
21/03/2025
এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না।🙏
আসসালামু আলাইকুম।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। জন্ম মৃত্যু মহান আল্লাহ তায়ালা কাছে। তবুও মানুষ কোন উছিলায় এই পৃথিবীতে বাঁচতে চায়.. আপনার বিকাশ এর ২০/৫০ টাকা হয়ত আপনার তেমন কোনো কাজে আসবেনা।।তবে আপনার ২০/৫০ টাকা তে এই ভাইয়ের প্রাণ বেচে জাবে। পরিবারের কাছে ফিরে যেতে পারবে।
(BKash, Nagad)
01753259387
ভাগ্যের নির্মম বাস্তবতা আর পরিস্থিতির স্বীকার হয়ে মানুষের জীবন যে কোন অবস্থানে দাড়ায় তার বাস্তব উদাহরণ এই ভাই।
ভাইটির আগে চলার মতো ব্যাবসা ছিলো কেরানিগঞ্জে, দোকান ছিলো। আগে ভাই নিজে দান করতেন। এজন্য উনার কারোর থেকে সাহায্য নিতে ও লজ্জা লাগে।
দীর্ঘদিন যাবত লিভারের অসুস্থতায় ভুগছেন অনেক ব্যায়বহুল খরচ। ব্যাবসায় লস করে বিদেশে গেছিলেন ধার করে, কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় ডিউটি করতে পারেন নি পরে দেশে ফেরত চলে এসেছেন। একদিকে বাড়িতে ঋণের বোঝা, অন্যদিকে চিকিৎসার জন্য ব্যায়বহুল খরচ। বাড়িতে যাওয়ার কোন পথ নেই ঋণ এর জন্য, ঢাকায় খুব কষ্টে কাটাচ্ছেন, চিকিৎসা ও নিতে পারছে না। ঔষধ ও কিনতে পারছে না। লিভারের সমস্যার সাথে হাই প্রেসার। ভাই কে যদি আর্থিক ভাবে সাহায্য করা হয় তাহলে হয়তো উনার জীবনটা পরিবর্তন হবে। উনার নাম্বার দিয়ে দিচ্ছি, প্রয়োজনে এসে দেখুন বা কথা বলুন ফোন দিয়ে। ভায়ের কাছে সকল কাগজপাতি প্রয়োজনীয় ডকুমেন্টস ও আছে, যাচাই বাছাই করে দেখতে পারবেন।
আপনার যাকাত, ফেতরা থেকে সহায়তা করুন যা পারেন, ২০/৩০ টাকা যা পারেন, কেউ এড়িয়ে যায়েন না হাতজোড় করে বলছি🙏🙏