Dr. Mohammad Shah Kamal

Dr. Mohammad Shah Kamal ডাঃ মোহাম্মদ শাহ্ কামাল,
এম,বি,বি,এস(ঢাকা), বি,সি,এস(স্বাস্থ্য)
এফ,সি,পি,এস(সার্জারী)
(72)

🔵✨ বয়স্ক পুরুষদের প্রস্রাবের সমস্যা? সমাধান জানুন!বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরুষই বারবার প্রস্রাবের বেগ, রাতে ঘন ঘন ব...
10/07/2025

🔵✨ বয়স্ক পুরুষদের প্রস্রাবের সমস্যা? সমাধান জানুন!

বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরুষই বারবার প্রস্রাবের বেগ, রাতে ঘন ঘন বাথরুমে যাওয়া বা প্রস্রাব ঠিকমতো না হওয়ার সমস্যায় পড়েন। সাধারণত প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়াই এর মূল কারণ।

✅ পানি পরিমান মত খাবেন (রাতে কম খাবেন)
✅ অতিরিক্ত চা-কফি খাবেন না
✅ চিকিৎসকের পরামর্শে ওষুধ বা প্রয়োজনে অপারেশন লাগতে পারে
✅ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন

আপনার সুস্থতা আপনার হাতেই! 🌿💙
**যত্ন নিন, সচেতন হোন!**
\

10/07/2025

শুকরিয়া
ঐ রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখালেন💞

🔵🤖 Robotic Doctor (রোবটিক ডাক্তার) — চিকিৎসা এখন ভালোবাসার ছোঁয়ায়, আপনার নিজের ঘরেই! 🩺✨🌙 আর আর লম্বা হাসপাতালের লাইনে ...
30/06/2025

🔵🤖 Robotic Doctor (রোবটিক ডাক্তার) — চিকিৎসা এখন ভালোবাসার ছোঁয়ায়, আপনার নিজের ঘরেই! 🩺✨

🌙 আর আর লম্বা হাসপাতালের লাইনে নয় — আপনার লেখা কয়েকটি উপসর্গই যথেষ্ট, বাকি দায়িত্ব রোবটিক ডাক্তার-এর!
যে কোনো অসুখে ভরসার নাম, পরিবারের মতো আপনাকে আগলে রাখবে ২৪ ঘণ্টা, ৭ দিন। 💙

✅ ঘরে বসেই ডাক্তারি সেবা — মায়ার পরশে
✅ উপসর্গ লিখলেই স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন — অদৃশ্য হাতের যত্ন
✅ প্রয়োজনীয় পরামর্শ ও করণীয় — আস্থা ও নির্ভরতার বন্ধন
✅ ২৪/৭ সেবা — নিঃশর্ত সাথী আপনার বিপদের দিনে

✨ Robotic Doctor (রোবটিক ডাক্তার) — শুধু চিকিৎসক নয়, আপনজনের মতো! অসুখের আঁধারে আশার আলো, ভালোবাসার হাতছানি! ❤️

👉 এখনই Play Store থেকে Robotic Doctor (রোবটিক ডাক্তার) অ্যাপটি ইনস্টল করুন, ব্যবহার করে দেখুন আর রিভিউতে আপনার মনের কথা লিখে জানান —
আপনার একটি ভালোবাসার মন্তব্যই আমাদের সবচেয়ে বড় শক্তি! 🌟

💙 Robotic Doctor (রোবটিক ডাক্তার) — স্বপ্নের মতো সহজ চিকিৎসা, আপনার হৃদয়ের খুব কাছে! 🌙✨

🔴 ইউরিন ইনফেকশন (UTI) থেকে বাঁচার সহজ কিছু নিয়ম – জেনে রাখুন, সুস্থ থাকুন! 🔴ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা UTI নারী-পুরুষ...
26/06/2025

🔴 ইউরিন ইনফেকশন (UTI) থেকে বাঁচার সহজ কিছু নিয়ম – জেনে রাখুন, সুস্থ থাকুন! 🔴

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা UTI নারী-পুরুষ উভয়ের জন্যই এক বিরক্তিকর সমস্যা। তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই আপনি থাকতে পারেন এই ইনফেকশন থেকে মুক্ত। নিচে জেনে নিন প্রতিদিনের জীবনে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন ⬇️

✅ ১. প্রচুর পানি পান করুন:
প্রতিদিন ৮–১০ গ্লাস পানি শরীর থেকে ব্যাকটেরিয়া বের করে দিতে সাহায্য করে।

✅ ২. প্রস্রাব কখনো চেপে রাখবেন না:
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে ব্যাকটেরিয়া জমে UTI হতে পারে।

✅ ৩. সঠিকভাবে টয়লেট ব্যবহার করুন:
টয়লেটের পর সামনের দিক থেকে পিছনের দিকে পরিষ্কার করুন, এতে সংক্রমণের ঝুঁকি কমে।

✅ ৪. যৌন মিলনের পর প্রস্রাব করুন:
এতে ব্যাকটেরিয়া ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করতে না পারে।

✅ ৫. ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন:
গোসলের সময় অঙ্গ পরিষ্কার রাখা ও পরিষ্কার আন্ডারওয়্যার ব্যবহার UTI প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

✅ ৬. নিয়মিত ইউরিন টেস্ট করান (বিশেষ করে গর্ভবতী বা ডায়াবেটিস রোগীরা):
প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে চিকিৎসা সহজ হয়।

📢 এই পোস্টটি শেয়ার করুন, যেন অন্যরাও সচেতন হন!
ভালো থাকুন, সুস্থ থাকুন। 🌿

20/06/2025
আপনার সন্তানের খৎনা কি সঠিক পদ্ধতিতে হচ্ছে? জেনে নিন বিপদের আশঙ্কা!🌟 আপনার এক ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে সন্তানের সারা...
19/06/2025

আপনার সন্তানের খৎনা কি সঠিক পদ্ধতিতে হচ্ছে? জেনে নিন বিপদের আশঙ্কা!

