12/05/2024
আজ মা দিবস। এ দিনে সন্তানরা তাদের মতো করে কিছু করতে চায় মায়ের জন্য। বিদেশী মায়েরা আজকের দিনটিকে খুব উপভোগ করেন। কিন্তু আমাদের মায়েরা অন্য দিনের মতোই এই দিনটিকে দেখতে পান। হয়তো কোন কোন মা বিশেষ কিছু মনোযোগ পায় আজ অন্যদিনের চেয়ে। তাই এই দিনে যদি সন্তান(রা) বা পরিবারের অন্যরা মা-কে নিজের দিকে মনোযোগ দিতে উৎসাহ দেন, যেমন যে কাজটা করতে তার ভালো লাগে (ছবি আঁকা, গান শোনা বা গাওয়া) তা করা বা কোথাও ঘুরতে যাওয়া বা খেতে যাওয়া, ইত্যাদি।
এধরনের কাজগুলো মায়েদের নিয়ম করে করার অভ্যাস করা উচিত যেমন , নিজের প্রিয় খাবার রান্না করা, নিজের পছন্দ মতো কিছু কিনে নিজেকে উপহার দেয়া, প্রিয় বন্ধুদের সাথে সময় কাটানো৷ মাসে অন্তত একটি দিন যদি মা তার নিজের মতো সময় কাটান তাহলে নিজেও ভালো থাকবেন এবং পরিবারের অন্যদেরকেও ভালো রাখতে পারবেন।
এই বিশেষ দিনে শুভেচ্ছা রইলো মায়েদের জন্য ও পরিবারের সবার জন্য।
নাূদিরা শাম্মী
ক্লিনিক্যাল সাইকলজিস্ট ( বাংলাদেশ)
মেন্টাল হেল্থ প্রেকটিশনার (কানাডা)।