24/03/2025
আজকে যেভাবে আমাদের দেশের ডাক্তাররা Tamim Iqbal ভাইয়ের জীবন বাঁচালো....সেটা Unbealivable!
আল্লাহ পরম করুনাময় ও দয়ালু।
আল্লাহ সহায় ছিলেন।
বুকের তীব্র ব্যথার কারনে ফিল্ডিং করা অবস্থায় অসুস্থ হয়ে পরেন তামিম। ঢাকায় নিয়ে আসার জন্যে হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়।কিন্তু তামিম বেশী অসুস্থবোধ করায় হেলিকপ্টারে উঠানো সম্ভব হয়নি।তামিম অজ্ঞান হয়ে নিথর হয়ে যান।মুখ দিয়ে ফেনা বেড়িয়ে আসছিল! পালস ছিল না।
তাকে CPR দেয়া শুরু হয়!
👉টানা ২২ মিনিট CPR. (বুকে জোরে বারবার চাপ দিয়ে হার্ট সচল করার মেডিকেল প্রক্রিয়া)
👉৩ বার ডিসি শক (হার্ট কাজ করা বন্ধ করে দিলে কারেন্টের শক দিয়ে হার্ট সচল মেডিকেল প্রক্রিয়া)
👉প্রায় আধা ঘন্টা পর সচল হয় তামিমের হার্ট!!
👉এরপর দ্রুত Stenting করা হয়।(হার্টের রক্তনালীতে যেখানে ব্লক আছে,সেখানে রিং বসিয়ে দেয়া,যাতে রক্ত চলাচল স্বাভাবিক হয়।
ধন্যবাদ জানাই বিকেএসপির চিকিৎসক সাবেক ইবনে সিনা মেডিকেল এর গর্বিত সদস্য ডা: সামির ভাইকে ,যিনি সবার আগে তামিম ইকবালকে চিকিৎসা দিয়েছেন, ধন্যবাদ জানাই ডা: ডালিম ভাইকে যিনি তামিমকে এম্বুল্যান্সে ক্রমাগত CPR দিয়েছেন। ধন্যবাদ জানাই সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা: মনিরুজ্জামান মারুফ স্যার ও তার টিম মেম্বারদের যারা অসাধারণ ইমারজেন্সি সেবা দিয়েছেন। তামিম ভাইকে আপাতত বিপদমুক্ত করেছেন।
Doctors are the real hero of a nation.
Salute🫡