Kkb krishna

Kkb krishna পোস্টগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট ?

Kingdom: AnimaliaPhylum: ChordataClass: ReptiliaOrder: SquamataSuborder: SerpentesFamily: ViperidaeSubfamily: Crotalinae...
07/07/2022

Kingdom: Animalia

Phylum: Chordata

Class: Reptilia

Order: Squamata

Suborder: Serpentes

Family: Viperidae

Subfamily: Crotalinae

Genus: Lachesis

🐍প্রতিশব্দ:-
সুরুকুকু , ডেডলি বুশ মাস্টার , লাঞ্চ হেডেড ভাইপার।

🐍উৎস :-
মধ্য ও দক্ষিণ আমেরিকার এক প্রকার বিষধর ল্যাকেসিস সর্পের বিষ হইতে ইহা পাওয়া যায় ।

🐍বর্ণনা :-
এই সর্পসমূহ লম্বায় ৭ফুট , চামড়া লাল বাদামী রং এর , পিঠের উপর দিয়া বড় বড় কালো বাদামী রঙের দাগ আছে । ইহার বিষ থুথুর মত প্রতীয়মান হয় । জীবন্ত সাপকে আঘাত করিয়া বিহ্বল করার পর বিষ সংগ্রহ করা হয় ।

🐍প্রস্তুত প্রণালী :-
ল্যাকেসিস নামক বিষধর সর্পের বিষ থলের বিপরীত দিকে বিষ দাঁতকে চাপ দিয়া সুগার অব মিল্কের উপর বিষ সংগ্রহ করা হয় । সুগার অব মিল্কের সহিত ইহার বিচুর্ণ কিংবা গ্লিসারিনে দ্রবীভূত করিয়া টিংচার প্রস্তুত হয় । হোমিও ফার্মাকোপিয়ার নিয়মানুসারে বিভিন্ন শক্তির ঔষধ প্রস্তুত হয় ।

🐍আবিষ্কার করেণ :-
১৮২৮ খৃষ্টাব্দের ২৮শে জুলাই ডাঃ হেরিং ইহা আবিষ্কার করেন ।

ভেজাল  মেহেদী চিনবেন  কী করে?মেহেদীর রঞ্জকঃ মেহেদী পাতায় কমলা রং এর এক ধরণের রঞ্জক পদার্থ থাকে যাকে লসোন(Lawsone/Hennota...
02/05/2022

ভেজাল মেহেদী চিনবেন কী করে?

মেহেদীর রঞ্জকঃ মেহেদী পাতায় কমলা রং এর এক ধরণের রঞ্জক পদার্থ থাকে যাকে লসোন(Lawsone/Hennotannic acid) বলে।
একমাত্র ল্যাব টেষ্টেই নিশ্চিতভাবে বলা সম্ভব মেহেদীতে কোন কোন কেমিক্যাল মেশানো হয়েছে। আসল মেহেদী চেনার উপায়ও আছে।

১। খাঁটি মেহেদী কখনোই কালো রং এর হয়না।সকল কালো মেহেদীই ভেজাল বা কেমিক্যাল মিশ্রিত।

২। প্রাকৃতিক মেহেদী কখনোই ৫মিনিটে গাঢ় টুকটুকে রং দেয়না।মেহেদীর রং হাতে ঢুকতে কয়েকঘন্টা সময় লাগে এবং পরবর্তী ২৪-৪৮ঘন্টায় তা অক্সিডাইজড(বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে) হয়ে গাঢ় রং হয়।

৩। মেহেদীর রসের স্বাভাবিক রং ন্যাচারাল কমলা।মেহেদী হাত দিয়ে ধরা মাত্রই যদি হাত লাল বা খয়েরী লাল হয়ে যায় না।

মেহেদীতে কী কী ভেজাল মেশানো হয়ঃ--

১। কার্বোলিক এসিডঃ এটা ফেনল বা সাপ তাড়ানোর ঔষধ হিসাবে বেশী পরিচিত। এটা ত্বকের কোষগুলোকে মেরে ফেলে এবং এর প্রতিরোধক ক্ষমতাকে ধ্বংস করে;ফলে মেহেদীর রং সহজেই ত্বকে প্রবেশ করে ও দ্রুত রং দেয়।

২। পিপিডিঃ Para-Phenylene-Diamine এটা কালির রং।সকল কালো রং এর মেহেদীতে পিপিডি আছে। ন্যাচারাল মেহেদী কখনোই কালো রং এর হয়না। পিপিডি মারাত্মক অ্যালার্জি তৈরী করতে পারে।

৩।রেড অক্সাইডঃএটা ফার্নিচারের রং করার কাজে ব্যবহৃত লালচে খয়েরী রং এর পাউডার।

৪।ক্ষতিকর দ্রাবকঃ কেরোসিন,গ্যাসোলিন,তার্পিন তেল,কর্পুর... ইত্যাদি। এসব দ্রাবক মেহেদীর রঞ্জক লসোনের ঘনত্ব বাড়ায়,ফলে মেহেদীর রং গাঢ় হয়।

৫।কেমিক্যাল ডাইঃ মেহেদীর রং গাঢ় ও দ্রুত করার জন্য কাল,লাল বা খয়েরী লাল রং এর ডাই ব্যবহার করা হচ্ছে।

এসব কেমিক্যালের ক্ষতিকর দিকগুলো কী কী?-

১।ত্বকের অ্যালার্জিঃ-এই ক্ষতিটা সবচেয়ে বেশী দেখা যায়।এতে ত্বক চুলকায়,লাল হয়,ফুলে উঠে,চামড়া উঠে যায় বা ফোস্কা পড়ে(contact dermatitis)। পরবর্তীতে ত্বকে কালো দাগ(post inflammatory hyperpigmentation) ও scarring হতে পারে।অনেক সময় তাৎক্ষণিক কোন সমস্যা না হলেও ১-৬ সপ্তাহ পরও সমস্যা হতে পারে(delayed hypersensitivity reaction)।এমনকি প্রথমবার লাগিয়ে কিছু না হলেও দ্বিতীয়বার লাগানোর পরে প্রতিক্রিয়া দেখা দিতে পারে (sensitization)।

২। ত্বক পুড়ে যাওয়াঃ-ফেনল ত্বক পুড়িয়ে দিতে পারে।কম ঘনত্বের ফেনল ত্বক না পুড়ালেও ত্বকের কোষকে মেরে ফেলতে পারে।

৩। ফেনল,কেরোসিন,তারপিন,পিপিডি ইত্যাদি ত্বক থেকে দ্রুত শোষিত হয়ে সারাদেহে ছড়িয়ে পড়ে। বিশেষতঃ কিডনী ও লিভারের জন্য এরা মারাত্মক ক্ষতিকর।

৪। কর্পুরের ঘ্রাণ তাৎক্ষণিকভাবে শ্বাসতন্ত্রের ক্ষতি করে। বমিও হতে পারে।

৫। টেক্সটাইল ডাই ক্যান্সারসহ নানারকম অসুখ তৈরী করে বলে খাদ্য ও প্রসাধনীতে এর ব্যবহার নিষিদ্ধ।

৬। মৃত্যুঃ Anaphylactic reaction বা তীব্র মাত্রার অ্যালার্জি হয়ে তাৎক্ষণিকভাবে মানুষ মারা য়েতে পারে।পিপিডির কারণে এভাবে রোগী মারা যাওয়ার ইতিহাস রয়েছে।

হাতে মেহেদী লাগানো একটা শৈল্পিকচর্চ্চা। ধৈর্য্য ধারণ ও নির্ভেজাল হওয়া শিল্পচর্চ্চার পূর্ব শর্ত।আসুন আমরা তাজা মেহেদী হাতে লাগাই আর কেমিক্যালযুক্ত মেহেদী বর্জন করি।

কর্মই জীবন 🙏
01/04/2022

কর্মই জীবন 🙏

25/03/2022

মানুষের পাচনতন্ত্র খাদ্যনালী এবং পাকস্থলী।
Human digestive system oesophagus and stomach

08/03/2022

Scaling and root planing

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Kkb krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kkb krishna:

Share