Bismillah Diagnostic Center

Bismillah Diagnostic Center সম্পূর্ণ কম্পিউটারাইজড ডিজিটাল ডায়া?

( সম্পূর্ণ কম্পিউটারাইজড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বার )

এখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রোগী দেখেন।

�আমাদের সেবা সমূহঃ
�ডিজিটাল এক্স-রে
�আল্ট্রাসনোগ্রাম (কালার)
�ই,সি,জি (১২ চ্যানেল )
�সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা ডিজিটাল মেশিন দ্বারা করা হয়।

�বিভাগীয় ডাক্তারগণঃ
�গাইনী (মহিলা রোগ)
�শিশু
�মেডিসিন
�ডায়াবেটিস
�হৃদরোগ
�কিডনী
�চর্ম-যৌন
�নাক,কান,গলা
�বক্ষব্যাধি ও হাঁপানি
�হাড় ও বাত রোগ বিশেষজ্ঞ।

�বিশেষ দ্রষ্টব্যঃ
এখানে প্রতিদিন সকালে ও বিকালে মহিলা ডাক্তার (এম.বি.বি.এস) দ্বারা রোগীদের রঙিন আল্ট্রাসনোগ্রাম ও গর্ভকালীন চেকআপ করানো হয়।

যোগাযোগঃ
বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার
ভোগড়া, বাসন সড়ক (বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে) জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর সিটি।

14/07/2022

▪️পুরো বাংলাদেশে এখন বাচ্চাদের সর্দি-জ্বর এ কাহিল অবস্থা।
জ্বর নিয়ে কিছু কমন বিষয়ে ধারনা রাখা প্রয়োজন। সাথে সুন্নাহ সম্মত একটি আমল করুন।

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা* ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরের বেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেক সময় প্রকাশ পেতে ৩দিনও লেগে যায়। জ্বর হলেই এন্টিবায়োটিক শুরু করে দিন, খবরদার ডাক্তারের পরামর্শ ছাড়া এটি করবেন না।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন*।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোজিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন, যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর, কিন্তু মুখে খেতে না পারলে এর বিকল্প নেই। শিশুদের ডোজ বয়স ওজন জানিয়ে ডাক্তার থেকে জেনে নিবেন। এতে জ্বর সাময়িকভাবে হয়তো *১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনে। একটা সাপোজিটারী দেয়ার ৬/৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভিজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর *১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির করা জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

৮. বাচ্চাদের এসিডিটি কম হয়, তাই একদম সম্ভব না হলে, খালিপেটেও জ্বরের ঔষধ দিতে পারবেন।

৯. জ্বর হলে বাচ্চা এক আধটু বমি হতে পারে, কিছু জ্বরের ঔষধেও বাচ্চাদের বমি হয়। এসব ক্ষেত্রে বমির ঔষধ লাগে না, প্রয়োজনে জ্বরের ঔষধ পাল্টান। ঔষধ খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে বমি করলে ১৫/২০ মিনিট পর আবার ঔষধটটুকু খাওয়াতে হবে।

ডেঙ্গু সিজন এখন। পাশাপাশি করোনার প্রকোপ আবার বাড়ছে।কাজেই সন্দেহ হলেই আশেপাশে শিশু বিশেষজ্ঞ দেখিয়ে টেস্ট করে নিবেন।
▪️
নিজের বা অন্য কারও জ্বর হলে এ দোয়া পড়বেন।

‎بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
‘বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’র ওয়া মিন শাররি হাররিন নার।’

অর্থ: মহান আল্লাহর নামে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি; প্রবল প্রবাহমান রগ থেকে এবং জাহান্নামের আগুনের অনিষ্ট থেকে।’ (নাসায়ি; মকবুল দোয়া : ১৬৩)

▪️ভেজা কাপড় দিয়ে গা মাথা মুছতে মুছতে এই দুয়া পড়ে ফুঁ দিবেন। সাথে সাতবার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানি পান করাবেন, গা মুছে দিবেন।

আপনার শিশুকে সাবধানে রাখুন ,আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।

ডাক্তারি পরামর্শ দিয়েছেন-
Dr. Luna Labib

16/06/2022
বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুন: ☎️01771686464
16/06/2022

বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুন: ☎️01771686464

চর্ম, যৌন, সেক্স ও এলার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুন: ☎️01771686464
27/05/2022

চর্ম, যৌন, সেক্স ও এলার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুন: ☎️01771686464

03/05/2022

ঈদ বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি, আসুক ভ্রাতৃত্বের বন্ধন”
সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক

সবাইকে বাংলা নববর্ষ ১৪২৯ এর প্রীতি ও শুভেচ্ছা।
13/04/2022

সবাইকে বাংলা নববর্ষ ১৪২৯ এর প্রীতি ও শুভেচ্ছা।

30/03/2022

30/03/2022

Happy Doctors
DAY

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
26/03/2022

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

24/03/2022

সু-খবর সু-খবর সু-খবর
আসছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে
বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার দিচ্ছে বিশেষ ছাড়।
সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার উপর 25% ছাড়।
এখানে সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে অভিজ্ঞ টেকনোলজিস্ট দ্বারা ডিজিটাল মেশিনের মাধ্যমে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এছাড়াও এখানে অভিজ্ঞ সনোলজিস্ট ও গাইনী ডাক্তার দ্বারা রঙিন আল্ট্রাসনোগ্রাম ও গর্ভকালীন চেকআপ করা হয়।
এই সুযোগ চলবে আগামী ২৫ ও ২৬শে মার্চ রোজ শুক্রবার ও শনিবার।
তাই আজই চলে আসুন
বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার
বাসন সড়ক বাসস্ট্যান্ড, ভোগড়া, গাজীপুর সিটি।

এখন থেকে নিয়মিত রোগী দেখবেন
11/03/2022

এখন থেকে নিয়মিত রোগী দেখবেন

আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী দেখবেন।
14/01/2022

আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী দেখবেন।

02/01/2022
আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখবেন।
31/12/2021

আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখবেন।

Address

Gazipur
1704

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Friday 09:00 - 21:30
Saturday 09:00 - 21:30
Sunday 09:00 - 21:30

Telephone

+8801771686464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bismillah Diagnostic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram