ACME's Poultry Care

ACME's Poultry Care In poultry health and performance, ACME sets the standard.

The ACME Laboratories leads Bangladesh’s poultry industry, empowering farmers with science-backed veterinary solutions for healthier flocks and higher productivity.

গরমে মুরগির মৃত্যুহার অনেক বেড়ে যায় তাই এই সময় সঠিক যত্ন নেওয়া জরুরি। খামারে ঠাণ্ডা ও ছায়াযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং...
08/07/2025

গরমে মুরগির মৃত্যুহার অনেক বেড়ে যায় তাই এই সময় সঠিক যত্ন নেওয়া জরুরি। খামারে ঠাণ্ডা ও ছায়াযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। দিনে বারবার ঠাণ্ডা ও পরিষ্কার পানি দিতে হবে। আর পানি বদলে দিতে হবে নিয়মিত। খাবারে ইলেক্ট্রোলাইট ও ভিটামিন-সি মেশালে শরীর ঠাণ্ডা থাকে ও স্ট্রেস কমে। অতিরিক্ত গাদাগাদি এড়িয়ে চলা, দুপুরের আগেই খাবার দেওয়া এবং খামার পরিষ্কার রাখা। এই কয়েকটি পদক্ষেপ মুরগির মৃত্যুহার কমাতে কার্যকরভাবে সাহায্য করে।

পোলট্রি খামারের সুস্থ পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারে পর্যাপ্ত বায়ু...
28/06/2025

পোলট্রি খামারের সুস্থ পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারে পর্যাপ্ত বায়ুচলাচল নিশ্চিত করতে হবে যেন ভালোভাবে বাতাস প্রবাহিত হয়। ভেজা ও নোংরা পরিবেশ এড়িয়ে চলা উচিত, কারণ এসব পরিবেশ রোগ সৃষ্টি করতে পারে। খামারের বর্জ্য নিয়মিত পরিস্কার করতে হবে। এছাড়াও নিরাপদ, শুকনো এবং আরামদায়ক বাসস্থান তৈরি করে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

ভালো ডিম চিনে নেওয়ার জন্য কিছু সহজ কৌশল জানা থাকা জরুরি। পানিতে ডিম দিলে যদি তা ডুবে থাকে, তবে তা তাজা আর ভেসে উঠলে পুরন...
26/06/2025

ভালো ডিম চিনে নেওয়ার জন্য কিছু সহজ কৌশল জানা থাকা জরুরি। পানিতে ডিম দিলে যদি তা ডুবে থাকে, তবে তা তাজা আর ভেসে উঠলে পুরনো বলে ধরা হয়। ভালো মানের ডিমের খোলস মসৃণ ও দাগবিহীন হয়ে থাকে। ফাটালে ডিমের কুসুম যদি গোল থাকে এবং সাদা অংশ ঘন হয়, তবে তা তাজা ডিমের নির্দেশনা দেয়। কানে নিলে যদি ডিমের ভেতরে নড়াচড়া বা শব্দ শোনা যায়, তবে সেটি পুরনো হতে পারে। সঠিক সংরক্ষণের জন্য ডিম ফ্রিজে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মুখ নিচের দিকে রেখে রাখা উচিত, যাতে তা দীর্ঘদিন ভালো থাকে।

24/06/2025

ভাইটালঅ্যামাইনো ফোর্ট ভেট একটি ওরাল সলিউশন। যা অ্যামাইনো এসিড, ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ। এটি পোল্ট্রি মুরগীর দৈহিক ওজন প্রায় ১০.৫২% বৃদ্ধি করে এবং ডিমের উৎপাদন, আকার ও উজ্জ্বলতা বৃদ্ধি করে। সেই সাথে নিয়মিত ব্যবহারে পোল্ট্রির স্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং পোল্ট্রি খামারে ভালো ফলন নিশ্চিত করে।

হাঁস-মুরগীর রোগ প্রতিরোধে মুরা প্লাস ভেট একটি কার্যকর সমাধান। এটি হাঁস-মুরগীর রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মৃত্যুহার ও অসু...
22/06/2025

হাঁস-মুরগীর রোগ প্রতিরোধে মুরা প্লাস ভেট একটি কার্যকর সমাধান। এটি হাঁস-মুরগীর রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মৃত্যুহার ও অসুস্থতা কমায় এবং হঠাৎ মৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করে। অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে ফলে মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি করা সহ আরও অনেক গুণ রয়েছে। পানিতে দ্রবণীয় এই মুরা প্লাস ভেট পোলট্রির সামগ্রিক স্বাস্থ্য ও উৎপাদনক্ষমতা বাড়াতে সাহায্য করে। হাঁস-মুরগীর খামারী ভাইরা তাই মুরা প্লাস ভেট ব্যবহারে লাভবান হবেন তাড়াতাড়ি।

হাঁস-মুরগির রোগ বৃদ্ধির পেছনে প্রধান কারণ হলো অপরিষ্কার ও ঘনবসতিপূর্ণ খামার পরিবেশ। পর্যাপ্ত আলো-বাতাসের অভাব, অপরিষ্কৃত...
18/06/2025

হাঁস-মুরগির রোগ বৃদ্ধির পেছনে প্রধান কারণ হলো অপরিষ্কার ও ঘনবসতিপূর্ণ খামার পরিবেশ। পর্যাপ্ত আলো-বাতাসের অভাব, অপরিষ্কৃত খাবার ও দূষিত পানি রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। সময়মতো টিকাদান না করাও একটি বড় কারণ। অতিরিক্ত গরম বা ঠান্ডা এবং হঠাৎ পরিবেশ পরিবর্তন হাঁস-মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। অনেক সময় খামারে বাইরের রোগাক্রান্ত পাখি বা প্রাণী প্রবেশ করলেও সংক্রমণ ঘটে। এছাড়া, মানহীন খাদ্য ও অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার রোগের প্রকোপ বাড়ায়। তাই সচেতন ব্যবস্থাপনা ও নিয়মিত পর্যবেক্ষণই এ রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি।

স্বাস্থ্যসম্মত ডিম ও মুরগির মাংস নিশ্চিত করতে হলে চাই পরিচ্ছন্ন খামার পরিবেশ, ব্যালান্সড ফিড, সময়মতো টিকাদান এবং অ্যান্ট...
14/06/2025

স্বাস্থ্যসম্মত ডিম ও মুরগির মাংস নিশ্চিত করতে হলে চাই পরিচ্ছন্ন খামার পরিবেশ, ব্যালান্সড ফিড, সময়মতো টিকাদান এবং অ্যান্টিবায়োটিকের সচেতন ব্যবহার। সেই সাথে ভালো আলো-বাতাস, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত জায়গা যা মুরগির সুস্থতা নিশ্চিত করে। এভাবেই সঠিকভাবে উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ করলে ভোক্তারা পাবেন নিরাপদ ও পুষ্টিকর খাবার।

কোরবানি ঈদের পবিত্রতায় ক্রোধ, লোভ ও পরনিন্দার অভ্যাস ত্যাগ করে ঈদের অনাবিল আনন্দ জাগুক সবার জীবন জুড়ে। সকল খামারি ভাইদের...
06/06/2025

কোরবানি ঈদের পবিত্রতায় ক্রোধ, লোভ ও পরনিন্দার অভ্যাস ত্যাগ করে ঈদের অনাবিল আনন্দ জাগুক সবার জীবন জুড়ে। সকল খামারি ভাইদের জানাই ঈদ মোবারক।

পোল্ট্রির খামার গড়ে তুলতে একটা খোলামেলা স্থান নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। পর্যাপ্ত বায়ুচলাচল, সঠিক তাপমাত্রা এবং পরিচ্ছ...
04/06/2025

পোল্ট্রির খামার গড়ে তুলতে একটা খোলামেলা স্থান নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। পর্যাপ্ত বায়ুচলাচল, সঠিক তাপমাত্রা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক। খামারে ভালো মানের খাদ্য সরবরাহ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশন সঠিক সময়ে দিতে হবে। পরিকল্পনা মেনে খামার পরিচালনা করলে লাভবান হওয়া সহজ হয়। সফল খামারের জন্য খামারিদের প্রশিক্ষণও গুরুত্বপূর্ণ। ভালো ব্যবস্থাপনায় পোল্ট্রি খামার দীর্ঘমেয়াদে টেকসই হয়।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when ACME's Poultry Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share