Green-hope Health Organization

Green-hope Health Organization Ensuring health and well being for the nation.

আমাদের লক্ষ্যসমূহ
*সাধারণ মানুষের সাথে ডাক্তার দের মধ্যে একটি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক গড়ে তোলা।
*সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গড়ে তোলা
*বর্তমান সময়ের বিভিন্ন জটিল ও কঠিন রোগসমুহের ভয়াবহতা সম্পর্কে তাদেরকে অবহিত করা এবং সেগুলোর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে শিক্ষা দান
*বিভিন্ন জটিল রোগসমূহ কে মানুষের কাছে সহজসাধ্য ভাষায় বোঝানো।
*রোগীদেরকে তাদের রোগসমূহ, চিকিৎসা কিংবা বিভিন্ন ওষ

ুধ সেবন পদ্ধতি এগুলো বিষয়ে স্বচ্ছ ধারনা দেওয়া,
*শরীরবিত্তিয় রোগসমূহের সাথে সাথে মানসিক রোগসমূহের জন্য যথাযথ চিকিৎসা বা সাইকিয়াট্রি
কাউন্সিলিং ব্যবস্থা করা
*গৃহহীন,দুস্থ,অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসার পাশাপাশি আর্থিক সহযোগিতা করা
*এক কথায়, দুশ্চিন্তা-হতাশা মুক্ত মানসিক ও শরীরিক সুস্বাস্থ্যের নিশ্চয়তার জন্যই সমাজের সকল মানুষের দ্বারপ্রান্তে গিয়ে আমাদের এই সেবাদান যেন এক অব্যাহত যাত্রা,,

আজকাল প্রেসার বাড়লেই চারদিকে একটাই কথা শোনা যায় —"Beetroot juice খান ভাই! প্রেসার একদম নরমাল!"আরে ভাই... বিটরুট কি কোন ব...
08/07/2025

আজকাল প্রেসার বাড়লেই চারদিকে একটাই কথা শোনা যায় —
"Beetroot juice খান ভাই! প্রেসার একদম নরমাল!"
আরে ভাই... বিটরুট কি কোন ব্লাড প্রেসার কমানোর ওষুধ নাকি? 😅

চলুন একটু সাইন্স দিয়ে এর ব্যখ্যা দেখি:

✅ বিটরুটে কী থাকে?
বিটরুটে থাকে inorganic nitrate, যা শরীরে গিয়ে nitric oxide (NO) তৈরি করে।
এই NO ব্লাড ভেসেল রিল্যাক্স করে — ফলে প্রেসার কিছুটা কমে যেতে পারে।
মানে, এটা মেডিকেল সায়েন্সের ভাষায় vasodilator effect দেয়।

কী বলছে গবেষণা?
✔️ একাধিক স্টাডিতে দেখা গেছে —
প্রতিদিন ২৫০–৩০০ ml বিটরুট জুস খেলে সিস্টোলিক প্রেসার ৪–৭ mmHg পর্যন্ত কমতে পারে।

★★উদাহরণ: Kapil et al., Hypertension Journal, 2015
– যারা mild হাইপারটেনশনের রোগী ছিলেন, তাদের মধ্যে কিছু উপকার পাওয়া গেছে।

🎯 কিন্তু... এই জিনিসটা কাজ করবে লিমিটেড ও সুনির্দিষ্ট কেসে — ওষুধ বাদ দিয়ে বিটরুট খেলেই সব ঠিক হবে — এটা ভুয়া গল্প।

কেন বিপদজনক হতে পারে বেশি খাওয়া?
🔺 অনেকে ২-৩টা বিটরুট ব্লেন্ড করে ডেইলি খাচ্ছেন —
🔺 কেউ কেউ বিটরুট পাউডার বা ক্যাপসুল খাচ্ছেন, যার কোন ষ্ট্যাণ্ডার্ড ডোজ নেই।
🔺 ফলস্বরূপ:
*রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে
*Kidney stone হবার ঝুঁকি বাড়ে (high oxalate)
*ডায়াবেটিস রোগীর জন্য বাড়তি শর্করা সমস্যা করে

তাহলে করণীয় কী?

✔️ আপনি যদি হাই প্রেসার কন্ট্রোলে রাখতে চান:
– লাইফস্টাইল বদলান।
– চিকিৎসকের পরামর্শ নিন
– পাতে অতিরিক্ত লবন কমান, স্ট্রেস কমান,ওজন নিয়ন্ত্রণে রাখুন — এগুলো ঠিক করুন
শেষ কথা:
"বিটরুটে উপকার আছে ঠিকই — কিন্তু গলা পর্যন্ত খেয়ে, প্রেসার ঠান্ডা করতে গিয়ে শরীর ঠান্ডা হয়ে গেলে লাভ কী?"

তাই সুপারফুড শুনলেই বিশ্বাস করবেন না —
সুপার সচেতনতা-ই আসল সুপারপাওয়ার 😜😜

শুধু একটু দুর্বল লাগছিল। পাশের ফার্মেসি থেকে দোকানদার বললো— এক ইনজেকশন দিলেই শরীরে বল ফিরে আসবে।উনি নিলেন একটা শক্তি বাড়...
07/07/2025

শুধু একটু দুর্বল লাগছিল। পাশের ফার্মেসি থেকে দোকানদার বললো— এক ইনজেকশন দিলেই শরীরে বল ফিরে আসবে।
উনি নিলেন একটা শক্তি বাড়ানোর ইনজেকশন — আর তারপর?”

২৪ ঘন্টার মধ্যে তার শরীরে ফুসকুড়ি, জ্বর, ফুলে যাওয়া হাত, আর তার পর হাসপাতালে ভর্তি।
কারণ ইনজেকশনটা ছিল স্টেরয়েড + এন্টিবায়োটিক মিশ্রণ, যেটা তার শরীরে এলার্জিক রিয়েকশন ও রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যহত হয়েছিল।

😳 জানেন, বাংলাদেশে বহু মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই নিচ্ছেন:
*স্টেরয়েড,,, যেমন -ডেক্সা।
*ভিটামিন বি-১,৬,১২,,,যেমন -নিউরো-বি।
*ব্যাথানাশক,,,যেমন -ডায়ক্লোফেন।
*এন্টিবায়োটিক,,,যেমন - সেফট্রায়েক্সোন ইত্যাদি।

❌ কিন্তু শরীর কি খেলনার মতো?
ইনজেকশন মানেই সোজা রক্তে কাজ — ভুল হলে পার্শ্বপ্রতিক্রিয়া ক্ষণের মধ্যে শুরু হয়।

কি হতে পারে এমন ইনজেকশন নিলে? ৪ টি ভয়ংকর ঘটনা
১) এনাফাইলেক্সিস (জীবন-ঝুঁকিপূর্ণ এলার্জি)
২) স্টেরয়েড দ্বারা ক্ষত।
৩) কিডনী ড্যামেজ(NSAIDs/antibiotics)
৪) সরাসরি নার্ভের ক্ষতি।

ডাক্তারের কথা নয় মানলে— শরীর নিজেই একদিন প্রতিবাদ করবে।

সতর্ক থাকুন, নিজে ইনজেকশন চাইবেন না। দোকানদারের প্রেসক্রিপশন মানে চিকিৎসা নয়।

📢 গরীব-অসহায়দের সুচিকিৎসার দায়িত্ব নিন নিজ এলাকায়,,, আমাদের সহযোগী হোন 😊 — একটি স্বাস্থ্য সচেতন সমাজ গড়ার যাত্রায়!বিশেষজ...
02/07/2025

📢 গরীব-অসহায়দের সুচিকিৎসার দায়িত্ব নিন নিজ এলাকায়,,,
আমাদের সহযোগী হোন 😊 — একটি স্বাস্থ্য সচেতন সমাজ গড়ার যাত্রায়!

বিশেষজ্ঞ /বিশেষজ্ঞ হবার পথে সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকায় নিয়মিত বেসিসে রোগীদের সেবা দেওয়ার এক মহৎ উদ্যোগ আমরা নিয়েছি— আপনাদের হাতে হাত রেখে শুরু করতে যাচ্ছি সেই স্বপ্নের উদ্যোগ:

🩺 “স্বাস্থ্যসেবা + ব্লাডসুগার-প্রেসার চেকআপ+ জনসচেতনতা (সরাসরি ডাক্তার ও রোগীর মধ্যে আলোচনা) + রিসার্চ সার্ভে” একসাথে একটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে!

🔍 এই ক্যাম্পে থাকবে:
✅ ৫০+ রোগীর কনসাল্টেশন (নামমাত্র টোকেন চার্জে)😊
✅ ১০০+ মানুষের ফ্রি ব্লাড সুগার ও ১০০+ জনের ফ্রি ব্লাড প্রেসার চেকআপ। 😊
✅ একটি মুক্ত আলোচনার আয়োজন – যেমন-ডায়াবেটিস ও ভুল ধারণা নিয়ে, এমন আরো বিভিন্ন বিষয়। (সম্পূর্ণ ফ্রি সেমিনার)🫶
✅ একটি স্বাস্থ্য সম্পর্কিত জরিপভিত্তিক রিসার্চ স্টাডি, যা ভবিষ্যতে পাবলিশ করা হবে
☺️

🤝 আমরা খুঁজছি:

📍 লোকেশন হোস্ট:
যারা নিজ এলাকায় এই আয়োজন করতে চান (স্কুল, মাদ্রাসা, ক্লাব, কমিউনিটি সেন্টার বা যে কোনো খোলা জায়গা)

💰 স্পনসর বা ডোনার:
প্রযোজ্য
(আলোচনা সাপেক্ষে)

📣 এই উদ্যোগের মাধ্যমে আমরা সবার মাঝে সঠিক স্বাস্থ্য বার্তা, গুজব বিরোধিতা, এবং বিশেষজ্ঞ মানের চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই।
📞 আগ্রহী হলে ইনবক্স করুন বা ফোন করুন:
📲 01954475122 (Dr.Razib Hasan khan,, MBBS,FCPS(Neuro)Final,DMCH)

বি:দ্র :এক ক্যাম্পে ২০০-৩০০ রোগী দেখা,,কিছু ভিটামিন বা গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া আর ফটোসেশান করে কোন হাসপাতাল বা ডাক্তারদের প্রচারণার মত কোন ক্যাম্প এটা না,,,

🌐 আমাদের লক্ষ্য — “নির্ভরযোগ্য চিকিৎসা সেবা, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাক।”

আপনার সহযোগিতা আমাদের সাহস।
আসুন, মানুষ ও সচেতনতার পাশে দাঁড়াই।

❝বমি মানেই Domperidone? ডায়রিয়ায় খেলে হতে পারে মারাত্মক ভুল!❞             .
23/06/2025

❝বমি মানেই Domperidone? ডায়রিয়ায় খেলে হতে পারে মারাত্মক ভুল!❞

.

15/06/2025

"গুজব নয়,,,সত্য,,, সঠিক চিকিৎসা পৌঁছে যাক আপনার দ্বারে— হেলথ ক্যাম্প নিয়ে মাঠে নামলো বিশেষজ্ঞ ডাক্তাররা!"
ক্যাম্পের জন্য যোগাযোগ -
ইমেইল :greenhopehealthorganization@gmail.com
হোয়াটস আপ নম্বর :01954475122.







📢 আমাদের সহযোগী হোন 😊 — একটি স্বাস্থ্য সচেতন সমাজ গড়ার যাত্রায়!বিশেষজ্ঞ /বিশেষজ্ঞ হবার পথে সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে একট...
14/06/2025

📢 আমাদের সহযোগী হোন 😊 — একটি স্বাস্থ্য সচেতন সমাজ গড়ার যাত্রায়!
বিশেষজ্ঞ /বিশেষজ্ঞ হবার পথে সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকায় নিয়মিত বেসিসে রোগীদের সেবা দেওয়ার এক মহৎ উদ্যোগ আমরা নিয়েছি— আপনাদের হাতে হাত রেখে শুরু করতে যাচ্ছি সেই স্বপ্নের উদ্যোগ:

🩺 “স্বাস্থ্যসেবা + ব্লাডসুগার-প্রেসার চেকআপ+ জনসচেতনতা (সরাসরি ডাক্তার ও রোগীর মধ্যে আলোচনা) + রিসার্চ সার্ভে” একসাথে একটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে!

🔍 এই ক্যাম্পে থাকবে:
✅ ৫০+ রোগীর কনসাল্টেশন (নামমাত্র টোকেন চার্জে)😊
✅ ১০০+ মানুষের ফ্রি ব্লাড সুগার ও ১০০+ জন ফ্রি ব্লাড প্রেসার চেকআপ। 😊
✅ ১টি মুক্ত আলোচনার আয়োজন – যেমন-ডায়াবেটিস ও ভুল ধারণা নিয়ে, এমন আরো বিভিন্ন বিষয়। (সম্পূর্ণ ফ্রি সেমিনার)🫶
✅ একটি স্বাস্থ্য সম্পর্কিত জরিপভিত্তিক রিসার্চ স্টাডি, যা ভবিষ্যতে পাবলিশ করা হবে
☺️

🤝 আমরা খুঁজছি:

📍 লোকেশন হোস্ট:
যারা নিজ এলাকায় এই আয়োজন করতে চান (স্কুল, মাদ্রাসা, ক্লাব, কমিউনিটি সেন্টার বা যে কোনো খোলা জায়গা)

💰 স্পনসর বা ডোনার:
(আলোচনা সাপেক্ষে)

📣 এই উদ্যোগের মাধ্যমে আমরা সবার মাঝে সঠিক স্বাস্থ্য বার্তা, গুজব বিরোধিতা, এবং বিশেষজ্ঞ মানের চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই।
📞 আগ্রহী হলে ইনবক্স করুন বা ফোন করুন:
📲 01954475122 (Dr.Razib Hasan khan,, MBBS,FCPS(Neuro)Final,DMCH)

🌐 আমাদের লক্ষ্য — “নির্ভরযোগ্য চিকিৎসা সেবা, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাক।”

আপনার সহযোগিতা আমাদের সাহস।
আসুন, মানুষ ও সচেতনতার পাশে দাঁড়াই।

25/05/2025

দীর্ঘ দেড় বছর পর, আমরা আবারও এই মঞ্চে—ভ্রান্তি ও অপবিজ্ঞানকে চ্যালেঞ্জ করে সত্যকে প্রতিষ্ঠার অঙ্গীকারে। চিকিৎসা বিজ্ঞানের আলোয় পথচলা আবার শুরু হোক!"

29/11/2023
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস 🙂🙂
14/11/2023

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস 🙂🙂

05/11/2023

29/10/2023
24/10/2023

তামাকজাত দ্রব্য ব্যবহারে বাংলাদেশের প্রতিদিন প্রায় ৪৫০ জন মানুষ মারা যাচ্ছে। তাই এই অকাল মৃত্যু ঠেকাতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার কমিয়ে আনতেই হবে।
প্রফেসর ডাঃ এ.বি.এম. আব্দুল্লাহ স্যার,
অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।

Address

Fulbaria

Telephone

+8801816754373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green-hope Health Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Green-hope Health Organization:

Share