14/07/2025
Important Announcement for All BMS General Members
The National Executive Committee (NEC) Election of the BMS is scheduled to be held on 30 September 2025.
To vote in this election or stand for any position, you must:
✅ Have an active and renewed membership
✅ Be enrolled as a BMS member before the official voter list is finalized
If you have not yet renewed your membership or have not enrolled as a member, please do so immediately. Failure to renew or enroll will result in ineligibility to vote or contest in the upcoming election.
🔗 For renewal or enrollment assistance, please contact 01844453451, or 01834003407
Special offers of BMS (Start 10-Jul-2025, Deadline: 30-Aug-2025)
1. Three years renew is normally 1530 Taka for Midwives. During this offer period midwives can renew with 1230 taka for three years.
2. Students membership is normally with 310 taka by bKash payment, during the offer period student can be member of BMS with 260 taka by bKash payment.
3. Student midwives of 1st year can renew with 510 taka for two years.
4. If all four midwives of any Upazila Health Complex (UHC) will renew with BMS and complete 10 online courses each, BMS will provide them a color rechargeable Doppler machine to that UHC. (Up-to 15)
5. If all students of a batch of an institute will become member will get a color rechargeable Doppler machine
*** three years members will get preference in participating upcoming training on fundraising, digital marketing and AGM.
These offers are available first come first serve basis and must have to inform your full name, mobile number, your registered bKash number to bms.info.bd@gmail.com
বাংলা অনুবাদ
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন আসছে!
এই নির্বাচনে ভোটার হতে বা প্রার্থী হতে চাইলে এখনই সদস্যপদ নবায়ন বা নতুন সদস্যপদ গ্রহণ করুন।
⛔ নবায়ন না করলে/সদস্য না হলে:
🚫 আপনি ভোট দিতে পারবেন না
🚫 কোনো পদের জন্য মনোনয়ন দিতেও পারবেন না
✅ তাই আর দেরি নয়! এখনই সদস্যপদ নিশ্চিত করুন!
বিস্তারিত জানতে যোগাযোগ করুন – 01834003407/01844453451
নবায়নের উপর বিশেষ অফার:
1. তিন বছরের নবায়ন সাধারণত 1530 টাকা। কিন্তু এই অফার চলাকালীন মিডওয়াইফরা 1230 টাকা দিয়ে তিন বছরের জন্য নবায়ন করতে পারবেন।
2. সাধারণভাবে শিক্ষার্থীদের সদস্যপদ ফি ৩১০ টাকা, (বিকাশের মাধ্যমে)। তবে অফার চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাত্র ২৬০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে BMS এর সদস্য হতে পারবেন।
3. প্রথম বর্ষের স্টুডেন্ট মিডওয়াইফরা 510 টাকা দিয়ে দুই বছরের জন্য রিনিউ করতে পারবেন।
4. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ইউএইচসি) চারজন মিডওয়াইফ যদি একসাথে বিএমএস-এর সাথে সদস্যপদ নবায়ন করে এবং প্রত্যেকে 10টি অনলাইন কোর্স সম্পন্ন করে, তবে বিএমএস তাদের সেই ইউএইচসি-তে একটি রঙিন রিচার্জেবল ডপলার মেশিন সরবরাহ করবে (প্রথম ১৫টি ইউ এস সি ) ।
5. একটি ইনস্টিটিউটের একটি ব্যাচের সকল শিক্ষার্থী সদস্য হলে একটি কালার রিচার্জেবল ডপলার মেশিন পাবে ।
এই অফারগুলি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চলবে। অফারগুলি পেতে অবশ্যই
o আপনার পুরো নাম,
o মোবাইল নম্বর,
o আপনার নিজের নামে নিবন্ধিত বিকাশ নম্বর bms.info.bd@gmail.com-ইমেইল এড্রেস এ জানাতে হবে।