স, ফলিক অ্যাসিড, ভিটামিন ই ও ভিটামিন এ থাকে, যা চুল পড়া বন্ধ করে। এ ছাড়া এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে প্রাণবন্ত ও স্বাস্থ্যোজ্জ্বল হতে সাহায্য করে।

✅ তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা হলে তা বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। সূত্র: ইন্টারনেট

🌿 হোম মেইড সুপারফুড মরিঙ্গা পাউডার পেতে আমাদের ইনবক্স করুন, কিংবা সরাসরি কল করুন
📞 01776424660

#সুপারফুড_মরিঙ্গা #সজিনাপাতার_গুনাগুন
#মরিঙ্গা_পাউডার

মরণব্যাধি ডেঙ্গু থেকে বাচতে দরকার সচেতনতা। সবাই মিলে সচেতন হলে একসাথে আমরা সবাই ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারব...
21/08/2023

মরণব্যাধি ডেঙ্গু থেকে বাচতে দরকার সচেতনতা। সবাই মিলে সচেতন হলে একসাথে আমরা সবাই ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এজন্য সবাই নিচে বর্ণিত সচেতনতামূলক কার্যক্রম নিজে গড়ে তুলুন, অন্যকেও গড়ে তুলতে সাহায্য করুন।

রোগ লক্ষ্মণ:
১। প্রধান লক্ষ্মণ হলো জ্বর (১০২-১০৪/৫)° সেলসিয়াস পর্যন্ত হতে পারে। জ্বর মাপার জন্য বাসায় সব সময় একটা থার্মোমিটার কিনে রাখবেন।
২। জয়েন্টে ব্যাথা বা গিরায় গিরায় ব্যাথা।
৩। গায়ে গায়ে র‍্যাশ বা লাল লাল হয়ে যাওয়া (খাওযানি হওয়া)

রোগ নির্ণয়:
১। NS1 এন্টিজেন টেস্ট করাতে হবে (পজিটিভ হলে ডেঙ্গু নিশ্চিত হওয়া যাবে)।
২। CBC টেস্ট করাতে হবে প্রতিদিন মিনিমাম একটা করে ( প্লাটিলেট কাউন্ট দেখার জন্য, ১ লাখের উপরে থাকলে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু তারপরও সতর্ক থাকতে হবে। ১ লাখের নিচে নেমে গেলেই তাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে।
৩। IgM এন্টিবডি টেস্ট করতে হবে ( এটা খুব একটা জরুরী না,বাট করালে ভালো। উপরের দুইটা অবশ্যই করাতে হবে)।

প্রতিরোধ:
১। বাসার কোথাও পানি জমতে দেয়া যাবেনা। নিয়মিত পরিষ্কার করুন।
২। সবসময় মশারি ব্যবহার করুন।
৩। বাইরে গেলে Mosquito Repellent Cream লাগান অথবা প্রয়োজনীয় সতকর্তা গড়ে তুলুন।

প্রতিকার:
১। ডেঙ্গু রোগের প্রধান চিকিৎসা বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়া।
২। যেকোন ধরণের ফলের জুস, ডাবের পানি,যেকোন ধরণের স্যুপ,খাবার স্যালাইন খান। (বেশি বেশি)
৩। জ্বর আসলে PARACETAMOL খাবেন ৩ বেলা একটা করে।

এই কিছু সাধারণ নিয়ম মেনে চললে ডেঙ্গু থেকে বেচে থাকতে পারবো আমরা ইনশাআল্লাহ।

আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমীন।।

© কাজী মিরাজুল করিম ফাহাদ©
এমবিবিএস (পঞ্চম বর্ষ)
মুগদা মেডিকেল কলেজ, ঢাকা

বি:দ্র: ডেঙ্গুর সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের পেজ এর সাথে থাকুন। ধন্যবাদ

#ডেঙ্গু_সচেতনতা
#ডেঙ্গুজ্বর

◑ একজন নারী যেমন স্বামী পছন্দ করেচার মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, আহমাদ বিন হাম্বল। ইমাম সাহেবের ছেলের বিয়ের সব ঠিকঠাক।...
03/12/2022

