
06/07/2025
আশুরার দিনের তাওবা কবুল সম্পর্কে:
পরীরা, আসুন আশুরার দিন সম্পর্কে একটা হাদিস পড়ি, আর তারপর একটা অনুরোধ রাখি ইনশাআল্লাহ।
এক সাহাবী নবীজীর ﷺ কাছে এসে জিজ্ঞাসা করলেন-
يَا رَسُولَ اللهِ، أَيّ شَهْرٍ تَأْمُرُنِي أَنْ أَصُومَ بَعْدَ شَهْرِ رَمَضَان.
ইয়া রাসূলাল্লাহ! রমযানের পর আপনি কোন মাসে রোযা রাখতে বলেন?
নবীজী ﷺ বললেন-
إِنْ كُنْتَ صَائِمًا بَعْدَ شَهْرِ رَمَضَانَ فَصُمُ الْمُحَرّمَ، فَإِنّهُ شَهْرُ اللهِ، فِيهِ يَوْمٌ تَابَ فِيهِ عَلَى قَوْمٍ، وَيَتُوبُ فِيهِ عَلَى قَوْمٍ آخَرِينَ.
قال الترمذي : هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.
তুমি যদি রমযানের পর রোযা রাখতে চাও তাহলে মুহাররমে রোযা রেখ। কেননা মুহাররম হচ্ছে আল্লাহর মাস। এ মাসে এমন একদিন আছে, যেদিন আল্লাহ তাআলা (অতীতে) অনেকের তাওবা কবুল করেছেন। ভবিষ্যতেও অনেকের তাওবা কবুল করবেন। (জামে তিরমিযী, হাদীস ৭৪১)
✅মুহাদ্দিসীনে কেরাম এ দিনটি আশুরার দিন হওয়ার সম্ভাবনা উল্লেখ করেছেন। দ্রষ্টব্য : লাতাইফুল মাআরেফ, পৃ. ৭৬
আসুন আজ বিশেষ করে আল্লাহ তাআলার কাছে নিজেদের যাবতীয় গুনাহের জন্য তাওবা করি, আপারা। তাওবা করি, ইস্তিগফার করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু বিশেষ করে তাওবা ও ইস্তিগফার করি। আসুন নিজের সাধ্যমতো ইস্তিগফার আদায়ের একটা লক্ষ্য ধরি, আর বাকি দিনটুকু ইস্তিগফার জারি রাখি জবানে। দুই রাকাত সালাতুত তাওবা আদায় করি নিজেদের যাবতীয় গুনাহের জন্য মাফ চেয়ে। আসুন ইফতারের পূর্ব মুহূর্তে দুআ করি সমগ্র উম্মাহর জন্য মাফ চেয়ে। রাজি আছেন?
#আনৃণ্য
#জিলফাত_ফারহা
পুনশ্চ: সদকায়ে জারিয়ার নিয়তে লেখাটা বিলি করবেন, আপারা? বিরক্ত হয় না এমন প্রিয়জনদেরও ডাকতে পারেন ইনশাআল্লাহ। আপনারও কিছু সওয়াব হলো, আর আমারো ইনশাআল্লাহ। ক্ষতি কী তাতে?