রাজরাজত্ব

রাজরাজত্ব চিন্তার চিরন্তন বহিপ্রকাশ প্রকাশ

◾কিভাবে অনুকূল পরিবেশে দিক নির্ণয়ের জন্য কম্পাস তৈরি করতে হয়।কম্পাস বা দিক নির্দেশক যন্ত্র ছাড়া উত্তর, দক্ষিণ, পূর্ব, ...
21/11/2024

◾কিভাবে অনুকূল পরিবেশে দিক নির্ণয়ের জন্য কম্পাস তৈরি করতে হয়।
কম্পাস বা দিক নির্দেশক যন্ত্র ছাড়া উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিক নির্ধারণ করা সম্ভব। এর জন্য প্রাচীনকালের একটি সহজ পদ্ধতি হলো ছায়া ব্যবহার করে দিক নির্ধারণ করা। নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো কীভাবে সহজে একটি কম্পাস তৈরি করা যায়:

◾প্রয়োজনীয় উপকরণ:

একটি প্রায় 90 সেন্টিমিটার দীর্ঘ লাঠি

দুইটি ছোট পাথর বা অন্য কোনো চিহ্ন রাখার বস্তু

একটি খোলা জায়গা যেখানে সূর্যের আলো আসে

◾ধাপসমূহ:

১. লাঠি স্থাপন:
একটি প্রায় 90 সেন্টিমিটার দীর্ঘ লাঠি খোলা জায়গায় মাটিতে স্থাপন করুন। এমন জায়গা বেছে নিন যেখানে সূর্যের আলো পরিষ্কারভাবে পড়ে। লাঠিটি সোজা এবং স্থিরভাবে মাটিতে বসান যাতে এটি একটি ছায়া তৈরি করতে পারে।

২. প্রথম ছায়া চিহ্নিত করুন:
লাঠির ছায়া যেখানে পড়ে, সেখানে একটি ছোট পাথর রাখুন। এটি হবে প্রথম ছায়া চিহ্ন। এই ছায়া সূর্যের অবস্থানের উপর নির্ভর করে দিনভরের বিভিন্ন সময়ে পরিবর্তিত হবে।

৩. সময় অপেক্ষা:
দশ থেকে পনের মিনিট অপেক্ষা করুন। এই সময়ের মধ্যে সূর্য আকাশে কিছুটা সরবে, ফলে লাঠির ছায়াও সরতে থাকবে।

৪. দ্বিতীয় ছায়া চিহ্নিত করুন:
কিছুক্ষণ পর আবার লাঠির ছায়ার ডগার দিকে লক্ষ্য করুন এবং যেখানে এটি নতুন করে পড়ছে সেখানে দ্বিতীয় পাথরটি রাখুন। এটি হবে দ্বিতীয় ছায়া চিহ্ন।

৫. লাইন আঁকুন:
প্রথম পাথর এবং দ্বিতীয় পাথরের মধ্যে একটি সরল রেখা আঁকুন। এই রেখাটি হবে পূর্ব-পশ্চিম দিক নির্দেশক লাইন।

৬. দিক নির্ধারণ:
এখন আপনার বাম পা প্রথম পাথরের উপর এবং ডান পা দ্বিতীয় পাথরের উপর রাখুন। এভাবে দাঁড়ালে আপনি উত্তর দিকে মুখোমুখি হবেন।

◾দিক নির্ধারণের ব্যাখ্যা:

পৃথিবীর যেকোনো স্থানে প্রথম ছায়ার চিহ্ন সবসময় পশ্চিম দিকে পড়ে, এবং দ্বিতীয়টি পূর্ব দিকে।

এই পদ্ধতি সূর্যের গতিপথের ভিত্তিতে কাজ করে, যেহেতু সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়।

এই পদ্ধতি বহু প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে, যখন মানুষ প্রাকৃতিক উপায়ে দিক নির্ধারণ করত। এটি একটি সহজ, কার্যকরী এবং বৈজ্ঞানিক পদ্ধতি যা এখনো বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যায়, বিশেষ করে কম্পাস না থাকলে বা প্রযুক্তির ব্যবহার সম্ভব না হলে।

19/11/2024
শিক্ষকদের মর্যাদা কেবল ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ফেইসবুকে পোস্ট করে নিশ্চিত করা যায় না। শিক্ষকদের প্রকৃত মর্যাদা ও প্...
05/10/2024

শিক্ষকদের মর্যাদা কেবল ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ফেইসবুকে পোস্ট করে নিশ্চিত করা যায় না। শিক্ষকদের প্রকৃত মর্যাদা ও প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে একটি ন্যায়, সুষম ও জ্ঞানভিত্তিক সমাজের কথা ভাবা যায় না। শিক্ষকসমাজ যত বেশি ক্ষমতা ও মর্যাদা পাবেন, সামাজিক কাঠামো তত বেশি সুসংগঠিত ও পরিশীলিত হবে। সেই সমাজে উপকারী ও কার্যকরী জ্ঞানের সৃষ্টি হবে তত বেশি। ক্ষুধার্ত আর অতৃপ্ত উদর আর মস্তিষ্ক নিয়ে আর যা-ই হোক সৃজনশীল সৃষ্টি দুরূহ ব্যাপার।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর "ছাড়পত্র" কাব্যগ্রন্থের "হে মহাজীবন" কবিতায় বলেছেন-
"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানাে রুটি"


