Easy Doctor Seba

Easy Doctor Seba দেশ সেরা সকল ডাক্তার‌দের সন্ধা‌নে।
হা‌তের মু‌ঠোয় সকল মেডি‌ঃ সেবা।
24/7 Best Medical Services in Bangladesh.

🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন..?🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যামাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউর...
25/08/2025

🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন..?

🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা
মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউরোলজিস্ট (Neurologist)
মস্তিষ্কের অস্ত্রোপচার, টিউমার → নিউরোসার্জন (Neurosurgeon)
---
🔹 চোখের সমস্যা
চোখের ঝাপসা, লাল হওয়া, ছানি, গ্লুকোমা → চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)
---
🔹 কান, নাক ও গলার সমস্যা
কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া → ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist)
---
🔹 দাঁত ও মুখের সমস্যা
দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা/ব্রেস → ডেন্টিস্ট (Dentist)
---
🔹 হৃদরোগ ও রক্তচাপ
বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ → কার্ডিওলজিস্ট (Cardiologist)
হার্টের অপারেশন লাগলে → কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)
---
🔹 শ্বাসকষ্ট / ফুসফুস
হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, যক্ষ্মা → মেডিসিন / চেস্ট বিশেষজ্ঞ (Pulmonologist)
---
🔹 পেট ও হজমের সমস্যা
গ্যাস্ট্রিক, পেট ব্যথা, লিভারের সমস্যা, আলসার → গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist)
---
🔹 কিডনি / প্রস্রাবের সমস্যা
কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন → নেফ্রোলজিস্ট (Nephrologist)
অপারেশন লাগলে → ইউরোলজিস্ট (Urologist)
---
🔹 হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড
কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ভাঙা, বাত → অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor)
---
🔹 ত্বক ও যৌন রোগ
চুলকানি, চুল পড়া, ফুসকুড়ি, যৌন রোগ → ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist)
---
🔹 নারী রোগ
মাসিকের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্ম → গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician)
---
🔹 শিশু রোগ
শিশুদের জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া → পেডিয়াট্রিশিয়ান (Child Specialist)
---
🔹 মানসিক রোগ
দুশ্চিন্তা, ডিপ্রেশন, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)
---
🔹 সাধারণ অসুখ
সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা → মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist)
জরুরি বা ছোটখাটো সমস্যা → MBBS ডাক্তার (General Physician)
clt

কোন খাবার হজম হতে কত সময় লাগে।
14/08/2025

কোন খাবার হজম হতে কত সময় লাগে।

অনেকেই বলে থাকেন মায়ের বুকে দুধ নাই & বাচ্চা যথেষ্ট পরিমান বুকের দুধ পায় না। সঠিকভাবে পজিশন & অ্যাটাচমেন্ট না হলে বাচ্চা...
07/08/2025

অনেকেই বলে থাকেন মায়ের বুকে দুধ নাই & বাচ্চা যথেষ্ট পরিমান বুকের দুধ পায় না।
সঠিকভাবে পজিশন & অ্যাটাচমেন্ট না হলে বাচ্চা মায়ের বুকের দুধ ভালভাবে পায় না।
সঠিক ভাবে বুকের দুধ খাওয়ানো জন্য নিচের নিয়ম অনুসরণ করতে পারেন।

সাব'ধান!!!⁉️গর্ভাবস্থায় ফলিক এসিড খেতে অবহেলা করছেন?বমি পায় বলে,অলসতার কারনে ফলিক এসিড ট্যাবলেট খেতে অবহেলা করছেন?নিজের ...
03/05/2025

সাব'ধান!!!⁉️

গর্ভাবস্থায় ফলিক এসিড খেতে অবহেলা করছেন?বমি পায় বলে,অলসতার কারনে ফলিক এসিড ট্যাবলেট খেতে অবহেলা করছেন?নিজের অনাগত শিশুকে নিজেই বিপ'দে ফেলতে চলেছেন!!!

আর অনেক পরিবার তো গর্ভবতী মা কে ডাক্তারের কাছেই নিয়ে যেতে চান না।পুষ্টিকর খাবারের বদলে পারলে আরও খাবার কমিয়ে দেন।
বিশেষ করে শুরুর দিনগুলোতে, যখন গর্ভের শিশুর মস্তিষ্ক, মাথার হাড় ও মেরুদণ্ড গঠিত হয়। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ফলিকঅ্যাসিড গ্রহণ না করলে গর্ভের শিশুর মাথা এবং মেরুদণ্ডের পূর্ণ বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শিশু জন্মগতভাবে আক্রান্ত হয় 'নিউরাল টিউব ডিফেক্ট' নামক স্নায়বিক রোগে।

✅প্রতিরোধ

● যেহেতু এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল ও জটিল, তাই প্রতিরোধই উত্তম। উন্নত দেশগুলো, এমনকি আফ্রিকা ও আফগানিস্তানের মতো দেশ খাদ্যে ফলিক অ্যাসিড যোগ করে এ রোগের হার ৭০–এ কমিয়ে এনেছে। অন্তঃসত্ত্বা নারীর ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ স্পাইনা বিফিডাসহ অন্যান্য জন্মগত ত্রুটি, যেমন তালুকাটা, ঠোঁটকা'টা,মুগুর পা, হার্টে ছিদ্রও প্রতিরোধ করা সম্ভব।

● গর্ভধারণের আগে থেকেই এবং গর্ভধারনের শুরু থেকে মাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ট্যাবলেট দিতে হবে ও দৈনন্দিন খাবারে ফলিক অ্যাসিড যুক্ত করতে হবে বা ফর্টিফায়েড করতে হবে।

● প্রতিরোধের উপায়টি বেশ সহজ। তেমন খরচ নেই, কিন্তু অভাব সদিচ্ছা ও সচেতনতার। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। মস্তিষ্ক ও মেরুদণ্ডের এ জটিল রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর ২৫ অক্টোবর বিশ্ব জলমাথা ও স্পাইনা বিফিডা দিবস পালিত হয়

✅চিকিৎসা

শিশুর জলমাথা ও মেরুদণ্ডের রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। জলমাথার একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার। সান্ট অপারেশন বা ইটিভি, যে অস্ত্রোপচারই করা হোক, জীবনের যেকোনো পর্যায়ে তা অকার্যকর হয়ে পড়তে পারে। শিশুটির জীবনে একাধিকবার অস্ত্রোপচার করা লাগতে পারে। আবার যথাসময়ে চিকিৎসা না করা হলে শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধিতার সম্মুখীন হবে।
স্পাইনা বিফিডা আরও ভয়াবহ জন্মরোগ। চিকিৎসার পরও অনেকে আজীবন হুইলচেয়ারে জীবন কা'টাতে বাধ্য হন।

১লা মে — মহান শ্রমিক দিবসসকল শ্রমজীবী পেশার মানুষদের প্রতি অন্তরভরা বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা ।তাদের নিঃ...
01/05/2025

১লা মে — মহান শ্রমিক দিবস
সকল শ্রমজীবী পেশার মানুষদের প্রতি অন্তরভরা বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা ।
তাদের নিঃশব্দ ঘামেই গড়ে ওঠে শহর, ওঠে সভ্যতার প্রাসাদ—তবু তারাই থাকে অদৃশ্য।
শ্রমিক মানে শুধু কাজ নয়, শ্রমিক মানেই জীবনের ছন্দ।
তাদের সম্মান মানে মানবতার সম্মান!
শুভ শ্রমিক দিবস!

সকল‌কে প‌হেলা বৈশা‌খের শু‌ভেচ্ছা🥰🥰
14/04/2025

সকল‌কে প‌হেলা বৈশা‌খের শু‌ভেচ্ছা🥰🥰

যে লক্ষণ দেখ‌লে আপ‌নি বুঝ‌তে পার‌বনে যে আপ‌নি জ‌ন্ডি‌সের সমস‌্যায় ভুগ‌ছেন।
14/04/2025

যে লক্ষণ দেখ‌লে আপ‌নি বুঝ‌তে পার‌বনে যে আপ‌নি জ‌ন্ডি‌সের সমস‌্যায় ভুগ‌ছেন।

07/04/2025

ই‌জি ডাক্তার সেবা,
দেশ সেরা সকল ডাক্তারদের সন্ধানে।

আপনার পছ‌ন্দের যে কোন বি‌শেষজ্ঞ ডাক্তা‌র অথবা সকল মে‌ডিকেল সেবার সি‌রিয়াল নি‌তে কল করুন:

☎ 01781961660
☎ 01610280075

🌐 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐎𝐮𝐫 𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞:
https://easydoctorseba.com/

#ই‌জি_ডাক্তার_সেবা

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দময় মুহূর্তে, আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বদা আমরা ...
30/03/2025

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দময় মুহূর্তে, আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বদা আমরা পাশে আছি।
আমাদের স্বাস্থ্যসেবার প্রতি আস্থা রাখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
"ইজি ডাক্তার সেবা" এর পক্ষ থেকে সকলকে জানাই "ঈদ মোবারক"
আপনার এবং আপনার পরিবারের সুস্থতা আমাদের একান্ত কাম্য।।
সবসময় মনে রাখবেন,
সুস্থ জীবন, সুন্দর পৃথিবী
হটলাইন: 01781961660, 01610280075.

22/02/2025
20/02/2025

ডায়াবেটিস ছাড়াও যে কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে !

Address

Gazipur Chowrasta
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Easy Doctor Seba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category