
18/05/2025
গর্ভাবস্থায় টিকা গ্রহনের বিধি নিষেধ!
🤰 গর্ভাবস্থায় টিকা গ্রহণের বিধি-নিষেধ
গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে কিছু টিকা নেওয়া যেতে পারে, আবার কিছু টিকা এড়িয়ে চলা উচিত। অনেকেরই প্রশ্ন থাকে—গর্ভাবস্থায় টিকা নেওয়া নিরাপদ কি না?
✅ যেসব টিকা নেওয়া যেতে পারে:
✔ টিটেনাস ভ্যাকসিন – গর্ভাবস্থায় নিরাপদ এবং নবজাতকের ধনুষ্টংকার প্রতিরোধে কার্যকর।
✔ হেপাটাইটিস-বি ভ্যাকসিন – যদি সংক্রমণের ঝুঁকি থাকে, তাহলে এটি নেওয়া যেতে পারে।
✔ জলাতঙ্ক রোগের টিকা – গর্ভাবস্থায় জলাতঙ্কের ঝুঁকি থাকলে নেওয়া যেতে পারে।
✔ নিউমোনিয়া বা টাইফয়েড ভ্যাকসিন – প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে গ্রহণ করা যেতে পারে।
🚫 যেসব টিকা এড়িয়ে চলবেন:
❌ রুবেলা ভ্যাকসিন – গর্ভাবস্থায় এটি গ্রহণ করা নিষেধ, কারণ এটি শিশুর জন্য ক্ষতিকর হতে পারে।
❌ এমএমআর ভ্যাকসিন (হাম, মাম্পস, রুবেলা) – গর্ভাবস্থায় এই টিকা না নেওয়াই উত্তম।
🩺 বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন
গর্ভাবস্থায় সঠিক টিকা গ্রহণ ও এড়িয়ে চলার বিষয়ে সিদ্ধান্ত নিতে অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।