DR.Lecturer Waziulla

DR.Lecturer Waziulla Adabaria,Bauphal,patuakhali,আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সল্লাল্লাহু কে এবং মানুষকে খুশি রাখতে চাই।
(43)

22/05/2025

যার গালি যৌক্তিক তাকে জনগনের পক্ষ থেকে পুরুস্কার দেওয়া হবে।যে অযৌক্তিক তাকে জেল,শাস্তি দিতে হবে।

বাংলা নতুন বছরের আজ প্রথম দিনেমহান রবের নিকট এই দরখাস্ত যাই করে,ভাত,মাছ খাওয়ায়ে,কল্যানের পথে যেন রাখেআরো মানুষের সেবা কর...
14/04/2025

বাংলা নতুন বছরের আজ প্রথম দিনে
মহান রবের নিকট এই দরখাস্ত যাই করে,
ভাত,মাছ খাওয়ায়ে,কল্যানের পথে যেন রাখে
আরো মানুষের সেবা করার সাথে।
এবং আজীবন যেন তিনি আমায় হেদায়েতের পথে রাখে।

আজ ১২ এপ্রিল মার্চ ফর গাজা বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানেরা দল মত ভুলে একাত্রিত হয়ে দেখিয়ে দিল।এটা বিশ্বের ৩য় সংখ্যাঘরিষ্ঠ ...
12/04/2025

আজ ১২ এপ্রিল মার্চ ফর গাজা বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানেরা দল মত ভুলে একাত্রিত হয়ে দেখিয়ে দিল।এটা বিশ্বের ৩য় সংখ্যাঘরিষ্ঠ ও ইসলাম ধর্ম পালনে অন্যতম দেশ,প্রানের বাংলাদেশ ।আলহামদুলিল্লাহ।

ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা
March for Gaza | ঢাকা | ২০২৫

বিসমিল্লাহির রাহমানীর রাহীম
আল্লাহর নামে শুরু করছি
যিনি পরাক্রমশালী, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী,
যিনি মজলুমের পাশে থাকেন, আর জালেমের পরিণতি নির্ধারণ করেন।
আজ আমরা, বাংলাদেশের জনতা—যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি—সমবেত হয়েছি গাজার মৃত্যুভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ।

এই পদযাত্রা ও গণজমায়েত থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবিসমূহ উপস্থাপন করব-

আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।
যেহেতু—জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার, দখলদারিত্ব ও গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে;

এবং—আমরা দেখেছি, গাযায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়—বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল;

এবং—এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং পশ্চিমা শক্তিবলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইজরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে;

এবং—এই বিশ্বব্যবস্থা দখলদার ইজরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে;

সেহেতু—আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি:

১। জায়নবাদী ইজরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে;

২। যুদ্ধবিরতি নয়—গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে;

৩। ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে;

৪। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে;

৫। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা, এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে;

কারণ—এই মুহূর্তে বিশ্বব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে,
গাযার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে।

আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মাহর নেতৃবৃন্দের প্রতি।

যেহেতু—আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়—এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের

মার্চ ফর গাজা কথাটি গনতান্ত্রিক ধারায়।আমাদের নিয়ত থাকবে -জিহাদ ফি সাবিলিল্লাহ গাজা/ফিলিস্তিন।ঢাকায় ১২ এপ্রিল ২০২৫
11/04/2025

মার্চ ফর গাজা কথাটি গনতান্ত্রিক ধারায়।আমাদের নিয়ত থাকবে -জিহাদ ফি সাবিলিল্লাহ গাজা/ফিলিস্তিন।ঢাকায় ১২ এপ্রিল ২০২৫

08/03/2025

আলহামদুলিল্লাহ,রমজান মাস চলছে।সিয়াম সাধনা ও সকল নেক কাজ আল্লাহ কবুল করুন।রহমত,মাগফিরাত, নাজাত দান করুন।

28/11/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন??
বেচে আছি -আলহামদুলিল্লাহ।

18/11/2024

জীবনের প্রতি আকর্ষণ ফুরিয়ে গেলে মানুষ মৃত্যুকে আহব্বান করে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য অর্থহীন হলেও কিছু ভালো লাগার মুহূর্ত প্রয়োজন। বিশ্বস্ত একজন মানুষ থাকা চাই, যার সাথে নির্দ্বিধায় একান্ত গোপন কথাগুলো শেয়ার করা যায়।

দিনের নিদৃষ্ট একটা সময় একা থাকা প্রয়োজন। যে সময়টা কেবলই আপনার।নিজের ব্রেইন বুদ্ধি আর শরীর রেস্ট নিবে, কেবল হৃদয় কথা বলবে। কেবলই নিজের ভালো লাগা নিয়ে ভাবুন, নিজের সুখের স্মৃতি রোমন্থন করুন। দেখবেন আপনার জীবনে পাওয়ার শেষ নেই।

বেশী সময় ধরে দুঃখ কিংবা কষ্টের স্মৃতি বহন করলে মানুষ ক্লান্ত হয়ে পরে, মানসিক অবসাদগ্রস্থতা এসে ভর করে। মানুষ ঠকানোর চিন্তা আপনার জীবনী শক্তি কেড়ে নেয়। অতিরিক্ত হিংসা, লোভ, ক্রোধ আর আহংকার আপনাকে বিন্দু মাত্র শান্তিতে থাকতে দেয় না।

