26/08/2025
আমরা সাধারণ মানুষ কমবেশি সবাই কোন সময় কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব তা কনফিউজড থাকি। আজকের এই পোস্টে আশা এই কনফিউশান কিছুটা হলেও দূর হবে।
🩺 কোন অসুখে কোন ডাক্তার? – ডিটেইলস সহ তালিকা
🔹 ত্বক / Skin → Dermatologist
চর্মরোগ বিশেষজ্ঞ ত্বকের এলার্জি, একজিমা, ফুসকুড়ি, ব্রণ, চুল পড়া, নখের সমস্যা ইত্যাদি চিকিৎসা করেন।
🔹 হৃদরোগ / Heart → Cardiologist
কার্ডিওলজিস্ট বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের অন্যান্য সমস্যার চিকিৎসা দেন।
🔹 নারী রোগ / গর্ভাবস্থা → Gynecologist
গাইনোকলজিস্ট মহিলাদের মাসিক সমস্যা, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থা ও প্রসবকালীন জটিলতা নিয়ে কাজ করেন।
🔹 দাঁত / মুখ → Dentist
ডেন্টিস্ট দাঁতের ব্যথা, মাড়ির প্রদাহ, দাঁত তোলা, ব্রেসেস এবং মুখগহ্বরের সংক্রমণ ইত্যাদি চিকিৎসা করেন।
🔹 চোখ → Ophthalmologist
চোখের রোগ, ছানি পড়া, চশমার পাওয়ার, গ্লুকোমা বা চোখের সার্জারি এই ডাক্তাররা করেন।
🔹 হাড়-জয়েন্ট → Orthopedist
অর্থোপেডিক ডাক্তার হাড় ভাঙা, জয়েন্টে ব্যথা, বাত রোগ, আর্থ্রাইটিস ও হাড়ের বিকৃতি চিকিৎসা করেন।
🔹 অজ্ঞান বিশেষজ্ঞ → Anesthesiologist
সার্জারির আগে ও চলাকালে রোগীকে নিরাপদে অজ্ঞান করা এবং ব্যথা নিয়ন্ত্রণ করেন।
🔹 ডায়াবেটিস / হরমোন → Endocrinologist
ডায়াবেটিস, থাইরয়েড, হরমোনজনিত সমস্যা, মেটাবলিজম ও গ্রন্থি-সংক্রান্ত রোগের চিকিৎসা করেন।
🔹 গ্যাস্ট্রিক / লিভার / হজম → Gastroenterologist
পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, লিভারের রোগ, অন্ত্র ও হজমতন্ত্রের অসুখ দেখেন।
🔹 রক্ত / Bone Marrow → Hematologist
অ্যানিমিয়া, রক্তক্ষরণ, ব্লাড ক্যান্সার, প্লেটলেট সমস্যা এবং বোন ম্যারো সম্পর্কিত রোগে চিকিৎসা দেন।
🔹 লিভার → Hepatologist
হেপাটাইটিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার এবং লিভারের অন্যান্য জটিলতা নিরাময়ে বিশেষজ্ঞ।
🔹 নবজাতক → Neonatologist
প্রিম্যাচিউর বেবি, জন্মের সময় শ্বাসকষ্ট, নবজাতকের ইনফেকশন ও বিকাশজনিত সমস্যা চিকিৎসা করেন।
🔹 স্নায়ুরোগ → Neurologist
মাইগ্রেন, এপিলেপসি, স্ট্রোক, স্নায়ু দুর্বলতা, পার্কিনসনস ও মস্তিষ্কজনিত রোগের চিকিৎসা দেন।
🔹 শিশু রোগ → Pediatrician
শিশুর জ্বর, নিউমোনিয়া, অপুষ্টি, টিকা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখেন।
🔹 ক্যান্সার → Oncologist
বিভিন্ন ধরণের ক্যান্সার শনাক্তকরণ, কেমোথেরাপি ও চিকিৎসা এই বিশেষজ্ঞরা করেন।
🔹 কিডনি রোগ → Nephrologist
কিডনি ইনফেকশন, কিডনি ফেইলিউর, ডায়ালাইসিস ও উচ্চ রক্তচাপ-জনিত কিডনি সমস্যা চিকিৎসা করেন।
🔹 কিডনি সার্জারি → Urologist
কিডনিতে পাথর, প্রস্রাবের সমস্যা, প্রোস্টেট ও মূত্রনালীর অসুখের সার্জারি করেন।
🔹 সাধারণ অসুখ → Medicine Specialist
জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, টাইফয়েডসহ সাধারণ রোগের চিকিৎসা দেন।
🔹 মানসিক রোগ → Psychiatrist
ডিপ্রেশন, উদ্বেগ, মানসিক সমস্যা, ঘুমের অসুখ ও আসক্তি নিয়ন্ত্রণ করেন।
🔹 আল্ট্রাসনো → Sonologist
আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ পর্যবেক্ষণ ও রোগ নির্ণয় করেন।
🔹 ফিজিওথেরাপি → Physiotherapist
স্ট্রোক, হাড়-জোড়ের ব্যথা, পক্ষাঘাত, মাংসপেশি দুর্বলতায় থেরাপি দেন।
🔹 সাধারণ সার্জারি → General Surgeon
হাঁড়ি, পিত্তথলি, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া ইত্যাদি সার্জারি করেন।
🔹 নাক-কান-গলা → ENT Specialist
সাইনাস, কানে শ্রবণ সমস্যা, টনসিল ও গলায় সংক্রমণ চিকিৎসা করেন।
🔹 মস্তিষ্ক / স্পাইন সার্জারি → Neurosurgeon
মস্তিষ্কের টিউমার, মেরুদণ্ডের রোগ, আঘাতজনিত অপারেশন করেন।
🔹 শিশু সার্জারি → Pediatric Surgeon
শিশুদের জন্মগত বিকৃতি, পেটের সমস্যা বা সার্জারি পরিচালনা করেন।
🔹 হার্ট ও বক্ষ সার্জারি → Cardio Thoracic Surgeon
হার্টের ভাল্ব পরিবর্তন, বাইপাস সার্জারি ও ফুসফুসের জটিল সার্জারি করেন।
🔹 গ্যাস্ট্রো-লিভার সার্জারি → Gastro-liver Surgeon
লিভার ট্রান্সপ্লান্ট, গ্যাস্ট্রিক টিউমার বা লিভারের জটিল সার্জারি পরিচালনা করেন।
🔹 প্লাস্টিক সার্জারি → Plastic Surgeon
পোড়া দাগ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অঙ্গ, সৌন্দর্যবর্ধক সার্জারি করেন।
🔹 বক্ষ রোগ → Chest Specialist
হাঁপানি, যক্ষ্মা, কাশি, ফুসফুসের ইনফেকশন চিকিৎসা করেন।
🔹 যৌন রোগ → S*x Specialist
পুরুষ ও মহিলাদের যৌন স্বাস্থ্য, বন্ধ্যাত্ব ও সম্পর্কিত সমস্যা দেখেন।
🔹 খেলাধুলা জনিত রোগ → Sports Medicine Specialist
খেলাধুলায় আঘাত, পেশি টান, জয়েন্টের ক্ষতি ও পুনর্বাসন চিকিৎসা করেন।