Humans of ISMCH

Humans of ISMCH This page let you know about the hidden talents,dedication,sacrifices,excellence of awesome ISMCans and their untold stories to overcome all obstacles.

আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয়, ব্যাচ-০২ এর গর্ব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিশেষজ্ঞ Dr. Naser Faiaz ভাইয়া রাজধানীর ন্যাশ...
18/06/2025

আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয়, ব্যাচ-০২ এর গর্ব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিশেষজ্ঞ Dr. Naser Faiaz ভাইয়া রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের ICU বিভাগে জয়েন করেছেন।
ভাইয়ার জন্যে শুভ কামনা রইল।

অভিনন্দন Atique Shakil ♥️আমাদের একমাত্র ক্যাপ্টেন, বাংলাদেশ আর্মি 🔥ক্যাম্পাসের প্রতিটা ব্যাচ ভাই তর অর্জনে গর্বিত🤗
26/05/2025

অভিনন্দন Atique Shakil ♥️
আমাদের একমাত্র ক্যাপ্টেন, বাংলাদেশ আর্মি 🔥ক্যাম্পাসের প্রতিটা ব্যাচ ভাই তর অর্জনে গর্বিত🤗

সাদা এপ্রনে লাঠির আঘাত কেন?ইউনুসের সাহেবের সরকারকে অবশ্যই জবাব দিতে হবে?সুনামগঞ্জ মেডিকেল কলেজ ভাইবোনদের সাথে নেক্কারজনক...
20/04/2025

সাদা এপ্রনে লাঠির আঘাত কেন?
ইউনুসের সাহেবের সরকারকে অবশ্যই জবাব দিতে হবে?
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ভাইবোনদের সাথে নেক্কারজনক আচরণ করেছে সেনাবাহিনী।
তীব্র নিন্দা ও ধিক্কার জানাই

20/04/2025

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ২০২০-২১ শিক্ষাবর্ষের ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে এর পাঠদান কার্যক্রম শুরু করেছিল।
অথচ পাচ বছরে কলেজের হাসপাতাল কার্যকর হয়নি!
বেইজমেন্টসহ ৮তলা বিশিষ্ট একটি হাসপাতাল ভবন নির্মান করার কথা,কাজ হয়নি কিছুই🙄
হাসপাতাল নেই, রুগী নেই শিখবে কি মেডিকেল স্টুডেন্টরা! মাত্র ১০ দিন ওয়ার্ড করতে পেরেছে মেডিকেল স্টুডেন্টগন!! চিন্তা করা যায় এইসব😡

যৌক্তিক দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে
আজ সেনাবাহিনী লাঠিচার্জ করল😡😡
এটা কেমন অসভ্য আচরণ।
এমন আচরণ এর তীব্র নিন্দা জানাই।

আমাদের সাদা এপ্রনে সেনাবাহিনীর লাঠির আঘাত মেনে নেয়া হবে না। এই ঘটনা নেক্কারজনক।
ভিডিও দেখে সেনাবাহিনীর সদস্যদের আইডেন্টিফাই করে শাস্তি দেয়ার দাবী জানাচ্ছি।

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন বিদ্ধস্ত গাজার সামনে। সে আর কেউ না।আমাদের দেশের এক নাগরিক । মানে আমাদের বাংলাদেশের ডাক্তার। যে ...
07/04/2025

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন বিদ্ধস্ত গাজার সামনে। সে আর কেউ না।আমাদের দেশের এক নাগরিক । মানে আমাদের বাংলাদেশের ডাক্তার। যে মৃত্যু কে বাজি রেখে গত ১ মাস গাজাবাসী কে সম্পূর্ন ভলেন্টিয়ার হিসেবে চিকিৎসা দিয়ে গেছেন।
নিজেকে ওনার জায়গায় একবার চিন্তা করে দেখুন। আপনার আমার ঈমানের শক্তি আর তার ঈমানের শক্তির মধ্যে কতো সহস্র পার্থক্য।
এই বীর যোদ্ধার নাম ডা.মো. মইনুল হোসেন খান।
আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন।

(সোর্স: ডাঃসওগাত এহসান)

06/04/2025







We, all the Students of Ibn sina medical college (ISMC), stand united in solidarity with the people of Gaza, who are fac...
06/04/2025

We, all the Students of Ibn sina medical college (ISMC), stand united in solidarity with the people of Gaza, who are facing unimaginable suffering 😕

We will not rest while injustice prevails🔥







Eid mubarak 🌙♥️
31/03/2025

Eid mubarak 🌙♥️

বিকেএসপির মেডিকেল অফিসার, ইবনে সিনা মেডিকেল কলেজের সাবেক সদস্য ডা: সামির ভাইয়া গতকাল বিকেএসপিতে Tamim Iqbal বুকে ব্যথা অ...
25/03/2025

বিকেএসপির মেডিকেল অফিসার, ইবনে সিনা মেডিকেল কলেজের সাবেক সদস্য ডা: সামির ভাইয়া গতকাল বিকেএসপিতে Tamim Iqbal বুকে ব্যথা অনুভব করলে প্রথম চিকিৎসক হিসেবে তাকে চিকিৎসা সেবা দেন।পরে তামিম আরো অসুস্থ হয়ে গেলে মাঠ থেকে CCU নিয়ে যাওয়া অবধি চিকিৎসক টিমের সাথেই ছিলেন সামির ভাই ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছেন।

ডা: সামির ভাই আমাদের গর্ব।
শুভ কামনা রইল ভাইয়ার জন্যে।

(এডমিন পোস্ট)

২২ মিনিট সিপিআর! কে এই মহানায়ক? -ডা: মনিরুজ্জামানআমাদের দেশে চিকিৎসা সেক্টরে চিপাচাপায় রত্ন ♥️ লুকিয়ে আছে। আলহামদুলিল্লা...
24/03/2025

২২ মিনিট সিপিআর! কে এই মহানায়ক?
-ডা: মনিরুজ্জামান
আমাদের দেশে চিকিৎসা সেক্টরে চিপাচাপায় রত্ন ♥️ লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ।

জীবন মৃত্যুর মাঝামাঝি পেশেন্টকে আল্লাহ চাইলে ফিরিয়ে আনা একজন এনেস্থিসিয়া স্পেশালিষ্ট এর পক্ষেই সম্ভব।

ক্রিকেটার তামিম ইকবাল যেভাবে বেচে ফিরেছেন,
২২ মিনিট সিপি আর মোটামুটি অসম্ভব ব্যাপার।

KPZ হাসপাতালের এনাশথেশিওলজিস্ট ডা.মনিরুজ্জামান (MBBS,DA,FCPS) একটানা প্রায় ২২ মিনিট CPR দিয়ে ICU তে নিয়ে ventilator এ নিয়ে গিয়েছে!
পরে কার্ডিওলজিস্ট ডা: মারুফ স্যার সফলভাবে হার্টে রিং (PCI) বসাতে সক্ষম হয়েছিলেন।♥️

এনেশথেশিওলজিস্ট ডা. মনিরুজ্জামান এবং কার্ডিওলজিস্ট ডা: মারুফ স্যার ও তার টিম।আপনাদের স্যালুট 🫡🫡

আমাদের দেশের চিকিৎসকগন বিশ্বমানের😇♥️
তাদের সম্মান করুন। সুস্থ থাকুন।

আজকে যেভাবে আমাদের দেশের ডাক্তাররা Tamim Iqbal ভাইয়ের জীবন বাঁচালো....সেটা Unbealivable! আল্লাহ পরম করুনাময় ও দয়ালু। আল্...
24/03/2025

আজকে যেভাবে আমাদের দেশের ডাক্তাররা Tamim Iqbal ভাইয়ের জীবন বাঁচালো....সেটা Unbealivable!
আল্লাহ পরম করুনাময় ও দয়ালু।
আল্লাহ সহায় ছিলেন।

বুকের তীব্র ব্যথার কারনে ফিল্ডিং করা অবস্থায় অসুস্থ হয়ে পরেন তামিম। ঢাকায় নিয়ে আসার জন্যে হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়।কিন্তু তামিম বেশী অসুস্থবোধ করায় হেলিকপ্টারে উঠানো সম্ভব হয়নি।তামিম অজ্ঞান হয়ে নিথর হয়ে যান।মুখ দিয়ে ফেনা বেড়িয়ে আসছিল! পালস ছিল না।
তাকে CPR দেয়া শুরু হয়!

👉টানা ২২ মিনিট CPR. (বুকে জোরে বারবার চাপ দিয়ে হার্ট সচল করার মেডিকেল প্রক্রিয়া)
👉৩ বার ডিসি শক (হার্ট কাজ করা বন্ধ করে দিলে কারেন্টের শক দিয়ে হার্ট সচল মেডিকেল প্রক্রিয়া)
👉প্রায় আধা ঘন্টা পর সচল হয় তামিমের হার্ট!!
👉এরপর দ্রুত Stenting করা হয়।(হার্টের রক্তনালীতে যেখানে ব্লক আছে,সেখানে রিং বসিয়ে দেয়া,যাতে রক্ত চলাচল স্বাভাবিক হয়।

ধন্যবাদ জানাই বিকেএসপির চিকিৎসক সাবেক ইবনে সিনা মেডিকেল এর গর্বিত সদস্য ডা: সামির ভাইকে ,যিনি সবার আগে তামিম ইকবালকে চিকিৎসা দিয়েছেন, ধন্যবাদ জানাই ডা: ডালিম ভাইকে যিনি তামিমকে এম্বুল্যান্সে ক্রমাগত CPR দিয়েছেন। ধন্যবাদ জানাই সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা: মনিরুজ্জামান মারুফ স্যার ও তার টিম মেম্বারদের যারা অসাধারণ ইমারজেন্সি সেবা দিয়েছেন। তামিম ভাইকে আপাতত বিপদমুক্ত করেছেন।

Doctors are the real hero of a nation.
Salute🫡

congratulations to Dr. Mahbuba Haque Apu from ISMC-02 has passed the admission test of Diploma in Obstetrics and Gynaeco...
15/03/2025

congratulations to Dr. Mahbuba Haque Apu from ISMC-02 has passed the admission test of Diploma in Obstetrics and Gynaecology (Dhaka Medical College).

Alhamdulillah

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humans of ISMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category