জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা

জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা, Astrologist & Psychic, Fulbaria.

🕋 কুরআন ও সুন্নাহর আলোকে রুহানী সমাধান
জীন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, বিবাহ বন্ধ থাকা, স্বামী-স্ত্রীর অমিল, অবৈধ সম্পর্ক, বিচ্ছেদ, প্যারালাইসিসসহ সব ধরনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সমস্যার কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক নিরাপদ চিকিৎসা। 🕋 কুরআন ও সুন্নাহর আলোকে রুহানী সমাধান
জীন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, বিবাহ বন্ধ থাকা, স্বামী-স্ত্রীর অমিল, অবৈধ সম্পর্ক, বিচ্ছেদ, প্যারালাইসিসসহ সব ধরনের

মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সমস্যার কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক নিরাপদ চিকিৎসা।

📖 আমরা আল্লাহর কালামের মাধ্যমে রুহানী শিফা দিয়ে থাকি—যেখানে আছে হিদায়াত, সুরক্ষা ও প্রশান্তি।

🕌 রুহানী চিকিৎসা | কুরআনী শিফা | জীন ও জাদুর প্রতিকার | হালাল চিকিৎসা পদ্ধতি

13/07/2025

💥🤲কুরআনী, রুকাইয়ার মাধ্যমে, এই ভাইয়ের শরীর থেকে, জাদু গুলো কেটে দিলাম, তাই যদি কেউ জিন জাদুতে আক্রান্ত হন এবং কুরআনী চিকিৎসা নিতে আগ্রহী হন, তাহলে নিম্নের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন💞,01617250893💚

23/06/2025

📢 ভর্তি চলছে!
🕌 রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সে এখনই ভর্তি হোন!
📚 একজন দক্ষ আমেল ও মোদাব্বির হয়ে উঠার সুবর্ণ সুযোগ!
🎯 আসন সীমিত! দেরি না করে আজই যুক্ত হোন ইনশাআল্লাহ!

🗓️ ভর্তি কার্যক্রম: ২০ জুন – ১০ জুলাই ২০২৫
🎓 কোর্স শুরু: ১০ জুলাই ২০২৫
🕘 ক্লাস সময়: প্রতিদিন রাত ৯টা – ১০টা (Zoom অ্যাপে)
📚 মোট ক্লাস: ২০টি
👨‍🏫 কোর্স পরিচালনায়:
🔸 মাওলানা ঈসা আহমাদ আল ফরিদী (রাক্কী)



💰 ভর্তি ফি: ২০০০ টাকা
📲 বিকাশ/নগদ নম্বর: 01725684719
💳 ফি পাঠিয়ে লেনদেনের শেষ ৪ ডিজিটটি জানাতে হবে



📝 ভর্তি পদ্ধতি:
ভর্তি-ইচ্ছুক ব্যক্তিকে নিচের তথ্য হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে 👉 01617250893:
• নাম
• পিতার নাম
• গ্রাম
• থানা
• জেলা



🎯 কোর্সে যা যা শেখানো হবে:

1️⃣ এক সপ্তাহ, এক মাস ও এক বছরের হিসার আমল
2️⃣ একজন মোদাব্বিরের সকাল-সন্ধ্যার আমল
3️⃣ রোগ পরীক্ষা বা হাজিরা দেখার নিয়ম
4️⃣ রোগীর শরীরে জিন হাজির করার পদ্ধতি
5️⃣ জিনের সঙ্গে কথা বলা ও তার পরিবারকে হাজির করা
6️⃣ জিনকে শরীর থেকে বের করা, বোতলবন্দি ও হত্যা করার আমল
7️⃣ জিনকে বশ, বন্ধু ও সহায়ক বানানোর পদ্ধতি
8️⃣ আমেল হওয়ার মূলনীতি ও পদ্ধতি
9️⃣ বাতেনী চোখ খোলার উপায়
🔟 আয়াতে জাকাত (হক আদায়) কিভাবে করবেন

🔹 জাদুর প্রকারভেদ ও প্রতিকার
🔹 দাম্পত্য সমস্যা ও সন্তান-সংক্রান্ত তদবীর
🔹 শিশুদের ওপর জিনের প্রভাব দূর করার পদ্ধতি
🔹 ভিডিও কলে দূরবর্তী রোগীর চিকিৎসা
🔹 শত্রু দমন, ভয় দূর ও বাড়ি বন্ধের তদবীর
🔹 বাস্তব অভিজ্ঞতা ও চোখে জিন হাজির করার কৌশল
🔹 তুলা রাশির মাধ্যমে চিকিৎসা
🔹 বিদেশে অবস্থানরত রোগীর করণীয়
🔹 মোবাইল/ভিডিও কলে রুকইয়ার নিয়ম
🔹 অবৈধ সম্পর্ক ছিন্ন ও স্বামী-স্ত্রীর মিল-মহব্বতের তদবীর
🔹 পাওনা টাকা আদায়, ব্যবসা উন্নতি, দোকান রক্ষার রুকইয়া
🔹 চালান জিনের জন্য বিশেষ রুকইয়া
🔹 চিকিৎসায় ব্যর্থ রোগীর জন্য করণীয়
🔹 একজন দক্ষ ও প্রফেশনাল রাকী হওয়ার পথ



🎁 বিশেষ সুবিধাসমূহ:
✅ আজীবন পরামর্শ সেবা (লাইফটাইম গাইডেন্স)
✅ বাস্তব অভিজ্ঞতা সরাসরি শেখানো হবে
✅ অভিজ্ঞ মোদারির তত্ত্বাবধানে হাতে-কলমে প্রশিক্ষণ



📞 যোগাযোগ করুন এখনই!
📱 হোয়াটসঅ্যাপ ও ইমো: 01617250893
💬 আলোচনা করবেন: মাওলানা ঈসা আহমাদ আল ফরিদী



🌟 আর দেরি নয়! আজই ভর্তি হোন — হয়ে উঠুন একজন দক্ষ আমেল ও মোদাব্বির!
🤲 ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে উপকৃত হবেন দুনিয়া ও আখিরাতে।

ভয়ঙ্কর বাস্তবতা: তিন বছরের এক কালো জাদুর জ্বলন্ত কাহিনি(একটি হৃদয়বিদারক সত্য ঘটনা অবলম্বনে)আমরা অনেকে কালো জাদুর কথা শ...
23/06/2025

ভয়ঙ্কর বাস্তবতা: তিন বছরের এক কালো জাদুর জ্বলন্ত কাহিনি
(একটি হৃদয়বিদারক সত্য ঘটনা অবলম্বনে)

আমরা অনেকে কালো জাদুর কথা শুনলে হেসে উড়িয়ে দিই। মনে করি এগুলো কুসংস্কার, বা অতিরঞ্জিত গল্প। কিন্তু বাস্তবতা যখন সামনে আসে, তখন মুখ বন্ধ হয়ে যায়, চোখ থমকে যায় আর অন্তর কেঁপে ওঠে। আজকের এই লেখাটি এমন একজন বোনের বাস্তব অভিজ্ঞতা, যিনি গত ২০২২ সাল থেকে আজ পর্যন্ত কালো জাদুর ভয়াল ছোবলে আক্রান্ত। তিনি নিজের কষ্টের কথা একটি কমেন্টে লিখেছিলেন, যা আমরা কিছু ভাষাগত সংশোধন করে হুবহু তুলে ধরছি। এই বোনের কথা শুনে, আপনি যদি এখনও কালো জাদুকে অবহেলা করে থাকেন, তাহলে এবার আপনি হয়তো একটু থামবেন... ভাববেন... আর সতর্ক হবেন।

> **"এই ভয়ংকর পরিস্থিতি আমি ২০২২ সাল থেকে আজ পর্যন্ত ভোগ করছি। কতটা যন্ত্রণা সেটা আমি খুব ভালো করে জানি! কতবার যে শয্যাশায়ী হয়ে পড়েছি—একটু উঠেও বসতে পারতাম না, নামাজ-কালামের ধারে কাছেও যেতে পারিনি। জায়নামাজে দাঁড়ালে পুরো শরীর জ্বলে-পুড়ে ছারখার হয়ে যেত, দাঁড়িয়ে থাকতে পারতাম না। প্রায় তিন বছর হয়ে গেছে—আমি কুরআন তিলাওয়াত করতে পারছি না, খাওয়া-দাওয়াও প্রায় ভুলে গেছি।

আমার পড়ার টেবিলের সোজা নিচে, মাটির অর্ধহাত নিচে গাঁথা ছিল লোহার পেরেক। যেখানে আমি ঘুমাতাম, সেই খাটের নিচে মাটির অর্ধহাত নিচে পাওয়া গেছে মানুষের হাড়, পশুর চুল, কাফনের কাপড়, লোহার টুকরো, কিছু কাগজ আর গাছের উপাদান।

কাফনের কাপড়টা একেবারে পচে গিয়েছিল—অবস্থা এত ভয়ানক ছিল যে, যে এটা করেছে সে যে কী রকম হিংস্র মনমানসিকতার, তা ভাবলেই গা শিউরে ওঠে!

তবুও আমার রব আমায় বাঁচিয়ে রেখেছেন, এটা দেখে আমি অভিভূত!

এই ভয়ানক পরিস্থিতি কতটা গুরুতর, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন জানেন।

অনেকেই অনলাইনে এসব শুনলে বিশ্বাস করতে চান না, কিন্তু যদি বাস্তবে আমাকে দেখতেন, আপনি নিজেই থমকে যেতেন।

কালো যাদু কতটা ভয়ানক হতে পারে, সেটা আমি দিনের পর দিন বুঝে চলেছি।

অনেকে হয়তো এসব বিশ্বাস করেন না, বলেন – 'এগুলো আবার কী!'
কিন্তু আমি স্পষ্টভাবে বলি—কালো জাদু ১০০% সত্য।

আপনারা কি জানেন না—বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কেও কালো জাদু করা হয়েছিল!?"**

এই বোনের কথাগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে একেকটি যন্ত্রণার শব্দ। একেকটি বাক্য যেন আগুনে পোড়া স্নায়ুর মতো কাঁপিয়ে তোলে মনকে।

এটা কেবল একটি ঘটনা না—এটা হাজারো মানুষের নীরব কান্নার প্রতিধ্বনি, যারা আজো এই ভয়ঙ্কর যাদুর থাবায় জর্জরিত হয়ে জীবন কাটাচ্ছেন অথচ সমাজ, পরিবার, এমনকি চিকিৎসকেরাও তা বুঝতে চায় না।

বিশ্বনবী ﷺ নিজেও এই যাদুর অভিজ্ঞতা লাভ করেছিলেন, এবং সুরা ফালাক ও সুরা নাস এর মাধ্যমে আল্লাহ তাঁকে আরোগ্য দান করেন। কালো যাদু বাস্তব—এটা নিছক কোনো 'লোককথা' নয়। এটা এমন এক অদৃশ্য অস্ত্র, যার প্রভাব শরীর, মন, জীবন সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারে।

তাই এখন সময়, আমাদের চোখ খুলে দেওয়ার।
যাদুকে অবহেলা নয়, বরং কুরআন ও হাদীসের আলোকে তার সঠিক চিকিৎসা ও প্রতিরোধ করা।

🔰 সতর্কতা ও করণীয়:
✅ প্রতিদিন সুরা বাকারাহ তেলাওয়াত করুন বা শুনে রাখুন
✅ সকাল সন্ধ্যার যিকির ও মুয়াওয়াযাতাইন (ফালাক ও নাস) পাঠ করুন
✅ রুকইয়াহ শোনার মাধ্যমে নিজের উপর প্রভাব শনাক্ত ও প্রতিকার করুন
✅ সন্দেহজনক বস্তু বাড়ির কোথাও পেলে সাথে সাথে তা শরীয়ত অনুযায়ী ধ্বংস করুন
✅ অভিজ্ঞ রাকির সাহায্য নিন—যিনি কুরআন-হাদীসভিত্তিক চিকিৎসা করেন।

আল্লাহ যেন এই বোনকে ও পৃথিবীর সকল যাদু আক্রান্ত ভাই-বোনকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।
আর আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত.করুন
©

😢🌲কয়েকদিন আগে একজন কল দিলেন। কল দিয়ে বললেন- হুজুর আমি মেডিকেল স্টুডেন্ট। এবছর আমার পড়া শেষ হবে। আমাকে একটু সাহায্য কর...
18/06/2025

😢🌲কয়েকদিন আগে একজন কল দিলেন। কল দিয়ে বললেন- হুজুর আমি মেডিকেল স্টুডেন্ট। এবছর আমার পড়া শেষ হবে। আমাকে একটু সাহায্য করুন। জাদু আক্রান্ত হয়ে হয়ে অভিনেত্রী মৃত্যুর পোস্ট টা দেখে কল দিলাম। আমিও মারাত্মক অসুস্থ। মেডিকেল অনেক চিকিৎসা করেছি। কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে না। এবং সুস্থও হচ্ছি না। দিন দিন সমস্যা বেড়েই চলছে। আমার বাবা-মা আমাকে মেরে ফেলার জাদু করেছে। কারণ তাদের ইচ্ছা ছিল আমি বিয়ে না করে সারাজীবন দেখা শোনা করবো। কামাই রোজগার করে তাদেরকে দিবো। কিন্তু আমার তো বিয়ের বয়স চলে যাচ্ছে, তো আমার বিয়ের কথা তাদেরকে বললাম, তারা রাজি না। এক পর্যায়ে আমি নিজেই বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। তাই আমাকে মেরে ফেলার জাদু করেছে। আমাকে একটু সাহায্য করুন প্লিজ। 😭😭😭
🌲Raqqi.mawlana,esa,ahmad💥
💓01617250893🔥

প্রশ্নঃ🔥আশিক (দুষ্টু বদ)জ্বীনে আক্রান্ত ব্যক্তির কি কি সমস্যা হতে পারে...? উত্তরঃ- আশিক জ্বীনে আক্রান্ত ব্যক্তির মধ্যে হ...
17/06/2025

প্রশ্নঃ🔥আশিক (দুষ্টু বদ)জ্বীনে আক্রান্ত ব্যক্তির কি কি সমস্যা হতে পারে...?

উত্তরঃ- আশিক জ্বীনে আক্রান্ত ব্যক্তির মধ্যে হাজার রকম সমস্যা দেখা দিতে পারে।
যেমনঃ-
১- শারীরিক সমস্যা (যত প্রকারের রোগ ব্যাধি আছে ক্যান্সার টিউমার পর্যন্ত)
২- মানসিক সমস্যা। ( কারো সঙ্গেই সম্পর্ক ভালো যায় না, কারোর ভালো মন্দ কোন কথাই ভালো লাগেনা, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বারবার ঝগড়াঝাঁটি হয় ইত্যাদি)
৩- পারিবারিক সমস্যা ( পরিবারের সমস্যা একটার পর একটা লেগেই থাকা, ভালো-মন্দ যে কোন কাজে বারবার বাধা আসা ইত্যাদি)
৪- অর্থনৈতিক সমস্যা। (ব্যবসা-বাণিজ্য চাকরি-বাকরিতে অবনতি ঘটা ইত্যাদি)
৫- চেহারা নষ্ট হয়ে যাওয়া।
৬- অতিরিক্ত চুল পড়া।
৭-অনিয়মিত ও অতিরিক্ত মেন্স হওয়া।
৮- বিয়েতে বাধা আসা (বিয়ে হতে দেরি হওয়া, বারবার বিয়ে ভেঙে যাওয়া, বিয়ের কথা ফাইনাল হওয়ার পরেও বিয়ে না হওয়া ইত্যাদি)
৯- বিয়ের প্রথম দিকে অথবা কিছুদিন পর থেকে হাজবেন্ডের সঙ্গে একটার পর একটা ঝামেলা লেগেই থাকা।
১০- হাজবেন্ডকে গ্রহণ না করতে পারা। (বিচ্ছেদের জাদুর লক্ষণ প্রকাশ পাওয়া)
১১- পরকীয়ার দিকে ধাবিত হওয়া (স্বামী-স্ত্রী উভয়ের দিক থেকে এমন সমস্যা দেখা দিতে পারে)
১২- অশ্লীল গল্প ভিডিও এর প্রতি আসক্ত হয়ে পড়া।
১৩- স্বামী/স্ত্রী থাকা সত্ত্বেও হস্তমৈথুন করা।
১৪- বেবি কনসেপ্ট না হওয়া।
১৫- বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া।
১৬- বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে অস্বাভাবিক সমস্যা দেখা দেওয়া।
১৭- বাচ্চা হওয়ার পর সমস্যা একটার পর একটা লেগেই থাকে।
১৮- বাচ্চা বুকের দুধ খাইতে না চাওয়া।
১৯- মা তার কলিজার টুকরা সন্তানকে সহ্য না করতে পারা।
২০- বাচ্চা ঘুমের ঘরে কান্না করা, ঠিকমত না খাওয়া, কেঁপে কেঁপে ওঠা, অদ্ভুত আচরণ করা, অস্বাভাবিকভাবে এদিক সেদিক তাকানো ইত্যাদি

নোট:- পরকীয়া,বিচ্ছেদ,সন্তান নষ্ট হওয়া,বাচ্চা মারা যাওয়া
এটাই হলো আশিক জ্বীনে আক্রান্ত ব্যক্তিদের শেষ ফলাফল।

✒️এক বোনের মেসেজ...!
আসসালামু আলাইকুম।আমি অনেকদিন ধরেই একটা বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি বিবাহিত, আমি একজন মেয়ে,সমস্যা হলো আমার বাচ্চা পেটে থাকাকালীন একাই নষ্ট হয়ে যায়।এই নিয়ে ৪ টা বাবু পেটে একাই নষ্ট হয়ে যায়😥। আমি রাতে স্বপ্নে দেখি আমার স্বামীর মতো কেউ আমার সাথে থাকে 😔। কিন্তু অনেক কবিরাজ ধরার পর ও কোন কাজ হচ্ছে না। এখন আমার সংসার নিয়েই

💥বাড়িতে_জ্বিনের_সমস্যার_লক্ষণ💥১. 🌲বাড়িতে কেউ হাঁটা চলা করছে মনে হওয়া।2. 🌲ছাদের উপর রাতের বেলা কেউ যাতায়াত করছে মনে হ...
15/06/2025

💥বাড়িতে_জ্বিনের_সমস্যার_লক্ষণ💥

১. 🌲বাড়িতে কেউ হাঁটা চলা করছে মনে হওয়া।
2. 🌲ছাদের উপর রাতের বেলা কেউ যাতায়াত করছে মনে হওয়া
3. 🌲রাতের বেলা মাথা ভারী হয়ে যাওয়া
4. 🌲বাড়িতে প্রায় দিন ঢিল মারছে এমন ঘটনা ঘটা
5. 🌲বাড়ির ভিতরে থাকলে শরীরে জ্বালাপোড়া হয় কিন্তু বাড়ির বাহিরে এলে জ্বালাপোড়া হয়না
6. 🌲পানির ট্যাপ অটোমেটিক চালু হওয়া
7. 🌲ঘুমানোর সময় মাথার ধারে কেউ বসে আছে বার বার এমন মনে হওয়া
8. 🌲রাতের বেলা প্রায় দিন বাড়িতে বেকট আওয়াজ শোনা
9. 🌲অকারণে আয়না ,গ্লাস ভেঙ্গে যাওয়া
10.🌲 ঘুমের সময় লেপ,চাদর টান দেওয়া
11. 🌲রাতে বাড়ির আশে পাশে কুকুরগুলো অতিরিক্ত ঘেউ ঘেউ করা
12. 🌲এক জায়গায় জিনিসপত্র রাখলে সেই জিনিস অন্য জায়গায় পাওয়া
13. 🌲অকারণে টয়লেটের ঝর্না চালু হওয়া,লাইট,ফ্যান অন ওফ হওয়া
💖Raqqi.mawlana,esa,ahmad💖
❤️‍🩹01617250893💙

⛔ السحر المأكول والمشروب 💥🔥✅ খাওয়ানো ও পান করানোর মাধ্যমে যে যাদু করা হয় তা নষ্টের জন্য-সিডর পাতা বা বড়ই পাতা দ্বারা চিক...
15/06/2025

⛔ السحر المأكول والمشروب 💥🔥
✅ খাওয়ানো ও পান করানোর মাধ্যমে যে যাদু করা হয় তা নষ্টের জন্য-সিডর পাতা বা বড়ই পাতা দ্বারা চিকিৎসা.......🌲💙

আল-হাফিজ ইবনে হাজার,,,,(رحمه الله) বলেছেন :
🌲সাতটি কাচা বড়ই পাতা নিয়ে পাটায় বেটে পানিতে মিশিয়ে তাতে আয়াতুল কুরসি,সুরা জ্বীন,কাফিরুন, ইখলাস, ফালাক্ব,নাস পাঠ করা। তারপর এটি থেকে এক গ্লাস পানি নিয়ে তিন চুমুকে পান করুন এবং বাকিগুলি দিয়ে গোসল করে ফেলুন,আমলটি পুনরাবৃত্তি করুন, আপনার যাদু বাতিল হয়ে যাবে,ইং শা আল্লাহ।🌲
💙Raqqi.mawlana,esa,ahmad💖
🔥Jin.jadur.qurani.ckitsah🔥
🌲01617250893💥

🤲🌲রিজিক বন্ধের জাদু: লক্ষণ, কারণ ও করণীয় 🤲💓আল্লাহ তাআলা মানুষকে জীবিকা (رِزْق) দান করেন তাঁর হিকমত, তাকদীর এবং বান্দার ...
14/06/2025

🤲🌲রিজিক বন্ধের জাদু: লক্ষণ, কারণ ও করণীয় 🤲💓

আল্লাহ তাআলা মানুষকে জীবিকা (رِزْق) দান করেন তাঁর হিকমত, তাকদীর এবং বান্দার আমলের ভিত্তিতে। কিন্তু অনেক সময় দেখা যায়, একজন পরিশ্রমী, যোগ্য ও ধার্মিক মানুষ হঠাৎ করে জীবিকার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসা ধ্বংস, চাকরি চলে যাওয়া, ধার-দেনায় ডুবে যাওয়া, আর্থিক স্থবিরতা ইত্যাদি—এসব ক্ষেত্রে অনেক সময় এর পিছনে "রিজিক বন্ধের জাদু" কাজ করে। এটি জিন ও যাদুকরের মাধ্যমে সংঘটিত একটি মারাত্মক আধ্যাত্মিক হামলা।

💥রিজিক বন্ধের জাদু কী?💥
রিজিক বন্ধের জাদু হলো এমন এক ধরনের সিহের বা কালো যাদু, যার লক্ষ্য থাকে মানুষের উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ব্যবসায় অদৃশ্য বাধা সৃষ্টি,চাকরিতে অশান্তি বা বরখাস্ত হওয়া
জীবনের প্রতিটি দিকে অর্থনৈতিক ধস সৃষ্টি করা
এটি সাধারণত জিন চালান দ্বারা ঘটানো হয়।

💥রিজিক বন্ধের জাদুর ২০টি সাধারণ লক্ষণ💥 আছে।

💙আর্থিক লক্ষণ:🔥
1. 🌲হঠাৎ করে ব্যবসা ধ্বংস হয়ে যাওয়া
2. 🌲প্রচুর চেষ্টা সত্ত্বেও চাকরি না পাওয়া
3. 🌲ভালো চাকরি হঠাৎ চলে যাওয়া
4.🌲 অর্থ এলেও অনিবার্যভাবে নষ্ট হয়ে যাওয়া
5. 🌲ঋণ বা দেনা দিন দিন বাড়তে থাকা
6. 🌲পরিবারে আর্থিক দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি

মানসিক ও আবেগিক লক্ষণ:
7.🌲 সবসময় হতাশা ও ব্যর্থতার অনুভব
8. 🌲সাহস ও আত্মবিশ্বাস ধীরে ধীরে হারিয়ে ফেলা
9. 🌲নিজের ওপর গভীর সন্দেহ সৃষ্টি
10.🌲 “আমি ব্যর্থ” এই চিন্তা গেঁথে বসে যাওয়া
11. 🌲ঘনঘন হতাশাজনিত কান্না

💖💥আধ্যাত্মিক লক্ষণ:🌲
12.🔥 নামাজে মন না বসা বা ছেড়ে দেওয়া
13🔥. ধার্মিক পরিবেশে অস্থিরতা
14.🔥 যিকির বা কুরআন শুনলে মাথাব্যথা হওয়া
15. 🔥ঘুমের মধ্যে অদ্ভুত আওয়াজ বা কারও উপস্থিতি অনুভব
16. 🔥কু-স্বপ্নে কুকুর, সাপ, অন্ধকার কুয়ো, বা ধ্বংস দেখা
পরিবার ও সামাজিক জীবনে প্রভাব:
17. 🔥ঘরে ঝগড়া, ভুল বোঝাবুঝি, হঠাৎ সম্পর্ক ছিন্ন হওয়া
18. 🔥আত্মীয়-বন্ধুরা দুরে সরে যাওয়া
19.🔥 অকারণে সমাজে বদনাম রটে যাওয়া
20.🔥 অশান্তি ও ভারী, দমবন্ধ পরিবেশ ঘরের ভেতরে

এই যাদু কারা করে থাকে?
১. 🌲হিংসুক আত্মীয় বা প্রতিবেশী, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না
২. 🌲অর্থলোভী যাদুকর, যাকে কেউ টাকা দিয়ে রিজিক বন্ধ করতে বলে
৩. 🌲ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, যারা গোপনে আপনার ব্যবসা ধ্বংস করতে চায়
৪. 🌲পরিত্যক্ত প্রেমিক/প্রেমিকা বা শত্রু, যারা প্রতিশোধ হিসেবে রিজিক বন্ধ করে দেয়

💥যাদুটি কিভাবে কাজ করে?🔥
রিজিক বন্ধের যাদুতে সাধারণত নিচের উপায়গুলো ব্যবহৃত হয়:
জিন: বিশেষ জিনকে নিয়োগ করা হয়, যারা মানুষকে অর্থনৈতিক দুর্যোগে ফেলে দেয়
তালব বা চালান: নির্দিষ্ট শব্দ বা সংখ্যা ভিত্তিক চালান বানিয়ে তা নির্দিষ্ট লক্ষ্যে প্রেরণ
তাবিজ বা পদার্থ: মাটি, চুল, নখ, কাপড়ে তাবিজ লিখে কবরে, গাছের গোড়ায়, পানিতে ফেলে রাখা হয়

🤲💖করণীয়: কীভাবে বুঝবেন এবং রক্ষা করবেন?
রুহানী পরীক্ষা
সূরা ফাতিহা ও সূরা যালযালাহ ২১ বার পড়ে নিজের বা রোগীর উপর ফুঁক দিন
যদি হঠাৎ মাথা ব্যথা, শরীর ভারী, ঘুম ঘুম ভাব আসে, তাহলে এটি যাদুর লক্ষণ
চিকিৎসা: রিজিক খোলার ৭টি কুরআনিক আমল
১. 🌲সূরা ত্বালাক: আয়াত ২-৩
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا * وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
প্রতিদিন ৪১ বার সকালে ও সন্ধ্যায় পড়ুন
২. 🌲সূরা সাবা: আয়াত ৩৯
🌲وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ
রিজিকের খোলামেলা দরজা তৈরি করে
৩.🌲 ৭ বার আয়াতুল কুরসী
জিন কর্তৃক রিজিক আটকে রাখলে তা কেটে যায়
৪. 🌲“يَا فَتَّاحُ، يَا رَزَّاقُ”
৩০০ বার করে প্রতিদিন ফজরের পর
৫.🌲 রাতে ২ রাকাত সালাতুল হাজত
আল্লাহর দরবারে কান্না ও তাওবা সহকারে দোআ
৬. 🌲প্রতিদিন ১১ বার
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
৭🌲. রুহানী ধুয়া
বিশেষ আয়াত পড়ে লবণ, ধুপ বা আগরবাতিতে ফুঁ দিয়ে ঘরের কোণায় কোণায় ধোঁয়া করুন:
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ
উপসংহার
রিজিক বন্ধের যাদু কেবল এক অর্থনৈতিক ক্ষতি নয়, এটি একজন মুসলিমের আস্থা, ইমান এবং আত্মবিশ্বাস ভেঙে ফেলার জন্য শয়তানি হামলা। তাই শুধু বাহ্যিক পরিশ্রম নয়, রুহানী প্রতিরক্ষা ও ইলাজ গ্রহণ করাও আবশ্যক।

🌲Raqqi,Mawlana,Esa,ahmad💥
🌲jin.jadur.qurani.ckitsah💥
💙01617250893💖

🔥🌲কালো যাদু সত্য, হযরত  সুলাইমান (আ:) সকল (জ্বীন-মানুষ) যাদুকরদের থেকে যাদু শিক্ষার কিতাব, বিভিন্ন উপকরণ জব্দ করে উনার স...
14/06/2025

🔥🌲কালো যাদু সত্য, হযরত সুলাইমান (আ:) সকল (জ্বীন-মানুষ) যাদুকরদের থেকে যাদু শিক্ষার কিতাব, বিভিন্ন উপকরণ জব্দ করে উনার সিংহাসনের নিচে পুঁতে রেখেছিলেন যাতে পরবর্তীতে কেও শিখতে না পারে,কিন্তু উনার ইন্তেকালের পর শয়তান আবার ঐ কিতাবগুলো সিংহাসনের নিচ থেকে বের করে নিয়ে আসে।আমাদের নবী মুহাম্মদ (স:) এর উপর ও কালোযাদু করা হয়েছিলো, যার প্রেক্ষিতে আল্লাহ সুরা নাস,ফালাক অবতীর্ণ করেন।💥🔥

13/06/2025

🌟💖এই রোগী দুইজনের শরীরে দূর থেকে জীনে আসর, করে, ফলে তারা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, একা একা কথা বলে, ঘুমের মধ্যে, হঠাৎ উঠে হাটাহাটি করে , ইত্যাদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, ফলে , কুরআনি রুকাইয়া করার পর, এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ, তাই কেউ যদি কুরআনী চিকিৎসা নিতে আগ্রহী হন,, নিম্নের নাম্বারে যোগাযোগ করুন💖,01617250893💥💖💖

হাজব্যান্ড প্রশাসনে জব করে ছুটিতে বাসায় আসলে স্ত্রী অজ্ঞান হয়ে যায়।বালিশ চেক করতেই তার ভিতরে মিলল বিচ্ছেদের জাদুর বস্...
13/06/2025

হাজব্যান্ড প্রশাসনে জব করে ছুটিতে বাসায় আসলে স্ত্রী অজ্ঞান হয়ে যায়।বালিশ চেক করতেই তার ভিতরে মিলল বিচ্ছেদের জাদুর বস্তু।

এমন হাজারো পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে এই ভয়ংকর বিচ্ছেদের জাদুর কারণে।

জ্বীন জাদু ও বদনজরে আক্রান্ত ব্যক্তিদের উল্লেখযোগ্য বারোটি লক্ষণ।
১- মাথা যন্ত্রণা করা?
২- অদ্ভুত স্বপ্ন দেখা?
৩- ফিজিক্যালি স্বপ্ন দেখা?
৪- উপর থেকে পড়ে যেতে স্বপ্ন দেখা?
৫- কাল সাপ কালো বিড়াল কালো কুকুর স্বপ্ন দেখা?
৬- ঘুম থেকে ওঠার পর শরীর দুর্বল লাগা?
৭- ঘাড়ে পিঠে কোমরে ব্যথা করা?
৮- নির্জনতা বেশি পছন্দ করা?
৯- মেজাজ অনেক খারাপ থাকা?
১০- রাগ করে কিছু করার পর
অনেক অনেক অনুশোচনা বোধ হওয়া?
১১- গরু অথবা হিংস্র প্রাণী স্বপ্ন দেখা?
১২- কখনো খাওয়া স্বপ্ন দেখা?

উপরে উল্লেখিত কি কি সমস্যা আপনার মধ্যে আছে?
যদি থাকে এবং রুকাইয়া চিকিৎসা , এবং পরামর্শ,নিতে আগ্রহী হন তাহলে নিম্নের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন,💙💥01617250893🔥

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share