কিছু কিছু বেঁচে থাকা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মহান আল্লাহ্‌পাক তাঁদের কষ্ট কমিয়ে দিন।

প্রায় প্রতিটি মানুষের জীবনে সুখ-অ' সুখ, পাওয়া-না পাওয়া থাকে। কে কিভাবে গ্রহণ করছেন সেটাই আসল।

কোন কোন মানুষ অল্পতেই খুশী হয় , অতিরিক্ত দম্ভ বা অহংকারে কেউ আবার খুশী হওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে।

জীবন এক সদা চলমান প্রক্রিয়া। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, ক্ষমতা কোন কিছুই এখানে চিরস্থায়ী নয়। কোন কিছু নিয়ে অহংকার করার যেমন কিছু নেই তেমনি দুঃখ করারও কিছু নেই। আজ যা জয় দুদিন পর সময়ের ফেরে তাই হয়তো পরাজয়।

জীবনের পথ কখনো সরল কখনো বন্ধুর। সবাই ভিন্ন ভাবে মূলত একই পথ পাড়ি দেয় । কারো কারো কষ্ট আমরা দেখি কারোটা দেখি না।

সত্য যত কঠিনই হোক সহজে মেনে নিতে পারার ক্ষমতা থাকা চাই। সন্তান মানুষ হওয়া মানে কেবল ভালো ছাত্র হওয়া কিংবা বিনয়ী হওয়া নয়, বরং বিরুদ্ধ পরিবেশে কিভাবে টিকে থেকে অন্যদের রক্ষা করতে পারবে তা বুঝায়।

জীবনে বৈচিত্র্য না থাকলে এক ঘেয়েমি বাসা বাঁধে। প্রাত্তাহিক খাওয়া, পোশাকের রঙ, ঘর সাজানো বড় কিছু না হলেও ছোট ছোট বিষয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করুন । সবচেয়ে ভালো হয় পজেটিভ কোন মানুষের সাথে আড্ডা বা সময় কাটাতে পারলে। যান জটের এ শহরে কিছুটা সময় পার্কে গাছ পালার সাথে সময় কাটান ।

অবসাদ গ্রস্থ মানুষের জন্য ছোট্ট শিশুর কোন বিকল্প নেই। নিষ্পাপ শিশুর মাঝে এমন এক ক্ষমতা থাকে তাঁর চারিপাশের সবাই সুখ পায়।

বিদেশে একাকীত্ব ঘুচানোর জন্য তাঁরা কুকুর, বিড়াল পোষে। বারান্দা কিংবা মাঠে পাখীর খাবার রাখে।

অনেক মানুষ দিনের বেশীরভাগ সময় নষ্ট করে পর চর্চায়। পারলে নিছক গীবত বা নিন্দা করা ছেড়ে দিন, এতে কেবলই সময়ের অপচয় কারণ এতে করে তাঁর কোন অনিষ্ঠ বা অপকার হয় না । বরং নিজেকে নিয়ে ভাবুন, উক্ত সময়টাকে নিজের কাজে লাগান।

পারলে প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করুন যা আপনাকে আনন্দ দিবে আত্মবিশ্বাস বাড়াবে।

শুভ সকাল,
আজকের দিনটি আপনাদের আনন্দে কাটুক।

14/10/2024

আলহামদুলিল্লাহ, বেচে আছি,সুস্থতার নেয়ামতে আছি।সামাজিক মর্যাদায় আছি।এগুলো কম নয়

24/08/2024

পার্থ সাহেবের চমৎকার এই বক্তব্য বিকার, মাতাল গ্রহস্ত সদ্য -পিএম,এমপি,মন্ত্রী,বিচারক শুনলে ও মানলে দেশের এই ক্ষতি হতনা।পালাতে গিয়ে মার খেতনা,মরতোনা।সত্যের পথে থাকব-ইনশাল্লাহ।

23/08/2024

দেশের সার্থে সকল কল্যানমূলক কাযে ওলামাদের ভূমিকা উল্লেখযোগ্য। একজন মানবতার ফেরিওয়ালা শায়খ আহমাদুল্লাহ।আস সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাড়িয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিকা।

23/08/2024

মানুষের জীবন খুব ছোট্ট তা নিয়ে কত অহংকার।
হে আল্লাহ বাংলাদেশ কে হেফাজত করুন।
আলহামদুলিল্লাহ,বন্যা দূর্গতদের পাশে দাড়াতে সারা দেশে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। আমি শরিক হয়েছি, আপনিও হন, যতটুকু পারেন....
আপনার নিকটস্থ যেকোনো ত্রাণ সংগ্রহ কার্যক্রমে আপনার সামর্থ্য অনুযায়ী দেন, প্লিজ....
সবাইকে নিয়ে ভাল থাকি।সবার জন্য দোয়া রইল -ফি আমানিল্লাহ।

Address

Fulbaria
ATOSHKHALI.ADABARIA.8600

Alerts

Be the first to know and let us send you an email when DR.Lecturer Waziulla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR.Lecturer Waziulla:

Share

Category