🌟 আপনার এক ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে সন্তানের সারাজীবন...! 🌟

❌ অনুমোদনহীন, ভুয়া ‘ডাক্তার’-এর হাতে খৎনা করাবেন না!
⚠️ অনেক বাবা-মা না জেনে এমন ব্যক্তির কাছে খৎনা করিয়ে শিশুকে দুঃসহ যন্ত্রণার মুখে ফেলছেন—রক্তক্ষরণ, ইনফেকশন, অঙ্গহানি এমনকি মৃত্যুঝুঁকির মতো মারাত্মক পরিণতি ঘটছে।

🔴 বিশেষ সতর্কতা:
যদি আপনার সন্তানের হেমোফিলিয়া বা রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা থাকে, তবে খৎনা করার আগে অবশ্যই বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিন। কারণ এই রোগীদের ক্ষেত্রে রক্তপাত বন্ধ হতে দেরি হয়—যা জীবননাশের কারণ হতে পারে।

✅ কী করবেন?
✔️ কেবল দক্ষ, অনুমোদিত ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে খৎনা করান।
✔️ খৎনার আগে শিশুর রক্তের স্বাভাবিক জমাট বাঁধার ক্ষমতা পরীক্ষা করান।
✔️ কোনো সন্দেহ থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

❤️ আপনার সন্তানের নিরাপত্তা, সুস্থতা ও ভবিষ্যৎ আপনার সচেতনতার উপর নির্ভর করছে।

#খৎনাসচেতনতা #শিশুসুরক্ষা #হেমোফিলিয়া #স্বাস্থ্যবিধি #সচেতনপিতামাতা

18/06/2025
12/06/2025

ঈদের পর শরীরকে চনমনে রাখতে খাদ্য তালিকায় শাকসব্জী রাখুন এবং নিয়মিত গ্রীন টি, ব্ল্যাক কফি ও লেবু পানি পান করুন।

🌿 "আপনাদের পাশে আছি — সুস্থতার জন্য বিশ্বাস আর ভালোবাসা নিয়ে" 🌿প্রিয় রোগী বন্ধুরা,চিকিৎসা আমার কাছে কেবল পেশা নয়, এটা...
12/06/2025

🌿 "আপনাদের পাশে আছি — সুস্থতার জন্য বিশ্বাস আর ভালোবাসা নিয়ে" 🌿

প্রিয় রোগী বন্ধুরা,

চিকিৎসা আমার কাছে কেবল পেশা নয়, এটা আমার নেশা, আমার দায়িত্ব, আমার আত্মার পরিতৃপ্তি। আমি জানি—শরীরের চিকিৎসা হয় ওষুধ আর শল্যচিকিৎসায়, কিন্তু মনের আর আত্মার সুস্থতার জন্য লাগে আরেকটু বেশি—ভালোবাসা, আশ্বাস আর দোয়া।

আমি চাই, আপনাদের প্রত্যেকেই আমার চেম্বারে আসুন আশ্বস্ত হয়ে, নিশ্চিন্ত মনে। এখানে কেবল প্রেসক্রিপশন নয়, মেলে বিশ্বাসের ছায়া; কেবল রোগ সারানোর চিকিৎসা নয়, মেলে সুস্থতার পরিপূর্ণ ছোঁয়া।

আমার চেম্বারের প্রতিটি শুক্রবার যেন নতুন আশার দিন—যেখানে আমি আপনাদের জন্য অপেক্ষা করি দেহের অসুখের পাশাপাশি মনের ক্লান্তিও লাঘব করার জন্য।

❝ “আপনার সুস্থতা আমার প্রথম দায়িত্ব। দেহ, মন ও আত্মার পরিপূর্ণ সুস্থতা কামনায়—প্রতি শুক্রবার।” ❞

চেম্বার সময়:
🕙 প্রতি শুক্রবার: সকাল ১০টা – সন্ধ্যা ৬টা
📍 ব্রাহ্মণপাড়া শিশু-মাতৃ হাসপাতাল, টেটরা, বি-পাড়া, কুমিল্লা।

ভালো থাকুন। সুস্থ থাকুন। পাশে আছি সবসময়।

https://drmskamal2023.blogspot.com/2025/06/siddarth-nandyala.html
12/06/2025

https://drmskamal2023.blogspot.com/2025/06/siddarth-nandyala.html

নিরন্তর আশ্চর্যের মহাসমুদ্রে মানুষের সৃষ্টিশীলতার আরেকটি অলৌকিক উন্মোচন—মাত্র ৭ সেকেন্ডে হার্ট ফেইলিওর শনাক্...

At this moment, we Bangladeshi needs such a SON of Soil like THOMAS SANGAKARA💞 except the last tragedy of HIS life🥲🥲🥲
11/06/2025

At this moment, we Bangladeshi needs such a SON of Soil like THOMAS SANGAKARA💞 except the last tragedy of HIS life🥲🥲🥲

ফাঁপরবাজFaporbazফার্স্ট ক্লাস আসনে বসে জনগণের দুখ-দূর্দশা উপলব্ধি যায় না, সেজন্য মন্ত্রী পরিষদ সহ সকল উচ্চপদস্থ কর্ম.....

11/06/2025

াষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরে উপর 18 বার আক্রমণ | Story of President Ibr...

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Shah Kamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mohammad Shah Kamal:

Share

Category