Dr.ATM Rezaul karim khan

Dr.ATM Rezaul karim khan Dr.A.T.M.Rezaul Karim khan
D.H.M.S (BHB)Dhaka
B.H.M.S(on course)Dhaka University
Expert on Acute and chronic disease
Reg no:43395
Hijama therapist
(1)

19/07/2025

ডাক্তার দের,,, রাতে আড্ডা

Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট (সংযোগস্থল) বা টেন...
17/07/2025

Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট (সংযোগস্থল) বা টেনডন (পেশির সাথে হাড়ের সংযোগকারী অংশ)-এর পাশে তৈরি হয়।

🔍 বিস্তারিত:

এটি সাধারণত হাতে, কব্জিতে বা পায়ের গোড়ালিতে দেখা যায়।

ভিতরে জেলির মতো ঘন তরল (synovial fluid) থাকে।

এটি সাধারণত ব্যথাহীন হলেও, যদি স্নায়ুর উপর চাপ দেয়, তাহলে ব্যথা বা অসাড় ভাব হতে পারে।

🧾 লক্ষণ:

ত্বকের নিচে ছোট বা মাঝারি মাপের ফোলা।

ফোলাটা চাপ দিলে নরম বা শক্ত লাগতে পারে।

কখনও কখনও আকারে বড় বা ছোট হতে পারে।

নিকটবর্তী স্নায়ুতে চাপ দিলে ব্যথা বা অবশভাব দেখা দিতে পারে।

⚠️ কারণ:

ঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয়, জয়েন্ট বা টেনডনে চাপ, আঘাত বা অতিরিক্ত ব্যবহার এর কারণ হতে পারে।

🩺 চিকিৎসাঃ
হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এ সমস্যাটি সম্পূর্ণভাবে ভালো হয়। "তাই,ভয়ের কোনকরন নেই,,🩺

==========================================
ডাঃএ,টি,এম,রেজাউল করিম খান।
ডি,এইচ,এম,এস,(বি,এইচ,বি)ঢাকা
বি,এইচ,এম,এস,(অন কোর্স) ঢাকা বিশ্ববিদ্যালয়
নতুন ও পুরাতন রোগে অভিজ্ঞ
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান
গভঃ রেজিঃ৪৩৩৯৫
হিজামা থেরাপিষ্ট

চীফ কনসালটেন্ট
বিসমিল্লাহ অল্টারনেটিভ হেল্থ কেয়ার।

ঠিকানাঃ নতুন রাস্তার মোড়, কাজলা, যাত্রাবাড়ী,ঢাকা .......….....…………………………………………
☎️সিরিয়াল দিতে যোগাযোগ করুন
+8801934888940

[আমরা কুরিয়ার এর মধ্যে সাড়া বাংলাদেশ ঔষধ পাঠিয়ে থাকি]
ঔষধ সংগ্রহ করতে হলে,,,বিস্তারিত ভাবে লিখে ইনবক্স করুন।
নাম:
বয়স:
কত দিন যাবৎ এই সমস্যা ভুগছেন :(বিস্তারিত বর্ণনা করুন)

Bismillah Alternative Health Care
বিসমিল্লাহ অল্টারনেটিভ হেল্থ কেয়ার

#বিসমিল্লাহ_অল্টারনেটিভ_হেল্থ_কেয়ার

#হোমিও

আলহামদুলিল্লাহ,,, আজকের পার্সেল
16/07/2025

আলহামদুলিল্লাহ,,, আজকের পার্সেল

15/07/2025

📣স্বপ্ন*দোষ কারণ ও লক্ষণ :

যৌবনকালে প্রায় যুবকের এই সমস্যা টি হয়ে । স্বপ্ন*দোষ হলে শু/ক্র/ক্ষরণ ঘটে । রোগী ঘুমের ঘরে স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে অর্থাৎ ঘুমের মধ্যে শু/ক্র/ক্ষরণ ঘটে যায়। এ ভাবে কিছুদিন স্বপ্নদোষ চলতে থাকলে রোগী দুর্বল ও ক্ষীর্ণ হয়ে পড়ে।

❇️তখন সে পুরুষ কোনো নারীকে স্পর্শ করতেই শু/ক্র/ক্ষরণ বা রেতঃপাত হয়। রোগটি অত্যান্ত মারাত্বক।

তখন রোগীর
*মাথা ব্যথা/মাথা_ধরা
*কোষ্ঠ*কাঠিন্য দেখা দেয়।
* চক্ষের নিচে কালো দাগ পড়তে পারে,
*চোখ মুখ বসে যায়,
*ধ্বজ*ভ*ঙ্গ ও দেখা দিগে পারে
*ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়,ফলে প্রায়ই অসুস্থ থাকে পারে

""বিশেষ করে ছাত্রদের বেলায
স্মরণশক্তির কমে যায়,পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, ""
ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

=> দেরি না করে চিকিৎসা করানো দরকার। আর যদি সমস্যাটি পুড়ানো হয়ে যায় তখন সমাধানে আনা সময়সাপেক্ষ ও ব্যায়সাধ্য হয়ে পড়ে। রোগীর জীবন হয়ে উঠবে দুর্বিষহ। নেমে আসে অভিসাপ।...........................................................................................

আমার এখান থেকে চিকিৎসা নিতে চাইলে নিম্নোক্ত তথ্য দিয়ে ইনবক্স করুন।
রোগী নাম:
বয়স:
ঠিকানা:
মোবাইল নাম্বার:

[কুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি মাধ্যমে ওষুধ পাঠানো হয়(কুরিয়ার ফি ১২০ সারা বাংলাদেশ) ]

📣স্বপ্ন*দোষ কারণ ও লক্ষণ :যৌবনকালে প্রায় যুবকের এই সমস্যা টি হয়ে । স্বপ্ন*দোষ হলে শু/ক্র/ক্ষরণ ঘটে । রোগী ঘুমের ঘরে স্বপ...
15/07/2025

📣স্বপ্ন*দোষ কারণ ও লক্ষণ :

যৌবনকালে প্রায় যুবকের এই সমস্যা টি হয়ে । স্বপ্ন*দোষ হলে শু/ক্র/ক্ষরণ ঘটে । রোগী ঘুমের ঘরে স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে অর্থাৎ ঘুমের মধ্যে শু/ক্র/ক্ষরণ ঘটে যায়। এ ভাবে কিছুদিন স্বপ্নদোষ চলতে থাকলে রোগী দুর্বল ও ক্ষীর্ণ হয়ে পড়ে।

❇️তখন সে পুরুষ কোনো নারীকে স্পর্শ করতেই শু/ক্র/ক্ষরণ বা রেতঃপাত হয়। রোগটি অত্যান্ত মারাত্বক।

তখন রোগীর
*মাথা ব্যথা/মাথা_ধরা
*কোষ্ঠ*কাঠিন্য দেখা দেয়।
* চক্ষের নিচে কালো দাগ পড়তে পারে,
*চোখ মুখ বসে যায়,
*ধ্বজ*ভ*ঙ্গ ও দেখা দিগে পারে
*ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়,ফলে প্রায়ই অসুস্থ থাকে পারে

""বিশেষ করে ছাত্রদের বেলায
স্মরণশক্তির কমে যায়,পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, ""
ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

=> দেরি না করে চিকিৎসা করানো দরকার। আর যদি সমস্যাটি পুড়ানো হয়ে যায় তখন সমাধানে আনা সময়সাপেক্ষ ও ব্যায়সাধ্য হয়ে পড়ে। রোগীর জীবন হয়ে উঠবে দুর্বিষহ। নেমে আসে অভিসাপ।...........................................................................................

রোগী নাম:
বয়স:
ঠিকানা:
মোবাইল নাম্বার:

[কুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি মাধ্যমে ওষুধ পাঠানো হয়(কুরিয়ার ফি ১২০ সারা বাংলাদেশ) ]

For emergency call
15/07/2025

For emergency call

11/07/2025

স্বপ্নদোষে জন্য হোমিওপ্যাথিক ঔষধ মাত্র ৪০০ টাকা
[ স্টুডেন্ট দের জন্য ]

অনেকে না বুঝে যৌন উত্তেজক ঔষধ হিসেবে এসব সেবন করে থাকেন, এর পরিণাম ভয়াবহ! সকল ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যায়, নিয়মিত সেবনের ফ...
04/07/2025

অনেকে না বুঝে যৌন উত্তেজক ঔষধ হিসেবে এসব সেবন করে থাকেন, এর পরিণাম ভয়াবহ!