◑ একজন নারী যেমন স্বামী পছন্দ করে
চার মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, আহমাদ বিন হাম্বল। ইমাম সাহেবের ছেলের বিয়ের সব ঠিকঠাক। একদিন সময় করে পুত্রকে ডেকে পাশে বসালেন। আন্তরিক ভঙ্গিতে বলতে শুরু করলেন:
ওয়ালাদী! তুমি কি সুখী হতে চাও?
- না—আম ইয়া আবী! (হ্যা অবশ্যই আব্বাজান!')
তাহলে তোমাকে তোমার হবু জীবনসঙ্গিনীর জন্যে দশটা বিষয় নিয়ে যেতে হবে।
- কী সেগুলো? কোথায় পাওয়া যাবে?
তোমাকে কোথাও যেতে হবে না। কিনতেও হবে না। আমার কাছে, তোমার কাছে, সবার কাছেই সেগুলো আছে। সবাই ব্যবহার করতে পারে না। এই যা। তাহলে চলো দেখা যাক, অমূল্য সেই দশটা বিষয় কী?
👉🏻 প্রথম ও দ্বিতীয়: নারীরা সাধারণত রোমান্টিকতা পছন্দ করে। খুনসুটি রসিকতা পছন্দ করে। নখরা-ন্যাকা তাদের স্বভাবজাত। তারা ভালোবাসার স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে। তুমি একান্তে তোমার স্ত্রীর কাছে এসব প্রকাশে কখনোই কার্পণ্য করবে না। তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে।
যদি এসবে কার্পণ্য করো, তাহলে দেখবে কিছুদিন পরই তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে। এরপর দিনদিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে। ভালোবাসা জানালা দিয়ে পালাবার পথ খুঁজবে।
👉🏻 তৃতীয়: নারীরা কঠোর-কর্কশ-রূঢ়-বদমেজাজী-রুক্ষস্বভাবের পুরুষকে একদম পছন্দ করে না। তোমার মধ্যে এমন কিছু থেকে থাকলে এখনই ঝেড়ে ফেল। কারণ তারা সুশীল, ভদ্র, উদার পুরুষ পছন্দ করে। তুমি তার ভালোবাসা অর্জনের জন্যে, তাকে আশ্বস্ত করার জন্যে হলেও গুণগুলো অর্জন করো ৷
👉🏻 চতুর্থ: এটা খুব ভাল করে মনে রাখবে, তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন, সুন্দর, পরিপাটি, গোছালো, সুরুচিপূর্ণ, সুগন্ধিময় দেখতে চাও, তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ঠিক তেমনটাই চায়। তাই সাবধান থাকবে, তার চাহিদা পূরণে যেন, কোনও অবস্থাতেই, তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয়।
👉🏻 পঞ্চম: ঘর হলো নারীদের রাজ্য। একজন নারী নিজেকে সব সময় সেই রাজ্যের সিংহাসনে আসীন দেখতে খুবই পছন্দ করে। সে কল্পনায়, স্বপ্নে, বাস্তবে এই রাজ্য নিয়ে ভাবে। সাজায়। রচনা করে। খুবই সাবধান থাকবে! কখনোই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেঙে দিতে যেও না। এমনকি তাকে সিংহাসন থেকে নামিয়ে দেয়ার প্রয়াসও চালাবে না।
👉🏻 ষষ্ঠ: নারীরা তার স্বামীকে মনেপ্রাণে-সর্বান্তঃকরণে প্রবলভাবে স্বামীকে পেতে চায়। তবে পাশাপাশি বাপের বাড়িকেও হারাতে চায় না।

-চলবে

আলকুশি ওষুধি গাছ হিসেবে প্রাচীনকাল থেকেই সবচেয়ে বেশি আদৃত।ফল একসময় কফির বিকল্প হিসেবে ব্যবহূত হতো।মধ্য আমেরিকায় আলকুশির...
16/11/2022

আলকুশি ওষুধি গাছ হিসেবে প্রাচীনকাল থেকেই সবচেয়ে বেশি আদৃত।

ফল একসময় কফির বিকল্প হিসেবে ব্যবহূত হতো।মধ্য আমেরিকায় আলকুশির বীচি আগুনে ভেজে চূর্ণ করা হয় কফির বিকল্প হিসেবে। এ কারণে ব্রাজিলসহ অন্যান্য দেশে এর প্রচলিত নাম হচ্ছে নেস ক্যাফে। গুয়েতেমালায় কেচি সম্প্রদায়ের মানুষ এখনও খাদ্যশস্য হিসেবে এটি আবাদ করে। সবজি হিসেবে রান্না হয়।

কার্যকারিতা ও ব্যবহারঃ
আলকূশী বীজ চূর্ন ১ চা চামুচ ও অশ্বগন্ধা মূল চুর্ন ১ চা চামুচ একত্রে ১ গ্লাশ পানিতে সারা রাত ভিজিয়ে সকালে শুধু পানি পান করলে সকল ধরনের যৌন সমস্যায় উপকার পাওয়া যায় ।
বীজচূর্ণ মধুসহ কলেরা বা ঐ ধরনের মারাত্মক পেটখারাপে ঘন ঘন খাওনো হয় এবং রোগের উপশম‌ও হয়। এছাড়াও হঠাত হাত পা অঙ্গ-প্রত্যঙ্গ ঝিন ঝিন করা, কাঁপতে থাকা ও অসাড় হয়ে য‌ওয়া এবং শেষে একেবারে জড়ভরত হয়ে যাওয়া – এক্ষেত্রে ১ চা চামুচ বীজ চুর্ণ ছাগল দুধে ফুটিয়ে অল্প মধু সহ খাওয়ানো হয় সকাল-সন্ধ‍্যা দিনে দুবার। মাসখানেক খাওয়ালেই রুগীর অনেক উন্নতি হয়।

দূরারোগ্য এবং প্রায় অসাধ্য – আ্যলঝাইমা ও পারকিনসন্স রোগে আলকুশির বীজ চূর্ন লোকায়ত চিকিৎসা পদ্ধতি । ১ চা চামুচ করে ১ বা ২ বার খেতে হয় ।

বিছার কামড়ে বীজগুঁড়া লাগালে কাজ হয়।
Natural Herbs BD নিয়ে এসেছে একদম আসল আলকুশি বীজ চুর্ন । ভেজাল এড়াতে আমাদের আলকুশি বীজের চুর্ন নির্ভয়ে ব্যবহার করতে পারেন ।

বিঃদ্রঃ কুরিয়ারের মাধ্যমে সারাদেশে পাঠানো হয়।
💐অনলাইনে অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন কাষ্টমার কেয়ার নম্বরে
01869972404 !!

#আলকুশি_বীজ_চূর্ণ
#আলকুশির_উপকারীতা
#যৌনদূর্বলতায়_আলকুশি
#আলকুশিপাওডার

Address

Fulbaria

Telephone

+8801776424660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Herbs BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share