23/05/2025
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির সাত বছরের এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় বসে থাকলে মস্তিষ্ক ছোট হয়ে যায় এবং স্মৃতিশক্তি ও চিন্তার ক্ষমতা হ্রাস পেতে থাকে—এমনকি যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন।
গবেষকদের মতে, অতিরিক্ত সময় বসে বা শুয়ে থাকা মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যতে আলঝেইমারসহ বিভিন্ন ধরনের ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে বাড়ায়।
এই গবেষণায় ৪০৪ জন স্বেচ্ছাসেবককে সপ্তাহজুড়ে একটি ডিভাইসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এরপর টানা সাত বছর ধরে তাদের মস্তিষ্কের স্বাস্থ্য মূল্যায়ন করা হয় বিভিন্ন কগনিটিভ টেস্ট ও এমআরআই ব্রেইন স্ক্যানের মাধ্যমে।
স্ক্যানের ফলাফলে দেখা যায়, যারা বেশি সময় বসে কাটিয়েছেন, তাদের মস্তিষ্ক দ্রুত আকারে সংকুচিত হয়েছে—বিশেষ করে সেইসব অঞ্চলে যেগুলো স্মৃতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। আশ্চর্যের বিষয় হলো, এমনকি যারা সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম করতেন, কিন্তু দিনের বাকি সময় একটানা বসে কাটাতেন, তারাও এই একই নেতিবাচক প্রভাবের শিকার হয়েছেন।
সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে APOE-ɛ4 জিন বহনকারীদের ওপর। তাদের ফ্রন্টাল ও প্যারিয়েটাল লোব অঞ্চলে গ্রে ম্যাটার উল্লেখযোগ্য হারে কমেছে এবং তারা মেমোরি ও নাম স্মরণ করার পরীক্ষায় তুলনামূলকভাবে খারাপ ফল করেছেন।
গবেষকরা ব্যাখ্যা করেছেন, দীর্ঘক্ষণ বসে থাকার ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায় এবং প্রদাহ বেড়ে যায়, যা নিউরাল টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষতি শুধুমাত্র ব্যায়ামের মাধ্যমে পুরোপুরি ঠেকানো যায় না।
সরাসরি বললে, দীর্ঘ সময় বসে থাকা মস্তিষ্ককে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয়। তাই সুস্থ মস্তিষ্ক বজায় রাখতে হলে শুধু নিয়মিত ব্যায়াম করাই যথেষ্ট নয়—সারাদিনের মধ্যে নিয়মিত বিরতি নিয়ে কিছুক্ষণ হাঁটা বা চলাফেরা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: Alzheimer&Dementia/Journal