Dr.Mahbuba sharmin Clinical haematologist

Dr.Mahbuba sharmin Clinical haematologist i am a simple and caring blood diseases,thalassaemia, blood cancer specialist.

17/07/2025

https://www.facebook.com/share/v/12Jousr6DVt
আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন?
জ্বর,কাশি,ঠান্ডা, দূর্বলতা,খাবারে অরুচি,শরীর ব্যাথা
এখন বেশীরভাগ মানুষের ই এধরণের উপসর্গ দেখা যাচ্ছে।রক্তের প্লাটিলেট শরীরের রক্ত জমাট বাধার একটা গুরুত্বপূর্ণ উপাদান।ইদানীং জ্বর হলে রক্তে প্লাটিলেট কমে যায়, আসুন জেনে নিই, কখন আমরা ডক্টরএর শরণাপন্ন হব।

সব সম্ভাবনার দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু আমাদের থ্যালাসিমিয়া,হিমোফিলিয়া,ব্লাড ক্যান্সার এবং ক্যানসারের রোগীরা এতটা অবহেল...
13/07/2025

সব সম্ভাবনার দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু আমাদের থ্যালাসিমিয়া,হিমোফিলিয়া,ব্লাড ক্যান্সার এবং ক্যানসারের রোগীরা এতটা অবহেলিত,অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না।ব্যাক্তিগত উদ্যোগে তাদের চিকিৎসার খরচ অনেক ব্যায়বহুল,সরকারের সুদৃষ্টি আশা করছি।

05/07/2025

সুখবর,আগামীকাল একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন টাংগাইল-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী,
মুক্তিযোদ্ধা মাহমুদ আলম এবং সাবেক মহিলা এমপি,
বি এন পিএর নির্বাহী কমিটির সদস্য এডভোকেট খালেদা পান্না এর সুযোগ্য সন্তান এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমান এর দৌহিদ্র ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো।

i am a simple and caring blood diseases,thalassaemia, blood cancer specialist.

05/07/2025

সুখবর,আগামীকাল একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন টাংগাইল-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী,
মুক্তিযোদ্ধা মাহমুদ আলম এবং সাবেক মহিলা এমপি,
বি এন পিএর নির্বাহী কমিটির সদস্য এর সুযোগ্য সন্তান এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমান এর দৌহিদ্র ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো।

i am a simple and caring blood diseases,thalassaemia, blood cancer specialist.

25/06/2025

রক্ত স্বল্পতা কোন রোগ না,
অন্য রোগের লক্ষন মাত্র,
তাই রক্ত স্বল্পতার কারণ খুঁজে বের করি
অপ্রয়োজনীয় রক্ত সঞ্চালন পরিহার করি।আপনাদের সুবিধার্থে প্রতি শুক্রবার টাংগাইলে রোগী দেখবেন বিশিষ্ট রক্ত রোগ বিশেষজ্ঞ,
ডা. মাহবুবা শারমীন
এমবিবিএস, এফসিপিএস (হেমাটোলজি),
এমডি (ঢাকা মেডিকেল কলেজ),পি এইচ ডি,
এম এস এস(lডি ইউ)
রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাস্পাতাল)
চেম্বার:
সোনিয়া নার্সিং হোম (ভবন-২)
নতুন বাস টার্মিনাল, টাঙ্গাইল
প্রতি শুক্রবার ১০-৪ টা
01315525906, 01315525907

i am a simple and caring blood diseases,thalassaemia, blood cancer specialist.

রক্ত স্বল্পতা কোন রোগ না,অন্য রোগের লক্ষন মাত্র,তাই রক্ত স্বল্পতার কারণ খুঁজে বের করিঅপ্রয়োজনীয় রক্ত সঞ্চালন পরিহার করি।...
20/06/2025

রক্ত স্বল্পতা কোন রোগ না,
অন্য রোগের লক্ষন মাত্র,
তাই রক্ত স্বল্পতার কারণ খুঁজে বের করি
অপ্রয়োজনীয় রক্ত সঞ্চালন পরিহার করি।

ডা. মাহবুবা শারমীন
এমবিবিএস, এফসিপিএস (হেমাটোলজি),
এমডি (ঢাকা মেডিকেল কলেজ),পি এইচ ডি,
এম এস এস(lডি ইউ)
রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ
ডিপাটমেন্ট অফ হেমাটোলজি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি হাস্পাতাল)
চেম্বার:

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
বাড়ি # ২১, রোড # ১৫, রবীন্দ্র সরণি, উত্তরা, ঢাকা-১২৩০
09666710665
শনি,বুধ,বৃহস্পতি বিকাল ৪-৫.৩০ টা

শমরিতা হাসপাতাল লিমিটেড
৮৯/১, পান্থপথ, ৩নং ভবন (৪র্থ তলা), রুম নং-৪১৩, ঢাকা-১২১৫
শনি-বুধ বিকাল ৫-৭ টা
01816222843

সোনিয়া নার্সিং হোম (ভবন-২)
নতুন বাস টার্মিনাল, টাঙ্গাইল
প্রতি শুক্রবার ১০-৪ টা
01315525906, 01315525907

09/06/2025

জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

07/06/2025

ঈদ মোবারক সবাইকে। আর ধন্যবাদ জানাচ্ছি ওইসব মানুষদের যারা আজ নিজেদের ঈদের আনন্দ মাটি করে আমাদের সেবা দিয়ে যাচ্ছে যেমন:কাজের বুয়া,ড্রাইভার, পুলিশ,আর্মি,নিরাপত্তা কর্মী,ডক্টর, নার্স,আরও অনেক কে।এই কোরবানির উছিলায় আমরা যেন আমাদের অহংকার কে বিসর্জন দিতে পারি।
ডাঃ মাহবুবা শারমীন
এমবিবিএস, এফসিপিএস (হেমাটোলজি),
এমডি (ঢাকা মেডিকেল কলেজ),পি এইচ ডি,
এম এস এস এস(ডি ইউ)
রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ
ডিপাটমেন্ট অফ হেমাটোলজি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
চেম্বার:

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
বাড়ি # ২১, রোড # ১৫, রবীন্দ্র সরণি, উত্তরা, ঢাকা-১২৩০
09666710665
শনি,বুধ,বৃহস্পতি বিকাল ৪-৫.৩০ টা

শমরিতা হাসপাতাল লিমিটেড
৮৯/১, পান্থপথ, ৩নং ভবন (৪র্থ তলা), রুম নং-৪১৩, ঢাকা-১২১৫
শনি-বুধ বিকাল ৫-৭ টা
01816222843

সোনিয়া নার্সিং হোম (ভবন-২)
নতুন বাস টার্মিনাল, টাঙ্গাইল
প্রতি শুক্রবার ১০-৪ টা
01315525906, 01315525907

Eid Mubarak to you and your family.
05/06/2025

Eid Mubarak to you and your family.

04/06/2025

Address

Fulbaria

Telephone

+8801816222843

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mahbuba sharmin Clinical haematologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mahbuba sharmin Clinical haematologist:

Share

Category