Gazipur Hijama Health Care

Gazipur Hijama Health Care অভিজ্ঞ ডিপ্লোমা ডাক্তার দ্বারা হিজামা গ্রহণ করুন।

বাত ব্যথার সুন্নতী চিকিৎসা হিজামা।★ হযরত আনাস রাযি. রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, ❝যে...
08/06/2023

বাত ব্যথার সুন্নতী চিকিৎসা হিজামা।

★ হযরত আনাস রাযি. রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, ❝যে ব্যক্তি হিজামা লাগাতে চায় সে যেন চাঁদের সতের, উনিশ ও একুশ তারিখকে তালাশ করে। তোমাদের কারো রক্তের চাপ বেড়ে গেলে সে যেন (হিজামা লাগিয়ে) রক্তের চাপ কমিয়ে নেয়।❞
[ ইবনে মাজাহ: ৩৪৮৬]

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

বাত ব্যথা দুর করার ও ডিটক্সিফিকেশানের একমাত্র ন্যচারাল পদ্ধতি_হিজামা_cupping_therapy

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

💠হিজামার আরো উপকারিতা:-

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।

ঠিকানা:- Gazipur Hijama Health Care

আমাদের শাখা সমূহঃ
ঢাকা মিরপুর শাখাঃ ৬০ ফিট ছাপড়া মসজিদ সংলগ্ন, উত্তর পীরেরবাগ, মিরপুর ২, ঢাকা-১২১৬।

মাওনা শাখাঃ এম.সি বাজার, মাওনা, শ্রীপুর, গাজীপুর।

সিরিয়ালের জন্য কল করুনঃ +88 01611-717208, +88 01886-717208

 #সায়াটিকা কি কি কারণে হয়ে থাকে?  #এই রোগের লক্ষণগুলো কি কি?  #এর চিকিৎসা পদ্ধতি কি?সায়াটিকার জন্য হিজামা চিকিৎসা নিন। স...
05/06/2023

#সায়াটিকা কি কি কারণে হয়ে থাকে?
#এই রোগের লক্ষণগুলো কি কি? #এর চিকিৎসা পদ্ধতি কি?

সায়াটিকার জন্য হিজামা চিকিৎসা নিন। সুস্থ থাকুন।

#সায়াটিকা'কে আরবীতে "ইরকুন নিসা" বলে। ঊরুর পেছন দিক থেকে শুরু হয় একটা চিনচিনে বা শিরশিরে অনুভূতি, নেমে যায় পায়ের পেছন দিক দিয়ে নিচে, কখনো একেবারে পায়ের পাতা অবধি। কেবল ব্যথা নয়, মাঝেমধ্যে অবশ হয়ে আসা বা ঝিম ধরে থাকা অনুভূতিও হয়। এই সমস্যার নাম সায়াটিকা।

সায়াটিক স্নায়ুর মূলে কোনো সমস্যা হলে এই রোগ হয়। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে এই ব্যথা বা অস্বাভাবিক অনুভূতি বাড়ে, মেরুদণ্ড ভাঁজ করে কোনো কাজ করলে, যেমন নিচু হয়ে জুতার ফিতে পরতে গেলেও চিনচিন করে উঠতে পারে। আবার হাঁটাহাঁটি করলে কিংবা সটান শুয়ে থাকলে কিন্তু কমে। বেশির ভাগ ক্ষেত্রে মেরুদণ্ডের কশেরুকার মধ্যবর্তী ডিস্ক বা তরুণাস্থির সরে যাওয়া, বাইরের দিকে বেরিয়ে আসা, কোনো কিছুর মাধ্যমে চাপের সম্মুখীন হওয়া ইত্যাদি কারণে সায়াটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।যাঁদের সায়াটিকা আছে, তাঁরা দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকবেন না, বিশেষ করে যদি তা আরামদায়ক না হয়।

#শীতে কোমর ও পায়ের ব্যথা তীব্র আকার ধারণ করে। এ সময় শরীরের রক্ত চলাচল কম হয়। শীতে কোমর বা অন্যান্য জয়েন্টের মাংসপেশিতে ক্র্যাম্প হয় বা টান বেশি লাগে। এতে মেরুদণ্ডের মাংসপেশি ইমব্যালেন্স হয় বা ভারসাম্যতা কমে যায়। ফলে মেরুদণ্ডের ডিস্কের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে ডিস্ক প্রলাপ্স হয়ে ব্যথা পায়ে চলে যায় এবং সায়াটিকার উৎপত্তি হয়।

#সায়াটিকার কারণ :

#মেরুদণ্ডের হাড় সরে (স্পন্ডাইলোসিস) গিয়ে যদি সায়াটিকা নার্ভের চাপ দেয়। পাইরিফরমিস মাংস পেশি শক্ত হয়ে গেলে। ডিস্ক প্রলাপ্সের কারণে কোমর থেকে জেলি বের হয়ে নার্ভের ওপর চাপ দিবে।

ডিজেনেরেশন বা স্পন্ডাইলোসিস হলে (কোমরের হাড় ক্ষয় বা বেড়ে যাওয়া)। গর্ভাবস্থায় সায়াটিকার ব্যথা হতে পারে। আঘাতজনিত কারণে সায়াটিক নার্ভের ব্যথা হতে পারে।

#লক্ষণ : ব্যথা কোমর থেকে নিচ দিকে গেলে। পা ঝিন ঝিন, জ্বালাপোড়া, ভারী ভারী এবং অবশ অবশ হলে। পায়ের ব্যথাটা শিন শিন বা কালাইয়া নিতে পারে। বেশিরভাগ সময়ে হাঁটতে ব্যথা বৃদ্ধি পায়।

এ রোগ হলে হিজামা/কাপিং থেরাপির মাধ্যমে সুস্থতা লাভ হবে ইনশা আল্লাহ্।

যোগাযোগঃ Gazipur Hijama Health Care

আমাদের শাখা সমূহঃ
ঢাকা মিরপুর শাখাঃ ৬০ ফিট ছাপড়া মসজিদ সংলগ্ন, উত্তর পীরেরবাগ, মিরপুর ২

17/05/2023
এশিয়া নীট কম্পোজিট লিমিটেডের AGM স্যার হিজামা নিচ্ছেন পিঠে ব্যথা, হাতে ও মাংসপেশিতে ব্যথা নিয়ে ভুগিতেছিল। আলহামদুলিল্লাহ...
15/05/2023

এশিয়া নীট কম্পোজিট লিমিটেডের AGM স্যার হিজামা নিচ্ছেন পিঠে ব্যথা, হাতে ও মাংসপেশিতে ব্যথা নিয়ে ভুগিতেছিল।

আলহামদুলিল্লাহ! হিজামা নিয়ে এখন ভালো আছেন।

শাখা সমূহঃ
ঢাকা মিরপুরঃ ৬০ ফিট ছাপড়া মসজিদ সংলগ্ন, উত্তর পীরেরবাগ, মিরপুর ২, ঢাকা ১২১৬।

মাওনা শাখাঃ এম.সি বাজার, মাওনা, শ্রীপুর, গাজীপুর।

সিরিয়ালের জন্য কল করুনঃ 01611-717208, 01886-717208

খুব শিগগিরী শুভ উদ্ভোদন হতে যাচ্ছে।
16/03/2023

খুব শিগগিরী শুভ উদ্ভোদন হতে যাচ্ছে।

হিজামা (Cupping) থেরাপি স্পেশাল_ডিসকাউন্ট_অফার! অফার পেতে 📞01611-717208, 01886-717208🔵হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোম...
16/03/2023

হিজামা (Cupping) থেরাপি স্পেশাল_ডিসকাউন্ট_অফার!
অফার পেতে 📞01611-717208, 01886-717208

🔵হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত হিজামা কাপিং এক্সপার্টের তত্বাবধানে চিকিৎসা প্রদান করা হয়।
🔵মহিলাদের জন্য অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট আছেন।

✍️হিজামা_নিয়ে_কিছু_কথা.........

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা কারণ রাসূল(সাঃ) এর জীবনে এই চিকিৎসা করার ঘটনা বিভিন্ন হাদিসে বর্ণীত আছে।

যারা হিজামার কথা নতুন নতুন শুনে অভিভূত হয়েছেন- নিজে হিজামা করতে শুরু করেছেন, পরিবারের কাছের মানুষদেরকে হিজামার কথা বলছেন, নিয়েও আসছেন হিজামার জন্যে – তাদের প্রত্যেককে আমরা এই হাদিসগুলো মনে করিয়ে দিতে চাই!

❝তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। ❞
(সহিহ বুখারী- ৫৬৯৭)

❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। ❞
(কানযুল উম্মাল-২৮১১২)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
✍️হিজামা কী?
হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।

এইটা বিশ্বব্যাপী জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা যা বিভিন্ন রোগের জন্য কার্যকরী এবং যেকোন সুস্থ রোগীর জন্য রোগ প্রতিরোধ হিসেবে ইফেক্টিভ চিকিৎসা ব্যবস্থা। উন্নত বিশ্বে এর ব্যাপক প্রচলন থাকলেও আমাদের দেশে এখন জনপ্রিয় হচ্ছে দিন দিন
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
✍️যে সকল সমস্যায় হিজামা কাপিং উপকারীঃ
🔵১.ব্লাক মেজিক (কালো যাদু যে কোন ধরনের যাদু,
বদ নজর,

🔵২.বাত ব্যথা/ Rhumatological Condition.
গেঁটে বাত, কটিবাত,কোমর ব্যথা, মেরুদন্ডের হাড় ক্ষয়, হাত পায়ের আথ্রাইটিস,হাতের ঝিঁঝিঁ ধরা,পা চাবানো, পক্ষাঘাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ সকল ধরনের ব্যথায়।

🔵৩. নিউরোলজিক্যাল/ Neurological Condition.
মাইগ্রেন, মৃগীরোগ,মানসিক বৈকাল্য,বাকরুদ্ধতা, মাথা ব্যথা,পেরিফেরাল স্নায়ুরোগ,মুখের পক্ষাঘাত, রাতে মুত্রাধিক্য, অতিরিক্ত নিদ্রা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, স্বরণ শক্তির দুর্বলতা।

🔵৪. কার্ডিয়াক সমস্যা।
হার্টের অপর্যাপ্ত রক্ত সঞ্চালন/ হার্টের ব্লক।

🔵৫.ফুসফুসের সমস্যা।
এ্যাজমা /হাঁপানী, দীর্ঘ মেয়াদি কাশি।

🔵৬. পেটের সমস্যা।
গ্রাস্ট্রিক আলসার,কোষ্ঠ্য কাঠিন্য, পেটের সমস্যা, হেপাটাইটিস,পিত্ত দলীল প্রদাহ, পেট ব্যথা।

🔵৭.চর্ম রোগ।
ব্রন, চুলপড়া,শ্বেত রোগ,সোরিয়াসিস, একজিমা,
দাউদ।

🔵৮. কিডনী সমস্যা।
কিডনীর রোগ।

🔵৯. হরমোন সমস্যা।
থাইরয়েড সমস্যা।

🔵১০. গাইনী সমস্যা।
মাসিকের সময় ব্যথা, মহিলাদের বন্ধ্যাত্ব, মাসিক না হওয়া।

🔵১১. ডায়াবেটিস।
ডায়াবেটিস।

🔵১২. অন্যান্য সমস্যা।
জয়েন্ট পেইন, প্রষ্টেটের প্রদাহ,অন্ডকোষে পানি জমা, এনার ফিষ্টুলা,পাইলস,শিরা ফুলে ওঠা,সাইনাসের প্রদাহ, কানে ব্যথা,টনসিলে প্রদাহ,পুরুষত্বহীন, চোখের চাপ বাড়া, এলার্জি/ চর্মরোগ, রক্তের সারকুলেশন, বিষন্নতা স্নায়বিক চাপ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

🤔অনেকেই বলতে পারেন: "হিজামা কিভাবে এত রোগ ভাল করে?"
হিজামা শরীরের একটি বেসিক মেকানিজম এক্টিভেট করে। তা হচ্ছে এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড পাথওয়েকে বুস্ট করে দেয়। এই নাইট্রিক অক্সাইডকেই বিজ্ঞানীরা মিরাকল মলিকিউল বা হিলিং মলিকিউল নাম দিয়েছেন। যেকোন ডিজিজের নাম এর সাথে effect of nitric oxide লিখে গুগোল সার্চ করলেই আমদের কথা সত্যতা পাবেন।
হিজামাতে যে লাইট স্ক্র‍্যাচ হয় এতে ক্যাপিলারি ইনজুরি হয়, এবং এই ক্যাপিলারির এন্ডোথেলিয়াম থেকেই নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

এছাড়া আমাদের অন্যান্য সেবা সমুহ:
🔹ডিভাইস কসমেটিক সুন্নাতী খতনা/ মুসলমানি ( কোন প্রকার সেলাই ব্যান্ডেজ লাগবে না। আধুনিক পদ্ধতিতে ডিভাইসের মাধ্যমে খতনা করানো হয়।
🔹পলিপাস পাইলস ফিস্টুলা।
🔹যেকোনো প্রকার যৌন সমস্যা

🔹কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

🔵যোগাযোগ 🔵
গাজীপুর হিজামা হেলথ কেয়ার সেন্টার।

ঢাকা শাখাঃ ৬০ ফিট ছাপড়া মসজিদ সংলগ্ন, উত্তর পীরেরবাগ, মিরপুর -২, ১২১৬।

গাজীপুর শাখাঃ এম.সি বাজার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।

☎️হটলাইন: +8801611717208 হোয়াটসঅ্যাপ।

আর কতদিন ব্যথার যন্ত্রণায় ছটফট করবেন। এখন হিজামা চিকিৎসার পাশাপাশি ঔষধের কম্বিনেশন নিয়ে ব্যথা মুক্ত থাকুন।হিজামা আরো যেস...
09/03/2023

আর কতদিন ব্যথার যন্ত্রণায় ছটফট করবেন। এখন হিজামা চিকিৎসার পাশাপাশি ঔষধের কম্বিনেশন নিয়ে ব্যথা মুক্ত থাকুন।

হিজামা আরো যেসব রোগে কার্যকরী-
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
👉উচ্চরক্তচাপ (High Blood Pressure)
👉অনিদ্রা (insomnia)
👉চর্মরোগ (Chronic Skin Diseases)
👉জয়েন্টের ব্যথা (Gout Pain)
👉বাতের ব্যথা (Arthritis)
👉হাঁটু ব্যথা (Knee Pain)
👉ঘাড়ে ব্যথা (Neck Pain)
👉কোমড় ব্যথা (Waist Pain)
👉পায়ের পাতা ও গোড়ালি ব্যাথা (
👉মাংসপেশীর ব্যথা (muscles spasm)
👉প্যারালাইসিস বা কোন অঙ্গ অবশ হয়ে যাওয়া(Paralysis)
👉ডায়াবেটিস (Diabetes)
👉চুল পড়া (Hair fall)
👉মাইগ্রেনের ব্যথা (Migraine pain)
👉স্মৃতিহীনতা (Parkinson's disease)
👉থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
👉সাইনুসাইটিস (Sinuses problem)
👉ব্রণ (Acne)
👉গ্যাস্ট্রিক সমস্যা (Gas problem)
👉যৌন রোগ (Sexual disease)
👉 অনিয়মিত পিরিয়ড
👉 বন্ধ্যাত্ব (Infertility)
👉 জ্বীন যাদুর সমস্যা (Paranormal problem)

হিজামা নিয়ে কিছু হাদিস সমূহঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমরা জীবাণুমুক্ত ভাবে ও পরিচ্ছন্ন পরিবেশে ডিপ্লোমা চিকিৎসক সহ ৫ বছরের অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করিয়ে থাকি। হিজামার কোন সাইড ইফেক্ট নেই।অভিজ্ঞ হাতে হিজামা/কাপিং করালে কোন পার্শপ্রতিক্রিয়া পাবেন না ইনশাআল্লাহ। তাই রোগী অনেক আরাম এবং রিলাক্স ফিল করে ইনশাআল্লাহ।
হিজামায় কোন ভয় নেই, যারা ১ বার হিজামা করে,ওনারা বেশিরভাগই বার বার আসেন হিজামা করাতে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক, আমিন।

☎️হটলাইন: +8801611-717208, 01886-717208
----------------
⏩ Address
গাজীপুর হিজামা হেলথ কেয়ার সেন্টার।
এম.সি বাজার, মাওনা, শ্রীপুর, গাজীপুর।

Tags:
#হিজামা #কাপিং #চিকিৎসা #সুন্নাহ
#হিজামা #গাজীপুর #শ্রীপুর #গাজীপুরহিজামা #গাজীপুর_হিজামা #শ্রীপুর_হিজামা

#গাজীপুরহিজামাহেলথকেয়ারসেন্টার #গাজীপুর_হিজামা_হেলথ_কেয়ার_সেন্টার #মাওনাহিজামা #মাওনা_হিজামা

ঐতিহাসিক ৭ই মার্চ।
07/03/2023

ঐতিহাসিক ৭ই মার্চ।

💢 হিজামা কিভাবে যৌন দুর্বলতায় কাজ করে?〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ আমরা জানি পুরুষের সেক্স হরমোন তৈরি হয় টাখনুর উপরের অংশে ব...
05/03/2023

💢 হিজামা কিভাবে যৌন দুর্বলতায় কাজ করে?
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
আমরা জানি পুরুষের সেক্স হরমোন তৈরি হয় টাখনুর উপরের অংশে বা গোড়ালি ও এর আশেপাশে। আর কোমর তথা মেরুদন্ডের লাম্বার এরিয়া যে সবচেয়ে সক্রিয় অংশ সেটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও হৃদপিণ্ড, ফুসফুসসহ আরো কিছু অঙ্গপ্রত্যঙ্গও যৌনক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হিজামায় এনাটমিক্যাল পজিশন অনুযায়ী সেসব জায়গায় আমরা কাপ বসিয়ে দেই, স্ক্র‍্যাচ করি, টক্সিন বের করে দেই, নাইট্রিক অক্সাইড বুস্ট হয়ে যায়। এভাবেই যৌন দুর্বলতায় হিজামা একটি কার্যকরী থেরাপি হিসেবে পরিচিত হয়ে ওঠছে।
এছাড়াও সিরিয়াস পেশেন্টদের জন্য রয়েছে আরো স্পেশাল কেয়ার, পথ্য নির্দেশনা এবং সাইকো থেরাপি।
সবমিলিয়ে বলা যায়, যৌন দুর্বলতা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, স্বাস্থ্য ঝুঁকি ছাড়া নিরাপদ চিকিৎসা আপনার হাতের কাছেই।

💢 হিজামা আরো যেসব রোগে কার্যকরী-
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
👉উচ্চরক্তচাপ (High Blood Pressure)
👉অনিদ্রা (insomnia)
👉চর্মরোগ (Chronic Skin Diseases)
👉জয়েন্টের ব্যথা (Gout Pain)
👉বাতের ব্যথা (Arthritis)
👉হাঁটু ব্যথা (Knee Pain)
👉ঘাড়ে ব্যথা (Neck Pain)
👉কোমড় ব্যথা (Waist Pain)
👉পায়ের পাতা ও গোড়ালি ব্যাথা (
👉মাংসপেশীর ব্যথা (muscles spasm)
👉প্যারালাইসিস বা কোন অঙ্গ অবশ হয়ে যাওয়া(Paralysis)
👉ডায়াবেটিস (Diabetes)
👉চুল পড়া (Hair fall)
👉মাইগ্রেনের ব্যথা (Migraine pain)
👉স্মৃতিহীনতা (Parkinson's disease)
👉থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
👉সাইনুসাইটিস (Sinuses problem)
👉ব্রণ (Acne)
👉গ্যাস্ট্রিক সমস্যা (Gas problem)
👉যৌন রোগ (Sexual disease)
👉 অনিয়মিত পিরিয়ড
👉 বন্ধ্যাত্ব (Infertility)
👉 জ্বীন যাদুর সমস্যা (Paranormal problem)

▶একজন সুস্থ মানুষও সুন্নাহ হিসেবে হিজামা করানোর মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন।
💢হিজামা সংক্রান্ত হাদিস
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
মহানবী (সা.) বলেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ ( হাকিম, হাদিস : ৭৪৭০)

এছাড়া অভিজ্ঞ ডাক্তার দ্বারা পাইলস ও পলিপাসের স্থায়ী চিকিৎসা করা হয়। এবং ব্যাথামুক্ত রক্তপাতহীন সেলাই বাদে ডিভাইস কসমেটিক খতনা করানো হয়।

🏩আমাদের লোকেশনঃ
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
গাজীপুর হিজামা হেলথ কেয়ার সেন্টার।
এম.সি বাজার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।

সিরিয়ালের জন্য কল করুনঃ +88 01611-717208, +88 01886-717208

কেন হিজামা করাবেন?হাদিসে আছে,রাসূলুল্লাহ (সা.) হিজামা করেছেন মাথাব্যথার প্রতিষেধক হিসেবে। পিঠের ব্যথার জন্য দুই কাঁধের ম...
04/03/2023

কেন হিজামা করাবেন?
হাদিসে আছে,রাসূলুল্লাহ (সা.) হিজামা করেছেন মাথাব্যথার প্রতিষেধক হিসেবে। পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝে ও ঘাড়ের দু’টি রগে। হিজামার উপকারিতা সম্পর্কে সিহাহ সিত্তার গ্রন্থসমূহে বহু হাদিস রয়েছে। আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি তো পাবেনই এবং সাথে রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

হিজামা সংক্রান্ত হাদীসঃ
-------------------------
(১) হজরত ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে নবী করিম (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো- শিঙা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ –সহিহ বোখারি: ৫৬৮১

(২) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

(৩) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

(৪) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

(৫) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম।এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭

(৬) হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩ ।

হিজামা বা কাপিং থেরাপি এর মাধ্যমে আমাদের সেন্টারে যেসব রোগের চিকিৎসা দেওয়া হয়-
১। মাথা ব্যথা,
২। ঘাড়-কাধে ব্যথা,
৩। ব্যাক পেইন
৪। কোমর ব্যাথা
৫। হাঁটুতে ব্যথা,
৬। হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা,
৭। মাংশ পেশীতে ব্যথা,
৮। চুল পড়া
৯। মুখে ব্রণ, হাসপাতাল
১০। চর্ম রোগ
১১। এলার্জি

হিজামা বিষয়ে পরামর্শ পেতে কল করুনঃ 01611-717208

🔻🔻🔻চেম্বারের ঠিকানা⤵️⤵️⤵️
গাজীপুর হিজামা হেলথ কেয়ার সেন্টার
🏠মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।

★ল্যাবরেটরি টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা★দামেস্ক বিশ্ববিদ্যালয়ের (Damascus University) সাবেক ডীন প্রফেসর ড. মো...
04/03/2023

★ল্যাবরেটরি টেস্টঃ হিজামার বিজ্ঞানভিত্তিক উপকারিতা★

দামেস্ক বিশ্ববিদ্যালয়ের (Damascus University) সাবেক ডীন প্রফেসর ড. মোহাম্মদ নাবীল আল শরীফ এর অধীনে ২০০১ সালে হিজামার উপকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষাগারে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষাটি ৩০০ জন ব্যক্তির উপর পরিচালিত হয়। পরিচালিত পরীক্ষায় নিম্নোক্ত তথ্যসমূহ বেরিয়ে আসে; যা হিজামার উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণ বহন করে-

১. উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রক্তচাপ কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

২. নিম্ম রক্তচাপের ক্ষেত্রে রক্তচাপ বেড়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

