Harun sharif

Harun sharif I am non communal people

02/10/2025

সূখী হওয়ার একটাই পথ শুকরিয়া আদায়। এছাড়া পৃথিবীর কোথাও সূখ খুঁজে পাবেন না।

হুরের আসল রহস্য – নিজের ভিতরের নফসে লুকিয়ে  আত্মার প্রতীক।যার সন্ধান বাহিরে নয় — নিজের ভিতরের নফসেই লুকানো রয়েছে হুরের প...
21/09/2025

হুরের আসল রহস্য – নিজের ভিতরের নফসে লুকিয়ে আত্মার প্রতীক।
যার সন্ধান বাহিরে নয় — নিজের ভিতরের নফসেই লুকানো রয়েছে হুরের প্রকৃত সৌন্দর্য।

আল্লাহ তায়ালা বলেন—

> "তাদের জন্য থাকবে হুর, যারা চোখ অবনত রাখে। যাদেরকে সযত্নে রক্ষিত মুক্তার মতো গড়ে তোলা হয়েছে।"
(সূরা ওয়াকিয়াহ: ২২-২৪)

আবার বলেন—

> "আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। করেছি চিরকুমারী, আকর্ষণীয় ও সমবয়সী – ডান পাশের সঙ্গীদের জন্য।"
(সূরা ওয়াকিয়াহ: ৩৫-৩৮)

বাহ্যিক ব্যাখ্যায়, এ আয়াতগুলো বেহেশতের রমণীদের বর্ণনা করলেও,
তাসাউফে (আধ্যাত্মিক জগতে) হুর এক গভীর আত্মিক অভিজ্ঞতা —
"পরিশুদ্ধ নফস" যার চক্ষু অপবিত্র চাহনি থেকে মুক্ত, কু-প্রবৃত্তির দাসত্ব থেকে স্বাধীন।

সাধনার এক পর্যায়ে সাধক যখন নিজের নফসকে মোজাহাদা ও মুরাকাবার মাধ্যমে কলুষমুক্ত করেন,
তখন সেই নফস হয়ে উঠে এক অপূর্ব রূপসী রমণীরূপে ধরা দেয়—
নম্র, বিশ্বস্ত, প্রেমপরায়ণ ও সম্পূর্ণরূপে রুহের (আত্মার) নির্দেশে পরিচালিত।

এ সেই নফস, যে রুহকে বলবে—

> "হে আমার প্রিয়, তুমি যেভাবে চাও আমি সেভাবেই চলবো। তোমার প্রতি আমি চিরসন্তুষ্ট, কখনো অবাধ্য হবো না।"

এই সম্পর্ক—রুহ ও পরিশুদ্ধ নফসের মিলন—ই হলো জীবনের আসল হুর লাভ।
এটি বাহ্যিক কোনো নারী নয়, এটি হলো অন্তরের বেহেশত।

রাসূলুল্লাহ ﷺ বলেন—
> "হুরেরা তাদের সঙ্গীদের পদধ্বনি শুনেই উল্লসিত হয়ে ছুটে এসে আলিঙ্গন করে। বলে— হে আমার প্রিয়তম, আমি তোমাতে সন্তুষ্ট।"
(দাকায়িকুল আখবার, পৃষ্ঠা ১৮৫)

এই হাদীসের গভীরে রয়েছে আত্মা ও পরিশুদ্ধ নফসের মিলনের রূপক।

কোরআন ঘোষণা করে—

> "যে নফসকে পরিশুদ্ধ করলো, সে সফল হলো।
আর যে তাকে কলুষিত করলো, সে ব্যর্থ হলো।"
(সূরা শামস: ৯-১০)

তাই আসল হুর খুঁজে পেতে হলে তোমার নিজের ভেতরে তাকাও।
তোমার নফসকে কুপ্রবৃত্তি, কামনা, অহংকার থেকে মুক্ত করো।
তাহলেই রুহের সাথে মিলনে যে পরমানন্দ, যে আধ্যাত্মিক প্রাপ্তি—
সেইটাই হলো হুরের আসল স্বাদ।

নফসের উন্নতি = আত্মার মুক্তি = হুরের সন্ধান।
এটাই আসল বেহেশত। এটাই আধ্যাত্মিক সফলতা

সফিপুর বংশিপাড়া  আসলেই  লোকটির সাথে দেখা ও কথা হতো।তার নাম যীশু সরকার।  দ্বিজয় দাদার মেডিসিন শপে কতদিন আমাকে চা এনে খাওয়...
17/09/2025

সফিপুর বংশিপাড়া আসলেই লোকটির সাথে দেখা ও কথা হতো।তার নাম যীশু সরকার। দ্বিজয় দাদার মেডিসিন শপে কতদিন আমাকে চা এনে খাওয়াইছে হিসেব নাই। আজ সকালে হঠাৎ সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে! তার আত্মার শান্তি কামনা করছি!

14/09/2025

যে আপনাকে রিজেক্ট করবে, তার কাছ থেকেই সেল করতে হবে!

09/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন জামাত নিয়ন্ত্রিত!

14/08/2025

শোকাবহ ১৫ আগষ্ট! বিনম্র শ্রদ্ধা হে স্থপতি!

31/07/2025
মিথ্যা বলার একটা লিমিট থাকে। আসিফ নজরুল ভন্ড এই লিমিট অতিক্রম করেছে!
29/07/2025

মিথ্যা বলার একটা লিমিট থাকে। আসিফ নজরুল ভন্ড এই লিমিট অতিক্রম করেছে!

খেজুর বাগান পরিদর্শনে ---
21/05/2025

খেজুর বাগান পরিদর্শনে ---

Address

Gazipur
1346

Alerts

Be the first to know and let us send you an email when Harun sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram