Dr. Abu Taiyeb Md. Muhibbullah

Dr. Abu Taiyeb  Md. Muhibbullah সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত, তাই অসুস্থ ব্যাক্তিকে সুস্থ করার অবিরাম প্রচেষ্টায় একজন চিকিৎসক
(1)

👉 পুরুষ হলেও প্রেগনেন্সি টেস্ট যখন Positive হতে পারে - ✔️ প্রেগনেন্সি টেস্ট কিট মূলত hCG (human chorionic gonadotropin) ...
22/11/2025

👉 পুরুষ হলেও প্রেগনেন্সি টেস্ট যখন Positive হতে পারে -
✔️ প্রেগনেন্সি টেস্ট কিট মূলত hCG (human chorionic gonadotropin) নামের Hormone detect করে result show করে।
এই hormone সাধারণত গর্ভবতী নারীর placenta থেকে তৈরি হয়।

✔️ তবে Placenta ছাড়াও কিছু Testicular germ cell tumor (যেমন: choriocarcinoma, embryonal carcinoma বা, mixed germ cell tumor) থেকেও এই hCG hormone তৈরি হতে পারে।

👉 ফলে এসব ক্ষেত্রে পুরুষের প্রস্রাবে hCG Hormone উপস্থিত থাকায় প্রেগনেন্সি টেস্ট কিটে result "Positive" দেখাতে পারে।

আলহামদুলিল্লাহ অবশেষে বহুল প্রতীক্ষিত জয়ের দেখা ❤️আশা করি সামনের দিনগুলোতে এই জয়ের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।  #বা...
18/11/2025

আলহামদুলিল্লাহ
অবশেষে বহুল প্রতীক্ষিত জয়ের দেখা ❤️
আশা করি সামনের দিনগুলোতে এই জয়ের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
#বাংলাদেশ_ফুটবল❤️

কিভাবে স্ট্রেস বা মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখবেন
16/11/2025

কিভাবে স্ট্রেস বা মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখবেন

শিশুদের ওজন বৃদ্ধিতে যে খাবার গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
16/11/2025

শিশুদের ওজন বৃদ্ধিতে যে খাবার গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

শিশুদের কতবার পায়খানা করা নরমাল?
16/11/2025

শিশুদের কতবার পায়খানা করা নরমাল?

হ্যান্ড ফুট এন্ড মাউথ ভাইরাস রোগের বিস্তারিত বর্ণনাHand-Foot & Mouth Disease এর চিকিৎসা ও করণীয়
15/11/2025

হ্যান্ড ফুট এন্ড মাউথ ভাইরাস রোগের বিস্তারিত বর্ণনা
Hand-Foot & Mouth Disease এর চিকিৎসা ও করণীয়

প্রতিদিন এক গ্লাস দুধ পানের উপকারিতা
15/11/2025

প্রতিদিন এক গ্লাস দুধ পানের উপকারিতা

প্রতিকূল পরিবেশ থেকে নিজের ফুসফুুস বা শ্বাসতন্ত্রকে কিভাবে রক্ষা করবে
14/11/2025

প্রতিকূল পরিবেশ থেকে নিজের ফুসফুুস বা শ্বাসতন্ত্রকে কিভাবে রক্ষা করবে

দেরিতে জুমার নামাজ আদায় করতে মসজিদে গেলে এভাবেই চিৎ হইয়া, কাৎ হইয়া সিজদাহ্ দিতে হবে।
14/11/2025

দেরিতে জুমার নামাজ আদায় করতে মসজিদে গেলে এভাবেই চিৎ হইয়া, কাৎ হইয়া সিজদাহ্ দিতে হবে।

চোখ উঠলে বা চোখ লাল হয়ে গেলে করণীয় সমূহ
14/11/2025

চোখ উঠলে বা চোখ লাল হয়ে গেলে করণীয় সমূহ

বাচ্চাদের কৃমির সমস্যার ঘরোয়া সমাধান
13/11/2025

বাচ্চাদের কৃমির সমস্যার ঘরোয়া সমাধান

🧪 CBC টেস্ট কি?CBC (Complete Blood Count) হলো একটি রক্ত পরীক্ষা, যা রক্তের তিনটি প্রধান অংশের পরিমাণ ও মান নির্ধারণ করে ...
13/11/2025

🧪 CBC টেস্ট কি?

CBC (Complete Blood Count) হলো একটি রক্ত পরীক্ষা, যা রক্তের তিনটি প্রধান অংশের পরিমাণ ও মান নির্ধারণ করে —
১. RBC (Red Blood Cell) – অক্সিজেন বহন করে।
২. WBC (White Blood Cell) – সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়ে।
৩. Platelets – রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

এই টেস্টের মাধ্যমে শরীরে রক্তের ঘাটতি, সংক্রমণ, অ্যালার্জি, বা অন্যান্য রক্তজনিত রোগের প্রাথমিক ধারণা পাওয়া যায়।

🩸 CBC টেস্ট কেন করা হয়?

CBC টেস্ট সাধারণত নিচের কারণগুলোতে করা হয় —

• জ্বর বা ইনফেকশন এর কারণ বোঝার জন্য
• অ্যানিমিয়া (রক্তস্বল্পতা) আছে কিনা তা জানতে
• শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা যাচাই করতে
• Bleeding tendency বা প্লেটলেট সমস্যা আছে কিনা জানতে
• ক্রনিক রোগ বা ওষুধের প্রভাব বুঝতে
• Pre-operative check-up হিসেবে অপারেশনের আগে।

📋 CBC টেস্টের Indication (কখন করা প্রয়োজন)

CBC টেস্ট করার নির্দেশ বা indication সমূহ —

অবস্থা কারণ

• দীর্ঘদিন জ্বর , ইনফেকশন বা ইনফ্ল্যামেশন আছে কিনা দেখতে
• ফ্যাকাশে চেহারা / দুর্বলতা অ্যানিমিয়া বা আয়রনের ঘাটতি রয়েছে কিনা দেখার জন্য
• পুনঃপুন ইনফেকশন WBC অস্বাভাবিক কিনা দেখতে
• অকারণে রক্তপাত / নাক দিয়ে রক্ত পড়া বা Platelet কম আছে কিনা তা জানতে
• শারীরিক বৃদ্ধি ধীরগতিতে রক্তস্বল্পতা বা ক্রনিক ডিজিজ
• জন্ডিস বা লিভার সমস্যা RBC breakdown হচ্ছে কিনা দেখতে।

💉 CBC টেস্ট কিভাবে করা হয়?

১.হাতের vein থেকে সামান্য রক্ত নেওয়া হয় (সাধারণত ২–৩ ml)।
২. রক্ত EDTA টিউবে সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।
৩. Automated hematology analyzer দিয়ে রক্তের বিভিন্ন উপাদান মাপা হয়।
৪. টেস্টের ফল সাধারণত এক ঘণ্টার মধ্যে পাওয়া যায়।

📊 CBC টেস্টের গুরুত্বপূর্ণ Parameter ও Interpretation

Parameter Normal Range মানে কি বোঝায় অস্বাভাবিক মানের ইঙ্গিত

• Hemoglobin (Hb) : 11–14 g/dL রক্তে অক্সিজেন বহনকারী প্রোটিন কমে গেলে অ্যানিমিয়া
• RBC Count : 4.0–5.5 million/µL লোহিত কণিকার সংখ্যা কমে গেলে অ্যানিমিয়া
• Hematocrit (PCV) : 33–40% রক্তে RBC এর মোট ভলিউম কমে গেলে রক্তস্বল্পতা
• MCV / MCH / MCHC : বিভিন্ন সূচক RBC আকার ও হিমোগ্লোবিন কনটেন্ট বোঝায় Microcytic বা Macrocytic anemia
• WBC Count : 4,000–12,000 /µL সংক্রমণ প্রতিরোধকারী কণিকা বেশি হলে ইনফেকশন, কমে গেলে ভাইরাল ইনফেকশন বা bone marrow সমস্যা
• Differential Count (Neutrophil, Lymphocyte, Eosinophil, Monocyte, Basophil) — কোন ধরণের সাদা কণিকা বেশি বা কম তা জানায় Neutrophilia → ব্যাকটেরিয়াল ইনফেকশন।Lymphocytosis → ভাইরাল ইনফেকশন
Eosinophilia → অ্যালার্জি বা পরজীবী সংক্রমণ
• Platelet Count : 150,000–450,000 /µL রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে কমে গেলে bleeding tendency.

🌟 CBC টেস্টের সুবিধা

•রোগ দ্রুত শনাক্ত করতে সাহায্য করে
• সহজ, দ্রুত ও কম খরচের টেস্ট
• রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়ক
• রোগের অগ্রগতি বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণে কার্যকর।

⚠️ CBC টেস্টের অসুবিধা

• সুঁচ ফোবিয়া বা রক্ত নেওয়ার সময় ভয় করতে পারে
• অল্প ব্যথা বা অস্বস্তি হতে পারে
• যদি নমুনা সঠিকভাবে সংগ্রহ না হয় তাহলে কিছু ক্ষেত্রে ভুল রিপোর্ট আসতে পারে

🚨 CBC টেস্টের Complications (খুবই বিরল)

• রক্ত নেওয়ার জায়গায় ফোলা বা কালচে দাগ
• সামান্য ব্যথা বা লালচে ভাব
• খুব কম ক্ষেত্রে সংক্রমণ হতে পারে

🩺 উপসংহার

CBC টেস্ট হলো সামগ্রিক স্বাস্থ্যের একটি মৌলিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা।
এটি রক্তস্বল্পতা, ইনফেকশন, অ্যালার্জি, বা অন্য অনেক রক্তজনিত সমস্যার প্রাথমিক ধারণা দেয়।
নিয়মিত চেকআপে বা অসুস্থ অবস্থায় এই টেস্টের রিপোর্ট চিকিৎসককে শিশুর জন্য সঠিক ও নিরাপদ চিকিৎসা পরিকল্পনা করতে সহায়তা করে।

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী।

Address

Fulbaria
1206

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abu Taiyeb Md. Muhibbullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Abu Taiyeb Md. Muhibbullah:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram