Rahman Homeo Pharmacy

Rahman Homeo Pharmacy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahman Homeo Pharmacy, Doctor, Gandaria.

এখানে সকল ধরনের দেশি ও বিদেশি হোমিও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায় এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করে দেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারিতে ঔষধ নেওয়ার সুব্যবস্থা রয়েছে

21/07/2025

নেগেটিভ গ্রুপের র'ক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ
🙏🙏🙏

19/07/2025

শুকরিয়া আদায় করা বন্ধ করো না,
তুমি যা পেয়েছো - তার আশায় বহু মানুষ তাকিয়ে আছে!

💔
19/07/2025

💔

19/07/2025

খাবারে কেউ বি'ষ ঢেলে দিলে সেটার চিকিৎসা আছে। কিন্তু কানের ভিতর কেউ বি'ষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই

🔥 পু°রুষের গো^পন দু°র্বলতায় বি'প্লব আনছে MH-21! সমস্যা কি?⛔ সময়ের আগেই বী°র্য°পা^ত?⛔ ইরে°কশন ঠিকমতো হয় না?⛔ সা°ইজ ছো°ট অ...
16/07/2025

🔥 পু°রুষের গো^পন দু°র্বলতায় বি'প্লব আনছে MH-21!

সমস্যা কি?
⛔ সময়ের আগেই বী°র্য°পা^ত?
⛔ ইরে°কশন ঠিকমতো হয় না?
⛔ সা°ইজ ছো°ট অথবা মি°ল°নের প্রতি ই°চ্ছাশ°ক্তির অভাব?

👉 এখনই সমাধান পেতে পারেন MH-21 সিরাপের মাধ্যমে!
🇩🇪 চমৎকার প্রাকৃতিক ফর্মুলা যা বহু রোগীর জীবন বদলে দিয়েছে!

✅ কার্যকর দ্রু°ত বী°র্য°পা^ত, সে^ক্সু°য়া°ল দু°র্ব^ল°তা ও ই°রেকশন সমস্যায়
✅ ১০০% পার্শ্বপ্রতিক্রিয়াহীন
✅ ডা'য়াবেটিস ও হাই ব্লাড প্রেশারের রো°গীরাও নিরাপদে খেতে পারবেন
✅ সা°ইজে দৃশ্যমান উন্নতি
✅ আত্মবিশ্বাস ও দা°ম্প^ত্য জীবনে ফিরে আসে সুখ

💥 এখনই অর্ডার করুন —
📦 ঘরে বসেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি!
📞 ইনবক্স করুন অথবা নিচের “Order Now” বাটনে ক্লিক করুন।

👨‍⚕️ আমারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান – যেখানে সেবাই মূল লক্ষ্য - প্রতি মাসে পে°সেন্ট দের ফোন দিয়ে তাদের শা°রীরিক উন্নতি পর্যবেক্ষণ করা হয়।

গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয় তাকে!একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থ...
14/07/2025

গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয় তাকে!

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে 🙏

বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

খুব নির্মম অপ্রিয় কাহিনী 🤲

মানুষ আসলে একা একা বাচতেই পারে না, সেটা কখনোই সম্ভব নয়। প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে একজন প্রিয় মানুষ লাগবেই।

আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালার ধর্মীয় জীবন বরাবরই আমাকে ভাবিয়ে তোলে—তিনি খুব পরহেজগার, নাম...
14/07/2025

আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালার ধর্মীয় জীবন বরাবরই আমাকে ভাবিয়ে তোলে—তিনি খুব পরহেজগার, নামাজ-রোজা ঠিকমতো করেন, মুখে সবসময় কোরআনের আয়াত অথবা কোনো হাদিস ভাসে।

এক বিকেলে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে-পায়ে নেলপালিশ দিচ্ছিলাম, খালা হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে বললেন,
"মিতালি মা, নেলপালিশ দিস না… এটা ওজুর বাধা। আর জানিস তো, আল্লাহর রাসূল (সঃ) বলেছেন—পতিতালয়ের নারীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল রঙিন নখ। (বানীতে: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ)"

আমি একটু হেসেই বলেছিলাম,
"খালা, এখন তো সবাই দেয়! রিমুভার দিলে উঠে যায় তো, এত ভয় দেখাইয়ো না!"
খালাও চুপ করে গিয়েছিলেন, হয়তো কেবল আল্লাহর কাছে দোয়া করেছিলেন—এই মেয়ে যেন একদিন নিজে বুঝে।

তারপর কয়েক দিন পরে ঘটল এক এমন ঘটনা—যেটা চোখের সামনে দেখার পর আজও আমি রাতে ঘুমাতে গেলে সেই দৃশ্য মনে পড়ে গা শিউরে ওঠে!

খালার পাশের বাড়ির এক চেনা মহিলা—ভদ্র, পর্দানশীন, সদালাপী—হঠাৎ রাত ১টায় মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু। সবাই ভাবছিলো, সকালে জানাজা হবে—জোহরের দিকে মাটি দেয়া যাবে।

মরদেহটা রাখা হলো বরফের উপর। পুরো ঘরে কান্নার শব্দ, শোকের ভার যেন ঘর ভেঙে পড়বে এমন।

সকাল বেলা যখন তাকে গোসল করাতে ইমাম সাহেবের স্ত্রী ঘরে গেলেন, হঠাৎ দেখলেন—মৃত মহিলার হাত-পায়ে চকচকে গাঢ় রঙের নেলপালিশ!
তিনি কোনো কথা না বলে বাইরে এসে স্বামীকে ডাকলেন, খুব আস্তে কানে বললেন—

"আপনারা গোসল দিচ্ছেন… কিন্তু ওনার নখে নেলপালিশ!"

ইমাম সাহেব থমকে গেলেন। দ্রুত এসে লাশ দেখলেন। তারপর মহিলার ছেলেমেয়েদের ডেকে বললেন:
"আপনাদের আম্মাকে এখন দাফন করা যাবে না। প্রতিটি নখে নেলপালিশ। ওজু হয়নি, গোসলও হয়নি। যতক্ষণ পর্যন্ত নেলপালিশ না উঠবে, জানাজাও হবে না, দাফনও না। এটা শরীয়তের নিয়ম।"

সবার মুখ শুকিয়ে গেল।
হাত-পা কাঁপছে সবার, কান্না থেমে গিয়ে শুরু হলো উৎকণ্ঠা।
রিমুভার আনা হলো… কাজ হলো না!
কেরোসিন, ব্লেড, তুলা—কোনো কিছুতেই নেলপালিশ উঠছে না।

ততক্ষণে লাশ ফুলে গেছে।
সারা শরীর থেকে অদ্ভুত গন্ধ।
পোকা-মাকড় চারদিক দিয়ে ভিড় করছে।
নতুন বরফ এনে আবার রাখা হলো।
তবুও… নেলপালিশ কিছুতেই উঠছে না!

রাত হয়ে এলো।
এশার ওয়াক্ত পেরিয়ে গেছে।
একজন মা, স্ত্রী, মুসলিম নারী—মাটির অপেক্ষায় কষ্ট পাচ্ছেন।
সবাই ইমাম সাহেবকে অনুরোধ করলো,
"হুজুর, এমনি করে দাফন দেই না? আর রাখা যাচ্ছে না!"

ইমাম সাহেব ধীরে বলে উঠলেন,
"এই অবস্থায় দাফন করলে ওনার আজাব অনেক বেশি হবে। শরীরের যেই অংশে ওজু না হয়, সেই অংশ আগুনে পুড়ে যাবে—এটা কোনো কাহিনী না, হাদিসে আছে।"

শেষমেশ সবাই মিলে সিদ্ধান্ত নিল—
তার প্রতিটা নখ কেটে ফেলা হবে!
একটা একটা করে কাটা হলো—একটা লাশের আঘাত সহ্য করার ক্ষমতা নেই, কিন্তু আমাদের ভুলে তাকে এভাবে সহ্য করতে হলো।

ফজরের পরে তাকে দাফন করা হলো—একটা মৃতদেহ, যার ওজু সম্পূর্ণ হলো নখ হারিয়ে…!

প্রিয় বোনেরা,
এই ঘটনা আমি আমার চোখে দেখেছি।
আজও যেন সেই লাশটার ব্যথা আমার বুকের মধ্যে ঢুকে আছে।

নেলপালিশ কি এতটাই দরকার ছিল?
একটা গা শিউরে ওঠা মৃত্যু, আর একটা লাশ—যার জানাজা আটকে গেল শুধু আমাদের একটুখানি অবহেলায়।

আজও আমি আর কখনো নেলপালিশ দেই না।
আপনাদের বলি—অনেক সুন্দর মেহেদী দিয়ে হাত সাজান, ওজু হয়, পাপ হয় না।

আসুন, আজকেই প্রতিজ্ঞা করি—
"হে আল্লাহ, আমি আর নেলপালিশ ব্যবহার করবো না—তাওবা করি, তুমি ক্ষমা করো…!"

মৃত্যু তো বলে আসে না,
কারো বয়সের আগেই যেকোনো এক্সিডেন্টে মৃ*ত্যু হতে পারে.. তবে প্রস্তুতি তো আমাদের থাকা উচিত… নয় কি?

আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দিন। আমাদের নখ, চোখ, মুখ—সবকিছু পাক হোক সেই শেষ যাত্রার সময়… 🤲🏻©️

কখনো ভেবে দেখেছেন, বেঁচে থাকার ইচ্ছা কতটা শক্তিশালী হতে পারে? আপনার কল্পনাকেও হার মানাবে প্রকৃতির এই অবিশ্বাস্য ঘটনা।ছবি...
12/07/2025

কখনো ভেবে দেখেছেন, বেঁচে থাকার ইচ্ছা কতটা শক্তিশালী হতে পারে? আপনার কল্পনাকেও হার মানাবে প্রকৃতির এই অবিশ্বাস্য ঘটনা।

ছবিতে যা দেখছেন, এটি একটি প্রাণীর পাঁজরের হাড়, যার ভেতর দিয়ে গেঁথে আছে একটি “ধারালো বর্শা বা হারপুন”। এমন মারাত্মক আঘাত পাওয়ার পর মৃত্যু যেখানে ছিল প্রায় নিশ্চিত, সেখানে শরীর শুরু করে দিলো এক অবাক করা লড়াই।
কিন্তু শরীর এই বহিরাগত বস্তুটিকে প্রত্যাখ্যান করলো না। বরং, ঘটলো ঠিক তার উল্টোটা! 😲

যখন কোনো বাহ্যিক বস্তু (foreign object) শরীরে প্রবেশ করে এবং দ্রুত কোনো মারাত্মক ইনফেকশন বা অঙ্গহানি না ঘটায়, তখন শরীর এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।

১. শরীর বুঝতে পারে যে বস্তুটি সরানো সম্ভব নয়। তখন সেটিকে শত্রু হিসেবে না দেখে, বরং তাকে "বন্দী" করার পরিকল্পনা করে।

২. আমাদের হাড়ের মধ্যে থাকা “অস্টিওব্লাস্ট” (Osteoblast) নামক কোষগুলো সক্রিয় হয়ে ওঠে। এই কোষগুলোর কাজ হলো নতুন হাড় তৈরি করা। তারা ধীরে ধীরে ঐ ধারালো বস্তুর চারপাশে নতুন হাড়ের স্তর তৈরি করতে শুরু করে।

৩. বছরের পর বছর ধরে, হাড়ের এই বৃদ্ধি চলতে থাকে এবং একসময় বস্তুটি পুরোপুরি নতুন হাড়ের আবরণে ঢেকে যায়। এটি তখন শরীরেরই একটি অংশ হয়ে ওঠে, ঠিক যেন এটি সবসময় সেখানেই ছিল!

এই ঘটনাটি তিমি শিকারের ইতিহাসে বহুবার দেখা গেছে। শিকারিদের হারপুন গায়ে নিয়ে তিমিরা বহু দশক বেঁচে থেকেছে এবং পরে তাদের কঙ্কালে দেখা গেছে হারপুনটি হাড়ের সাথে একেবারে মিশে গেছে।

এটি প্রমাণ করে যে, শরীর এবং মনের বেঁচে থাকার ইচ্ছা কতটা অদম্য হতে পারে। নিরাময় মানে সবসময় কষ্ট বা ক্ষতকে উপড়ে ফেলা নয়; কখনো কখনো সেই কষ্টের সাথেই নিজেকে মানিয়ে নিয়ে, তাকে ঘিরে আরও শক্তিশালী হয়ে ওঠাটাই আসল বেঁচে থাকা। 💪❤️

প্রকৃতির নিজেরও নিরাময়ের পদ্ধতি আছে, যা অনেক সময় আমাদের জ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞানের সীমানাকেও ছাড়িয়ে যায়।

অনুবাদ: AH Abubakkar Siddique

সোর্স:
১. New Bedford Whaling Museum: সংরক্ষিত তিমির কঙ্কাল
২.. Scientific American: Articles discussing wound healing and foreign body response in animals.

#বিজ্ঞান #তথ্য

09/07/2025
🥓 পেটে জমে থাকা মরণফাঁদ: ভিসেরাল ফ্যাটশরীরের ভেতরে, অঙ্গ-প্রত্যঙ্গ ঘিরে যে চর্বি জমে তাকে ভিসারাল ফ্যাট বা পেটের চর্বি ব...
06/07/2025

🥓 পেটে জমে থাকা মরণফাঁদ: ভিসেরাল ফ্যাট
শরীরের ভেতরে, অঙ্গ-প্রত্যঙ্গ ঘিরে যে চর্বি জমে তাকে ভিসারাল ফ্যাট বা পেটের চর্বি বলা হয়। এটা শুধু ওজন বাড়ায় না, বরং কিডনি, লিভার, হার্টের চারপাশে জমে বিপজ্জনকভাবে জড়িয়ে ধরে, শরীরে সৃষ্টি করে এক ধরনের নীরব প্রদাহ, যা ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ–২ ডায়াবেটিস, ফ্যাটি লিভার ও হার্ট ডিজিজের মতো রোগ ডেকে আনে।
👉 সব মোটা মানুষে নয়, এমনকি চিকনদের মাঝেও এই সমস্যা থাকতে পারে। এমন অবস্থা—বাহ্যিকভাবে চিকন, কিন্তু ভেতরে জমে থাকা অতিরিক্ত ভিসারাল ফ্যাট—একেই বলে স্কিনি ফ্যাট।

🧬 নিউরোলজিস্টদের মতে, এই ভিসারাল ফ্যাট মানুষের মস্তিষ্কের গঠনেও প্রভাব ফেলে। স্মৃতিশক্তির কেন্দ্র যতোই ছোট হতে থাকে, ততোই বাড়ে আলঝেইমার ও পারকিনসন রোগের ঝুঁকি। অনেকেই ৪০–৫০ বছর বয়সেই এর সূচনা দেখে থাকেন।

🔍 কীভাবে বুঝবেন, আপনার ভিসারাল ফ্যাট বেশি কিনা
কোমরের মাপটাই এক্ষেত্রে বড় ক্লু।
➡️নারীদের ক্ষেত্রে কোমরের মাপ যদি ৩৫ ইঞ্চির বেশি হয়
➡️পুরুষদের ক্ষেত্রে ৪০ ইঞ্চির বেশি—তাহলেই বিপদের ইঙ্গিত।
আর যদি দেহে চর্বি বেশি কিন্তু পেশি কম—তবে ধরে নেওয়া যায়, ভেতরে ভিসারাল ফ্যাটও বেশি।

💡 কীভাবে কমানো যায়?
✅ কার্ডিও শুরু করুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট ঝটপট হাঁটুন, এমনভাবে হাঁটবেন যাতে হাপাতে হাপাতে কথা বলা কঠিন হয়।
✅ স্ট্রেন্থ ট্রেনিং জুড়ুন: হাঁটার সময় হাতে ওজন নিতে পারেন, বাইকে রেজিস্ট্যান্স যোগ করতে পারেন, সুইমিং করলে ফিন ব্যবহার করুন। অর্থাৎ, এমনভাবে কসরত করুন যাতে একই সঙ্গে হার্টের কাজ ও পেশিশক্তি—দুটোরই উন্নতি হয়।
👉 লাংজ, প্ল্যাঙ্ক, স্কোয়াট, ডেডলিফট, প্রেস—এমন ব্যায়াম বেশি উপকারী যেখানে একসঙ্গে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে।
✅ খাবারের ধরন বদলান:*প্রসেসড খাবার বাদ দিন। ফল, সবজি, বাদাম, অলিভ অয়েল, দানা শস্য, মাছ—এসবেই মনোযোগ দিন। লাল মাংস বা মিষ্টিজাত খাবার কমিয়ে দিন।
✅ টাইম রেস্ট্রিক্টেড খাওয়া শুরু করুন: দিনে ৬ ঘণ্টা খেতে পারেন (যেমন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা), আর বাকি ১৮ ঘণ্টা উপোসে থাকুন। সবার ক্ষেত্রে এটি কাজ না করলেও অনেকের ওজন কমাতে দারুণ কাজে দেয়।

🔄 সবচেয়ে বড় কথা হলো—জীবনযাপন বদলালে এই ভিসারাল ফ্যাট রিভার্স করা সম্ভব। নিয়মিত ব্যায়াম, সঠিক খাবার, সঠিক সময়ে খাওয়া—এই ছোট ছোট পরিবর্তনেই বড় জাদু লুকিয়ে আছে। শরীরকে চাঙা রাখতে চাইলে, বাহ্যিক চেহারার চেয়ে অভ্যন্তরীণ সুস্থতায় গুরুত্ব দেয়া উচিত। পেটের ভেতরে জমে থাকা চর্বিই নীরব ঘাতক হতে পারে।

আমার আপনার শেষ সম্বল ।😥😥😥
05/07/2025

আমার আপনার শেষ সম্বল ।😥😥😥

Sermi Available in stock....
03/07/2025

Sermi Available in stock....

Address

Gandaria

Telephone

+8801944984922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahman Homeo Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rahman Homeo Pharmacy:

Share

Category