FirstNikah.com

FirstNikah.com Nikah or Marriage is easy is Islam. But Jonathan is Haram

15/11/2024

বিবাহ হচ্ছে ঈমান এর অর্ধাংশ !

অর্থাৎ বিবাহের কারণে ঈমানের পরিপূর্ণতা পায়

Importance of Marriage in Islam
14/11/2024

Importance of Marriage in Islam


19/05/2024
28/01/2024

নিজের সংসার, একহাতে গুছিয়ে বুক দিয়ে আগলে রাখা সংসার, অথচ ঝগড়া করে বাপের বাড়ি গিয়ে উঠবেন এ কেমন কথা!

অনেক মেয়েরা এই ভুলটা করে,মনোমালিন্য হলেই বাড়ি থেকে চলে যায়।

কেন? আর কি ফিরতে হবেনা?

সংসার আপনার, বর আপনার, সন্তান আপনার, রাজত্ব আপনার, রানী আপনি।
আপনি কেন ঘরের বাহির হবেন? কোনো লাভ আছে?

এটা একপ্রকার বোকামি এবং এটা অন্যপক্ষের এন্ট্রি নেবার সুযোগ করে দেয়।
যা খুশি তাই করুন সীমাবদ্ধতার মধ্যে থেকে করুন এবং অন্য কারো জানবার সুযোগ করে দিবেন না।

ঝগড়া ফা-সা-দ মা-রা-মারি যাই হোক চার দেয়ালের মধ্যে করুন।

বাইরের কেউ, নট ইভেন বাবা মা-কাউকে জানতে দিবেন না।
সাপোর্টিভ বাবা মা হলে হুদাই চিন্তায় ম-র-বে।
আর টিপিকাল বাবা মা হলে ঝগড়ায় ইন্ধন দিয়ে মন আরো বিষিয়ে দিবে।

বন্ধু-বান্ধব কাছের মানুষজন যাকেই বলুন না কেন জীবনসঙ্গীর চেয়ে কেউ আপন নয়।

আজ ঝগড়া লাগছে বলে স্বামীর বাহারি ডিজাইনের বদনাম করছেন, কিন্তু কাল যখন মিল হবে এবং আপনার সামনে কেউ একই বদনাম রিপিট করবে তখন নিজেই আর সহ্য করতে পারবেন না।

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে চুপ থাকুন,মেনে নিন,ঝগড়া বাড়াবেন না।

আজকের এই দুনিয়া সংক্ষিপ্ত,তবে সংক্ষিপ্ত ঘন্টাতিনেকের পরীক্ষার ফলাফলেই কিন্তু সার্টিফিকেট মেলে।
তাই ধৈর্য্য নিয়ে সংসারটাকে আগলান,ভালোবাসা দিন। সব ছেড়ে ছুড়ে যাবেন কই?
এত সস্তা নাকি আপনি!

ভুলে যান কেন সে যদি রাজা হয় আপনিও গৃহের রানী! এ ঘর ছাড়তে যাবেন কেন?

কিছু কিছু সময় নিজের জায়গাটা নিজেকেই বুঝে নিতে হয়। হিসেবে কাঁচা হলে কেউ বেশি সুবিধে করতে পারেনা...

পুরুষের ভালোবাসা কত জলন্ত সুন্দর!! আহ😭
05/01/2024

পুরুষের ভালোবাসা কত জলন্ত সুন্দর!!
আহ😭

25/12/2023

অবিবাহিত থাকা অবস্থায় প্রতিটা মেয়ে অসহায় এবং দূর্বল। সেই মেয়েটার দিনরাত চব্বিশ ঘণ্টা ভাবনা থাকে বাবা মা কার সাথে বিয়ে দিবে সেই মানুষটা কেমন হবে, সেই মানুষটা আমায় বুঝবে তো, সেই মানুষটা আমার দুঃখ কষ্ট গুলো বুঝবে তো এই নিয়ে যেন দিন রাত সিজদায় নীরবে নির্জনে নিজেকে নিয়ে খুব ভাবে সেই মানুষটা আমাকে পছন্দ করবে তো আচ্ছা সেই মানুষটাকি আমায় সারাজীবন আগলে রাখবে তো আরও কত কি।

আসলে এতো এতো স্বপ্ন দেখা মেয়েটার যখন বিয়ে হয়
তখন সবচেয়ে বেশি ভরসার স্থল মনে করে তার স্বামীকে সে ভাবে সংসারে কেউ বুঝুক না বুঝুক অন্তত স্বামীটা বুঝলে হলো যখন সংসারের সবাই বুঝে কিন্তু স্বামী বুঝে না তখন সেই মেয়েটার দুনিয়াটা অন্ধকার লাগে আর যখন সবাই পাশে থাকুক না থাকুক তার স্বামী তার পাশে আছে তখন সেই মেয়েটা নিজেকে সুখী এবং ভাগ্যবান মনে করে।

তাই আল্লাহ মেয়েদেরকে খুব সম্মানিত এবং মায়াবী ও কোমলমতী বানিয়েছেন তবে হ্যাঁ মেয়েরা যেমন আঁকড়ে ধরে যত্নে রাখতে জানে কষ্ট অপমান অবহেলা অযত্ন অসম্মান পেলে তার চেয়ে দ্বিগুণ ছুঁড়ে ফেলে দিতে একবারও ভাবে না।

তাই যাকে বিয়ে করেছেন তাকে সময় থাকতে আগলে রাখুন আর যারা করবেন তারা এখন থেকে নিয়ত করুন ঘরের চাঁদের যত্ন নিলে বাহিরের চাঁদের চেয়ে দ্বিগুণ পাওয়ারফুল ভাবে আলো দিবে।

কথাগুলো তিক্ত হলেও সত্যি বললাম

©

21/12/2023

জেনারেল থেকে পড়ুয়া আমার নব-বিবাহিতা স্ত্রী কুরআনের প্রায় একতৃতীয়াংশ সূরা মুখস্ত পারেন, আলহামদুলিল্লাহ্। বিয়ের তিন-চার বছর আগ থেকেই আমার স্বপ্ন ছিলো- যিনি আমার স্ত্রী হবেন, উনাকে আমি হিবয্ পড়াবো ইনশাআল্লাহ্। কিন্তু বিয়ের পরে অর্থনৈতিক সমস্যার কারণে মুখ ফুটে আর বলিনি, ভেবেছিলাম একটু স্বাবলম্বী হয় তারপর বলবো।

কিন্তু হঠাৎ করে গত মাস দুইয়েক আগে আমার প্রিয়তমা স্ত্রী আবদার করে বসলেন, জানুয়ারী মাস থেকে একজন মহিলার হাফেজার কাছে সহী-শুদ্ধভাবে তিনি পুরো কুুরআন হিবয্ করতে চান।
স্বল্প বেতনের চাকুরী আমার- নিজের খরচ, পরিবারের খরচ এবং ঋণ পরিশোধ করতে কিছুটা বেগ পেতে হয়। তারপরও কোনো রকম চিন্তা ছাড়াই প্রিয়তমা স্ত্রীর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছি, যেহেতু আমারও স্বপ্ন আছে উনাকে হিজব্ পড়ানোর।

উনার আবদার রাখবো বলে কথা দিয়ে পরে টেনশনে পড়ে গেলাম! হিবয্ পড়তে সর্বনিম্ন হলেও তো মাসে পাঁচ হাজার টাকার দরকার যাতায়াত ও অন্যন্য খরচসহ। অল্প বেতনের চাকুরী আমার কোনটা রেখে কোনটা করবো?

হতাশ না হয়ে রিযিকদাতার রিযিক চাইলাম।
দু'আ করলাম- আল্লাহ্ জানুয়ারী মাস আসার আগে আমাকে একটা বরকতময় রিযিকের ব্যবস্থা করে দেন, যেনো আমার অর্থনৈতিক সমস্যার কারণে আমার স্ত্রীর হিবয্ পড়াটা বন্ধ না হয়ে যায়+ আরো কিছু কথা।

আলহামদুলিল্লাহ্ জানুয়ারী মাস আগেই আল্লাহ্ আমাকে এমন বরকতময় রিযিকের ব্যবস্থা করে দিয়েছেন, যার এক মাসের বেতন দিয়ে আমার স্ত্রীর ছয়/সাত মাস হিবয্ পড়ার খরচ চালাতে পারবো ইনশাআল্লাহ্।

—আরো অল্পকিছু কথা!
"বিয়ে করে বউকে কি খাওয়াবি'' বলে প্রশ্ন করা মানুষদের জন্য বলে রাখি—
আলহামদুলিল্লাহ্ শূন্য পকেটে বিয়ের মতো ফজিলতপূর্ণ সুন্নাহ্ আদায় করার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ্ তা'আলা। বিয়েতে প্রায় দুই হাজার টাকা সমমূল্যের অল্পকিছু জিনিস হাদিয়া দেওয়া ছাড়া নিজের ইনকামের টাকা দিয়ে আর তেমন কিছুই দিতে পারি নি আমার আহলিয়াকে, উনারও তেমন কোনো বিলাসিতা করার আবদার নেই! আলহামদুলিল্লাহ্।
বিয়ের আগে চাকুরী ছিলো, কিন্তু অল্প বেতনের, তবে কোনো সেভিংস ছিলো না। আলহামদুলিল্লাহ্! বিয়ের পাঁচ মাস না যেতেই আল্লাহ্ আগের বেতনের সাথে, আগে বেতনের প্রায় আরো অর্ধেক বাড়িয়ে দিয়েছেন।

আলহামদুলিল্লাহ্!
এখন নিঃসন্দেহে বলতে পারি- বিয়ের মাধ্যমে আমার স্ত্রীর উচিলায়, আল্লাহ্ আমার রিযিকে বরকত ঢেলে দিয়েছেন।

(জনৈক ভাইয়ের পোস্ট। একটা গ্রুপ থেকে টোকানো)

07/12/2023

বয়স হলে বিয়ে করুন।
স্ত্রীহীন রাত অর্থহীন 🥰
আব্দুল্লাহ্ ইবনু মাসউদ রাদিআল্লাহু তাআ'লা আনহু বলেছেন " যদি এক রাত পরেই পৃথিবীর আয়ু ফুরিয়ে যায়, তবুও আমি পসন্দ করি ঐ একটি মাত্র রাতেও আমার সাথে আমার স্ত্রী থাকুক"

-মুসান্নাফ ইবনু আবি শাবা : ৪/১২৮

পাত্র কিংবা পাত্রী খোঁজা বা পারফেক্ট ম্যাচ করা খুবই কষ্টসাথ্য ব্যাপার। বর্তমানে আমরা আমাদের আশেপাশের বন্ধু-বান্ধব, কলিগ ...
06/12/2023

পাত্র কিংবা পাত্রী খোঁজা বা পারফেক্ট ম্যাচ করা খুবই কষ্টসাথ্য ব্যাপার। বর্তমানে আমরা আমাদের আশেপাশের বন্ধু-বান্ধব, কলিগ বা আত্মীয়-স্বজন এদের মধ্যে যারা অবিবাহিত থাকে তাদের সাথে দেখা হলেই বিয়ের কথা বলি বা বিয়ে কবে করবে সেসব জিজ্ঞেস করি। অনেক ক্ষেত্রে তো "দোস্ত তুমি নাকি মাইয়া পাইতেছোনা" এমনটাও বলি।

পৃথিবীতে কোন সুস্থ পুরুষ হয়তো নেই যে বিয়ে করতে চায়না। আপনার আমার এসব কথার দ্বারা কাছের বন্ধু, স্বজন কী পরিমাণ কষ্ট পাচ্ছে সেটি হয়তো আমরা উপলব্ধি করতে পারছিনা। যারা বিয়ে করছেনা তারা কি আসলে করছেনা নাকি হচ্ছেনা! আসলে হচ্ছেনা। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনিও একটু ভেবে দেখুন তো, আপনারও যখন পারফেক্ট ম্যাচ করতে হাপিত্যেশ উঠে যাচ্ছিলো তখন যদি কেউ আপনাকে এগুলো বলতো? কেমন লাগতো তখন? বলতে পারেন একেবারেই উনি আপনার কাছের বন্ধু। আসলে যতো যাইহোক, উনি আপনার আমার এসব কথার দ্বারা ভিষণ কষ্ট পায়। যা আমরা অনুভব করতে পারিনা।

19/10/2023

বিয়ের পর দ্বীনদার বানিয়ে নিস!
একথা শুনে যারা বিয়ে করেছিলেন,তাদের
এখন কী অবস্থা?
পেরেছেন কী দ্বীনদ্বার বানাতে?🤣

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when FirstNikah.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram