
08/07/2025
গরমে মুরগির মৃত্যুহার অনেক বেড়ে যায় তাই এই সময় সঠিক যত্ন নেওয়া জরুরি। খামারে ঠাণ্ডা ও ছায়াযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। দিনে বারবার ঠাণ্ডা ও পরিষ্কার পানি দিতে হবে। আর পানি বদলে দিতে হবে নিয়মিত। খাবারে ইলেক্ট্রোলাইট ও ভিটামিন-সি মেশালে শরীর ঠাণ্ডা থাকে ও স্ট্রেস কমে। অতিরিক্ত গাদাগাদি এড়িয়ে চলা, দুপুরের আগেই খাবার দেওয়া এবং খামার পরিষ্কার রাখা। এই কয়েকটি পদক্ষেপ মুরগির মৃত্যুহার কমাতে কার্যকরভাবে সাহায্য করে।