মহিলাদের যৌন সমস্যা ও সমাধান

মহিলাদের যৌন সমস্যা ও সমাধান শুধু মাত্র মেয়েদের যৌন সমস্যা সমান করা হয়

আমাদের নায়িকা দিঘী
26/11/2024

আমাদের নায়িকা দিঘী

08/11/2024

মেয়েদের পুরুষের তুলনায় শারীরিক চাহিদা বেশি

06/11/2024

আপনার বয়স কত?
বিবাহিত নাকি অবিবাহিত?

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্তন ক্যা”সারবর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম। আর এ...
01/11/2024

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্তন ক্যা”সার

বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম। আর এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।

ইদানীং ক্যানসারের প্রচলিত ওষুধে কাজ হচ্ছে না। প্রচলিত বেশির ভাগ কেমোথেরাপিও এই রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই স্তন ক্যান্সার দিনে দিনে আরও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

কিন্তু জানেন কি? দৈনন্দিন কিছু অভ্যাসের ভুলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়? আসুন জেনে নেওয়া যাক তেমনই ৮টি খারাপ অভ্যাসের কথা,

যেগুলো স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। • স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা ব্যবহার না করা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে ঠিকমত সাপোর্ট দিতে পারে না আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লসিকাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। • সারাক্ষণ ব্রা পরে থাকার কারণে ঘাম হবার অসুবিধে, আর্দ্রতা জমে থাকা, সব মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

ঘরে থাকার সময় টুকুতে ব্রা ব্যবহার না করার চেষ্টা করুন। • প্লাস্টিকের বক্সে খাবার রাখা এবং বিশেষত সেটিতেই ওভেনে গরম করা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারে। এর চেয়ে কাঁচের পাত্র ব্যবহার করুন। আর প্লাস্টিক ব্যবহার করতে চাইলে তা ফুড গ্রেড কিনা নিশ্চিত হয়ে নিন।

• ঘামের দূর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন প্রায় সবাই! কিন্তু এই ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কী কী উপাদান আছে এতে। এলুমিনাম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুকি অনেকটাই বাড়িয়ে দেয়। ডিওডোরেন্ট যেহেতু আপনি প্রতিদিন ব্যবহার করেন, তাই এ বিষয়ে সতর্ক হওয়া বিশেষ জরুরি।

• চুল পেকে যাওয়া বা হাল ফ্যাশনের সঙ্গে মানিয়ে নিতে চুলে নানা রঙের ব্যবহার, যেটিই হোক না কেন, দোকান থেকে সস্তার চুলের রং কিনে আনবেন না। এতে চুল তো পড়ে যেতে পারেই, সেই সঙ্গে এতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিকের কারণে হতে পারে স্তন ক্যান্সারও। তাই ভালও ব্র্যান্ডের ভেষজ চুলের রং ব্যবহার করুন।

আর সবচেয়ে ভাল হয় মেহেন্দি ব্যবহার করতে পারলে। মেহেন্দি একদিকে যেমন চুলের জন্যে ভাল, সেই সঙ্গে এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

• ঘরের দূর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনারের ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু এতে থাকা প্যাথালেট নামক প্লাস্টিসাইজিং রাসায়নিক যা সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে, তার সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে।

এর চেয়ে ফুটন্ত জলেতে এক টুকরো দারচিনি ফেলে দিন। এবার দেখুন, ঘরময় কি সুগন্ধই না ছড়াচ্ছে! আলমারির কাপড়চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নেপথলিন তো আমরা ব্যবহার করেই থাকি। অনেকে আবার বাথরুমের দুর্গন্ধ এড়াতে বেসিনে, সিঙ্কেও নেপথলিন ফেলে রাখেন।

কিন্তু এটি পুরোটাই ক্ষতিকর কেমিকেল দিয়ে তৈরী, যা কেবল পোকামাকড়কে দূরেই রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারের ঝুকিও বাড়িয়ে দেয় বহুগুণে। এর চেয়ে নিমপাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন। একই উপকার পাবেন।

রান্নাঘরের সিঙ্ক বা কেবিনেট যে রঙিন তরল ক্লিনার দিয়ে আপনি পরিস্কার করছেন, তাতে থাকা কেমিকেল কেবল আপনার স্তন ক্যান্সারই নয়, মাইগ্রেন ও অ্যালার্জির প্রকোপও বাড়িয়ে দিতে পারে। তাই কেমিকেলযুক্ত এই ক্লিনার ব্যবহার না করে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে পরিস্কার করতে পারেন।

27/10/2024

যৌন শিক্ষার প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন?

31/07/2024

শারীরিক সুস্থতার জন্য ওজন কমানো জরুরী।

03/06/2024

বিবাহিত পুরুষ অথবা নারীর শারীরিক চাহিদা কমে গেলে অবশ্যই কিছু ভিটামিন খাওয়া দরকার

16/05/2024

নারীদের যৌনিতে এলার্জি হলে আছে সমাধান...।

স্তন ক্যান্সার এর কী ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন—১. স্তনে এক বা একাধিক লাম্প বা চাকা অনুভূত হওয়...
14/05/2024

স্তন ক্যান্সার এর কী ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন—

১. স্তনে এক বা একাধিক লাম্প বা চাকা অনুভূত হওয়া
২. আগে অনুভূত হওয়া কোনো চাকা পরিবর্তিত হওয়া
৩. স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন
৪. স্তনের যেকোনো জায়গায় চামড়া ফ্যাকাশে, লাল হওয়া বা ফুলে ওঠা
৫. স্তনবৃন্তে ব্যথা হওয়া
৬. স্তনবৃন্তের আকৃতি পরিবর্তিত হয়ে অসমান, চ্যাপটা বা বেঁকে যাওয়া
৭. স্তনবৃন্ত থেকে তরল নিঃসরিত হওয়া
৮. বগল ফুলে যাওয়া বা চাকা দেখা দেওয়া।

ওপরের যেকোনো এক বা একাধিক উপসর্গ দেখা দিলে দেরি করবেন না। স্তনের অন্য কোনো পরিবর্তন নারী নিজে বা অন্য কেউ, যে-ই বুঝতে পারুন না কেন, পরিবর্তনটি সঠিকভাবে নির্ণয়ের জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে লক্ষণ বা পরিবর্তনটি স্তন ক্যানসার কি না, নির্ণয় করবেন। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগীর পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

13/05/2024

আপনি জানেন কি; শারীরিক ওজন বাড়ার সাথে সাথে আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়!

স্তন ক্যান্সার কী?নাম থেকে বোঝা যায়, স্তনের কোষে যে ক্যান্সার হয় তাকে স্তন ক্যান্সার (টিউমার) বলে। এটি মহিলাদের মধ্যে ...
10/05/2024

স্তন ক্যান্সার কী?

নাম থেকে বোঝা যায়, স্তনের কোষে যে ক্যান্সার হয় তাকে স্তন ক্যান্সার (টিউমার) বলে। এটি মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণভাবে ঘটতে থাকা ক্যান্সারগুলির মধ্যে একটি। গত কয়েক বছর ধরে, উন্নত চিকিৎসা সুবিধা প্রাথমিক সনাক্তকরণে সাহায্য করেছে এবং স্তন ক্যান্সারের চিকিত্সা, সামগ্রিকভাবে স্তন ক্যান্সার সম্পর্কিত মৃত্যু হ্রাস করা।

স্তন সিস্ট হল একটি বা উভয় স্তনে পাওয়া যায় এমন ক্যান্সারবিহীন পিণ্ড। এগুলি সাধারণ এবং বার্ধক্য এবং হরমোনের পরিবর্তনের সাথে স্তনের পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবেই ঘটে।

29/04/2024

আপনি জানেন কি?

বর্তমান সময়ে নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি!

Address

Dhaka
Gazipur
1000

Alerts

Be the first to know and let us send you an email when মহিলাদের যৌন সমস্যা ও সমাধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category