Pondit Homeo Hall

Pondit Homeo Hall Dr. R.C.PONDIT- Govt Regs No 39244
M.Com, DHMS-BHB Dhaka
CPT-BTEB- Dhaka
Pharmacists:C-81842/17-BFC

ইউরিক অ্যাসিড / গেটে বাত ঃ- মূলতঃ খাবার থেকেই ইউরিক অ্যাসিডের পরিমান বেড়ে যায়।ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ঔষধের চাইতে স...
18/07/2024

ইউরিক অ্যাসিড / গেটে বাত ঃ-
মূলতঃ খাবার থেকেই ইউরিক অ্যাসিডের পরিমান বেড়ে যায়।
ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ঔষধের চাইতে সবচাইতে বেশি কার্যকরি একটি প্রোপার ডাইড।
কি কি কারনে হতে পারে ঃ
বংশগত, হাইপারথাইরোডিজম, ওভার ওয়েট, সোরাসিস, রেনাল ইনফেকশন।
আমাদের প্রত্যেকটি খাবারের সাথেই "পিউরিন" নামক একটি পদার্থ আছে যা শরীরে ভেঙে ইউরিক অ্যাসিডে পরিনত হয় । প্রয়োজনের অতিরিক্ত কিডনির মাধ্যমে ছাকন হয়ে প্রস্রাব আকারে বের করে দেয়। যদি কিডনি তা বের করতে না পারে তাহলে বিভিন্ন জয়েন্টে জমা হতে থাকে এবং ব্যথা হয় লাল হয়ে ফোলে যায় । অতএব খাবারের প্রতি অবশ্যই সচেতন হতে হবে।
কি কি সমস্যা হতে পারে ঃ
পায়ের বোড়ো আঙুলে ব্যথা হয়,লাল হয়ে ফোলে যায়। বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়।
হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
কিডনিতে পাথর হতে পারে।
উচ্চ রক্তচাপ হতে পারে।
গেটে বাত হতে পারে।
পরিমিত খাবেন ঃ ( সপ্তাহে ১০০ গ্রাম )
রেডমিট/ মাংস, কলিজা, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, মাসরুম, ডাল, সীমের বীচি।
খেতে পারেন ঃ
প্রচুর পরিমানে ফলমূল খাবেন, দিনে ৩/৪ লিটার পানি খাবেন, দুধ এবং দুগ্ধজাতীয় খাবার খাবেন, নদী ও পুকুরের জীবিত মাছ খাবেন।
উপদেশ ঃ
অ্যালকোহল, কফি, চিনি পরিহার করুণ
লাল রঙের সবজি, পিচ্ছিল জাতীয় সবজি এভয়েড করুন
ডিমের সাদা অংশ খাবেন
আঁশজাতীয় সবজি এবং সবুজ শাকসবজি খাবেন।
প্রতিদিন হাটুন / এক্সারসাইজ করুন অর্থাৎ কায়িক পরিশ্রম করুন।
ঘরোয়া কিছু টিপস ঃ
১) সকালে খালি পেটে ১ গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস দিয়ে পান করুন
২) সবুজ লাউ=৫০ গ্রাম + আমলকী=১০ গ্রাম + এলোভেরা=১০ গ্রাম একসাথে জুস বানিয়ে সকালে খালি পেটে খেতে পারেন।
৩) বথুয়া শাক খাবেন।
নোটঃ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।
ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে নিচের নাম্বারে কল করুন।
📞01824566564

প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার উপকারিতা✅Rakhal Chandra Pondit
15/07/2024

প্রতিদিন এক গ্লাস দুধ
খাওয়ার উপকারিতা✅
Rakhal Chandra Pondit

থাইরয়েড / Thyroid ঃ গলার মাঝখানে থাকে দেখতে প্রজাপতির মতো। থাইরয়েড ৩ প্রকারের হতে পারে ঃ-১) হাইপো থাইরডিয়াম২) হাইপার থাই...
14/07/2024

থাইরয়েড / Thyroid ঃ গলার মাঝখানে থাকে দেখতে প্রজাপতির মতো।
থাইরয়েড ৩ প্রকারের হতে পারে ঃ-
১) হাইপো থাইরডিয়াম
২) হাইপার থাইরডিয়াম
৩) গলগন্ড

শারীরিক কি কি সমস্যা হতে পারে ঃ-
১) ওজন কমতেে থাকে
২) বুক ধরফর করে
৩) অনিয়মিত ঋতুস্রাব ( মাসে ২/৩ বার অথবা ২/৩ মাস পর পর হতে পারে)
৪) কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে
৫) দিনে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব হতে পারে
৬) মানসিক সমস্যা হতে পারে।

যে সকল খাবার খাবেন না / এড়িয়ে চলবেন ঃ ফুলকপি, ব্রুকলি, শালগম, মাংস, মিষ্টি, ফাসফুড, কফি, ডিংস।

খাওয়া যাবে ঃ লাল চালের ভাত, নারিকেল, টকদই, ডিম, মাছ, সবুজ শাকসবজি এবং চিনি মুক্ত থাকতে হবে

নোটঃ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট / বিনামূল্যে সেবা পেতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন ।
📞01824566564

কিডনি সুস্থ রাখুনঃHydronephrosis ( Hydro/পানি + Nephrosis/ কিডনি)কিডনিতে পানি যে সকল কারণে আসতে পারে ঃ ১) জন্মগত কারণে।২...
09/06/2024

কিডনি সুস্থ রাখুনঃ
Hydronephrosis ( Hydro/পানি + Nephrosis/ কিডনি)
কিডনিতে পানি যে সকল কারণে আসতে পারে ঃ
১) জন্মগত কারণে।
২) আঘাতের ফলে।
৩) কিডনিতে সিস্ট হলে, টিউমার হলে বা পাথর হলে।
৪) কিডনিতে ময়লা জমলে।

শারিরীক কি কি সমস্যা হতে পারে ঃ
১) বমি বমি ভাব বা বমি হতে পারে।
২) পেটে ব্যথা হতে পারে।
৩) ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে।
৪) কোমড়ে ব্যথা হতে পারে।
৫) ক্ষুধামন্দা, জ্বর, শরীর দূর্বল এবং মাথা ঘোরাতে পারে।
জটিলতা ঃ কিডনি বিকল হবার সম্ভাবনা থাকতে পারে।
নোটঃ সমাধান পেতে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন।
📞01824566564

হাড়ের ক্ষয় বা জয়েন্ট এ ব্যথা এবং অস্টিওপরোসিস ঃ-" পুরুষদের চাইতে নারীরা বেশি ভুক্তভোগী "যেসকল কারনে হতে পারে ঃ১) ক্যালসি...
17/05/2024

হাড়ের ক্ষয় বা জয়েন্ট এ ব্যথা এবং অস্টিওপরোসিস ঃ-
" পুরুষদের চাইতে নারীরা বেশি ভুক্তভোগী "

যেসকল কারনে হতে পারে ঃ
১) ক্যালসিয়ামের অভাবে
২) ভিটামিন ডি এর অভাবে পুষ্টিহীনতা
৩) অতিরিক্ত ধূমপান বা মদ্যপানে
৪) অলসতা অর্থাৎ কায়িক পরিশ্রম না করলে
৫) ওজন বৃদ্ধি, অতিরিক্ত মোটা হলে
৬) ২৫ - ৩০ বছরের মধ্যে মানুষের হাড় সবচাইতে বেশি মজবুত থাকে তারপর আস্তে আস্তে বয়স বাড়তে থাকে এবং হাড় ক্ষয় হতে থাকে।
৭) মহিলাদের ঋতুস্রাব বন্ধ হবার পর হতেই হাড় ক্ষয় হতে থাকে ।
৮) ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

সবুজ শাকসবজি, ভিটামিন সি, কলা, দুধ খাবেন এবং নিয়মিত শরীরচর্চা/ব্যায়াম করবেন।

চিনিযুক্ত খাবার এবং ধূমপান পরিহার করুন।

নোটঃ সমাধান পেতে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন।
📞01824566564

10/04/2024

তৈলাক্ত ও মিষ্টিজাতীয় খাবার পরিমিত খাবেন,
সুস্থ্য থাকবেন।
" পন্ডিত হোমিও হল "

টেস্টোস্টেরেন হরমুন/Testosterone :- কমে গেলে আস্তে আস্তে সন্তান জন্ম দেয়ার ক্ষমতা হারাতে থাকে। কি কি কারনে Low Testoster...
31/03/2024

টেস্টোস্টেরেন হরমুন/Testosterone :- কমে গেলে আস্তে আস্তে সন্তান জন্ম দেয়ার ক্ষমতা হারাতে থাকে।

কি কি কারনে Low Testosterone হতে পারে ঃ-
৩টি কারন -
১) শারীরিক কারন ঃ অন্ডকোষে আঘাত পেলে, থাইরয়েড, কিডনিতে ক্ষত বা ইনফেকশন হলে, অতিরিক্ত মোটা হলে, বয়স্কদের।
২) মানষিক কারন ঃ ভয়, দুশ্চিন্তা, টেনশন, উদ্বিগ্ন।
৩) জীবনযাত্রার মান ঃ অনিয়মিত খাওয়াদাওয়া, ঘুম।

শারীরিক কি কি লক্ষ্মণ প্রকাশ পায় ঃ-
অবসাদ লাগে, ঘুম ভালো হয়না, দূর্বলতা, মাথার চুল পড়ে যাওয়ায়, পেশির ঘনত্ব কমে যাওয়া, মেদ বেড়ে যাওয়া, বদমেজাজ, লিঙ্গ শক্ত না হওয়া বা নিস্তেজ হয়ে পড়া।

কি করনীয় বা কি করলে টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে ঃ নিয়মিত ব্যায়াম করবেন, মেডিটেশন করে মানষিক দুশ্চিন্তা দূর করবেন, পুষ্টিকর খাবার ও ফলমূল খাবেন, যেমন- ডালিম, খেজুর, বাদাম, কিচমিচ।
সকালে সূর্যালোকে কিছু সময় থাকবেন Vitamin- D

নোটঃ সমাধান পেতে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন।
📞01824566564

লাইপোমা/ত্বকে চর্বির টিউমার ঃ- সারা শরীরে ত্বকের নীচে নরম ছোট ছোট টিউমার যাহা চর্বি জমে জমেই হয়ে থাকে। কারন সমুহ ঃ-১) বং...
30/03/2024

লাইপোমা/ত্বকে চর্বির টিউমার ঃ- সারা শরীরে ত্বকের নীচে নরম ছোট ছোট টিউমার যাহা চর্বি জমে জমেই হয়ে থাকে।

কারন সমুহ ঃ-
১) বংশগত কারনে হয়ে থাকে।
২) মোটা বা স্বাস্থ্য বেশি হলে
৩) অলস জীবন যাপন করলে
৪) অতিরিক্ত ধূমপান করলে
৫) ডায়াবেটিস এর কারনে
৬) রক্তে কোলেস্টেরল এর মাত্রা বেড়ে গেলে
৭) আঘাত লাগার করনেও হতে পারে।

# দুশ্চিন্তা করবেনা, ক্যান্সার হবার প্রবনতা নেই।

করনীয় ঃ- নিয়মিত দুইবেলাই ব্যায়াম করবেন, সকল ফ্যাট জাতীয় খাবার পরিহার করবেন, ধূমপান ছেড়ে দিবেন।

নোটঃ সমাধান পেতে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন।
📞01824566564

তোতলামি / Stmmering হোমিও চিকিৎসা ঃসাধারনতঃ বাচ্চাদের বেশি হয়, তন্মধ্যে ছেলে বাচ্চাদের বেশি হয়ে থাকে। ৩ প্রকারের / ধরনের...
19/08/2023

তোতলামি / Stmmering হোমিও চিকিৎসা ঃ

সাধারনতঃ বাচ্চাদের বেশি হয়, তন্মধ্যে ছেলে বাচ্চাদের বেশি হয়ে থাকে।

৩ প্রকারের / ধরনের তোতলামি হতে পারে -
১) কথা বা Word ঠিকমতো উচ্চারণ করতে পারে না
২) একই কথা বার বার উচ্চারণ করতে থাকে
৩) কথা বলতে গিয়ে আটকে যায়

কি কারনে হতে পারে ঃ
বৈজ্ঞানিক কোন ব্যখ্যা নেই তবে
১) বংশগত কারনে হতে পারে
২) নার্ভ/ স্নায়ুতন্ত্রের সমস্যার জন্য হতে পারে
৩) শিশুদের ভয় বা অত্যাধিক মানষিক চাপের কারণে হতে পারে
৪) জিহবা এবং ব্রেইনের সমস্যার কারনে হতে পারে

নিয়মিত কিছু এক্সারসাইজ করবেন ঃ
নিঃশ্বাস / Breathing এক্সারসাইজ, জিহবা ও ঠোটের এক্সারসাইজ করতে হবে

নোটঃ সমাধান পেতে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন।
📞01824566564

স্মৃতিশক্তি বৃদ্ধিতে হোমিও ঔষধ / Homeoic medicine for memory enhancement ঃ-কেন স্মরণশক্তি কমে যায়  ঃ- ১) Over exertions ...
08/08/2023

স্মৃতিশক্তি বৃদ্ধিতে হোমিও ঔষধ / Homeoic medicine for memory enhancement ঃ-

কেন স্মরণশক্তি কমে যায় ঃ-
১) Over exertions of mind- অতিরিক্ত মানষিক পরিশ্রম করলে
২) Stress - অনেক বেশি চাপ নিলে
৩) Sleepless ness - রাতে ঠিকমত না ঘুমালে
যুবকদের সমস্যার কারন ঃ
১) নেশা জাতিয় দ্রব্য সেবনে
২) অত্যধিক মানষিক চাপ
৩) ভিটামিন বি১২ ও অন্যান্য ভিটামিনের অভাব
৪) বিভিন্ন রোগে আক্রান্ত হলে এবং এ্যালোপ্যাথি ঔষধের পার্শ প্রতিক্রিয়ার ফলে

বয়স্কদের Alzheimer's Disease এর কারনে হয়ে থাকে। তাছাড়া
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মাথার আঘাত লাগা, স্ট্রোক করলে।

পরামর্শ ঃ-
১) নিয়মিত ব্যায়াম করন
২) সামুদ্রিক মাছ, কলিজা, সবুজ শাকসবজি বেশি করে খান
৩) ঘরের তাপমাত্রা কমিয়ে রাখুন

নোটঃ সমাধান পেতে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন।
📞01824566564

আঁচিল / Warts :-বিভিন্ন আকারের হতে পারে, ছোট, বড়, চেপ্টা,  সূচালো, নরম, শক্ত,  মসৃণ,  অমসৃণ কালো, বাদামি,  লালচে বিভিন্ন...
06/08/2023

আঁচিল / Warts :-
বিভিন্ন আকারের হতে পারে, ছোট, বড়, চেপ্টা, সূচালো, নরম, শক্ত, মসৃণ, অমসৃণ
কালো, বাদামি, লালচে বিভিন্ন রকমের হতে পারে।

কি কি কারনে হতে পারে ঃ-
১) HPV Virus এর সংক্রামনের ফলে হয়ে থাকে
২) বংশগত কারনে হয়ে থাকে
৩) যারা প্রায়ই বা বেশি বেশি কাঁচা মাছ, মাংস স্পর্শ করে থাকেন
৪) প্রেগনেন্সী মহিলাদের হয়ে থাকে
৫) যারা কোষ্ঠকাঠিন্য ও পাইলস রোগে ভোগেন এবং
৬) ওজন বৃদ্ধি বা মোটা প্রকৃতির মানুষ এবং যে সকল জায়গায় ঘর্ষন বেশি লাগে যেমন বগলের নিচে, দুই রানের চিপায়, ঘাড়ে।

নোটঃ সমাধান পেতে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন।
📞01824566564

নাকের পলিপাস/ Nasal Polypsএলাজি, এজমা, সর্দি লাগার প্রবনতা ব্যক্তিদের বিশেষ করে পুরুষদের বেশি হয়ে থাকে। কারন সমুহ ঃ১) এল...
04/08/2023

নাকের পলিপাস/ Nasal Polyps
এলাজি, এজমা, সর্দি লাগার প্রবনতা ব্যক্তিদের বিশেষ করে পুরুষদের বেশি হয়ে থাকে।

কারন সমুহ ঃ
১) এলাজি বা সর্দি লেগে থাকার কারনে নাকে ইনফ্লেমেশন হয় এবং সেলগুলো ফোলে যায় অতঃপর ফ্লয়েড জমতে জমতে বড় হতে থাকে।

ফলস্বরূপ যে সকল সমস্যা হতে পারে ঃ-
১) নাক বন্ধ থাকে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়
২) গ্রাণশক্তি কমে যায় ফলে খাবারের গন্ধ পায়না
৩) নাক ডাকে এবং ঘুমের বেঘাত ঘটে
৪) সর্দি লেগে থাকে হাঁচি-কাশি থাকে
৫) মাথাব্যথা থাকে

বিশেষ বার্তা ঃ ঠান্ডা, ধূলোবালি থেকে দূরে থাকুন এবং মাস্ক ব্যবহার করুন ।

নোটঃ সমাধান পেতে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসার স্বরণাপন্ন হোন এবং সুস্থ থাকুন।

ফ্রি কনসাল্ট বা বিনামূল্যে সেবা নিতে ডক্টর এর সাথে নিচের নাম্বারে কল করে কথা বলুন।
📞01824566564

Address

South Chayabithy, Joydebpur
Gazipur
1700

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801824566564

Alerts

Be the first to know and let us send you an email when Pondit Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pondit Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram