Tibbiya Habibiya College Hospital, Dhaka

Tibbiya Habibiya College Hospital, Dhaka This is the first Unani Medical College in Bangladesh (1930) . It's Official fan page

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকায় ২০২৫-২০২৬ সেশনে ভর্তি চলছে -বিস্তারিত জানতে কল করুন - 01914198488
09/07/2025

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকায় ২০২৫-২০২৬ সেশনে ভর্তি চলছে -
বিস্তারিত জানতে কল করুন - 01914198488

27/06/2025

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা এর প্রভাষক হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ স্যারের আম্মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন।
২৮ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায়, ঢাকা লালবাগ কিল্লার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!

সকল ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলমান রয়েছে। আগ্রহী শিক্ষার্থী গণ নিকটস্থ কলেজ সমূহে যোগা...
17/06/2025

সকল ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলমান রয়েছে।
আগ্রহী শিক্ষার্থী গণ নিকটস্থ কলেজ সমূহে যোগাযোগ করে ভর্তি হতে পারেন।

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা কর্তৃক পরিচালিত আকুপ্রেশার ও ইয়োগা কোর্সের ৪র্থ ব্যাচের ক্লাস ইতোমধ্যে শুরু হয়েছে। এখনও কয়ে...
16/06/2025

তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা কর্তৃক পরিচালিত আকুপ্রেশার ও ইয়োগা কোর্সের ৪র্থ ব্যাচের ক্লাস ইতোমধ্যে শুরু হয়েছে। এখনও কয়েকটি আসন খালি রয়েছে। যারা কোর্স করতে ইচ্ছুক তাঁরা উক্ত কোর্সে ভর্তি হতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01914-198488

16/06/2025
আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা সকলেই ভাল আছেন।বাংলাদেশের প্রাচীনতম চিকিৎসা বিদ্যাপীঠ হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিক...
14/06/2025

আসসালামু আলাইকুম।

আশা করি, আপনারা সকলেই ভাল আছেন।
বাংলাদেশের প্রাচীনতম চিকিৎসা বিদ্যাপীঠ হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ কর্তৃক পরিচালিত "সার্টিফিকেট কোর্স ইন হিজামা" এর অষ্টম ব্যাচের ক্লাস এই মাসেই শুরু হতে যাচ্ছে।

আসন সংখ্যা সীমিত। এখনো কয়েকটি আসন ফাঁকা রয়েছে। আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন।

কোর্সটির মেয়াদ ৩ মাস। যেকোনো মেডিকেল ডিসিপ্লিন থেকে ন্যূনতম ডিপ্লোমা অর্জন, এই কোর্সটিতে অংশগ্রহণের অন্যতম পূর্ব শর্ত।

বাকি তথ্যের জন্য নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।

01913037403

চলছে ইন্টার্ন চিকিৎসকদের ক্লাস। আজকের বিষয় : নখ দেখে রোগ নির্ণয়। এই টপিকের উপর ক্লাস চলবে আরো কয়েকটি। আশা করি, সকলেই ...
23/05/2025

চলছে ইন্টার্ন চিকিৎসকদের ক্লাস।
আজকের বিষয় : নখ দেখে রোগ নির্ণয়। এই টপিকের উপর ক্লাস চলবে আরো কয়েকটি। আশা করি, সকলেই ক্লাসে উপস্থিত থেকে বিষয়টি সহজে রপ্ত করতে পারবে।

17/05/2025

!! তিব্বিয়া হাবিবিয়া কলেজ কর্তৃক পরিচালিত হিজামা কোর্সের মূল্যায়ন !!

আন্তর্জাতিক সেমিনার: "হিজামা — সুন্নাহ চিকিৎসা ও বিজ্ঞানের সেতুবন্ধন"ঢাকা, ১০ মে ২০২৫ (শনিবার): ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডে...
10/05/2025

আন্তর্জাতিক সেমিনার: "হিজামা — সুন্নাহ চিকিৎসা ও বিজ্ঞানের সেতুবন্ধন"

ঢাকা, ১০ মে ২০২৫ (শনিবার): ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার এবং ঐতিহ্যবাহী হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের যৌথ আয়োজনে “হিজামা: নববী চিকিৎসা এবং বিজ্ঞানের সেতুবন্ধন” শীর্ষক একটি আন্তর্জাতিক হাইব্রিড সেমিনার কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুবুর রহমান সাকী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিজামা এখনো বাংলাদেশের মূলধারায় ততটা পরিচিত নয়। তবে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাডিশনাল হাকিমগণের মাধ্যমে এর চর্চা চলছে। হিজামা কার্যক্রমের প্রচার, প্রসার এবং নিরাপদ চিকিৎসা নিশ্চিতে রেজিস্টার্ড ও প্রশিক্ষিত চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি ছদ্ম চিকিৎসকদের নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ অপরিহার্য।”

ভারতের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানী মেডিসিন (CCRUM)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাঃ ইউনুস ইফতেখার মুন্সি 'গেস্ট অফ অনার' হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, যুক্ত ছিলেন হায়দ্রাবাদের নিজামিয়া তিব্বি কলেজের সার্জারি বিভাগের প্রধান ডাঃ আহসান ফারুকী।

গেস্ট অফ অনার এর বক্তব্যে ভার্চুয়ালি আরো যুক্ত ছিলেন পাকিস্তান "ন্যাশনাল কাউন্সিল ফর তিব্ব" এর সম্মানিত প্রেসিডেন্ট হাকীম মোঃ আহমদ সালেমি।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডাঃ মুহসিন দেহলভী।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ও কলেজের প্রভাষক হাকীম রুহুল আমিন মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. হাকীম আব্দুল গনি, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাকীম আব্দুল্লাহ আল মামুন, হাকীম বাকাওয়ালী মোল্লা, হাকীম শাহ আলম ভূঁইয়া, হাকীম ইলিয়াস হোসেন প্রমুখ।

সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশনে হিজামা থেরাপির বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উপকারিতা নিয়ে চারটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রবন্ধ উপস্থাপন করেন: হাকীম রুহুল আমিন মিলন, প্রভাষক, হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

ডা. মুশফিকুর রহমান, ফ্যাকাল্টি মেম্বার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

ডা. আব্দুল জলিল, মেডিকেল অফিসার, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর।

অনুষ্ঠানে 'আল হিজামা' শিরোনামে একটি বিশেষায়িত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়, যা বাংলা সাহিত্য ও স্বাস্থ্যসেবার জগতে নতুন মাত্রা যোগ করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক রেজিস্টার্ড চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়।

১০ মে ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শনিবার তিব্বিয়া হাবিবিয়া কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিজামার উপর দিনব্যাপী সেমিনা...
26/04/2025

১০ মে ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শনিবার তিব্বিয়া হাবিবিয়া কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিজামার উপর দিনব্যাপী সেমিনার।
নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান সাপেক্ষে আপনার উপস্থিতি নিশ্চিত করতে পারেন।

18/03/2025

বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন কর্তৃক পরিচালিত বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল প্রকাশিত হয়েছে।

উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের প্রতি রইল অভিনন্দন।
সেই সাথে যাদের ফলাফল আশানুরূপ হয়নি তাদের প্রতি রইল সমবেদনা। আর ভবিষ্যতে ভালো করবে এই প্রত্যাশা।

নিচের লিংকে প্রবেশ করে রোল নাম্বার সহ অন্যান্য তথ্য লিখে ছকের ঘর সমূহ পূরণ করলে সহজেই ফলাফল জানা যাবে।

https://bbuasm.gov.bd/exam_result?fbclid=IwY2xjawJGHihleHRuA2FlbQIxMQABHdJ63An66aCm5QFyn36H2e9byQ2IGZ9zVNqcWmuVnKu_Xh-_B_X2QWRlKA_aem_8nvpXgKwKdbFD0uBxwm4qQ

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Tibbiya Habibiya College Hospital, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tibbiya Habibiya College Hospital, Dhaka:

Share

Category