৩. ECG এর পূর্বের গ্রাফের তূলনায় পরের গ্রাফে তাৎপর্যপূর্ণ উন্নতি পরিলক্ষিত হয়েছে।

৪. ESR কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

৫. RBC এর সংখ্যা স্বাভাবিক হয়েছে।

৬. Polycythemia এর ক্ষেত্রে Hemoglobin কমে স্বাভাবিক হয়েছে।

৭. Hemoglobin স্বল্পতার ক্ষত্রে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক হয়েছে। এটি নতুন নতুন স্বাভাবিক RBC উৎপন্ন হওয়ায় ইংগিত প্রদান করে; যা শরীরের কোষ সমূহে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করে থাকে।

৮. হিজামা গ্রহনকারীদের ৬০% ক্ষেত্রে রক্তে Leukocyte বৃদ্ধি পেয়ে স্বাভাবিক মাত্রায় পৌঁছেছে।

৯. সকল Rheumatic রোগাক্রান্ত রোগীদের ক্ষেত্রে Neutrophil বৃদ্ধি পেয়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

১০. রক্তের শ্বেতকণিকা (WBC) ৭১.৪% ক্ষেত্রে বেড়েছে। এটি প্রমান করে যে Rheumatic ও অন্যান্য প্রদাহজনিত রোগ হিজামা করার পর সেড়ে গেছে।

১১. হাঁপানি রোগীদের ৮৩.৩% ক্ষেত্রে Neutrophil এর সংখ্যা বেড়েছে।

১২. হিজামা করানোর কারনে Neutrophil এর অস্বাভাবিক বৃদ্ধি কমে গিয়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে।

১৩. হৃদরোগীদের ৭৬.৯% ক্ষেত্রে Neutrophil সংখ্যা কমে স্বাভাবিক হয়েছে।

১৪. রক্তের Thrombocyte ৫০.৬% ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে।

১৫. অনুচক্রিকার স্বল্পতার সকল ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়ে স্বাভাবিক মাত্রায় পৌঁছেছে।

১৬. Essential Thrombocythemia এর ৫০% ক্ষেত্রে Thrombocytes কমে গিয়ে স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।

১৭. ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তে চিনির পরিমাণ ৯২.৫% ক্ষেত্রে কমেছে।

১৮. রক্তের বৃদ্ধিপ্রাপ্ত Creatinine ৬৬.৬৬ ক্ষেত্রে কমেছে।

১৯. সকল ক্ষেত্রে হিজামার মাধ্যমে বের হওয়া রক্তে Creatinine এর পরিমান খুবই বেশী ছিল।

২০. যেসকল রোগীদের রক্তে Creatinine বেশী ছিল, হিজামার পর তাদের ৫৭% ক্ষেত্রে রক্তে এর মাত্রা কমে গিয়েছিল।

২১. ৬৬.৬৬% ক্ষেত্রে রক্তে Uric acid এর মাত্রা কমে গিয়েছে।

২২. Uric acid বৃদ্ধির ফলে যেসকল অসুবিধা দেখা দিয়েছিল, ৭৩.৬৮% ক্ষেত্রে সেসকল অসুবিধা দূর হয়েছে।

২৩. যাদের রক্তে Urea level বেড়ে গিয়েছিল, তাদের মধ্যে ৮০% ক্ষেত্রে তা নিয়ন্ত্রণে এসেছে।

২৪. যাদের রক্তে SGPT বেড়ে গিয়েছিল, ৮০% ক্ষেত্রে তাদের উক্ত মাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে গিয়েছে। এটি হিজামা করানোর দ্বারা যকৃতের কার্যকারিতা বৃদ্ধির ইংগিত বহন করে।

২৫. হিজামার পর কেন ECG এর উন্নতি হয়েছিল; SGPT এর নিম্নগামীতার মাধ্যমে তার ব্যাখ্যা পাওয়া গেল।

২৬. Alkaline phosphate এর বৃদ্ধিপ্রাপ্ত মাত্রা ৬২.৮২% ক্ষেত্রে কমে স্বাভাবিক পর্যায়ে নেমেছে।

২৭. ৫৪.৯% ক্ষেত্রে Amylase এর মাত্রা কমেছে।

২৮. সকল ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত Albumin কমে স্বাভাবিক হয়েছে।

২৯. রক্তের বর্ধিত Cholesterol এর মাত্রা ৮৩.৬% ক্ষেত্রে কমেছে।

৩০. যাদের রক্তে Triglyceride অধিক ছিল, হিজামা করানোর পর তাদের ৭৫% ক্ষেত্রে তা কমেছে।

৩১. Ca, Na, K আয়নের মাত্রা ৯০% ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

৩২. বর্ধিত CPK ৬৬.৬৬% ক্ষেত্রে কমে স্বাভাবিক হয়েছে।

৩৩. হিজামার মাধ্যমে বের হওয়া রক্তে সকল RBC-ই ছিল অস্বাভাবিক আকৃতির। যেমনঃ Hypochromic, Burr, Target, Crenated, Spherocytes, Poikilocytes, Anisocytes, Schistocytes, Acanthocytes ইত্যাদি।

৩৪. বের হওয়া রক্তে Leukocyte এর সংখ্যা শিরার রক্তের ১০% এরও কম ছিল। এটি শরীরের Immunity রক্ষার জন্য প্রয়োজনীয় উপাদান; যা হিজামার মাধ্যমে বের না হওয়ার ইংগিত বহন করে।

৩৫. ৬৬% ক্ষেত্রে রক্তে লৌহের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে।

৩৬. প্রায় ৯৩% ক্ষেত্রে CPK এবং LDH স্বাভাবিক মাত্রায় ছিল।

৩৭. শিরার রক্তে TIBC এর স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারে ২৫০-৩৭০ মাইক্রো গ্রাম। কিন্তু হিজামার মাধ্যমে বের হওয়া রক্তে TIBC এর মাত্রা ছিল প্রতি ডেসিলিটারে ৪২২-১০৫৭ মাইক্রো গ্রাম অর্থাৎ খুবই বেশী।
পরীক্ষাটি এই ইংগিত দেয় যে হয়তো এমন বিশেষ কোন কারণ রয়েছে; যার ফলে হিজামার কর্তিত অংশের মাধ্যমে পর্যাপ্ত লৌহ অণু বেরিয়ে আসতে পারেনা। বরং লৌহ অণুগুলো রক্তনালীতে রয়ে যায়; যাতে নতুন নতুন RBC উৎপাদনে ব্যবহৃত হতে পারে।

[লিখাটি 'হিজামা; রক্তমোক্ষণ Cupping Therapy (শুধু চিকিৎসা গ্রহণই নয়, সুন্নতও বটে)' কিতাব থেকে সংকলিত]

সুতরাং, উপরোক্ত Laboratory Test থেকে এটা দিবালাকের ন্যায় সুস্পষ্ট যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিজামা গ্রহণের জন্য যে তাগিদ দিয়েছেন; তা সত্যিই আমাদের জন্য অত্যন্ত কল্যান।

✳️ হিজামা কি?এককথায় , হিজামা হলো রাসুল সাঃ এর বর্ণিত এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের সিলেক্টেড কিছু পয়েন্ট/এলাকা থ...
04/03/2023

✳️ হিজামা কি?
এককথায় , হিজামা হলো রাসুল সাঃ এর বর্ণিত এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের সিলেক্টেড কিছু পয়েন্ট/এলাকা থেকে কিছু ম্যাকানিক্যাল ডিভাইসের মাধ্যমে সামান্য কিছু টক্সিন যুক্ত রক্ত / রক্ত রস/সিরাম বের করে নিয়ে রোগ মুক্তির চেষ্টা করা হয় ।
✳️হিজামা করলে কি ব্যথা লাগে?
না, সামান্য আঁচড় বা হালকা সুড়সুড়ির মত মনে হয়
✳️ হিজামা করলে কি শরীর দুর্বল লাগে ?
না, হিজামার পরে শরীর ফ্রেস মনে হয় , ভালো ঘুম হয় , শরীরে একটা প্রশান্তি অনুভূত হয়।

✳️সুস্থ্য মানুষ কি হিজামা চিকিৎসা নিতে পারে?
অসুস্থ্য মানুষের সাথে সাথে সুস্থ্য মানুষ ও তার শরীর ঠিক রাখার জন্য এবং একটা সুন্নাহ পালনের জন্য হিজামা গ্রহন করতে পারেন ।
✳️ সুস্থ্য মানুষ কতদিন পর পর হিজামা গ্রহন করতে পারেন?
প্রতি ৩ বা ৪ মাস পর পর শরীর সুস্থ্য রাখার জন্য হিজামা গ্রহন করতে পারেন
✳️অসুস্থ্য মানুষকে কতদিন পর পর হিজামা নিতে হবে ।
এই সময়টা নির্ধারন করবে ডাক্তার , রোগের ও রোগীর অবস্থা অনুসারে এটা নির্ধারণ করা হয়।
✳️শুনেছি , একবার হিজামা করলে নাকি বার বার হিজামা করতে হয় ?
না , এটা ভুল কথা ।

✳️বাংলাদেশে কি হিজামা বৈধ চিকিৎসা ? এর জন্য কি আলাদা নীতিমালা প্রয়োজন আছে ?
অবশ্যই বাংলাদেশে হিজামা বৈধ চিকিৎসা , এর জন্য আলাদা নীতিমালা প্রয়োজন নেই । কারন , বাংলাদেশে আয়ুর্বেদ ও ইউনানী সিলেবাসে সরকারী ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিলেবাস প্রনয়ন কমিটি সিলেবাসে হিজামা অন্তভুক্ত করে দিয়েছেন । তাই যারা চিকিৎসা করার রেজিস্ট্রেশন প্রাপ্ত আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসক , তারা সবাই হিজামা করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি প্রাপ্ত এবং তারাই হিজামা করার জন্য সরকারী লাইসেন্স / রেজিস্ট্রেশন প্রাপ্ত হিজামা চিকিৎসক । তবে ব্যচেলর ফিজিওথেরাপিস্ট গন চায়নিজ ট্রেডিশনাল মেডিসিন হিসেবে কাপিং থেরাপি পড়ে থাকেন আর হিজামা কাপিং থেরাপির একটা পার্ট ।

✳️ হিজামা কি বৈজ্ঞানিক ভাবে প্রমানিত?
আগে ধারনা করা হতো যে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই , কিন্তু এখন বেশ কিছু বিজ্ঞানি গবেষনা করে এই বৈজ্ঞানিক ভিত্তি প্রমান করেছেন । এখন চাইলে গুগোলে সার্চ দিয়ে আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ।

✳️ হিজামা করলে কেমন কেমন খরচ হয় ?
একেকজন ডাক্তার ভাই একেক রকম টাকা নেন । এটা নির্ভর করে ডাক্তারের অভিজ্ঞতা ও দক্ষতার উপরে ।
✳️ হিজামার ক্ষেত্রে অনেকে পেন ব্যবহার করে অনেকে আবার ব্লেড ব্যবহার করেন কোনটা ভালো?
অবশ্যই ব্লেড ভালো , তবে নতুন হিজামা থেরাপিস্টরা পেন ব্যবহার করে নিরাপত্তার জন্য ।
✳️আপনি কি ব্লেড নাকি পেন ব্যবহার করেন?
আমি ১১ নাম্বার সার্জিক্যাল ব্লেড ব্যবহার করি ও প্রয়োজনে পেনও ব্যবহার করি ।
✳️হিজামা করার পর দাগ কতদিন থাকে ? কাটা দাগ থাকে কিনা ?
হিজামা করার পর ৩ থেকে ১০ দিনের মধ্যে দাগ চলে যায় । আর দক্ষদের দ্বারা হিজামা করালে কাটার কোনো দাগ খুজে পাবেন না । আমার দ্বারা যারা হিজামা করায় তারা হিজামা করার পরে কাটা দাগ খুজে পায় না । কোথায় থেকে রক্ত বের হলো এই দাগ খুজে পায় না ।
✳️ হিজামায় নাকি বেশি রক্ত বের হওয়া ভালো ?
না , কথাটা ঠিক না। কারো রক্ত বেশি বের হয় , কারো খুব অল্প বের হয় , রক্ত বেশি বা কম বের হওয়ার সাথে ভালো মন্দের সম্পর্ক নাই ।

✳️শুনেছি হাদিসে হিজামার কথা বলা আছে , এমন কয়েকটি হাদিস দিলে উপকার হয়

নিম্নে এমন কিছু হাদিস দিয়েছিঃ

হযরত আনাস রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে (হিজামা)।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর : ৩৪৮৬
হযরত আনাস রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর : ২০৫৩
হযরত আনাস রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে।” আল-হাকিম, হাদীছ নম্বর : ৭৪৮২
হযরত জাবির রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫
হযরত আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর : ৩৪৮৭
হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতই উত্তম লোক। সে দুষিত ( টক্সিন যুক্ত ) রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর : ২০৫৩

✳️হিজামা কি কি রোগের জন্য উপকার করে?
মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা, উচ্চরক্তচাপ ,ঘুমের ব্যাঘাত (insomnia) ,স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease) , অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত ,ব্যাক পেইন , হাঁটু ব্যাথা ,দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা ,ঘাড়ে ব্যাথা্, কোমর ব্যাথা , পায়ে ব্যাথা ্মাংসপেশীর ব্যাথা (muscle strain) , হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথ , রক্তসংবহন তন্ত্রের সংক্রমন , মুটিয়ে যাওয়া (obesity) , দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses) , চুলের পুষ্টির অভাবজনিত কারনে চুল পড়া (Hair fall) ,মানসিক সমস্যা সহ আরো অনেক সমস্যার জন্য হিজামা করা হয় ।
✳️ শুধুমাত্র হিজামা দ্বারাই কি রোগ ভালো হবে নাকি ওষুধও খেতে হবে ?
কিছু ক্ষেত্রে হিজামার সাথে ওষুধের প্রয়োজন হয় , আর কিছু ক্ষেত্রে শুধুমাত্র হিজামা দ্বারাই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় । কখন হিজামার সাথে ওষুধ প্রয়োজন হবে তা ডাক্তার রোগ নির্নয়ের সময় রোগীকে বলে দিবে ।
✳️কোন দিন ও কত তারিখ হিজামা করা উত্তম , রেফারেন্স সহ বলুন।
হিজামার উত্তম তারিখঃ
সাধারণত হিজামার জন্য উত্তম তারিখ হচ্ছে চান্দ্র মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ।
আনাস বিন মালেক (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) ঘাড়ের দুই পাশের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফুলা অংশে হিজামা করাতেন। তিনি মাসের সতের, ঊনিশ ও একুশ তারিখে হিজামা করাতেন।[ তিরমিযী হা/২০৫১, ২০৫৩; ছহীহ ইবনু মাজাহ হা/৩৪৮৩; আবুদাঊদ হা/৩৮৬১, সনদ ছহীহ।]
যদি অসুস্থতা বা ব্যথা অনুভূত হয় তবে উক্ত তারিখের অপেক্ষা না করে যে কোনো সময় হিজামা করানো যাবে।
হিজামার উত্তম দিনঃ
ইবনু ওমর (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, ‘আল্লাহর বরকত লাভের আশায় তোমরা বৃহস্পতিবার হিজামা করাও এবং বুধ, শুক্র, শনি ও রবিবার বেছে নেওয়া থেকে বিরত থাক। আর সোম ও মঙ্গলবারে হিজামা করাও’।[ইবনে মাজাহ হা/৩৪৮৭-৩৪৮৮, সনদ হাসান।

চিকিৎসা ও পরামর্শের জন্য
+8801611-717208
01886-717208

বিঃদ্রঃ হোম সার্ভিস দেয়া হয়।

ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হি...
26/02/2023

ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হিজামা করলেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

৮৫% মানুষ জীবনের কোন না কোন সময় কোমর, হাঁটু বা ঘাড়ের ব্যথায় ভুগে থাকেন এবং ৫৫% মানুষের ক্ষেত্রে দেখা যায় ব্যথা টা বার বার হয়। যারা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে চাকরি করেন তাদের মধ্যে এটা সবচেয়ে কমন এবং নিউরোলজিক্যাল সমস্যা।

কোমর ব্যথা কিন্তু কোনো specific রোগ নয়। বরং এটি একটি লক্ষণ মাত্র যেটা বিভিন্ন কারণের জন্যে হতে পারে। যেমন: Muscle strain, Degenerative disc disease, Lumber herniated disc etc. তবে প্রায় ৮৫% রুগীর ক্ষেত্রে দেখা গিয়েছে এর সঠিক কারণ জানা যায় না।

কোমর ব্যথা acute বা short term হতে পারে যেমন কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যাথা থাকতে পারে আবার chronic বা লং টার্ম ও হতে পারে যেটা ৩ মাসের বেশি সময় ধরে থাকে। ব্যথা টা ধীরে ধীরে বাড়তে পারে, কখনো অনেক বেশি বেড়ে গিয়ে আবার ধীরে ধীরে একটু কমতে পারে। Chronic ব্যাথার cause অনেক সময় জানা যায় না।

কোমর ব্যথার চিকিৎসা অনেক ক্ষেত্রে ব্যায়বহুল। দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে যেতে হয়। তাই এই চিকিৎসায় ওষুধের পাশাপাশি বিভিন্ন থেরাপি ব্যাবহার করার অত্যন্ত জরুরি।

কোমর ব্যথার জন্য হিজামা বা Cupping Therapy কতটা কার্যকরী তা জানার জন্যে সৌদি আরবের মদিনায় ইসলামিক আল হিজামা সেন্টারে একটি স্টাডি করা হয়। ৩০ জন রুগী যাদের back pain আছে তাদেরকে সিলেক্ট করা হয়। স্টাডি তে দেখা যায় প্রায় ৮০% রুগী ব্যথা কমে গিয়েছে এবং তাদের দৈনন্দিন কাজ কর্ম করা সহজ হয়ে গিয়েছে। কোন সাইড ইফেক্ট দেখা যায় নি।

সুতরাং বলা যায় হিজামা বা Cupping Therapy কোমর ব্যথা কমাতে সাহায্য করে।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

এছাড়া, হিজামা / Cupping Treatment একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা, যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত। হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত (toxin) বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়, শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ, সবল এবং শক্তিশালী।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

💢 হিজামা আরো যেসব রোগে কার্যকরী-
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
👉উচ্চরক্তচাপ (High Blood Pressure)
👉অনিদ্রা (insomnia)
👉চর্মরোগ (Chronic Skin Diseases)
👉জয়েন্টের ব্যথা (Gout Pain)
👉বাতের ব্যথা (Arthritis)
👉হাঁটু ব্যথা (Knee Pain)
👉ঘাড়ে ব্যথা (Neck Pain)
👉কোমড় ব্যথা (Waist Pain)
👉পায়ের পাতা ও গোড়ালি ব্যাথা (
👉মাংসপেশীর ব্যথা (muscles spasm)
👉প্যারালাইসিস বা কোন অঙ্গ অবশ হয়ে যাওয়া(Paralysis)
👉ডায়াবেটিস (Diabetes)
👉চুল পড়া (Hair fall)
👉মাইগ্রেনের ব্যথা (Migraine pain)
👉স্মৃতিহীনতা (Parkinson's disease)
👉থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
👉সাইনুসাইটিস (Sinuses problem)
👉ব্রণ (Acne)
👉গ্যাস্ট্রিক সমস্যা (Gas problem)
👉যৌন রোগ (Sexual disease)
👉 অনিয়মিত পিরিয়ড
👉 বন্ধ্যাত্ব (Infertility)
👉 জ্বীন যাদুর সমস্যা (Paranormal problem)

হিজামা নিয়ে কিছু হাদিস সমূহঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমরা জীবাণুমুক্ত ভাবে ও পরিচ্ছন্ন পরিবেশে ডিপ্লোমা চিকিৎসক সহ ৫ বছরের অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করিয়ে থাকি। হিজামার কোন সাইড ইফেক্ট নেই।অভিজ্ঞ হাতে হিজামা/কাপিং করালে কোন পার্শপ্রতিক্রিয়া পাবেন না ইনশাআল্লাহ। তাই রোগী অনেক আরাম এবং রিলাক্স ফিল করে ইনশাআল্লাহ।
হিজামায় কোন ভয় নেই, যারা ১ বার হিজামা করে,ওনারা বেশিরভাগই বার বার আসেন হিজামা করাতে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক, আমিন।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉অভিজ্ঞ হাতে কেন হিজামা করাবেন??

◾ অভিজ্ঞ হাতে হিজামা করালে প্রথম হিজামাতেই উপকার পাবেন ইনশাআল্লাহ,কারন আমরা রোগ ভিত্তিক সঠিক পয়েন্টে সঠিক পদ্ধতি হিজামা করে থাকি✌️

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

☎️হটলাইন: +8801611-717208, 01886-717208
----------------
⏩ Address
গাজীপুর হিজামা হেলথ কেয়ার সেন্টার।
এম.সি বাজার, মাওনা, শ্রীপুর, গাজীপুর।

Tags:
#হিজামা #কাপিং #চিকিৎসা #সুন্নাহ

সুতরাং ঔষধ এবং হিজামা / Cupping কম্বিনেশানে আপনার ব্যথার বেস্ট সলিউশান পেতে আমাদের এপয়েন্টমেন্ট নিন।

হিজামা সুন্নাহ তারিখ রিমাইন্ডার‼️প্রতি মাসেই যে ৩ দিন হিজামা করানো সর্বোত্তম সে দিন গুলো হিজামার সুন্নাহ তারিখ। এই তারিখ...
08/02/2023

হিজামা সুন্নাহ তারিখ রিমাইন্ডার‼️

প্রতি মাসেই যে ৩ দিন হিজামা করানো সর্বোত্তম সে দিন গুলো হিজামার সুন্নাহ তারিখ। এই তারিখ সমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে হিজামা করেছেন এবং করার পরামর্শ দিয়েছেন।

ফেব্রুয়ারি মাসের সুন্নাহ তারিখ শুরু হবে ০৮ ই ফেব্রুয়ারি মাগরিব থেকে ইনশা'আল্লাহ। ৯ ফেব্রুয়ারি, ১১ই ফেব্রুয়ারি ও ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত হিজামার সুন্নাহ তারিখ চলমান থাকবে।

♦️কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন?

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।"
(জামে তিরমিযীঃ ২০৫১)

হিজামার সুন্নাহ তারিখে হিজামা করাতে আজই এ্যাপোয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন গাজীপুর হিজামা হেলথ কেয়ার সেন্টারে।

Gazipur Hijama Health Care
এম.সি বাজার, মাওনা, শ্রীপুর, গাজীপুর।
মোবাঃ 01611-717208, 01886-717208

আসসালামু আলাইকুম! শীতকালে দেখা যায় ব্যথার পরিমান একটু বেড়ে যায়। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, শরীর ব্যথা, পায়ে ব...
17/01/2023

আসসালামু আলাইকুম!
শীতকালে দেখা যায় ব্যথার পরিমান একটু বেড়ে যায়। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, শরীর ব্যথা, পায়ে ব্যথা সহ অন্যান্য সকল ব্যথা বেড়ে যায়।

যা স্বাভাবিক ঔষধ খেলে কিছুটা কমে। আবার পরে একই রকম ব্যথা অনুভত হয়।

এই সকল ব্যথা থেকে নিজে মুক্ত থাকতে অথবা পরিবারে যাদের ব্যথার সমস্যা আছে ওনাদেরকে সুস্থ রাখতে সুন্নতি চিকিৎসা হিজামা গ্রহণ করুন।

হিজামায় রয়েছে মানবজাতির শিফা। হিজামা নিন, সুস্থ থাকুন।

যোগাযোগঃ গাজীপুর হিজামা হেলথ কেয়ার সেন্টার।
এম.সি বাজার, মাওনা, শ্রীপুর, গাজীপুর।
মোবাঃ 01611-717208, 01886-717208

Address

Gazipur Chowrasta
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur Hijama Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gazipur Hijama Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category