Nabo Jug Homoeo Hall

Nabo Jug Homoeo Hall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabo Jug Homoeo Hall, Medical and health, Dawn supermarket, Pubail station, Tongi kaligon Road, Gazipur City, Gazipur.

হোমিওপ্যাথিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক মেডিসিনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ডাঃ মোহাম্মাদ খায়রুল ইসলাম ও ডাঃ আজমেরী আক্তার আইরিন নিয়মিত পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে। Gov Reg No-38500 & 38965. 01711900381/ 01613192195

30/01/2025

👉🏼ব্ল‍্যাটা অরিয়েন্টালিস (Blatta Orientalis)
অপর নাম ভারতীয় আরশূলা, তেলাপোকা। প্রান্তিস্থান আমাদের দেশের সর্বত্রই এই পোকা দেখা যায়। বিশেষ করে ঘরে, বান্নাঘরে, ভাড়ার ঘরে ইহা প্রচুর পরিমাণে দেখা যায়।

👉প্রস্তুত-প্রণালী-শুকনো প্রাণীর সবটুকুই ঔষধ প্রস্তুতির কাজে লাগে। এক হাজার সিসি মালদ শ্রীজার বস্তুত করতে শুকনো তেলাপোকা-১০০ গ্রাম এবং স্ট্রং এ্যালকোহল ১০৫০ সিসি প্রয়োজন। ইহার উপর শক্তি-১/১০।

♥️উপকারিতা-হাঁপানি রোগের ঔষধ। বিশেষ করে যখন হাঁপানির সহিত ব্রংকাইটিস থাকে। আর্সেনিক ব্যবহার করে ফল না পেলে এই ঔষধটি ব্যবহার করা উচিত। ব্রংকাইটিস এবং ঘাইসিস রোগে কাশির সঙ্গে শ্বাসকষ্ট। বলিষ্ঠ ও মোটা সোটা ব্যক্তির উপর সমধিক ক্রিয়া প্রকাশ করে। প্রচুর পরিমাণে পুঁজের মত শ্লেষ্মা স্রাব নির্গত হয়। রোগের স্থিতিকালে সর্বনিম্ন শক্তি ব্যবহার করলে ভালো হয়। আক্ষেপ কমে গেলে উচ্চ শক্তি প্রয়োগ করা উচিত। রোগীর অবস্থার উন্নতি দেখ্য দিলেই ঔষধ বন্ধ করে দিতে হবে। শোনা যায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় আরসূলার মাদার টিংচার প্রস্তুত করে হাঁপানি রোগীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করতেন। আজ ইহাতে অনেক রোগী ভাল হইতেছে । আগুনে সিদ্ধ হলে আরশূলার আর কোন গন্ধ থাকে না, চীনদেশে ইহা একটি উপাদেয় খাদ্য।
👉মাত্রা সামান্য জলের মধ্যে ৫/৬ ফোঁটা মিশ্রিত করে প্রতিঘন্টায় সেব্য।

23/01/2025

👉অল্পদৃষ্টি বা অদূরদর্শন
যাঁহাদের দৃষ্টিশক্তি কম (বা যাঁহারা দূরের জিনিস মোটেই দেখতে পান না বা ঝাপ্সা ঝাপ্সা দেখেন), তাঁহাদের পক্ষে ফাইসটিগমা ভাল কাজ করে।

👉জাল-দৃষ্টি
এই রোগে চক্ষুর নিকট ক্ষুদ্র পতঙ্গ ধূলিকণা বা সূক্ষ্ম (বা সূত্রবৎ) পদার্থ উড়িতেছে অনুভূত হয়। পুরাতন জ্বর, অপরিমিত শুক্রক্ষরণ, রক্তাল্পতা প্রভৃতি নানা কারণে এই পীড়া হয়। কারণ অনুসন্ধান করিয়া মূল পীড়ার চিকিৎসা করিলেই, এই পীড়ার উপশম হইবে। তবে অধিকাংশ স্থলে দেখা যায় যে, দুর্ব্বলতা হেতু এই পীড়া হইয়া থাকে; এইরূপ স্থলে চায়না ৬, বা অ্যাসিড্-ফস্ ৩০, প্রায় সকল লক্ষণেই প্রয়োগ করা যাইতে পারে।

👉ধূম-দৃষ্টি বা ঝাপ্পা-দেখা
সময়ে সময়ে চক্ষে অন্ধকার বা কুয়াশাপূর্ণ দেখা। রোগের কারণ আজও ঠিক হয় নাই। স্বাস্থ্যহানি হইলেই, প্রায় এই পীড়া হইয়া থাকে; কোন কোন পীড়ার আনুষঙ্গিকরূপেও ইহা কখন কখন দেখা দেয়। অ্যাকোনাইট ৬, আর্জেন্টাম-নাইটি, ৬, ফস্ফোরাস্ ৬, বেলেডোনা ৬, জেলসিমিয়াম ৩, স্পাইজিলিয়া ৬, লক্ষণানুসারে ব্যবস্থা করা যেতে পারে।
👉রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত সকল প্রকার হোমিও ঔষধ সেবন বিপদজনক।

👉ডায়াবেটিকস মুক্ত জীবন কে না চায়!!🤔হোমিওপ্যাথিতে রয়েছে দারুন সমাধাননাম তার👉 সিজিজিয়াম-Q👉সিজিজিয়াম সম্পর্কে জানার আগ...
15/01/2025

👉ডায়াবেটিকস মুক্ত জীবন কে না চায়!!
🤔হোমিওপ্যাথিতে রয়েছে দারুন সমাধান
নাম তার👉 সিজিজিয়াম-Q
👉সিজিজিয়াম সম্পর্কে জানার আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক। বর্তমান বিশ্বে মারাত্মক আতঙ্কের নাম হলো ডায়াবেটিস। হোমিওপ্যাথিতে রয়েছে এই মহামূল্যবান ঔষধ নাম তার সিজিজিয়াম। জাম গাছের বিচি হইতে মাদার টিংচার তৈরি করা হয়।
👉উপকারিতা- এই মাদার টিংচার সেবন করলে মানবদেহে, রক্তে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রিত থাকে।
👉ডায়াবেটিসের মূল কারণ- মানবদেহে অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হয়ে ইনসুলিন তৈরি হওয়ার মাত্রা কমে যাওয়া বা একেবারে না হওয়াকেই ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করা হয়।
👉ডায়াবেটিকস হলে কি করনীয়- শর্করা জাতীয় খাবার যেমন ভাত আলু রুটি সকল প্রকার মিষ্টি খাবার যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রিত মাত্রায় সেবন করা।
জীবন যাপন একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসো
👉প্রতিদিন নির্ধারিত সময়ে হাটা বা দৌড়ানো শারীরিক পরিশ্রম বা ব্যায়াম চলমান রাখ।
ডায়াবেটিস রোগীদের অধিকাংশ কোষ্ঠকাঠিন্য থাকে তাই, শাক সবজি বেশি খাওয়া জরুরী।
👉 রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিজিজিয়াম-Q সেবন করা।

👉 বুক ধড়ফড় করা কোনো রোগ নয়, রোগের উপসর্গ।👉 বুক ধড়ফড় করলে আক্রান্ত ব্যক্তি সমস্যার বিভিন্ন রকম বর্ণনা দেন। 👉কেউ শ্বাসকষ্...
14/01/2025

👉 বুক ধড়ফড় করা কোনো রোগ নয়, রোগের উপসর্গ।
👉 বুক ধড়ফড় করলে আক্রান্ত ব্যক্তি সমস্যার বিভিন্ন রকম বর্ণনা দেন।
👉কেউ শ্বাসকষ্টের কথা বলেন, কেউ বুকে ব্যথার কথা বলেন। বুক ধড়ফড় করলে ভয় হয়, চরম অস্বস্তিও হয়।
👉 এই বুঝি প্রাণটা গেল। সব সময় যে জটিল কোনো রোগের কারণে বুক ধড়ফড় করে, তা নয়। তারপরও বিষয়টি একেবারে অবহেলার নয়।
👉 বুক ধড়ফড় করার সবচেয়ে পরিচিত কারণ দুশ্চিন্তা।💟 হঠাৎ অতিরিক্ত পরিশ্রম, 💟ব্যায়াম, 💟অতিরিক্ত মানসিক চাপ,💟 ধূমপান, 💟অতিরিক্ত আবেগ, উচ্ছ্বাস সাময়িকভাবে হৃৎস্পন্দন বাড়িয়ে দিতে পারে। এটি স্বাভাবিক। কিছু এলোপ্যাথি ঔষধে ও হৃৎস্পন্দন বাড়ায়। এ ছাড়া কিছু শারীরিক রোগে দ্রুত নিয়মিত বা অনিয়মিত হৃৎস্পন্দন হয় এবং তখন বুক ধড়ফড় করে। যেমন অতি সক্রিয় থাইরয়েড গ্রন্থির প্রভাব, উচ্চ জ্বর, পানিশূন্যতা, রক্তচাপ বা রক্তে শর্করা হঠাৎ কমে যাওয়া, রক্তশূন্যতা বা অ্যানিমিয়া ইত্যাদি।
👉 হৃদ্যন্ত্রের কিছু সমস্যায় বুক ধড়ফড় করতে পারে। যেমন হার্টের ভাল্ভে সমস্যা, জন্মগত হৃদ্রোগ, হার্ট ফেইলিউর, অনিয়মিত হৃৎস্পন্দন ইত্যাদি।
👉 বুক ধড়ফড় করলে তাৎক্ষণিক বিশ্রাম নিন। যদি অতিরিক্ত পরিশ্রম, ব্যায়াম বা অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান, আবেগ, উচ্ছ্বাসের কারণে বুক ধড়ফড় হয়ে থাকে, তাহলে পর্যাপ্ত বিশ্রাম নিন।
👉 বিশ্রামরত অবস্থায় বুক ধড়ফড় করলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
👉 হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গিয়ে বা অনিয়মিত হলে রোগী অজ্ঞানও হয়ে পড়তে পারে। এ সময় মাথা ঝিমঝিম, মাথা শূন্য বোধ হওয়া বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। এ রকম হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।
👉 রোগ কারো জন্য কাম্য নয় তথাপি যদি উল্লিখিত অবস্থা গুলি আপনার হয়ে থাকে, অবশ্যই নিকটস্থ রেজিস্টার হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন, ঔষধ সেবন করুন, ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ে আরোগ্য পাবেন। নবযুগ হোমিও হল আপনাদের সেবায় নিয়োজিত।

🌷ফ্লু ও সর্দি-কাশি বা ঠান্ডার লক্ষণ:-👉 ফ্লু ও সাধারণ সর্দি-কাশির লক্ষণ প্রায় একই রকম। তবে সাধারণ সর্দি-কাশির তুলনায় ফ্লু...
14/01/2025

🌷ফ্লু ও সর্দি-কাশি বা ঠান্ডার লক্ষণ:-
👉 ফ্লু ও সাধারণ সর্দি-কাশির লক্ষণ প্রায় একই রকম। তবে সাধারণ সর্দি-কাশির তুলনায় ফ্লু এর লক্ষণগুলোর তীব্রতা বেশি হতে পারে এবং সেরে উঠতেও বেশি সময় লাগতে পারে। শিশুদের ক্ষেত্রে কখনো কখনো লক্ষণগুলো বড়দের তুলনায় বেশিদিন ধরে থাকতে পারে।
👉 ফ্লুতে শিশুদের ক্ষেত্রে জ্বরের পাশাপাশি ডায়রিয়া ও বমির সমস্যা বেশি দেখা যায়। সেই সাথে শিশুর কান ব্যথা হতে পারে এবং চঞ্চলতা কমে যেতে পারে।
👉 জ্বর, নতুন করে একটানা কাশি হওয়া, অস্বাভাবিক স্বাদ-গন্ধ পাওয়া বা স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা।
👉 উল্লেখিত সমস্যাগুলি অধিকাংশ ক্ষেত্রে তীব্র ও মৃদু আকারে দেখা দিতে পারে। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। চিকিৎসা পদ্ধতি বর্তমানে যথেষ্ট উন্নত নিকটস্থ জেলা সদর হাসপাতাল অথবা নিকটস্থ হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হলে খুব অল্প সময়ের ব্যবধানে উল্লেখিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

