Nutri Talk With Faria Islam

Nutri Talk With Faria Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutri Talk With Faria Islam, Health & Wellness Website, Fulbaria.

Bsc in Food and Nutrition
Msc ongoing(Thesis)
Thesis fellow at BCSIR
Trained in Clinical Nutrition and Dietetics(BIRDEM)
Trained in Applied Nutrition from BIRTAN

⛔seat booked⛔⛔আর কেউ মেসেজ দিয়েন না প্লিজ।
07/07/2025

⛔seat booked⛔⛔
আর কেউ মেসেজ দিয়েন না প্লিজ।

‼️ফ্রি তে মাস্টার্স থিসিস‼️
আর ১ দিন পর মাস্টার্স পরীক্ষা (রিটেন) শেষ হবে।ফাইনালের দিনগুলোবেশ ভালোই ছিল।সারাদিন আরামে রুমে থাকা,খাওয়া -দাওয়া,পড়াশোনা করা।পরীক্ষা গুলো শেষ হয়ে যাচ্ছে জন্য খুবই খারাপ লাগতেছে, কারন আরামের দিন গুলো শেষ।সামনে আবার কষ্টের দিন, মানে ল্যাবের দিনগুলো অপেক্ষা করছে 😭😭😭😭
ল্যাবে সকাল ৯-৫ টা কাজ, প্রচুর ব্রেন হ্যামারিং তবে রোমাঞ্চকর বটে।। পাবলিকেশন অবধি চলমান থাকবে এ কাজ ইন শা আল্লাহ 🤲🤲

💥সম্প্রতি অনার্স পাশকৃত রা যারা বি.সি.এস. আই. আর এ (সরকারি সম্পূর্ন ফ্রি তে) মাস্টার্সের থিসিস কাজ করতে চান তারা ইনবক্স করুন।।(আসন সীমিত)
❣️অন্যকে সাহায্য করলে মহান আল্লাহ আপনাকে সাহায্য করবেন,আমি চাই আমার জুনিয়ররা এগিয়ে যাক, সর্বত্র এগিয়ে যাক আমাদের মেয়েরা।।

‼️ফ্রি তে মাস্টার্স থিসিস‼️আর ১ দিন পর মাস্টার্স পরীক্ষা (রিটেন) শেষ হবে।ফাইনালের দিনগুলোবেশ ভালোই ছিল।সারাদিন আরামে রুম...
05/07/2025

‼️ফ্রি তে মাস্টার্স থিসিস‼️
আর ১ দিন পর মাস্টার্স পরীক্ষা (রিটেন) শেষ হবে।ফাইনালের দিনগুলোবেশ ভালোই ছিল।সারাদিন আরামে রুমে থাকা,খাওয়া -দাওয়া,পড়াশোনা করা।পরীক্ষা গুলো শেষ হয়ে যাচ্ছে জন্য খুবই খারাপ লাগতেছে, কারন আরামের দিন গুলো শেষ।সামনে আবার কষ্টের দিন, মানে ল্যাবের দিনগুলো অপেক্ষা করছে 😭😭😭😭
ল্যাবে সকাল ৯-৫ টা কাজ, প্রচুর ব্রেন হ্যামারিং তবে রোমাঞ্চকর বটে।। পাবলিকেশন অবধি চলমান থাকবে এ কাজ ইন শা আল্লাহ 🤲🤲

💥সম্প্রতি অনার্স পাশকৃত রা যারা বি.সি.এস. আই. আর এ (সরকারি সম্পূর্ন ফ্রি তে) মাস্টার্সের থিসিস কাজ করতে চান তারা ইনবক্স করুন।।(আসন সীমিত)
❣️অন্যকে সাহায্য করলে মহান আল্লাহ আপনাকে সাহায্য করবেন,আমি চাই আমার জুনিয়ররা এগিয়ে যাক, সর্বত্র এগিয়ে যাক আমাদের মেয়েরা।।

যারা এমএস এ থিসিস করবেন,ল্যাব বেজড কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ওয়ার্নিং 💥💥💥ল্যাব বেজড কাজ একদিকে যেমন কঠিন অন্যদিক...
01/07/2025

যারা এমএস এ থিসিস করবেন,
ল্যাব বেজড কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ওয়ার্নিং 💥💥💥
ল্যাব বেজড কাজ একদিকে যেমন কঠিন অন্যদিকে যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।ঠিক বর্ষাকালে নৌকায় সেন্টমার্টিন যাওয়ার মতো রোমাঞ্চকর 😁😁😁😁
একবার তীরে উঠে গেলে যেমন আপনি জিতে গেলেন, ঠিক তেমনই একবার এনালাইসিস শিখে ফেললে বিষয়টা একদমই ডালভাত।😇😇
তাই আপনার ভেতরে যদি চরম ধৈর্য্য, অপার অসীম ধৈর্য্য থাকে তাহলেই আপনি শুধু এ কাজে আগ্রহী হবেন,তা না হলে মাঝ রাস্তায় হাল ছেড়ে সাগরে ডুবে মরতে হবে বা অন্য কোনো ব্যাবস্থা ৯৯৯ এ কলের মতো 😄😄😄
একবার কাজটা ধরে ফেলতে পারলে আপনার নিজের কাছে এতো শান্তি লাগবে,দিনশেষে গাধার মতো খাটুনির পরও আপনি অনেক সন্তুষ্টি ফিল করবেন।
সকলের জন্য শুভকামনা ❣️💝
যারা ল্যাববেজড কাজে আগ্রহী তারা ইনবক্স করতে পারেন যে সব জায়গায় ল্যাববেজড কাজ হয় ভ্যালিড সেগুলোর বিষয়ে বলে দিবো।।

বলুন তো এখানে কি কি আছে ???Nutraceuticals, Functional Food পড়তে পড়তে দৌড় মেরে মার্কেট যেয়ে এগুলো কিনে আনার যে ব্যাপার টা...
29/06/2025

বলুন তো এখানে কি কি আছে ???
Nutraceuticals, Functional Food পড়তে পড়তে দৌড় মেরে মার্কেট যেয়ে এগুলো কিনে আনার যে ব্যাপার টা 🥹🥹🥹🥹

19/06/2025

কোরবানীর ঈদ মজা করে খাচ্ছেন,সকালে বিছানা থেকে উঠতে পারছেন না বা গিটে পিঠে ব্যাথা,বেশী বেশী প্রশ্রাব হচ্ছে, পিঠে তীব্র ব্যাথা, ক্লান্তি বা দুর্বল লাগছে। শরীরে ইউরিক এসিড বেড়ে গেলনাতো , চলুন জেনে নেয়া যাক-
ইউরিক এসিড আসলে কি? দেহে যখন প্রোটিন বা পিউরিন জাত খাবার ভাংগে তখন একটি উপজাত হিসবে তৈরী হয় ইউরিক এসিড। একে হাউপার ইউরিসোমিয়া বলে।
শরীরে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে কিংবা ইউরিক এসিড শরীর থেকে বের হতে না পারলেই এ সমস্যাগুলিা তৈরী হয়। প্রশ্রাবের মাধ্যমে এটি শরীর থেকে বের হয়।
ইউরিক এসিডের এই সমস্যা এখন ঘড়ে ঘড়ে, গ্যাঁটে ব্যাথা , জয়েন্টের ফোলাভাব, কিডনীতে স্টোনের মতো উপসর্গগুলোই জানান দেয় যে শরীরে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেছে।
ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেয়া প্রয়োজন। প্রতিটি ফারমাসিউটিক্যালস এরই সাইড ইফেক্ট আছে । শুধুমাত্র সঠিক খাবারই আপনাকে এই কষ্ট দায়ক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। প্রথমেই পর্যাপ্ত পানি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন, আমলকির জুস, দুটি আস্ত লেবু এক গ্লাস পানিতে নিয়মিত খেলে অনেক উপকার পাবেন।
ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রনে রাখতে পিউরিন এবং অক্সালেট যুক্ত খাবার কম খাবেন বা এর থেকে দুরে থাকুন। রেড মিট, উচ্চ ফ্রুক্টোজ সমৃদ্ধ পানীয়, মিষ্টি পানিয়, ক্যান্ডি ডেজার্ট, মাখন,ক্রিম, নারকেল তেল, সরিষার তেল ( বেশী মাত্রায়) খাবেন না। মাছ শরীরের জন্য খুবই উপকারী,তবে সামুদ্রিক মাছ যেমন টুনা ফিসে পিউরিন অনেক বেশী। এছাড়াও Organ meat
বা অঙ্গ মাংসে পিউরিন সবচেয়ে বেশী থাকে। যাদের গাউট আছে তারা কম খাবেন, Mushrooms, green peas, spinach, asparagus, broccoli, sprouts and cauliflower highest amounts of purines থাকে। টমেটো,মুসরডাল ,ঢেরশ খাবারে বিয়োজন করেন,ওমেগা থ্রী ফ্যাটি এসিড সমৃদ্ধ খাদ্য যোগ করুন ।যেমন, কাঠবাদাম,খেজুর চেরি,পেস্তা , কাজুবাদাম ।
পিউরিন কেন ক্ষতি কারক?
এটি এ্যারোমেটিক হেটারোসাইক্লিক জৈব যৌগ। এটি পানিতে দ্রবনীয়। প্রকৃতিতে নাইট্রোজেন সমন্বয়ে প্রাপ্ত হেটারোসাইক্যান্সে এর মাঝে এটি প্রচুর পরিমানে রয়েছে যা ভাংগার পর প্রচুর ইউরিক এসিড তৈরী করে। যেমন যকৃত কিডনী সমিুদ্রিক মাছ ,মগজ, রেড মিট। ডি এন এ এবং আর এন এ গঠন করতে সমান পরিমানে পউিরিন এবং পাইরিমিডিনের প্রয়োজন।
Oxalate ও হলো একটি প্রাকৃতিক যৌগ,যা বিভিন্ন উদ্ভিজ খাদ্যে পাওয়া যায়। এটি মুলত কার্বলিক এসিডের লবন । যা আমাদের শরীরে তৈরী হয় এবং প্রশ্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়।
এ থেকে পরিত্রাণ পেতে যা যা করণীয়, আপনার লাইফ ষ্টাইল পরিবর্তনই আপনাকে এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দিতে সক্ষম আল্লাহর রহমতে ,
• প্রতিদিন পর্যাপ্ত পানি ১০- ১২ গ্লাস পান করুন।
• নিয়মিত ধ্যাণ ও শরীর চর্চা করেুন।
• এখনই এটি নিয়ন্ত্রণে রাখতে না পারলে আপনার ভবিস্যৎ হয়ে উঠবে যন্ত্রণাদায়ক ব্যাথা, যা আপনার জীবনকে দূরবিশহ করে তুলবে।
তাই আসুন এখনই পুষ্টিবিদগনের পরামর্শ নিয়ে লাইফস্টাইল পরিবর্তন করে সুস্থ্য সুন্দর আনন্দদায়ক জীবনযাপন করি।
-- রেহানা বেগম , পুষ্টিবিদ

