Hamdard Institute of Unani & Ayurvedic Medicine

Hamdard Institute of Unani & Ayurvedic Medicine Official Fb page of Hamdard Institute of Unani and Ayurvedic medicine.

আসসালামু আলাইকুম আজ হামদর্দ ইনস্টিটিউট অফ ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিনের ২০২৩-২৪ ইং সেশনের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয...
21/10/2024

আসসালামু আলাইকুম
আজ হামদর্দ ইনস্টিটিউট অফ ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিনের ২০২৩-২৪ ইং সেশনের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মুহাম্মদ মফিজুর রহমান (ডিন ফ্যাকাল্টি অফ আর্স অ্যান্ড সোশ্যাল সাইন্স), ড. মোঃ ফারুক হোসেন (ডিন ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন),ডা:মোঃ নজরুল ইসলাম (বিভাগীয় প্রধান - ইউনানী মেডিসিন), অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড.মুহাম্মদ জহিরুল হক মুন্সী (অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ).
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি এবং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.মোঃ বাবুল আক্তার(বিভাগীয় প্রধান -আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট) হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ডা.মোঃ মনির আহমেদ (সিনিয়র লেকচারার -ডিপার্টমেন্ট অফ আয়ুর্বেদিক মেডিসিন), শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী নেতৃবৃন্দ। প্রায় সকলের বক্তৃতায় উঠে এসেছিল বাংলাদেশের ইউনানী আয়ুর্বেদিক এর জীবন্ত কিংবদন্তি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড.হাকিম মো: ইউসুফ হারুন ভূঁইয়া স্যারের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনানী এবং আয়ুর্বেদিক সিস্টেমকে বাংলাদেশ সহ বিশ্ব দরবারে অনন্য স্থানে পৌঁছে দেওয়ার অনন্য বাসনা।
অনুষ্ঠান পরিচালনা করেন ডা: মোঃ শহিদুল ইসলাম লেকচারার (ইউনানী ডিপার্টমেন্ট)

03/08/2024
15/06/2024
  published :***২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের  BUMS, BAMS, BHMS ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।***হামদর্দ ইনস্টিটিউট অব ইউ...
10/06/2024

published :
***২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের
BUMS, BAMS, BHMS ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।***হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন, মুন্সিগঞ্জ -এর পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর শুভ কামনা🎉
পরিচালক:
ডা: মো:খায়রুল আলম

আসসালামু আলাইকুম বিইউএমএস ও বিএএমএস ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী এন্ড আয়ুর্বেদি...
06/06/2024

আসসালামু আলাইকুম
বিইউএমএস ও বিএএমএস ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের প্রতিনিধি দল পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে সার্বিক সহযোগিতার জন্য থাকবেন । যেকোনো সহযোগিতায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
প্রয়োজনে - ০১৬৮৯৮৪২৮৩৬

30/05/2024
আসসালামু আলাইকুম হামদার্দ  ইনস্টিটিউট অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীন...
20/05/2024

আসসালামু আলাইকুম
হামদার্দ ইনস্টিটিউট অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিসিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে আপিলিয়েশনের চূড়ান্ত কপি।
Call-01958466080,
01689842836

18/05/2024

হামদার্দ জেনারেল হসপিটাল
ছাত্র-ছাত্রীরা নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস ও ইন্টার্নি করে থাকেন।
Call-01689842836

18/05/2024

Address

Hamdard City Of Science, Education And Culture
Gazaria
1510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamdard Institute of Unani & Ayurvedic Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share