Dr Mahmuda Mitu

Dr Mahmuda Mitu " আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। "

25/07/2025

৯৫০ এর ও বেশি মায়ের ঘরে তার ছেলে ফেরে নি।ঘরে ইন্টারনেট আসার খুশিতে ওই মায়ের কথা ভুলে যেওনা যার ঘরে তার ছেলে আর কোন দিন ও ফিরবে না। নিরপরাধ ছেলেগুলো আর কখনো ফিরবেনা।

23/07/2025

ভিডিওটা দেখলে আপনাদের কাজে লাগবে। আমি যাই করিনা কেন এই গ্রুপ আমার প্রাধান্য লিষ্টে সবসময়ই থাকবে ইন শা আল্লাহ। গ্রুপে ব্লক খেয়ে আছি। তাই পোস্ট কিংবা কমেন্ট করতে পারছিনা। আমার আগের গ্রুপটাতে আরো অনেক অনেক অনেক কিছু ছিলো। কিন্তু বাচ্চাদের খালি গায়ে কিছু ছবি বার বার পোষ্ট হওয়ায় ৮০ হাজার মেম্বারের গ্রুপটা হারিয়ে যায়। যেখানে অলমোস্ট ৩০/৪০ হাজার গর্ভবতী মায়েদের সমাগম হয়েছিলো গত চার বছরে। এই গ্রুপ্টাও আরো গুছিয়ে ফেলবো ইন শা আল্লাহ। একআশা করি আপনারাও আমাকে সাহায্য করবেন। আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করি। আপনারা যারা আমাকে হেলপ করেন আপনাদের ও আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দিবেন। আমার জীবনের অন্যতম লক্ষ্য বাংলাদেশের ঘরে ঘরে সচেতন মা তৈরি হবে তারা ঘরে ঘরে সুস্থ বাচ্চা জন্ম দিবে। যারা বড় হয়ে অনেএএএএক বড় হবে আর বাংলাদেশের হাল ধরবে। দেশ পরিবর্তন করবে।

বাংলাদেশ পোষ্ট ডেটেড প্রেগ্ন্যাসি বা আপনাদের ভাষায় ডেট ওভার হয়ে যাওয়া প্রেগ্নেন্সির সংখ্যা ক্রমান্বয়েই বাড়ছে। এর একটা বড়...
20/07/2025

বাংলাদেশ পোষ্ট ডেটেড প্রেগ্ন্যাসি বা আপনাদের ভাষায় ডেট ওভার হয়ে যাওয়া প্রেগ্নেন্সির সংখ্যা ক্রমান্বয়েই বাড়ছে। এর একটা বড় কারন অতিরিক্ত রেষ্টে থাকা অতিরিক্ত শুয়ে বসে থাকা বা সিডেন্টারি লাইফস্টাইল।

সাধারণত আমাদের দেশের মেয়েদের একটা অংশ বা তাদের পরিবারের মানুষজন গর্ভাবস্থায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে প্রেগন্যান্সিতে স্বাভাবিক হাটাচলা কাজকর্ম থেকে ও বিরত রাখে। যা মায়ের অতিরিক্ত ওজন বৃদ্ধি করে এমনকি স্বাভাবিক প্রসব হতেও বাধা সৃষ্টি করে।

এতে সাধারণত মা এবং বাচ্চা দুজনেরই কিছু জটিলতা হয়।

মায়ের ক্ষেত্রে

-মায়ের মানসিক অস্থিরতা তৈরি হয়
-ডেলিভারির সময় পোষ্ট পার্টাম হেমোরেজ বা ডেলিভারির পর রক্তপাত হতে পারে যা মায়ের জন্য জীবন ঝুঁকির ও হতে পারে।

- এছাড়াও প্রলং লেবার বা ডেলিভারির সময় দীর্ঘ হয়। যেমন প্রথম মায়েদের ক্ষেত্রে ২০ ঘন্টার অধিক সময় লাগতে পারে। দ্বিতীয় বার মা হওয়া মায়েদের ক্ষেত্রে ১৪ ঘন্টার অনেক বেশি লাগতে পারে।

এতে মা বাচ্চা দুজনেই ক্ষতির সম্মুখীন হতে পারে।

বাচ্চার জটিলতা গুলো

একটা সময় পর প্লাসেন্টাল ইনসাফিশিয়েন্সি ডেভলপ করে (মানে হলো গর্ভফুল থেকে পুষ্টি পাওয়া কমতে থাকে।

মিউকোনিয়াম এস্পিরেশন সিন্ড্রোম হয়. মানে বাচ্চা তার প্রথম টয়লেট পেটেই করে দেয় যা বাইরে এসে করার কথা এবং সেটা তার লাংসে যায় ( নিজ চোখে অনেক বাচ্চাকে এই সিন্ড্রোমে মারা যেতে দেখেছি )।

সো ডেট পার হওয়ার পর ডাক্তারের পরামর্শ ছাড়া একদিন ও অপেক্ষা নয়। আর প্রেগ্ন্যাসিকে অসুখ নয় একটা জার্নি মনে করে স্বাভাবিক হাটাচলা ,ব্যয়াম অব্যাহত রাখুন।

19/07/2025

গ্রুপের আপুরা অনেকদিন গ্রুপে যেতে পারছিনা। কারন গ্রুপ রেস্ট্রিকশন খেয়েছি । কোন হেল্প লাগলে মডারেটরদের মেনশন করবেন প্লিজ।

05/07/2025

২০২১ সালের ভিডিও। ভাবলাম আবার শেয়ার করি। আপনাদের কাজে লাগতে পারে।

29/06/2025

অনেক সুন্দর ঝকঝকে ডিজাইন দেখে রেডিয়াম চুড়ির শখ হলো। দেশের বাইরে রেডিয়াম চুড়ি আনতে দিছিলাম কিন্তু ২২ ক্যারেট রেডিয়াম চুড়ি হয় না।রেডিয়াম নাকি সবসময়ই ১৮ ক্যারেট হয়। তাহলে বাংলাদেশের ২২ ক্যারেট রেডিয়াম চুড়ি বিক্রি করে কিভাবে? দাম ও তো মারাত্মক!!! সেগুলো কি আসল?

একটা মেয়ে যেমন ছোট থেকে বড় হয় ,নানা পরিবর্তনের মধ্য দিয়ে বয়সন্ধিতে যায় ,ঠিক তেমনি গর্ভাবস্থাও এমন স্বাভাবিক ব্যাপার ,তাই...
23/06/2025

একটা মেয়ে যেমন ছোট থেকে বড় হয় ,নানা পরিবর্তনের মধ্য দিয়ে বয়সন্ধিতে যায় ,ঠিক তেমনি গর্ভাবস্থাও এমন স্বাভাবিক ব্যাপার ,তাই গর্ভাবস্থার এই জার্নিটাকে যত স্বাভাবিকভাবে নেয়া যায় ,ততটাই ভালো ,অনেকেই দেখছি অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছে ,যা ভালোর থেকে ক্ষতিকর হচ্ছে ।তবে সবার বেড়ে ওঠা যেমন স্মুথ না সবার গর্ভাবস্থাও স্মুথ না ।

এই জার্নিকে সুন্দর করার জন্য প্রথম থেকেই জীবন যাত্রার পরিবর্তনের বিকল্প নেই , স্বাভাবিক কাজকর্ম ,অতিরিক্ত কার্ব না খাওয়া ,প্রতিদিন হাটা , ভাজা পোড়া না খাওয়া ,শাকসবজি ,পুষ্টিকর খাবার খাওয়া এসব আপনার এই পথ চলাকে সুন্দর করবে ।

মনে রাখবেন গর্ভধারণ কোন অসুস্থতা নয় ।এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ,বরকত ।সব চেয়ে সুন্দর উপহার 🙂

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mahmuda Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category