22/02/2023
গর্ভবতী মায়ের ব্রিজ প্রেজেন্টেশন এর বাচ্চা সঠিক পজিশনে নিয়ে আসার কিছু পদ্ধতি আছে, তার মধ্যে একটা অন্যতম পদ্ধতি হচ্ছে অভিজ্ঞ ধাত্রীর হাতে মালিশ করিয়ে নেয়া। যা এখন করতে দেখাই যায়না.....
গত ১৭.০২.২৩ এ মৌলভীবাজার গিয়ে আমার বন্ধুর বউ এর বাচ্চার পজিশন টা চেইঞ্জ করিয়ে দিতে সহায়তা করে আসলাম......
গর্ভবতী মা যে আমায় এ কাজে সার্বিক সহায়তা করেছে তার জন্য অনেক ধন্যবাদ ও ভালবাসা......