26/08/2023
Osteoporosis বা হাড়ক্ষয় একটি নীরব ঘাতক রোগ।
৫০ বছরের পরে অধিকাংশ মানুষের (বিশেষত মহিলাদের) হাড়ের স্বাস্থ্য হ্রাস পেতে থাকে
৬০-৬৫ বছরের পর এটি তীব্র আকার ধারণ করে।
মেডিকেলের পরিভাষায় মৃদু হাড়ক্ষয়কে Osteopenia এবং মাঝারি ও তীব্র হাড়ক্ষয়কে Osteoporosis বলা হয়। (According to T score & Z Score at BMD).
হাড়ক্ষয়ের সবচেয়ে খারাপ এবং কমন জটিলতা হচ্ছে Fragility Fracture /Pathological Fracture.
অর্থাৎ সামান্য আঘাতে যেখানে স্বাভাবিক মানুষের Fracture হবার কথা নয় সেখানে Osteopenia/Osteoporosis এর রোগীদের Fractured হয়ে যায়।
সাধারণত Old age এ ফ্রাকচার হলে সেটা ম্যানেজ করা খুব জটিল।(General Anaesthetic দিয়ে অপারেশন করতে গেলে Anaesthetic complications তৈরি হতে পারে,ফলে রোগী ওটির টেবিলেই কলাপ্স করতে পারে!)
Osteoporosis সাধারণ ২ প্রকার -
-Primary Osteoporosis ( হরমোনাল পরিবর্তন ও Aging এর কারণে)
-Secondary Osteoporosis (কোন রোগের কারণে হাড়ক্ষয় হলে)
গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে ৫০ বছরের উপর প্রতি ৩ জন মহিলার একজন Osteoporotic Fracture এ আক্রান্ত হয়। যেটা খুবই এলার্মিং একটা পরিসংখ্যান!
হাড়ক্ষয় হলেই আমরা দোকান থেকে ক্যালসিয়াম ভিটামিন কিনে খেতে শুরু করি,বা অনেক চিকিৎসকও হাড়ক্ষয়ের প্রকৃত কারণ অনুসন্ধান না করে এসব প্রেসক্রাইব করে থাকেন যেটা অনুচিত।
হাড়ক্ষয়ের বা Osteopenia/Osteoporosis এর চিকিৎসাকে মোটা দাগে কয়েকটা পয়েন্টে সামারাইজ করা যায়-
★Lifestyle modifications : আমরা শুধুমাত্র সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম, ভিটামিন ডি খেলে হবেনা দৈনন্দিন ডায়েটের মধ্যে ক্যালসিয়াম,প্রোটিন, ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে আছে এমন খাবার গ্রহণ করতে হবে(দুধ,ডিম,দই,বাদাম ইত্যাদি)
প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দুই দিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টার রোদে কিছুক্ষণ বসতে হবে(১৫-২০ মিনিট)
যাদের হাড়ক্ষয় আছে এবং Fracture হবার ঝুঁকি আছে তাদেরকে অবশ্যই "Anti-Fall strategy" শিখিয়ে দিতে হবে।
যেমন-
- বাথরুম বা ঘরের মেঝে পিচ্ছিল রাখা যাবেনা।
- বাথরুমে "Grabbing bar" লাগিয়ে দিতে হবে যাতে বয়স্ক মানুষ সহজেই সেটার সাপোর্ট ব্যবহার করে বাথরুমে যাওয়া আসা করতে পারে(খুবই গুরুত্বপূর্ণ)
- যেসব যানবাহনে ঝাঁকি বেশি সেগুলো এড়িয়ে চলতে হবে।
- ঘুমের ওষুধ বা যেসব ওষুধ খেলে ঘুম ভাব হয় সেগুলো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে(বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে)। কারণ এই ঘুমভাবের জন্য ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়ে Fracture হতে পারে।
- Muscle strengthening exercise / Yoga করে মাসলকে একটিভ রাখতে হবে।
Muscle power কমে গেলে সেটা হাড়কে পর্যাপ্ত সাপোর্ট দিতে পারেনা।
★Pharmocological Management : এক্ষেত্রে রোগের কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে।
সবচেয়ে ভালো হয় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে Osteoporosis /Osteopenia এর কারণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা নেয়া এবং উপরের পরামর্শগুলো মেনে চলা।
বি:দ্র: শুধুমাত্র Osteoporosis হলেই যে Fracture হবে সেটা নয়,Osteopenia (মৃদু হাড়ক্ষয়েও Fracture এর ঝুঁকি অনেক বেশি থাকে)
হাড়ক্ষয়ের মাত্রা bone mineral density (BMD) test দ্বারা পরিমাপ করা যায়।
এছাড়া আপনার চিকিৎসক প্রাথমিকভাবে FRAX scoring system ব্যবহার করে হাড়ক্ষয়ের কারণে Fracture এর সম্ভাব্য ঝুঁকি হিসেব করে বের করতে পারেন।
© Dr. K M Nazmul Ahsan