🍇🥭🍒 জ্যৈষ্ঠের ফলের উৎসব শেষের পথে... তবে পুষ্টির কথা ভুলে গেলে চলবে না! 🌿🍊🍈জ্যৈষ্ঠ মাস মানেই রসালো ফলের সমাহার—জাম, আম, ...
11/06/2025

🍇🥭🍒 জ্যৈষ্ঠের ফলের উৎসব শেষের পথে... তবে পুষ্টির কথা ভুলে গেলে চলবে না! 🌿🍊🍈

জ্যৈষ্ঠ মাস মানেই রসালো ফলের সমাহার—জাম, আম, লিচু, তালশাঁস (তালফল)। আমাদের চারপাশে প্রাকৃতিকভাবে পাওয়া এসব মৌসুমি ফল শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর।

🥭 আম: ভিটামিন ‘এ’ ও ‘সি’-এর দারুণ উৎস, যা ত্বক ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

🍇 জাম: অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এবং রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে।

🍒 লিচু: প্রচুর ভিটামিন ‘সি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরকে ঠাণ্ডা রাখে এবং হজমে সহায়তা করে।

🌰 তালশাঁস: গরমে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে, হাইড্রেশন বজায় রাখে এবং হজমের জন্য উপকারী।

এই মৌসুমি ফলগুলো আমাদের শরীরকে প্রকৃতির মতোই সতেজ ও প্রাণবন্ত রাখে। এখনো সময় আছে — খাদ্যতালিকায় এসব ফল অন্তর্ভুক্ত করুন, সুস্থ থাকুন! ✅

আপনারা কি জানেন, স্পেস (Space Food) কাকে বলে?????উত্তর: নভোচারীদের জন্য বিশেষভাবে তৈরিকৃত ও প্রক্রিয়াজাতকৃত খাবারকে Spac...
10/06/2025

আপনারা কি জানেন, স্পেস (Space Food) কাকে বলে?????
উত্তর: নভোচারীদের জন্য বিশেষভাবে তৈরিকৃত ও প্রক্রিয়াজাতকৃত খাবারকে Space Food বলে।।

মহাকাশে কাজ করা অ্যাস্ট্রোনটদের জন্য খাবার শুধু পুষ্টিকর হওয়াই নয়, হতে হয় দীর্ঘস্থায়ী, হালকা ও সহজে খাওয়ার উপযোগী। এ ধরনের খাবারকেই বলা হয় স্পেস ফুড।

🍽️ স্পেস ফুডের প্রকারভেদ:

1. ডিহাইড্রেটেড ফুড – পানি বের করে ফেলা খাবার; খাওয়ার আগে পানি মিশিয়ে খেতে হয়।

2. থার্মোস্ট্যাবল ফুড – বিশেষ প্যাকেটে সিল করে উচ্চ তাপমাত্রায় প্রস্তুত করা খাবার, অনেক দিন ভালো থাকে।

3. ইন্টারমিডিয়েট মোইসচার ফুড – কিছুটা আর্দ্রতা থাকে, সরাসরি খাওয়া যায়।

4. ফ্রোজেন ফুড – হিমায়িত রাখা হয়, স্বাদ-গন্ধ প্রায় একই থাকে।

5. ফ্রেশ ফুড – ফলমূল বা রুটি জাতীয় কিছু অল্প সময়ের জন্য নিয়ে যাওয়া হয়।

👨‍🍳 কিভাবে বানানো হয়?

খাবারকে প্রথমে নির্দিষ্ট পুষ্টিমান ও নিরাপত্তা যাচাই করে প্রস্তুত করা হয়।

এরপর বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণযোগ্য করে তোলা হয়, যাতে ব্যাকটেরিয়া বা ফুঙ্গাস না জন্মায়।

খেয়াল রাখা হয় যেন শূন্য মাধ্যাকর্ষণের পরিবেশেও সহজে খাওয়া যায়।

🌱 পুষ্টি, স্বাদ ও নিরাপত্তার সমন্বয়ে তৈরি স্পেস ফুড আমাদের দেখায় বিজ্ঞান কতদূর এগিয়েছে। ভবিষ্যতে হয়তো এসব প্রযুক্তি পৃথিবীর খাদ্য সমস্যাও সমাধানে সহায়ক হবে!

সম্প্রতি স্নাতক(সম্মান)অনার্স  শেষ করেছো যারা নানা ধরনের প্রশ্নের উত্তরের অভাববোধ করছো,তাদের জন্য মাস্টার্সের কিছু সাধার...
05/06/2025

সম্প্রতি স্নাতক(সম্মান)অনার্স শেষ করেছো যারা নানা ধরনের প্রশ্নের উত্তরের অভাববোধ করছো,তাদের জন্য মাস্টার্সের কিছু সাধারন প্রশ্নের উত্তর নিচে দিলাম।এছাড়াও যার যা প্রশ্ন বা যেকোনো সমস্যায় কমেন্ট জিজ্ঞেস করতে পারো বা ইনবক্সে। (উত্তর দিতে দেরি হলেও উত্তর পেয়ে যাবে ইন শা আল্লাহ)
১.মাস্টার্স আমাদের কলেজেই(গভ:) করবো নাকি INFS এ করা যাবে?
উত্তর: INFS এ এমএস করা যায় না।এখন এটা বন্ধ।
২.মাস্টার্স করাটা যুক্তিযুক্ত নাকি জবে ঢুকে যাব?
উত্তর: অবশ্যই মাস্টার্স করা যুক্তিযুক্ত আমাদের কলেজে।অন্য যেকোনো জায়গার তুলনায় আমাদের কলেজের মাস্টার্স প্রোগ্রাম খুব দ্রুতই শেষ হয়ে যায়।১ বছরেই।তাই আমাদের কলেজে মাস্টার্স করাটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি।তাও সেম সাবজেক্ট থেকে মাস্টার্স করার মূল্যই আলাদা।
তাই জবে ঢুকুন বা যায় করুন মাস্টার্স টা কন্টিনিউ করাটা যুক্তিযুক্ত।
৩.মাস্টার্সে কয়টা কোর্স আছে?
উত্তর: ৬ টা।৫০১-৫০৬.
যার ২ টা ২ ক্রেডিটের।
৪.মাস্টার্সে প্রাকটিকাল, থিসিস,সেমিনার ইত্যাদি বিষয়ে?
উত্তর: মাস্টার্সে সেমিনার প্রেজেন্টেশন আছে যা সবাইকেই দিতে হয়।২ জন করে পছন্দমতো পার্টনার একটি গ্রুপ করে সেমিনার প্রেজেন্টেশন দিতে হয়।
থিসিস এবং প্রাকটিকাল হচ্ছে অপশনাল।যেকোনো একটা নিতে হয়।এক্ষেত্রে ডিসিশন টা খুব ভেবে চিন্তে নিবেন।
যারা থিসিস নেয় তারা শুধু থিসিসই আর যারা প্রাকটিকাল দেন তারা ৫০৭-৫০৮-৫০৯ তিনটা প্রাকটিকেল তাদের দিতে হয়।
৫.থিসিস নিবো নাকি প্রাকটিকাল??
উত্তর: এটা আপনার জীবনের এক সুদূরপ্রসারী ডিসিশন।আমাদের একাডেমিক গতবাধা প্রাকটিকাল এর বিষয়ে আমরা সবাই জানি।এগুলোতে আমরা যা শিখি তা খুব কমই আমদের প্রাকটিক্যাল লাইফে ইউজ করতে বা আমাদের জ্ঞান ভান্ডার রিচ করতে কাজে লাগে।যেটা বাস্তবতা তা হচ্ছে ডেমো দেখে খাতা লেখা-খাতা রেডি করা- আর দেখে দেখে পরীক্ষা দেয়।
অন্যদিকে আপনি যদি থিসিস করেন আপনার ভবিষ্যতের জন্য তা একটি সম্পদ হিসেবে কাজ করবে।প্রাকটিকাল এ আর কি শিখবেন!ল্যাববেজড থিসিস ওয়ার্ক করলে আপনি ল্যাব কাজের জ্ঞান কে কাজে লাগিয়ে রিসার্চ অফিসার হিসেবে জব করতে পারবেন,বিদেশ যাওয়ার ক্ষেত্রে উপকারীতা গুলো তো জানেনই থিসিসের,এছাড়াও আপনার সিভি ইনরিচ হবে,আপনার জ্ঞান সমৃদ্ধ হবে।কিন্তু প্রাকটিকাল এর কথা আপনি কোথাও সিভিতে লিখতে পারবেন না।এছাড়াও আরো অসংখ্য দিক রয়েছে..........
তবে অসম্ভব ধৈর্য, শারীরিক সমস্যা, বা কোনো সমস্যা থাকলে তার জন্য থিসিস না নেওয়ায় বেটার। কারন এটি আপনার ফোর্থ ইয়ারের ডিসার্টেশন পেপারের কাজ না এটা এক বৃহৎ কাজ।

৬.আমি তো ক্লিনিক্যাল লাইনে যাবো বিদেশ যাবো না থিসিস করে কি করবো🤣??
উত্তর:আরে ভাই ক্লিনিক্যাল লাইনের জন্যও আপনার থিসিস পেপারের অনেক অবদান আছে এটা একটা সম্পদ... (বিস্তারিত জানতে ইনবক্স
😑)
৭.আপু আমি থিসিস করবোই না হসপিটালে ইনটার্নশিপ করবো চেম্বার দিবো, এ বিষয়ে বলেন?
উত্তর: কোথায় ইনটার্ন করলে ভালো হবে, কোন হসপিটালে কি সুবিধা অসুবিধা আমার যা জানা আছে জানাবো এ ব্যাপারে জানতে ইনবক্স।
এছাড়াও আরো যা যা প্রশ্ন আমার মনে আর আসছে না, আপবারা করতে পারেন ❣️

তুমি কি তা জানো..!!🐝 মৌমাছির দুটি পেট থাকে — একটি তার নিজের খাবারের জন্য, আর অন্যটি অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য, য...
30/05/2025

তুমি কি তা জানো..!!

🐝 মৌমাছির দুটি পেট থাকে — একটি তার নিজের খাবারের জন্য, আর অন্যটি অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য, যেটিকে 'বীক' (Bee stomach) বলা হয়।

🌸🐝 একটি মৌমাছি গড়ে ৪০ দিন বাঁচে, এই সময়ের মধ্যে কমপক্ষে ১০০০টি ফুলে ঘুরে মধুর অমৃত সংগ্রহ করে, আর সারাজীবনে মাত্র এক চা চামচ মধু উৎপাদন করতে পারে।

🥄 আমাদের কাছে এক চামচ মধু হয়তো কিছু না,
কিন্তু 🐝 তার কাছে সেটাই তার পুরো জীবনের গল্প…

#মধুরগল্প

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫প্রতি বছর "জাতীয় পুষ্টি সপ্তাহ" পালনের মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে পুষ্টি সংক্রান্ত সচেতনতা বৃদ্...
30/05/2025

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫

প্রতি বছর "জাতীয় পুষ্টি সপ্তাহ" পালনের মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে পুষ্টি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা এবং সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা। একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বছরের প্রতিপাদ্য বিষয়: "সুস্থ শরীরের জন্য সুষম খাদ্য, পুষ্টির অধিকার হোক সবার প্রাপ্তি।"

পুষ্টিহীনতা শুধু ব্যক্তির স্বাস্থ্য নয়, বরং দেশের সার্বিক উন্নয়নকেই বাধাগ্রস্ত করে। তাই শিশুর জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেক স্তরে সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আসুন, আমরা সবাই মিলে পুষ্টি সম্পর্কে সচেতন হই, সুষম খাদ্য বেছে নেই এবং অন্যকেও উৎসাহিত করি – কারণ পুষ্টি নিশ্চিত করলেই স্বাস্থ্যকর আগামী গড়ে উঠবে।

খাদ্যবিজ্ঞান পুষ্টিবিজ্ঞান আমরা যায় বলি না কেন,রিজিক মহান আল্লাহর এক অসাধারণ নিয়ামত, যার শুকরিয়া করে মহান আল্লাহর কাছে শ...
26/05/2025

খাদ্যবিজ্ঞান পুষ্টিবিজ্ঞান আমরা যায় বলি না কেন,
রিজিক মহান আল্লাহর এক অসাধারণ নিয়ামত, যার শুকরিয়া করে মহান আল্লাহর কাছে শেষ করা যাবে না।
এই আমি কখনো কল্পনাও করতে পারিনি চাকরির সুবাদে ৪৮ জেলা ঘুরবো বাংলাদেশের, 💫
আবার এই আমি যে মাস্টার্সে থিসিস না নিতে বদ্ধপরিকর সে এক রাতের সিদ্ধান্তেই থিসিস নিতে রাজি হয়ে গেলাম এবং বাংলাদেশের সর্বোচ্চ দক্ষতাপরিপূর্ন জায়গায় থিসিস করছি আলহামদুলিল্লাহ।
এসবই আসলে রিজিক।। রিজিক যেকানে থাকবে সেখানে পায়ে হেঁটে হোক বা বিমানে চড়ে আপনি পৌঁছে যাবেন ইন শা আল্লাহ ।।
আজকে ল্যাবে কাজের মাঝে Bangladesh Council of Scientific And Industrial Research (BCSIR) সাইন্সল্যাবের গাছের কাঁঠাল মহান আল্লাহ রিজিকে রেখেছিলেন।।🤲🤲🤲

প্রচণ্ড গরমে হাইড্রেটেড থাকুন – পানির গুরুত্ব সম্পর্কে জানুন!গ্রীষ্মের এই তীব্র গরমে শরীর দ্রুত পানি হারায়, যা ডিহাইড্রে...
11/05/2025

প্রচণ্ড গরমে হাইড্রেটেড থাকুন – পানির গুরুত্ব সম্পর্কে জানুন!

গ্রীষ্মের এই তীব্র গরমে শরীর দ্রুত পানি হারায়, যা ডিহাইড্রেশন, ক্লান্তি, মাথা ঘোরা এমনকি হিট স্ট্রোকের কারণ হতে পারে। তাই এই সময়ে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি।

কেন প্রচণ্ড গরমে বেশি পানি পান করা জরুরি?
✔ ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর তরল বের হয়ে যায়।
✔ পানির অভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হয়।
✔ কোষে পুষ্টি পরিবহন সঠিকভাবে হয় না।
✔ ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে যেতে পারে।
✔ কিডনির কার্যকারিতা কমে যায়।

কতটা পানি পান করা উচিত?
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করা উচিত, তবে গরমে কাজের ধরণ ও ঘামের পরিমাণ অনুযায়ী এই চাহিদা আরও বেড়ে যেতে পারে।

কিছু হাইড্রেশন টিপস:
• পানির বোতল সবসময় হাতের কাছে রাখুন।
• অতিরিক্ত চিনি বা ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন।
• তাজা ফলের রস ও জলীয় ফল (তরমুজ, শসা, মাল্টা) খান।
• ঠান্ডা বা বরফজমানো পানি না খেয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন।

নিজেকে সুস্থ ও সতেজ রাখতে আজ থেকেই নিয়মিত পানি পান করুন!

#গরমের_পানি
Nutri Talk With Faria Islam

Address

Fulbaria

Telephone

+8801965431956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutri Talk With Faria Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share