13/01/2025

সারা জীবন ঔষধ সেবন মানে হলো সাপোর্ট নিয়ে চলা। নিজের মধ্যে রোগকে পুষে রাখা!!

12/01/2025

দাদ_ দাউদ!!!
রোগীর প্রশ্ন_ মলম দিলে, এলোপ্যাথি খেলে সেরে যায় কিন্তু আবার ফিরে আসে। কি করা যায়??

12/01/2025

প্রেসার কন্ট্রোল করার জন্য ডাক্তার বলেছে সারা জীবন ওষুধ খেতে হবে!!!
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি বলে নির্ধারিত সময়ের পরে ঔষধের আর প্রয়োজন নেই।

12/01/2025

🌿ক্রোকাস স্যাটিভাস (Crocus Sativas)
👉পদার্থ পরিচয়-জাফরাণ; ঐ জাতীয় গাছের পুষ্পকেশর।
👉ক্রিয়াকেন্দ্র-মন, নার্ভস, চোখ, রক্ত সঞ্চালন, স্ত্রীজননযন্ত্র।
👉🏼ধাতুদোষম কিনা?-এ্যান্টি-সোরিক, এ্যান্টি-সাইকোটিক।
👉🏼কি কাতর?-গরম কাতর।
👉চরিত্রগত লক্ষণসমূহ-অনুভূতি পুনঃ পুনঃ এবং সম্পূর্ণভাবে
পরিবর্তিত হয়, প্রচণ্ড উল্লাস, মুহূর্ত মধ্যে গভীর নৈরাশ্য (ইগ্নে, নাক্স-ভ) অত্যধিক আহলাদিত, স্নেহপ্রবণ প্রত্যেক ব্যক্তিকে চুম্বন করতে চায়, কিন্তু পর মুহূর্তেই ক্রুদ্ধ হয়ে উঠে। দেহের যে কোন স্থান থেকে রক্ত স্রাব, রক্ত কাল, চট্টটে, চাপ চাপ, একগাছি লম্বা ও কাল দাড়ির মত স্রাবের স্থান থেকে ঝুলতে থাকে (ইলান্স)। শিরঃপীড়া, রজোনিবৃত্তি কালে, দপদপানি মত, ঋতুস্রাবের দুই তিন দিন আগে থেকে বৃদ্ধি। জরায়ু থেকে রক্তস্রাব।
কালচে, চটচটে, দড়ির মত, দুর্গন্ধযুক্ত সঞ্চালনে বৃদ্ধি। নাক থেকেও ঐ
প্রকারের রক্তস্রাব। পেট, জরায়ু বা দেহের অপর কোন অংশে, মনে হয় কোন জীবন্ত প্রাণী যেন নড়ে বেড়াচ্ছে (স্যাবিনা; থুজা, সালফ) তার সঙ্গে বমিভাব ও মূর্ছাভাব। হিষ্টিরিয়া ও তাণ্ডব রোগ-রোগিনী নাচে, গায়, অত্যন্ত আনন্দভাব সহ পর্যায়ক্রমে বিষণ্ণতা ও ক্রোধ।
👉বৃদ্ধি-সকালে, উপবাসে, গরম ঘরে, জল খাবার পূর্বে, গর্ভাবস্থায়, কোন বস্তুর দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করলে, শয়নে।
উপশম-মুক্ত বাতাসে; জলযোগের পর।
সম্বন্ধ-অনুপূরক-চায়না, নাক্স, পালস, সালফ।
পরে ব্যবহার্য-বেল, ক্যাল, নাক্স, পাল, রাস, সিপি, সালফ।
👉🏼প্রতিষেধক-একোন, বেল, ওপি।
👉ক্রিয়াকাল-১ থেকে ৭ দিন।
👉শক্তি-৩x, ৬, ৩০, ২০০।
👉🏼সকল প্রকার হোমিও ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন বিপদজনক✳️

12/01/2025

🌿ক্যাল্কেরিয়া আর্স (Calcaria Ars.)
👉(আর্সেনাইট-অফ-লাইম, ইহা মিশ্রিত একটি ধাতু বিশেষ) তম্বুলা ও 👉টিউবাকিউলার ধাতু, মোটা স্ত্রীলোক ঋতুর সময় অতিবাহিত হইলেও শুধু হয় না; শরীরে অত্যধিক চর্বি জমিয়া শরীর মোটা, এই প্রকার লোকেদের *নীড়াতেই ইহা অধিক কাৰ্য্যকরী। শিশুর লিভার প্লীহা দুইটিই বঙ্কিত: হৃৎপীড়ায় দ্রুত নাড়ীর গতি, প্যাংক্রিয়াসের পীড়া, প্যাংক্রিয়াসের ক্যানসার, জরায়ুর ক্যান্সার, শিরার প্রদাহ প্রভৃতি কতকগুলি পীড়াতে ইহা সচরাচর ব্যবহৃত হয়। কোনও পীড়ায় যেখানে দেখিবেন কতক লক্ষণ-ক্যালকেরিয়ার, আর কতক লক্ষণ-আর্সেনিকের, তথায় এই ঔষধটি প্রথমেই স্মরণ করিবেন।
👉প্রদর-রক্ত-সংযুক্ত শ্বেত-প্রদরস্রাব, স্রাবে অত্যন্ত দুর্গন্ধ।
ক্যান্সার-এই পীড়ায় আরোগ্যপ্রদ ঔষধ প্রায় কোন চিকিৎসার মধ্যেই দৃষ্ট হয় না, তবে যোনি, জরায়ু ও প্যাংক্রিয়াস প্রভৃতিতে ক্যান্সার হইলে তাঁহার অসহ্য জ্বালা কমাইবার জন্য ইহা সাময়িক ব্যবহার করা যাইতে পারে।
👉🏼হৃৎপিণ্ডের পীড়া-হৃৎপিণ্ডের বেদনা, বুক ধড়ফড় করা, মোটা, স্ত্রীলোকদের ঋতুবন্ধের বয়সে (over 45 ) সামান্য 'একটুমাত্র মানসিক উত্তেজনাতেই বুক ধড়ফড় করা, শ্বাসকৃষ্ণতা প্রভৃতি লক্ষণে ইহা ব্যবহার্য্য।
মৃগী, মূর্ছা-প্রথমে হৃৎপিণ্ডের কোনও ভল্ল্ভের পীড়া হইয়া মৃগী, মূর্ছা বা তৎসদৃশ কোন পীড়া হইলে-ক্যাল্কেরিয়া-আর্স উপকারী।
👉🏼পরবর্তী ঔষধ-কোনি, গ্লোনয়িন, পল্স।
👉ক্রিয়ানাশক কার্ব্বো, গ্লোনয়িন, পল্স।
শক্তি_ ০৬-৩০-২০০-১০০০
👉সকল প্রকার হোমিও ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবক বিপদজনক

12/01/2025

আল্লাহপাকের দেয়া নেয়ামত গুলির মধ্যে অন্যতম নেয়ামত হল শারীরিক সুস্থতা।

Address

Dawn Supermarket, Pubail Station, Tongi Kaligon Road, Gazipur City
Gazipur
1700

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801711900381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabo Jug Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nabo Jug Homoeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram