
03/01/2025
'ফাইব্রয়েড' এর সাতকাহন:
ফাইব্রয়েড হলো জরায়ুর সবচেয়ে কমন টিউমার ।এটি একটি বেনাইন বা নন-ক্যান্সার টাইপের টিউমার।
জরায়ুর তিনটি আবরণীর মধ্যে মাঝেরটিকে বলা হয় মায়োমেট্রিয়াম। এটি জ্বরায়ূর পেশি দিয়ে গঠিত। ফাইব্রয়েডের উৎপত্তি এখান থেকেই।
কাদের হয়:
সাধারণত প্রজননক্ষম বয়সে অর্থাৎ ২০ থেকে ৪৫ বছর বয়সেই এই টিউমার বেশি হয়।
কত ধরনের হতে পারে:
মায়োমেট্রিয়াম বা জরায়ুর মাংসপেশী থেকে তৈরি হয়ে এটি যদি সেখানেই থাকে তবে তাকে বলা হয় ইন্ট্রামুরাল ,
যদি এটি জরায়ুর বাইরের দিকে যেতে থাকে তাকে বলা হয় সাবসেরাস
আর এটি যদি এন্ডরোমেট্রিয়াম বা জরায়ুর ভেতরের দিকে যায় তবে তাকে বলা হয় সাবমিউকোজাল।
তবে কখনো কখনো সাবসেরাস বা সাবমিউকোজাল টাইপ পেডাংকুলেটেড হতে পারে।
উপসর্গসমূহ:
উপসর্গ নির্ভর করে টিউমারের সংখ্যা ও তার অবস্থান ভেদে।
কখনো কখনো এটি উপসর্গ বিহীন হতে পারে অন্য কোন কারণে পেলভিক পরীক্ষা বা আলট্রাসনোগ্রাফিতে হঠাৎ করে ফাইব্রয়েড ধরা পড়তে পারে।