14/01/2025
হঠাৎ পুড়ে গেলে কি করবেন :
🌻 হালকা পুড়ে গেলে সেই স্থান ১৫-২০ মিনিট ধরে পানি ঢেলে ধুয়ে নিতে হবে, সম্ভব হলে টেপের পানির ( প্রবাহমান )নিচে রেখে আক্রান্ত অংশ ধুয়ে নিন।
🌻শরীরের পুড়ে যাওয়া অংশ বেশি হলে অনেকসময় ৩০ মিনিটের অধিক সময় ধরে ধুয়ে নিতে হবে, যতবেশি পরিস্কার পানি ব্যবহার করা যাবে তত ভাল।
🌻পরিস্কার কাপড় বা গজ পিস দিয়ে আক্রান্ত স্থান ঢেকে রাখতে পারেন যাতে বাহিরের ধুলাবালি না পড়ে।
🌻রোগী যদি খেতে পারে প্রচুর পরিমানে তরল খাবার, লেবুর শরবত , ডাবের পানি, ডিমের সাদা অংশ ইত্যাদি দেয়া যেতে পারে।
🌻হাতের চুড়ি, বালা, আংটি, ব্রেসলেট, ঘড়ি দ্রুত খুলে নিন, পুড়ে ফুলে উঠার আগেই এসব খুলে নিতে হবে।
🌻ব্যথা থাকলে প্যারাসিটামল বা ব্যথানাশক ( আইবোপ্রাফেন জাতীয় )সেবন করা যেতে পারে। বার্ন এর জন্য সুনির্দিষ্ট কিছু মলম পাওয়া যায় প্রয়োজনে তা ব্যবহার করুন।
যা করা যাবেনা:🎯🚫🚭
🔹ক্ষতস্থানে বা পোড়া অংশে ডিম, টুথপেস্ট, তুলা, মলম বা ক্রিম, গোবর, লতাপাতার রস, চুলার মাটি, ছাই ইত্যাদি লাগাবেন না
🔹ফোসকা হলে তা ফুটো করবেন না, ইনফেকশন বেড়ে যাবে।
🔹দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করতে হবে এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্ট চিকিৎসক রোগীর শরীরের পুড়ার ব্যাপকতা ( ডিগ্রী )এবং ঝুকি নির্ণয় করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন
কখন হাসপাতালে ভর্তি হতে হবে :🚑🚑🚑🚑🚑🚑🚑
সাধারণত অল্প পুড়ার ক্ষেত্রে বার্ন ড্রেসিংসহ অন্যান্য পরামর্শ দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয় , কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি আবশ্যক এবং প্রয়োজনে বিশেষায়িত সেন্টারে রোগীকে রেফার করা লাগতে পারে।যখন অবশ্যই ভর্তি হতে হবে:
- মাথা, মুখমণ্ডল ,চোখ , গলা ও শ্বাসনালী পুড়ে গেলে
- হাত, পা, জয়েন্ট বা জয়েন্ট এর আশে পাশে তীব্র মাত্রায় পুড়ে গেলে
-নিতম্ব, যৌনাঙ্গ ও মলদ্বারের আশে পাশে পুড়ে গেলে
- শিশুদের ক্ষেত্রে > 10% বার্ন হলে
- বয়স্কদের ক্ষেত্রে >15% বার্ন হলে
-কেমিকেল বার্ন হলে
- ইনহেলেশান ইঞ্জুরি ( বাহির হতে পোড়া অংশ দেখা না গেলেও ধোয়ার কারনে শ্বাসকষ্ট হলে )
- ইলেক্ট্রিক বার্ন হলে যা চামড়ার নীচে ব্যাপক ক্ষতি করে যা ফলে
জটিলতা হয়ে রোগী মৃত্যুবরণ করতে পারে তাই এসব ক্ষেত্রে অবশ্যই ভর্তি হয়ে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে
জটিলতা কি কি হতে পারে :
তা নির্ভর করে রোগীর অবস্থা ,আগুনের ব্যাপকতা ও কার্যকরী ফার্স্ট এইড সহ অন্যান্য চিকিৎসা যত দ্রুত শুরু করা যাবে তার উপর , এরপর ও শরীর হতে অতিরিক্ত আমিষ বের হয়ে যাওয়া, রক্ত ও পানিশুন্যতা, কিডনি বিকলতা, ফুসফুসের জটিলতা , সেপসিস সহ ইত্যাদি কিছু কারনে রোগী হ্ঠাৎ খারাপ হয়ে যেতে পারে বা বার্ন পরবর্তী অনেক জটিলতা দেখা দেয় যার জন্য সমন্বিত চিকিৎসা গ্রহন করতে হবে।
Dr Ashiqur Rahman