18/04/2023
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পশ্চিম পার্শে অবস্থিত "নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস"-এ নিম্নোক্ত পদে কিছুসংখ্যক জনবল নিয়োগ দেয়া হইবেঃ
০১. মেডিকেল টেকনোলজিস্ট(০১জন),পুরুষ/মহিলা,ন্যূনতম ডিপ্লোমাধারী,০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃআলোচনা সাপেক্ষে।
০২.রেডিওলজিস্ট(০১জন)(পুরুষ/মহিলা),ন্যুনতম ডিপ্লোমাধারী হতে হবে।বেতনঃ(আলোচনা সাপেক্ষে)
০৩.টেকনেশিয়ান(০১জন)(পুরুষ/মহিলা),ন্যুনতম ডিপ্লোমা পাশ।
বেতনঃ(আলোচনা সাপেক্ষে)
০৪.ম্যানেজার কাম রিসেপশনিস্ট(০১জন)(পুরুষ/মহিলা),ন্যুনতম ডিগ্রি পাশ(কম্পিউটার এবং টাইপিং-এ অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে)
বেতনঃআলোচনা সাপেক্ষে
০৫.পিয়ন(০১জন)(পুরুষ),ন্যুনতম এইট পাশ।বেতনঃ(আলোচনা সাপেক্ষে)
০৬.আয়া(০১জন)(মহিলা),ন্যুনতম এইট পাশ,বেতনঃআলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ এপ্রিল-২০২৩ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় অথবা ইমেইলে জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্য অনুরোধ করা গেল।
ঠিকানাঃ গাজী হেলথ কেয়ার ডক্টর চেম্বার পাগলার মাজার গোল চত্বরের পশ্চিম পাশে বারেক মৃধার বিল্ডিংয়ের নিচতলায়, লেবুখালী,পটুয়াখালী
01616638460
Email:dranamul39@gmail.com
বিঃদ্রঃ অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।