11/06/2025
★নতুনভাবে উদ্ভাবিত একটি বিরল ধরনের ডায়াবেটিস — টাইপ ৫ ডায়াবেটিস (Type 5 Diabetes) — আবিষ্কৃত হয়েছে★
🔬 যদি কেউ শিশু বয়সে অপুষ্টিতে ভোগে, তাহলে তার প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ঠিক মত তৈরি হতে পারে না, মানে ডিভেলপ হয় না, ফলে সে ইন্সুলিন তৈরি করতে পারে না।
আরো বিশদ ভাবে যদি বলি,
(এটি autoimmunity বা lifestyle factors (জীবনযাপনের ধরণ) এর কারণে হয় না, বরং শিশুকালে দীর্ঘদিনের malnutrition (অপুষ্টি) এর ফলে pancreas (অগ্ন্যাশয়) ঠিকভাবে বিকাশ লাভ করতে পারে না।
ফলে আক্রান্ত ব্যক্তির insulin production (ইনসুলিন উৎপাদন) কমে যায়)
🌍 এটি সাধারণত দরিদ্র দেশগুলোর মানুষের মাঝে দেখা যায় এবং বিশ্বব্যাপী প্রায় ২০–২৫ মিলিয়ন মানুষ এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
🐁 গবেষণায় দেখা গেছে, ইঁদুরের উপর করা একটি স্টাডিতে low-protein diet (প্রোটিন-স্বল্প খাদ্য) গর্ভাবস্থা বা কৈশোরে দিলে insulin-producing beta cells (ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষ) অপর্যাপ্তভাবে তৈরি হয়।
📌 টাইপ ৫ ডায়াবেটিসের ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে – underdeveloped pancreas (অপূর্ণ বিকশিত অগ্ন্যাশয়)।
এটি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে – শৈশবের পুষ্টিকর প্রোটিন যুক্ত খাবার কতটা গুরুত্বপূর্ণ।
তাই আপনার শিশুকে পর্যাপ্ত প্রোটিন যুক্ত খাবার খাওয়ান।
এবং গর্ভবতী মা কেউ পর্যাপ্ত প্রোটিন যুক্ত খাবার দিন।
যেমন: ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, বাদাম, ছোলা, শিমের বীজ, ওটস, চিয়া সিড ইত্যাদি।
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
Dr. AQ Mehedi Hassan Shaon