Dr. Abu Taiyeb Md. Muhibbullah

Dr. Abu Taiyeb  Md. Muhibbullah সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত, তাই অসুস্থ ব্যাক্তিকে সুস্থ করার অবিরাম প্রচেষ্টায় একজন চিকিৎসক
(1)

শোক সংবাদ, শোক সংবাদ, দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সাবেক শিক্ষক বাবু কানাই লাল দাস ( কানাই স্যার)  অদ্য ১২/০৭/...
12/07/2025

শোক সংবাদ, শোক সংবাদ, দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সাবেক শিক্ষক বাবু কানাই লাল দাস ( কানাই স্যার) অদ্য ১২/০৭/২০২৫ ইং শনিবার তার নিজ বাড়িতে আনুমানিক ৫:০০ ঘটিকায় পরলোক গমন করেন।তিনি খুবই ভালো শিক্ষক এবং একজন ভালো মানুষ ছিলেন।স্যারের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

ইরানে অবস্থান করা বাংলাদেশী নাগরিক ও তাদেঁর আত্মীয়-স্বজনদের জ্ঞাতার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি
17/06/2025

ইরানে অবস্থান করা বাংলাদেশী নাগরিক ও তাদেঁর আত্মীয়-স্বজনদের জ্ঞাতার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি

13/06/2025

যদি আপনার স্তনে অনেক দিন ধরে ব্যথা অনুভব করেন, বিশেষ করে একান্ত মূহুর্তে — তাহলে কিছুতেই আপনার অবহেলা করা উচিত নয়। স্তনে ব্যাথার কিছু সম্ভাব্য কারণ ও করণীয় দিচ্ছি:

সম্ভাব্য কারণ:

হরমোন পরিবর্তন: মাসিকের আগে বা পরে স্তনে ব্যথা সাধারণত হয়ে থাকে।

স্তনে চর্বি বা ফাইব্রোসিস্টিক পরিবর্তন: স্তনে নরম/মাঝারি শক্ত সিস্ট বা গাঁট তৈরি হতে পারে।

সংক্রমণ (Mastitis): স্তনে ইনফেকশন হলে ব্যথা, লালচে ভাব বা ফোলা দেখা দিতে পারে।

আঘাত বা চাপ: কোন আঘাত বা ভুলভাবে চাপ দিলে দীর্ঘমেয়াদি ব্যথা থাকতে পারে।

ব্রা সাইজ বা ধরনের সমস্যা: ভুল সাইজের ব্রা ব্যবহারে ব্যথা হতে পারে।

টিউমার বা স্তন ক্যান্সার (অত্যন্ত কমন নয়, তবে সতর্কতা প্রয়োজন): দীর্ঘমেয়াদি ব্যথা বা গাঁট থাকলে পরীক্ষা জরুরি।

আপনার করণীয়:

✅ স্তনে কোন গাঁট বা অস্বাভাবিকতা আছে কি না অথবা চাকা অনুভব করেন কি না তা নিজ হাতে পরীক্ষা করুন।

✅ আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন দুই স্তনের মাঝে কোন পার্থক্য আছে কি না?

✅নিপল টেনে দেখুন কোন কিছু ডিসচার্জ বা ময়লা/পানি বের হয় কি না?

✅ মাসিকের সময় বা পরে ব্যথা বাড়ে কি না খেয়াল করুন।

✅ সাধারণ ব্রা পরিবর্তন করে সাপোর্টিভ ব্রা ব্যবহার করুন।

✅ ব্যথা যদি বেশি হয় তাহলে গরম পানির শেঁক ও ব্যাথা উপশমের জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে।

✅আপনি আল্ট্রাসনোগ্রাফি অব ব্রেস্ট অথবা মেমোগ্রাফি করবেন এবং ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করবেন।

ঈদ মুবারাক! তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম৷আল্লাহ আমাদের সকলের কোরবানি, দোয়া ও আমল কবুল করুন৷ আমিন
06/06/2025

ঈদ মুবারাক!
তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম৷
আল্লাহ আমাদের সকলের কোরবানি, দোয়া ও আমল কবুল করুন৷ আমিন

🦠 আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB! নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।নতুন রূপ -- XB...
05/06/2025

🦠 আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB!

নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।
নতুন রূপ -- XBB -আগের মতো নয়।
এই ভাইরাসে সাধারণভাবে জ্বর বা কাশি হয় না,
তবে শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ।

রোগীরা মাথাব্যথা, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, পিঠে অস্বস্তি--এসব উপসর্গ নিয়ে আসেন।

অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় RT PCR রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু বুকের এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া।

XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং
সরাসরি ফুসফুসে আঘাত করে--তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি।

🔍 লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে:
• মাথা ব্যথা
• গলা ও জয়েন্টে ব্যথা
• পিঠে চাপ
• ক্ষুধা হ্রাস
• ক্লান্তি
• এক্স-রেতে নিউমোনিয়া

শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র।

⚠️ এই রূপ আরও ছলনাময়, আরও নীরব।
তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

✅ করণীয়:
• মাস্ক ব্যবহার করা
• জনসমাগম এড়িয়ে চলা
• ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা
• নিয়মিত হাত ধোয়া
• উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা HRCT করানো

📢 ব্যক্তিগত অনুরোধ:
এই বার্তাটি ছড়িয়ে দিন।
পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব -- সবার সঙ্গে শেয়ার করুন।

সতর্ক থাকলে সুরক্ষা সম্ভব।

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী।
সংগৃহীত

04/06/2025

মুখ থেকে দুর্গন্ধ আসার কারন কি & দুর্গন্ধ কিভাবে দূর করবেন How to remove bad smells from mouth

বাংলাদেশের নতুন ডিজাইন সম্বলিত টাকা
26/05/2025

বাংলাদেশের নতুন ডিজাইন সম্বলিত টাকা

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস ...
20/05/2025

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

#সংগৃহীত

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ উপলক্ষে সকলকে সচেতন থাকার আহ্বান জানাই। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, যা সময়মতো নির্ণয় ও নিয়...
17/05/2025

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ উপলক্ষে সকলকে সচেতন থাকার আহ্বান জানাই। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, যা সময়মতো নির্ণয় ও নিয়ন্ত্রণ না করলে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করুন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

#বিশ্বউচ্চরক্তচাপদিবস #সচেতনতা

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপন, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা
16/05/2025

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপন, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা

মা আমার অস্তিত্ব, মা আমারঅহংকার, মা আমার গর্ব।আমার মা & আমার সন্তানের মা উভয়কেই জানাই মা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা ও কৃত...
11/05/2025

মা আমার অস্তিত্ব, মা আমার
অহংকার, মা আমার গর্ব।
আমার মা & আমার সন্তানের মা উভয়কেই জানাই মা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা । তাছাড়া
পৃথিবীর সকল মা'দের জন্যে রইল
অবিরাম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান।
Mother's Day is observed the
second Sunday in May

আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব।পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে ১৪ জুন ...
06/05/2025

আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব।পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে ১৪ জুন অর্থাৎ টানা ১০ দিন ছুটি থাকবে।
তবে ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Taiyeb Md. Muhibbullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Abu Taiyeb Md. Muhibbullah:

Share