সকল ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যায়, নিয়মিত সেবনের ফলে যৌন শক্তি দুর্বল ও নষ্ট হয়ে যায়। যা

পরবর্তীতে কিডনি ড্যামেজ হয়ে যায়, মাথা ব্যথা, কোমরে ব্যথা, পায়ের তলায় ব্যথা, শরীর প্রচন্ড দুর্বল ও পূর্বে যে যৌন উত্তেজনা ছিল তাও নেই।

এসব পরিহার করে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।

এলার্জি সমস্যা নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় আছেন। অনেক ধরনের ঔষধ খেয়েও কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না।তারা আমাদের সাথে যোগাযো...
01/07/2025

এলার্জি সমস্যা নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় আছেন। অনেক ধরনের ঔষধ খেয়েও কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না।
তারা আমাদের সাথে যোগাযোগ করুন। স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ!

18/06/2025

পৃথিবীতে ক্যান্সারের ধরন অনেক — কারণ ক্যান্সার শরীরের যেকোনো কোষে হতে পারে।তবে চিকিৎসাবিজ্ঞানে সাধারণত এগুলোকে প্রধান ৫টি শ্রেণিতে ভাগ করা হয়, এবং প্রতিটি শ্রেণির অধীনে অনেক নির্দিষ্ট ক্যান্সার রয়েছে।

---

✅ মূল ৫টি ক্যান্সারের ধরন ও তার উদাহরণ:

১. Carcinoma (কারসিনোমা)

👉 এটি সবচেয়ে বেশি হওয়া ক্যান্সার (প্রায় ৮০–৯০%)
👉 উৎপত্তি: ত্বক বা অভ্যন্তরীণ অঙ্গের আবরণ (epithelial cell) থেকে
উদাহরণ:

Breast cancer (স্তনের ক্যান্সার)

Lung cancer (ফুসফুস)

Stomach cancer (পাকস্থলী)

Prostate cancer (প্রোস্টেট)

Colon/Rectal cancer (বৃহদান্ত্র/মলদ্বার)

Liver cancer (লিভার)

---

২. Sarcoma (সারকোমা)

👉 উৎপত্তি: হাড়, পেশি, চর্বি, রক্তনালী, নার্ভ ইত্যাদি থেকে
উদাহরণ:

Osteosarcoma (হাড়ের ক্যান্সার)

Chondrosarcoma (কার্টিলেজ)

Liposarcoma (চর্বি)

Angiosarcoma (রক্তনালী)

---

৩. Leukemia (লিউকেমিয়া)

👉 উৎপত্তি: রক্ত ও অস্থিমজ্জা (bone marrow)
👉 এটি "blood cancer" হিসেবে পরিচিত
উদাহরণ:

Acute Lymphoblastic Leukemia (ALL)

Chronic Myeloid Leukemia (CML)

Acute Myeloid Leukemia (AML)

Chronic Lymphocytic Leukemia (CLL)

৪. Lymphoma (লিম্ফোমা)

👉 উৎপত্তি: লিম্ফ সিস্টেম (immune system-এর অংশ) থেকে
উদাহরণ:

Hodgkin's Lymphoma

Non-Hodgkin's Lymphoma

---

৫. Myeloma (মায়েলোমা)

👉 উৎপত্তি: Plasma cells (এক প্রকার শ্বেত রক্তকণিকা)
উদাহরণ:

Multiple Myeloma...........................................................................................
ডাঃএ,টি,এম,রেজাউল করিম খান।
ডি,এইচ,এম,এস,(বি,এইচ,বি)ঢাকা
বি,এইচ,এম,এস,(অন কোর্স) ঢাকা বিশ্ববিদ্যালয়
নতুন ও পুরাতন রোগে অভিজ্ঞ
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান
গভঃ রেজিঃ৪৩৩৯৫
হিজামা থেরাপিষ্ট

চীফ কনসালটেন্ট
বিসমিল্লাহ অল্টারনেটিভ হেল্থ কেয়ার।

ঠিকানাঃ নতুন রাস্তার মোড়, কাজলা, যাত্রাবাড়ী,ঢাকা .......….....…………………………………………
☎️সিরিয়াল দিতে যোগাযোগ করুন
+8801934888940

[আমরা কুরিয়ার এর মধ্যে সাড়া বাংলাদেশ ঔষধ পাঠিয়ে থাকি]
ঔষধ সংগ্রহ করতে হলে,,,বিস্তারিত ভাবে লিখে ইনবক্স করুন।
নাম:
বয়স:
কত দিন যাবৎ এই সমস্যা ভুগছেন :(বিস্তারিত বর্ণনা করুন)

Bismillah Alternative Health Care
বিসমিল্লাহ অল্টারনেটিভ হেল্থ কেয়ার

#বিসমিল্লাহ_অল্টারনেটিভ_হেল্থ_কেয়ার

#হোমিও

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Dr.ATM Rezaul karim khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category