#বিশ্ব_শিক্ষক_দিবস #শিক্ষকের_মর্যাদা

01/10/2024
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষ মৌলভীবাজারের রাম সিং গোঁড়। ১৯০৫ সালে জন্ম তাঁর। শ্রীমঙ্গলের সীম...
01/10/2024

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষ মৌলভীবাজারের রাম সিং গোঁড়। ১৯০৫ সালে জন্ম তাঁর। শ্রীমঙ্গলের সীমান্তবর্তী এক চা বাগানে বসবাস করেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমানে পৃথিবীর প্রবীণ পুরুষ ইংল্যান্ডের জন আলফ্রেড টিনিসউডের বয়স ১১১ বছর। আর রামসিং গোঁড়ের বর্তমান বয়স ১১৯ বছর। দু'শো বছর আগে দাদার সাথে তাঁর বাবা বুগুরাম গোঁড় ভারতে মধ্যপ্রদেশের জবলপুর থেকে চা শ্রমিক হিসেবে বাংলাদেশে আসেন। উনার বাপ দাদার হাত ধরে শুরু হয় এদেশে চা চাষ।

© রাজরাজত্ব

এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে তুই ...
14/05/2024

এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।
মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

রাজরাজত্ব

06/04/2024

লালশাড়ি

28/12/2023

আমাদের শরীরের জন্য কোন পানি উপকারী!!
ঠান্ডা পানি নাকি গরম পানি??

[[ প্লিজ সময় করে আপনি আপনার সুস্থ জীবনের জন্য,
আপনার হৃদয়ের মানুষগুলোর জন্য, আমার
এই লেখাটি পড়বেন। অনেক ডাক্তারের পরামর্শ নিয়ে
তথ্য উপাত্ত সংগ্রহ করে আমার প্রিয়জনদের জন্য কষ্ট
করে এই লেখাটি লিখেছি। নিশ্চয় আপনার সন্তানদের
সুস্থতার জন্য এই লেখাটি সব পড়বেন।]]

বলা হয় পানির আর এক নাম জীবন।
আমাদের শরীরে ৭০ ভাগই পানি থাকে। তেমনি আমাদের
শরীরের ভাইটাল অরগানগুলি যদি পরিমিত পানি না
পায় তাহলে তারা ঠিকমত কাজ করতে পারে না।

* আমাদের ব্রেন কাজ করার জন্য ৭০% পানি খরচ করে।
অর্থাৎ আমাদের নার্ভাস সিসটেমকে পরিচালনা করার
জন্য, আমাদের ভাবনা চিন্তাকে পরিচালনা করার জন্য,
আমাদের বিচার বুদ্ধিকে সঠিক রাখার জন্য এমনকি
আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে পরিচালনা করার জন্য ৭০%
পানি খরচা করে।
*ফুসফুস ৯০% পানি খরচ করে। কারন আমাদের শ্বাস
প্রশ্বাস যে প্রক্রিয়া আছে এবং এর সাথে অন্যান্য যে সব
কার্যক্রম আছে তা পরিচালনার জন্য ফুসফুসকে ৯০%
পানি খরচ করতে হয়।
* আমাদের শরীরের মধ্যে প্রতি মূহুর্তে ব্লাড সার্কুলেশন
হচ্ছে। শরীরের প্রতি কোষ কলা এবং অর্গানের সাপ্লাইয়ের
জন্য অক্সিজেনের খুব দরকার। এর জন্য আমাদের শরীরে
৮০% পানি খরচ হয়।
* আমাদের শরীরে স্কীন ঠিক রাখার জন্য এবং স্কীনকে
গ্লেজী রাখার জন্য ৮৫% পানি খরচ হয়।
* আমাদের শরীরের মাসেলগুলি ঠিক রাখার জন্য ৭০%
পানি খরচ করে।
* আমাদের হাড়গোড়গুলো ২৪% পানি খরচ করে।
এসব কারনে আমাদের শরীরের জন্য পানি পান করা
অপরিহার্য।

আমাদের শরীরে প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড গরম উভয় অবস্থায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। গ্রীষ্ম
কালে আমরা ফ্রিজের ঠান্ডা পানি যখন খাই তখন
আমাদের শরীরে থাকা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর
তাপমাত্রায় সহ্য করতে পারে না। এই পানি ডাইজেস্ট
করতে আমাদের শরীরকে অনেক কষ্ট করতে হয়। তাই ডাক্তারদের পরামর্শ অনুসারে অবশ্যই কুসুম কুসুম গরম পানি পান করাই উচিত। এতে আমাদের সকল অর্গান পানিকে ঠিকমত রিসিভ করতে পারে।

উষ্ণ গরম পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী
এবং ঠান্ডা পানি শরীরের জন্য অপেক্ষাকৃত ক্ষতিকর।
এই যেমন ধরেন,,,

হজমের জন্য উষ্ণ গরম পানি অত্যন্ত পারফেক্ট। কারন
উষ্ণ গরম পানি শরীরে যাওয়ার সাথে সাথে খাবার দ্রুত হজম হয়ে যায়।

আমাদের শরীরে যে সব আবর্জনা জমা হয়। অত:পর
কিডনিতে চলে যায়,,।কিডনি প্রস্রাবের মাধ্যমে সেই
আবর্জনাগুলোকে বের করে দেয়। কুসুম কুসুম গরম
পানি দ্রুত আবর্জনা সরিয়ে দিতে সাহায্য করে।

আমাদের স্কীনকে সুন্দর রাখার জন্য গরম পানির উপকারিতা অপরিসীম। গরম পানি স্কীনের মাধুর্যতা
বাড়িয়ে দেয়।

যাদের শরীরে চর্বি বা ফ্যাটের মাত্রা বেড়ে গেছে তারা
বেশ মোটা হয়ে গেছেন যারা, তাদের জন্য কুসুম কুসুম
গরম পানি অত্যন্ত উপকারী। এই পানির জন্য এক্সট্রা
ফ্যাট শরীরে নতুন করে জন্ম হতে পারে না এবং যা
ফ্যাট আছে সে ফ্যাট ও শরীর থেকে চলে যায়।

উষ্ণ গরম পানি ব্লাড সার্কুলেশন এ সাহায্য করে।
আমাদের ফুসফুস ব্রেন হাড় কোষ টিস্যু ইত্যাদি সুন্দর
রাখতে উষ্ণ গরম পানির তুলনা নেই।

সর্দি কাশির সময় ভুলেও ঠান্ডা পানি পান করবেন না।
শরীরের ভাইরাস এলার্জি যা কিছু প্রবেশ করে, তা থেকে
মুক্তি পাওয়া যায়।

শরীরের সমস্ত নার্ভাস সিস্টেমকে উষ্ণ গরম পানি স্মুথ
রাখতে সাহায্য করে।

শরীরে সোডিয়াম পটাসিয়ামের মাত্রাকে সঠিকভাবে
বজায় রাখতে উষ্ণ গরম পানির ভুমিকা অপরিহার্য।

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। যাদের গ্যাস অম্বল
এবং বদ হজমের সমস্যা আছে তাদের জন্য উষ্ণ গরম
পানি খুবই ভালো উপকার করে।

সকালে খালি পেটে উষ্ণ গরম পানি খেলে আরো বেশী
উপকার হবে।

তবে পানি খাওয়ার অনেক পদ্ধতি আছে,,,
কোন জায়গায় বসে বসে পানি খাবেন। কোন অবস্থায়
দাঁড়িয়ে পানি খাবেন না।

আয়ুর্বেদ মতে বলা হয়েছে,, খাবার খেয়েই পানি পান
করবেন না। খাওয়ার সময় পানি খেলে বদ হজমের
সম্ভাবনা থাকে। তাই খাবার বেশ কিছুক্ষন পরে পানি
খাবেন অন্যথায় ব্লাড প্রেসার এবং পালসের সমস্যা হতে পারে।

ধীরে ধীরে পানি পান করবেন। কারন স্যালিভারী গ্লাণ্ড
থেকে যে স্যালাইভা বের হয় তা পানির সাথে ঠিক ভাবে
মিশবে না।এতে শরীর খারাপ হবার সম্ভাবনা থাকে।

বোতলে চুমুক দিয়ে বা বোতল উচু করে পানি পান
করবেন না। গ্লাসে চুমুক দিয়ে পানি পান করবেন।
এতে আপনি নিজে ভালো থাকবেন। আপনার প্রিয়
সন্তান ভালো থাকবে।আপনার প্রিয় মা বাবা ভাই বোন ভালো থাকবে।

17/12/2023

প্রতিভা কাকে বলে দেখুন
পথে প্রান্তরে গান গেয়ে এভাবেই ব্যথা নাশক মলম বিক্রি করেন রহমত আলী
#হকার #প্রতিভা #রাজরাজত্ব

13/12/2023

ফেইবুক পোস্টের মত এখন থেকে ম্যাসেঞ্জারে ভুল sms টাইপিং মিসটেক sms এডিট করতে পারবেন। এমনকি একবার সেন্ড করা sms ও কারেকশন করতে পারবেন।

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক...
11/12/2023

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!

একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!

ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!

বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, Tawhid Afridi বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

09/12/2023

ডিলিট যত তাড়াতাড়ি হয় ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না সেটা এ্যাপ্লিকেশন হোক বা সম্পর্ক।

06/12/2023

যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময়

#রাজরাজত্ব

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when রাজরাজত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রাজরাজত্ব:

Share

Category