11/10/2025
চুলকানি শুরু হলেই সে অভ্যাস মতো জোরে জোরে চোখ ঘষত।
ভাবত, “চুলকানি কমছে, কোনো সমস্যা নেই।”
কিন্তু কয়েক বছর পর হঠাৎ সে টের পেল, তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে।
এ অবস্থাকে বলে Keratoconus।
চোখ ঘষতে ঘষতে কর্নিয়া পাতলা হয়ে গেছে, সামনের দিকটা কোনের মতো ফুলে গেছে।
এভাবে চলতে থাকলে কর্নিয়া ফেটে যেতে পারে, তখন কর্নিয়া ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় থাকবে না।
যেটা শুরু হয়েছিল শুধু “চোখের অ্যালার্জি” দিয়ে,
শেষমেশ সেটা নিয়ে গেল দৃষ্টিশক্তি হারানোর দ্বারপ্রান্তে।
চোখ যতই চুলকাক না কেন, কখনোই ঘষবেন না।
মুহূর্তের আরামে সারা জীবনের আলো হারানো যায় না।
আপনার কি চোখ ঘষার এই অভ্যাস আছে? সাবধান হোন আজই!
বেশি চুলকালে এন্টি-হিস্টামিন ঔষধ খান, চোখের ডাক্তার দেখান, সরকারি হাসপাতালে ১০ টাকার দিকেটে দেখিয়ে আসুন।
নিজে সচেতন হই, পরিচিত মানুষকে সচেতন করি,
শেয়ার করুন, ফলো করে থাকুন স্বাস্থ্য সচেতন সবসময়
Dr-Abdur Rahman
©