30/01/2025
👉🏼ব্ল্যাটা অরিয়েন্টালিস (Blatta Orientalis)
অপর নাম ভারতীয় আরশূলা, তেলাপোকা। প্রান্তিস্থান আমাদের দেশের সর্বত্রই এই পোকা দেখা যায়। বিশেষ করে ঘরে, বান্নাঘরে, ভাড়ার ঘরে ইহা প্রচুর পরিমাণে দেখা যায়।
👉প্রস্তুত-প্রণালী-শুকনো প্রাণীর সবটুকুই ঔষধ প্রস্তুতির কাজে লাগে। এক হাজার সিসি মালদ শ্রীজার বস্তুত করতে শুকনো তেলাপোকা-১০০ গ্রাম এবং স্ট্রং এ্যালকোহল ১০৫০ সিসি প্রয়োজন। ইহার উপর শক্তি-১/১০।
♥️উপকারিতা-হাঁপানি রোগের ঔষধ। বিশেষ করে যখন হাঁপানির সহিত ব্রংকাইটিস থাকে। আর্সেনিক ব্যবহার করে ফল না পেলে এই ঔষধটি ব্যবহার করা উচিত। ব্রংকাইটিস এবং ঘাইসিস রোগে কাশির সঙ্গে শ্বাসকষ্ট। বলিষ্ঠ ও মোটা সোটা ব্যক্তির উপর সমধিক ক্রিয়া প্রকাশ করে। প্রচুর পরিমাণে পুঁজের মত শ্লেষ্মা স্রাব নির্গত হয়। রোগের স্থিতিকালে সর্বনিম্ন শক্তি ব্যবহার করলে ভালো হয়। আক্ষেপ কমে গেলে উচ্চ শক্তি প্রয়োগ করা উচিত। রোগীর অবস্থার উন্নতি দেখ্য দিলেই ঔষধ বন্ধ করে দিতে হবে। শোনা যায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় আরসূলার মাদার টিংচার প্রস্তুত করে হাঁপানি রোগীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করতেন। আজ ইহাতে অনেক রোগী ভাল হইতেছে । আগুনে সিদ্ধ হলে আরশূলার আর কোন গন্ধ থাকে না, চীনদেশে ইহা একটি উপাদেয় খাদ্য।
👉মাত্রা সামান্য জলের মধ্যে ৫/৬ ফোঁটা মিশ্রিত করে প্রতিঘন্টায় সেব্য।