আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার

আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার, Alternative & holistic health service, Dhaka.

বদনজর, ওয়াসওয়াসা , জিনের আছর, যাদুটোনা, কুফরী, বান, ব্লাক ম্যাজিক, বিয়ে আটকে রাখা, স্বামী-স্ত্রীর মাঝে অমিল ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ করা হয়।
যোগাযোগ -what's app -01720-033876
Call-01611-282839

Raqi -Abu Muntajir

09/07/2025

যাদুর দুর্ঘ, গিট ধংসের রুকইয়াহ

09/07/2025

শরীরে থাকা জ্বিনকে কষ্ট দিতে এই দুইটি আয়াত অর্থ সহকারে পড়ুন। কমেন্ট বক্সে লিংক।

09/07/2025

কমেন্ট বক্সে অনেক সুশীল কে কারাগারে বন্ধী করা হয়েছে।

09/07/2025

যাদুকর কেন যাদু কবরস্থানে পুতে রাখার নির্দেশ দেয়❓️

কবরস্থানে পুতে রাখার যাদুকে সবচেয়ে শক্তিশালী যাদুগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।
কারণ যাদুর বস্তু গুলিকে মৃতদের সাথে একটি কবরস্থানে সমাহিত করা হয়... যাতে আক্রান্ত ব্যক্তি যাদু বস্তু কোথায় তা নির্ণয় করতে না পারে। যাদুগ্রস্ত ব্যক্তির তার জীবনে প্রায় মৃতদের মতো হয়ে যায়! আক্রান্ত ব্যক্তি তার জীবনে কোনও নড়াচড়া, কোনও কার্যকলাপ, কোনও কাজে কোনও সাফল্য থাকে না। জীবিত থেকে প্রায় মৃত লাশ!

অসুস্থ বানিয়ে রাখা যাদু বা বিচ্ছেদের যাদু বেশিরভাগ কবরে পুতে রাখে।

আর যাদুর বস্তুর সাথে যে খাদেম নিয়োজিত থাকে সে থাকে প্রচন্ড উৎকণ্ঠায় -কারণ জ্বিন শয়তান মনে করে তাদের মৃত্যু নেই যেগুলো কাফের জ্বিন -কারণ এরা জানে 'ইবলিস "শয়তান তার মৃত্যু নেই -এজন্য সে যাদুর খাদেম থাকে মৃত্যুর ভয়ে -যাদুকর যা নির্দেশ দেয় সে আক্রান্ত ব্যক্তির উপর সেই পাশবিক নির্যাতন চালায় -এবং প্রচন্ড রকমের যন্ত্রণায় ভুগে!

ঘুম থেকে ওঠার পর যদি আপনার শরীরের কোথাও নীল, লাল বা বাদামী দাগ,বা , আঁচড়ের  চিহ্ন দেখা যায় এবং তা হালকা ব্যথা হয় তবে  জ...
09/07/2025

ঘুম থেকে ওঠার পর যদি আপনার শরীরের কোথাও নীল, লাল বা বাদামী দাগ,বা , আঁচড়ের চিহ্ন দেখা যায় এবং তা হালকা ব্যথা হয় তবে জেনে রাখুন যে আপনি, জ্বিন -যাদু -নজর্ -হিংসা দ্বারা আক্রান্ত।

🛑যাদের শরীরে জিন ও যাদুর সমস্যা আছে রুকইয়াহ আমল করার দ্বারা গিটের স্থানে এই দাগ ফুটে ওঠে।

🛑 মেডিকেল সাইন্সে ব্যাখা হচ্ছে শারীরিক কোন সমস্যার কারনে অনেক সময় ব্লাডের লিকুইডিটি বেড়ে যায়,তখন উল্লেখযোগ্য কোন চাপ বা আঘাত না পেলেও শরীরের কোথাও কোথাও এমন চাপা ব্লাড জমাট বাধার অবস্থা তৈরি হয়।

08/07/2025

যারা জ্বিন বা যাদুগ্রস্ত তাদের বাসায়,মাছি, পোকামাকড়,ইদুর,তেলাপোকা,পিপড়া, টিকটিকি উৎপাত বেশী থাকে!বহু চেষ্টা করেও যায়না যেই লাউ সেই কদু।

08/07/2025

বাড়িতে অতিরিক্ত পিঁপড়ে উপস্থিতি তে বুঝায় বাড়ির বড় মেয়ে বা মেয়ের মা হিংসা দ্বারা আক্রান্ত)

06/07/2025

জ্বিন যখন মাথায় বসবাস করে তখন কয়েকটি লক্ষণ দেখা দেয়।স্থান ভেদে জ্বিন শরীরের অন্যান্য স্থানে বসবাস করে।

(১) মাথা ব্যথা হওয়া যা ডাক্তারের চিকিৎসা কাজ হয়না।
(২) ভুলে যাওয়ার প্রবণতা বেশী
(৩)চোখে ঝাপসা দেখা
(৪)মেজাজ খারাপ বা অহেতুক রাগ উঠা এবং রাগারাগি করা।

আলহামদুলিল্লাহ আরেকজন পেশেন্ট এর বিয়ে সম্পুর্ন হল।
05/07/2025

আলহামদুলিল্লাহ আরেকজন পেশেন্ট এর বিয়ে সম্পুর্ন হল।

05/07/2025

রবিবার রাত ৮:৫৫ মিনিট বাড়ির সবাই বসে কথা বলছিলাম তখন সদর দরজায় কেউ একজন রাগান্বিত হয়ে জোরে ২ টা লাথি দিল,বিকট শব্দে সবাই চুপ হয়ে গেলাম।

বাবা গেট খুলতে গিয়ে জিজ্ঞেস করল কে?

উত্তর : খোল(রাগান্বিত হয়ে)...

বাবা গেট খুলে দেখে কেউ নাই,পরে সিসি ক্যামেরা চেক করে দেখা হল কিন্তু কেউ ৮:৩০ থেকে ৯:১০ এর মধ্যে ঘরের দরজায় কেউ আসেনি এবং ছিলও না।

সেল্ফ রুকইয়াহ শুরু করার পর একজন আশিক জ্বীনের পেশেন্টের ঘটনা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আর-রহমাহ রুকইয়াহ ও হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share