01/12/2025
দেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম স্যার বাচ্চাটাকে আমার কাছে রেফার করেছেন। তার হার্টে একসাথে ৩ টি বড় বড় ছিদ্র আছে যার কারণে মাত্র সাত মাস বয়সেই তার অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। তার ফুসফুসের রক্তনালীর(Pulmonary artery) প্রেসার খুব দ্রুত বাড়তে বাড়তে ক্রিটিকাল লেভেলে চলে এসেছে। এখনই তার পালমোনারি ধমনীর প্রেসার 73 mmHg. এই অবস্থায় বাচ্চাটাকে অপারেশন করলে মৃত্যুর ঝুঁকি বেশি। তাই ২ মাসের ঔষধ-পত্র এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাড়ি পাঠালাম। আশা করা যায় ঠিকমতো ঔষধ খাওয়ালে এই সময়ের মধ্যে তার পালমোনারি ধমনীর প্রেসার কিছুটা কমবে এবং সে অপারেশনের উপযুক্ত হবে। সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন